Araf Surgical & Madicine Corner

Araf Surgical & Madicine Corner ১০০% অরিজিনাল মেডিকেল সার্জিক্যাল যন্ত্রপাতি, প্যাথলজিক্যাল মালামাল, ফার্মেসি ওষুধ , অর্থোপেডিক ও রি-এজেন্ট সহ সকল প্রকার প্রোডাক্ট পাওয়া যায়
(1)

সবাই আওয়াজ তুলুন MRP বাস্তবায়নের। কনিশন এর চেয়ে MRP বাস্তবায়ন বেশি জরুরি কারণ কমিশন যত পাবে তত ডিসকাউন্ট দিবে কিছু ব...
03/11/2025

সবাই আওয়াজ তুলুন MRP বাস্তবায়নের। কনিশন এর চেয়ে MRP বাস্তবায়ন বেশি জরুরি কারণ কমিশন যত পাবে তত ডিসকাউন্ট দিবে কিছু ব্যবসায়ী।

ধর্মঘট স্থগিত জরুরি বিজ্ঞপ্তিতারিখঃ ০২/১১/২০২৫বাংলাদেশ কেমিস্টস্‌ এন্ড ড্রাগিস্টস্‌ সমিতির সকল জেলা শাখা, উপ-শাখার নেতৃত...
02/11/2025

ধর্মঘট স্থগিত
জরুরি বিজ্ঞপ্তি
তারিখঃ ০২/১১/২০২৫

বাংলাদেশ কেমিস্টস্‌ এন্ড ড্রাগিস্টস্‌ সমিতির সকল জেলা শাখা, উপ-শাখার নেতৃত্ববৃন্দ ও সকল ঔষধ ব্যবসায়ীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঔষধ প্রশাসন অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক মহোদয়ের আহ্বানে আগামী ০২ নভেম্বর সকাল ১০.০০ ঘটিকার সময় ঔষধ প্রশাসন অধিদপ্তর সম্মেলন কক্ষে যৌথ সভার অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আলোচনায় ঔষধ ব্যবসায়ীদের বিক্রয় কমিশন বৃদ্ধির দাবি নিয়ে বিস্তৃতভাবে আলোচনার শেষে অধিদপ্তর কর্তৃক ঔষধ ব্যবসায়ীদের যৌক্তিক দাবির প্রতি একমত পোষণ করেন এবং অদূর ভবিষ্যতে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সাথে আলোচনার মাধ্যমে বিষয়খানার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। একই সাথে ধর্মঘট প্রত্যাহারের জন্য আহ্বান জানান।

যার প্রেক্ষিতে সমিতির কেন্দ্রীয় পরিচালনা পরিষদের নেতৃত্বে তাদের আহ্বানে আজকের পূর্বঘোষিত ৩ নভেম্বরের ধর্মঘট স্থগিত ঘোষণা করা হলো।

কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পক্ষ থেকে

(স্বাক্ষর)
মমুনুল হক চৌধুরী
সভাপতি
বাংলাদেশ কেমিস্টস্‌ এন্ড ড্রাগিস্টস্‌ সমিতি
কেন্দ্রীয় পরিচালনা পরিষদ

তারিখঃ ২.১১.২৫

📢 গুরুত্বপূর্ণ ঘোষণা💊 ওষুধ বিক্রয় কমিশন ১২% থেকে ২৫% বৃদ্ধির দাবিতে সারাদেশের সকল ফার্মেসির মতো পঞ্চগড় জেলাতেও ধর্মঘট ...
28/10/2025

📢 গুরুত্বপূর্ণ ঘোষণা

💊 ওষুধ বিক্রয় কমিশন ১২% থেকে ২৫% বৃদ্ধির দাবিতে সারাদেশের সকল ফার্মেসির মতো পঞ্চগড় জেলাতেও ধর্মঘট পালিত হবে।

🕘 সময়: সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত
📅 তারিখ: ০৩ নভেম্বর ২০২৫, সোমবার

আমরাও আমাদের ন্যায্য দাবির পক্ষে একাত্মতা প্রকাশ করছি।
✊ ধর্মঘট চলবে আগামী তিন তারিখ!

আলহামদুলিল্লাহ, কক্সবাজার,  সাজেক, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এর উদ্দেশ্যে  বিসিডিএস  পঞ্চগড়  এর  সকল পরিচালক  বৃ...
14/10/2025

আলহামদুলিল্লাহ,
কক্সবাজার, সাজেক, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এর উদ্দেশ্যে বিসিডিএস পঞ্চগড় এর সকল পরিচালক বৃন্দ রওনা হলাম, দোয়া করবেন সবাই আমাদের জন্য।

💊 ফার্মেসির কর্মরতরা – নীরব স্বাস্থ্যযোদ্ধারোগের সময় আমরা প্রথমে যাদের কাছে যাই, তারা হলো ফার্মেসির কর্মরতরা।তাদের হাসিম...
09/10/2025

💊 ফার্মেসির কর্মরতরা – নীরব স্বাস্থ্যযোদ্ধা
রোগের সময় আমরা প্রথমে যাদের কাছে যাই, তারা হলো ফার্মেসির কর্মরতরা।
তাদের হাসিমুখ, ধৈর্য আর আন্তরিক সেবা আমাদের সুস্থতার পথে এক গুরুত্বপূর্ণ সহায়ক।
🔹 রোগীকে সঠিক ঔষধ বুঝিয়ে দেওয়া
🔹 ডোজ ও ব্যবহার জানানো
🔹 দ্রুত প্রয়োজনে পাশে থাকা
এগুলো শুধু কাজ নয়, বরং মানুষের প্রতি দায়িত্ববোধের পরিচয়।
তাদের প্রতিদিনের পরিশ্রম আমাদের জীবনকে করে সহজ আর নিরাপদ।
👉 তাই আসুন, এই স্বাস্থ্যযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞ হই।
🔵স্বাস্থ্য ও মেডিসিন সম্পর্কে প্রাথমিক ট্রিটমেন্ট/তথ্য পেতে Araf Surgical & Madicine Corner পেইজ ফলো রেখে পাশে থাকুন✅🥰

✨ ঘামাচি হলে করণীয় ✨গরমে বা অতিরিক্ত ঘামে অনেকেরই ঘামাচি হতে পারে। এটি খুব অস্বস্তিকর হলেও কিছু সহজ যত্নে নিয়ন্ত্রণ করা ...
09/10/2025

✨ ঘামাচি হলে করণীয় ✨
গরমে বা অতিরিক্ত ঘামে অনেকেরই ঘামাচি হতে পারে। এটি খুব অস্বস্তিকর হলেও কিছু সহজ যত্নে নিয়ন্ত্রণ করা যায়—
✅ হালকা ও ঢিলেঢালা সুতি কাপড় পরুন।
✅ শরীর সবসময় পরিষ্কার ও শুকনো রাখুন।
✅ খুব বেশি গরমে বাইরে যাওয়া এড়িয়ে চলুন।
✅ ঠাণ্ডা পানি দিয়ে দিনে কয়েকবার গোসল করুন।
✅ ঘামাচির জায়গায় চুলকানি করবেন না।
✅ প্রয়োজনে মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শে মেডিকেটেড পাউডার বা ক্রিম ব্যবহার করুন।
👉 মনে রাখবেন, সঠিক যত্নে ঘামাচি সহজেই ভালো হয়ে যায়।
🔹 স্বাস্থ্য বিষয়ক আরও টিপস পেতে আমাদের পেইজ Araf Surgical & Madicine Corner ফলো করুন।

🌿✨ ছড়াছড়ি স্ক্যাবিস থেকে মুক্তি চান? ঘরে বসেই কিছু সহজ টিপস মেনে চলুন!🟢 স্ক্যাবিস একধরনের চর্মরোগ, যা চুলকানি ও অস্বস্তি...
09/10/2025

🌿✨ ছড়াছড়ি স্ক্যাবিস থেকে মুক্তি চান? ঘরে বসেই কিছু সহজ টিপস মেনে চলুন!
🟢 স্ক্যাবিস একধরনের চর্মরোগ, যা চুলকানি ও অস্বস্তি সৃষ্টি করে। তবে কিছু ঘরোয়া উপায়ে আরাম পাওয়া সম্ভব—
✅ সহজ টিপস:
🔸 নারিকেল তেলের সাথে হলুদ মিশিয়ে আক্রান্ত স্থানে লাগান।
🔸 নিমপাতা সেদ্ধ পানি দিয়ে গোসল করুন।
🔸 লবণ মেশানো কুসুম গরম পানিতে গোসল করলে চুলকানি কমে।
🔸 লবঙ্গ তেল আক্রান্ত জায়গায় হালকা মালিশ করুন।
🔸 প্রতিদিন কাপড়, বিছানা ও তোয়ালে গরম পানিতে ধুয়ে রোদে শুকান।
👉 তবে মনে রাখবেন, এগুলো শুধু সাময়িক আরাম দেয়। স্থায়ী সমাধানের জন্য চিকিৎসকের পরামর্শ নিন।
📌 স্বাস্থ্য বিষয়ক আরও টিপস পেতে আমাদেরAraf Araf Surgical & Madicine Corner পেইজ ফলো করুন।

🧠 ম্যাসাজ গান (Massage Gun) কী?এটি একটি হ্যান্ডহেল্ড (হাতে ধরা যায় এমন) ডিভাইস, যা পেশিতে দ্রুত কম্পন বা থাপ্পড়ের মতো চ...
06/10/2025

🧠 ম্যাসাজ গান (Massage Gun) কী?
এটি একটি হ্যান্ডহেল্ড (হাতে ধরা যায় এমন) ডিভাইস, যা পেশিতে দ্রুত কম্পন বা থাপ্পড়ের মতো চাপ দেয়। এর মাধ্যমে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং পেশির টান বা ব্যথা কমে।

⚙️ কিভাবে কাজ করে
ডিভাইসের মাথায় একটি ভাইব্রেটিং হেড থাকে।
এটি প্রতি সেকেন্ডে শত শত বার পেশিতে আঘাতের মতো কম্পন পাঠায়।
ফলে রক্ত চলাচল বাড়ে, পেশির স্টিফনেস কমে, এবং ব্যথা উপশম হয়।

💪 উপকারিতা (Benefits)
1. 🩸 রক্ত সঞ্চালন উন্নত করে
2. 💆 পেশির ব্যথা ও ক্লান্তি কমায়
3. ⚡ এক্সারসাইজের পর দ্রুত রিকভারি করতে সাহায্য করে
4. 🧍‍♂️ পেশি নরম ও ফ্লেক্সিবল রাখে
5. 💤 স্ট্রেস ও টেনশন কমাতে সাহায্য করে

⚠️ সতর্কতা
খোলা ক্ষত, হাড় ভাঙা জায়গা বা ফোলা জায়গায় ব্যবহার করা উচিত নয়।
এক জায়গায় বেশি সময় ধরে না রাখাই ভালো (৩০–৬০ সেকেন্ড যথেষ্ট)।
যাদের হার্ট প্রোবলেম, ডায়াবেটিস বা স্নায়ু সমস্যা আছে, তারা ব্যবহারের আগে ডাক্তারকে জিজ্ঞেস করা উচিত।

🕒 কখন ব্যবহার করা যায়
ব্যায়াম বা শারীরিক কাজের পর
ঘাড়, কাঁধ, পিঠ, পা বা কোমরে ব্যথা হলে

দীর্ঘ সময় বসে বা দাঁড়িয়ে কাজের পর
ভারী কাজ করার ফলে অনেকেরই পিঠে বা কোমরে ব্যাথা অনুভব করেন।

এছাড়া দীর্ঘসময় ধরে বসে কাজ করলেও মেরুদণ্ডের নিচের অংশ ব্যাথা করা শুরু হয়। শুরু থেকেই ব্যাথা সারানোর বিষয়টি এড়িয়ে না গিয়ে সঠিক মানের পন্যটি ব্যবহারে আপনি থাকবেন ব্যাথামুক্ত।

আমাদের কাছে আপনি পাচ্ছেন ইম্পোর্টেড ব্র‍্যান্ডের Message gun

অর্ডার করতে ইনবক্স করুন, কল করুন 01672967016/01738636500, অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে!

Araf Surgical & Madicine Corner
L*D more,Nearby Lg Showroom, Tetulia Road,Panchagarh Sadar, Panchagarh.

04/10/2025

আরাফ সাজিক্যাল & মেডিসিন কর্নার দোকান খোলা রাখার সময় সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত করা হয়েছে।

Address

Near By LG Butterfly Showroom, L*D Mor, Tetulia Rood, Panchagarh Sadar
Panchagarh
5000

Telephone

+8801738636500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Araf Surgical & Madicine Corner posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Araf Surgical & Madicine Corner:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram