Agro care animal products

Agro care animal products We are now updating our imported products day by day & adding more products.

বিদেশ থেকে যদি দুতিনটা মোবাইল নতে না পারে তাহলে বিদেশ থেকে কি শুধু চকলেট আর ক্রীম আনবে? আবার ওরা ঘুষ খেলে সেটা বৈধ।
18/10/2025

বিদেশ থেকে যদি দুতিনটা মোবাইল নতে না পারে তাহলে বিদেশ থেকে কি শুধু চকলেট আর ক্রীম আনবে? আবার ওরা ঘুষ খেলে সেটা বৈধ।

18/10/2025

New products new flavours

17/10/2025

🐄🐃🐂Calcivet Forte
“শক্ত হাড়, বেশি দুধ, সুস্থ গাভী”
🟡 রঙঃ লেমন ইয়েলো
🍋ঘ্রাণঃ পাকা আমের মিষ্টি সুবাস
🌿 প্রস্তুতকারকঃ Palson pharmaceuticals an ISO, GMP, WHO ও FSSAI Certified Company
🇧🇩 আমদানিকারকঃ Agro Care Animal Products
🔬 মূল উপাদান ও তাদের উপকারিতা (Per 100 gm):
🧪 1. Tricalcium Phosphate (IP Grade)
👉 এটি থেকেই আসে ক্যালসিয়াম (Ca – 3256 mg) ও ফসফরাস (Ph – 1677 mg)
উপকারিতা:
দুধ ও হাড়ে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে।
প্রসব-পরবর্তী দুধ নামা ও গাভী পড়ে যাবার ঝুঁকি কমায়।
হাড়, দাঁত, ও খুর মজবুত রাখে।
দুধের পরিমাণ ও গুণগত মান উন্নত করে।
🌞 2. Vitamin D₃ (1600 IU)
উপকারিতা:
ক্যালসিয়াম ও ফসফরাসের শোষণ বাড়ায়।
হাড়ের বৃদ্ধিতে সহায়তা করে।
দুধ উৎপাদন বৃদ্ধি করে।
প্রসব-পরবর্তী প্যারালাইসিস প্রতিরোধে ভূমিকা রাখে।
💉 3. Vitamin B₁₂ (200 mcg)
উপকারিতা:
রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধি করে।
ক্ষুধা ও হজম শক্তি বাড়ায়।
দুধ উৎপাদনে প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে।
দুধদানকারী গাভীর সাধারণ স্বাস্থ্যের উন্নতি করে।
⚙️ 4. Cobalt (40 mg)
👉উপকারিতা:
রুমেনে Vitamin B₁₂ তৈরি করতে সাহায্য করে।
দুধের উৎপাদন বৃদ্ধি করে।
প্রজনন সক্ষমতা উন্নত করে।
🧲 5. Iron (200 mg)
উপকারিতা:
রক্তস্বল্পতা দূর করে।
শরীরে অক্সিজেন পরিবহনে সহায়তা করে।
প্রাণীর কর্মক্ষমতা ও দুধ উৎপাদন বাড়ায়।
⚙️ 6. Manganese (70 mg)
উপকারিতা:
হাড় গঠন ও প্রজননে সহায়তা করে।
হরমোন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।
দুধের মান উন্নত করে।
🌿 7. Shatavari Extract (2000 mg)
উপকারিতা:
প্রাকৃতিক গ্যালাক্টাগগ, দুধের স্উৎপাদন বাড়ায়।
প্রসব-পরবর্তী সময় গাভীকে দ্রুত স্বাভাবিক করে।
স্ট্রেস ও ক্লান্তি দূর করে।
গাভীর প্রজনন স্বাস্থ্য উন্নত করে।
🌱 8. Jeevanti Extract (600 mg)
উপকারিতা:
প্রাণীর শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
লিভারের কার্যক্ষমতা উন্নত করে।
তাপজনিত স্ট্রেস কমায়।
🐄 ব্যবহারবিধি:
🔹 গাভী ও মহিষের জন্য: 100 ml করে দিনে 1–2 বার।
🔹 ছাগল ও ভেড়ার জন্য: 25–50 ml করে দিনে 1 বার।
(অথবা প্রানী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী)
🌾 Calcivet Forte – দুধের শক্তি, হাড়ের মজবুতি, উৎপাদনে নিশ্চয়তা!

আশা করবো এটি অনেক প্রিয় খামারিদের সঠিক তথ্য দিতে সাহায্য করবে।
15/10/2025

আশা করবো এটি অনেক প্রিয় খামারিদের সঠিক তথ্য দিতে সাহায্য করবে।

গতকাল ১২/১০/২৫ এলডিডিপি এর আওতায় টিএমআর প্রকল্পের পরিদর্শনে এগ্রো কেয়ার এনিম্যাল প্রোডাক্টস পরিদর্শন।
13/10/2025

গতকাল ১২/১০/২৫ এলডিডিপি এর আওতায় টিএমআর প্রকল্পের পরিদর্শনে এগ্রো কেয়ার এনিম্যাল প্রোডাক্টস পরিদর্শন।

📣📣অনেক অপেক্ষার পরে আজকে পাউচ সাপ্লাই আসলো। 🌺🌺🌺আশা করি আগামী ১৫-২০ দিনের মধ্যে শিপমেন্ট হবে।🐏🦆🐃🐔যারা বাচুর এবং ছোট ছাগলে...
09/10/2025

📣📣অনেক অপেক্ষার পরে আজকে পাউচ সাপ্লাই আসলো।
🌺🌺🌺আশা করি আগামী ১৫-২০ দিনের মধ্যে শিপমেন্ট হবে।
🐏🦆🐃🐔যারা বাচুর এবং ছোট ছাগলের বাচ্*চার ভিটামিন খাওয়ানোর ঝামেলা পচন্দ করেননা।
তাদের জন্য আমাদের এই আয়োজন।
👉আমাদের পেইজে ফলো দিয়ে সাথে থাকুন।

শুভ সকাল প্রিয় ডেইরি খামারি ভাই ও বোনেরা।সবাই আশা করি ভালো আছেন।👉আপনাদের অনেকের কিছু কমন প্রশ্ন নিয়ে আজকের পোষ্টঃ👉মানুষে...
08/10/2025

শুভ সকাল
প্রিয় ডেইরি খামারি ভাই ও বোনেরা।
সবাই আশা করি ভালো আছেন।

👉আপনাদের অনেকের কিছু কমন প্রশ্ন নিয়ে আজকের পোষ্টঃ

👉মানুষের প্রেগন্যান্সি কিট দিয়ে গাভীর প্রেগনেন্সি টেষ্ট করা যায় কিনা?
উত্তরঃ
মানুষের গর্ভ পরীক্ষা কিট (Pregnancy Test Kit) এবং গাভীর গর্ভ পরীক্ষা কিট (যেমন PAG কিট - Pregnancy Associated Glycoprotein Kit) এর মধ্যে মূল পার্থক্য হলো যে হরমোন বা উপাদানটি সনাক্ত করা হয়, সেটি ভিন্ন।
🔹 ১. মানুষের গর্ভ পরীক্ষা কিট: hCG (human chorionic gonadotropin) হরমোন উৎপন্ন হয়: এই হরমোন শুধুমাত্র মানুষের গর্ভধারণকালে প্ল্যাসেন্টা থেকে তৈরি হয়।
ব্যবহার: প্রস্রাবের মাধ্যমে হরমোনের উপস্থিতি পরীক্ষা করে গর্ভধারণ নির্ধারণ করা হয়।
🔹 ২. গাভীর গর্ভ পরীক্ষা কিট (PAG কিট): PAGs (Pregnancy-Associated Glycoproteins)
উৎপন্ন হয়: গাভীর গর্ভধারণকালে ট্রফোব্লাস্ট কোষ থেকে।
ব্যবহার: সাধারণত রক্ত (বা কখনও দুধ) থেকে PAG নির্ণয়ের মাধ্যমে গর্ভ নির্ধারণ করা হয়।
উল্লেখযোগ্যতা: PAG কিট গাভী ছাড়াও অন্য কিছু পশুর জন্য প্রযোজ্য হতে পারে, তবে এটি প্রজাতি নির্দিষ্ট হয়।

❌ মানুষের কিট দিয়ে গাভীর গর্ভ পরীক্ষা করা যাবে না কেন?
গাভীর শরীরে hCG হরমোন তৈরি হয় না, ফলে মানুষের কিট কাজ করবে না।
গাভীর গর্ভাবস্থায় তৈরি হওয়া হরমোন ও প্রোটিন একেবারে আলাদা ধরনের, তাই মানব কিটে তা সনাক্ত হবে না।
✅ সঠিক পদ্ধতি:
গাভীর গর্ভ পরীক্ষা করতে হলে PAG কিট, প্যাল্পেশন, আলট্রাসোনোগ্রাফি, বা Progesterone টেস্ট ব্যবহার করতে হয়।
গাভীর জন্য তৈরি নির্দিষ্ট কিট বা ডিভাইস ছাড়া মানুষের টেস্ট কিট দিয়ে সঠিক ফলাফল পাওয়া সম্ভব না।
🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄
👉পরের প্রশ্নঃ গাভীর পিএজি টেষ্ট কিট এর দাম বেশি কেন?
উত্তরঃ
পিএজি (PAG) র্রেপিড কিট এর দাম তুলনামূলকভাবে বেশি হওয়ার পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে।
যেমনঃ
🔍 ১. উন্নত বায়োটেকনোলজির ব্যবহারঃ
PAG কিট তৈরি করতে সুনির্দিষ্ট অ্যান্টিবডি বা প্রোটিন ডিটেকশন টেকনোলজি ব্যবহার করতে হয়, যা অনেক খরচসাপেক্ষ।
এসব কিটে ব্যবহৃত অ্যান্টিবডি গাভীর PAG শনাক্ত করতে পারদর্শী, এবং এসব তৈরি করতে ল্যাবরেটরি পশু ব্যবহার করতে হয় (যেমন খরগোশ, ইঁদুর ইত্যাদি), যা ব্যয়বহুল ও সময়সাপেক্ষ।
🔍 ২. প্রজাতি নির্দিষ্টঃ
গাভীর জন্য তৈরি কিট আলাদা, ছাগল বা মহিষের জন্য আলাদা — তাই এই কিটগুলো বহুল উৎপাদন হয় না, ফলে উৎপাদন খরচ বেশি।
মানুষের কিট প্রচুর পরিমাণে উৎপাদিত হয় বলে সেগুলোর দাম কম রাখা সম্ভব।
🔍 ৩. আমদানি নির্ভরতা
PAG কিট বিদেশ থেকে আমদানি করা হয়, ফলে:
ডলারের দর বৃদ্ধির প্রভাব
শুল্ক, পরিবহন, এবং ট্যাক্স
খুচরা পর্যায়ে পৌছানোর খরচ এবং জনবলের খরচ
এসব মিলিয়ে দাম বেড়ে যায়।
🔍 ৪. নির্ভরযোগ্যতা এবং নির্ভুলতা
PAG কিট দিয়ে গাভীর প্রেগনেন্সি সুনির্দিষ্টভাবে শনাক্ত করা যায় ২৮-৩০ দিন পরেই (যখন অন্য পদ্ধতি অস্পষ্ট হতে পারে)।
এই নির্ভুলতা বজায় রাখতে উচ্চমানের উপকরণ ব্যবহার করতে হয়।
🔍 ৫. কম ব্যবহারের কারণে দাম কমে না
মানুষের প্রেগনেন্সি কিট মাসে লাখ লাখ বিক্রি হয়, কিন্তু PAG কিটের ব্যবহার সীমিত (খামার, গবেষণা, প্রাণি চিকিৎসা), ফলে ইকোনমি অফ স্কেল পাওয়া যায় না — অর্থাৎ যত বেশি উৎপাদন, তত কম দাম — এই সুবিধা PAG কিটে নেই।
কম ব্যবহারের কারণে উৎপাদন খরচ বেশি
💡 পরামর্শ:
যদি আপনি নিয়মিত বা বাল্কে PAG কিট কিনতে চান, তাহলে বিশেষায়িত ডিস্ট্রিবিউটর বা সরাসরি কোম্পানির সাথে যোগাযোগ করলে কিছুটা ছাড় পেতে পারেন।
আমরা সহজলভ্য কিট খোজার চেষ্টা করছি।
এব্যাপারে আপনাদের যেকোন পরামর্শ,তথ্য আমাদের কাজকে আরো সহজ করে দিবে।তাই আপনাদের মূল্যবান তথ্য এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করুন।

📣📣আমাদের গাভীর🐄 গর্ভ পরীক্ষার টেষ্ট কিট ইতিমধ্যে আমাদের ওয়ারহাউজে পৌছে গেছে। প্রথম শিপমেন্ট অল্প পরিমানে আনা হয়েছে।ইতিমধ...
06/10/2025

📣📣আমাদের গাভীর🐄 গর্ভ পরীক্ষার টেষ্ট কিট ইতিমধ্যে আমাদের ওয়ারহাউজে পৌছে গেছে।
প্রথম শিপমেন্ট অল্প পরিমানে আনা হয়েছে।
ইতিমধ্যে আমরা পরীক্ষায় সফল হয়েছি।
গাভীর শরীরের যেকোন জায়গা থেকে মাত্র ৬ ফোটা রক্ত দিয়ে ১৫-২০ মিনিটে প্রজননের ২৮-৩০ দিনেই গর্ভ পরীক্ষা করে অর্থ এবং সময় বাঁচান।
খুচরা মূল্য ৫২৫/- প্রতি টেষ্ট। মিনিমাম ১০ পিস নিলে পাইকারি দাম পাবেন।
প্রতিটি টেষ্ট কিটের সাথে পাবেনঃ

👉 টেষ্ট কিট

👉ব্লাড কালেকশন ভ্যাকুয়াম টিউব

👉ক্যাপিলারি ড্রপার দুটি

👉ব্লাড কালেকশন সিরিন্জ

👉টেষ্ট রিএজেন্ট

যাদের প্রয়োজন তারা যোগাযোগ করুনঃ
01938583539 Whatsapp নাম্বারে।

06/10/2025

চট্টগ্রামে যারা ডিম ও মাংসের জন্য খাকি ক্যাম্পবেল হাঁস খুজছেন। তাদের জন্য আমাদের কাছে ভ্যাক্সিন করা সুস্থ তিন মাস বয়সের হাঁস আছে।
ফিমেল ১০০০-১৩০০ গ্রাম মেল ১৪০০-১৬০০ গ্রাম ওজন।

03/10/2025

নোয়াখালীর ইলিশের বাজার। ৩/১০/২৫
২২০০-২৫০০/- কেজি

03/10/2025

গাভীর প্রেগনেন্সি টেষ্ট কিট প্রয়োজন?
আগামী সপ্তাহ থেকে ইনশাআল্লাহ নিতে পারবেন। যারা আগ্রহী তারা দয়া করে অগ্রিম বুকিং দিয়ে নিশ্চিত করুন।
ধন্যবাদ

Address

Char Patharghata
Patiya

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801843471886

Alerts

Be the first to know and let us send you an email when Agro care animal products posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Agro care animal products:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram