Kazi Model Pharmacy

Kazi Model Pharmacy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kazi Model Pharmacy, Hospital, Raipur North CNG Stande, Raipur.

কাজী মডেল ফার্মেসী সরাসরি ফার্মাসিউটিক্যালস কোম্পানি থেকে ঔষধ ক্রয় করা হয়, ফলে ভেজাল ঔষধ মিশে যাওয়ার কোনো সম্ভবনা নেই।এখ...
25/09/2023

কাজী মডেল ফার্মেসী সরাসরি ফার্মাসিউটিক্যালস কোম্পানি থেকে ঔষধ ক্রয় করা হয়, ফলে ভেজাল ঔষধ মিশে যাওয়ার কোনো সম্ভবনা নেই।এখানে সঠিক ও নিয়ন্ত্রিত তাপমাত্রায় ঔষধ সংরক্ষণ করা হয়,ফলে ঔষধ কার্যকারীতা অক্ষুন্ন থাকে।


কাজী মডেল ফার্মেসী একটি সেবা মূলক প্রতিষ্ঠান, তাই ২৪ ঘন্টা খোলা থাকে।
স্বত্বাধিকারী - Kazi Bakki Billah সাহেব।

কাজী মডেল ফার্মেসী সরাসরি ফার্মাসিউটিক্যালস কোম্পানি থেকে ঔষধ ক্রয় করা হয়, ফলে ভেজাল ঔষধ মিশে যাওয়ার কোনো সম্ভবনা নেই। এ...
24/09/2023

কাজী মডেল ফার্মেসী সরাসরি ফার্মাসিউটিক্যালস কোম্পানি থেকে ঔষধ ক্রয় করা হয়, ফলে ভেজাল ঔষধ মিশে যাওয়ার কোনো সম্ভবনা নেই। এখানে সঠিক ও নিয়ন্ত্রিত তাপমাত্রায় ঔষধ সংরক্ষণ করা হয়,ফলে ঔষধ কার্যকারীতা অক্ষুন্ন থাকে।


কাজী মডেল ফার্মেসী একটি সেবা মূলক প্রতিষ্ঠান, তাই ২৪ ঘন্টা খোলা থাকে।
স্বত্বাধিকারী - Kazi Model PharmacyKazi Bakki Billah সাহেব।

রায়পুর উপজেলা তে  মডেল ফার্মেসি হিসাবে যাত্রা শুরু করা কাজী মডেল ফার্মেসী।  ফার্মেসিতে ঔষধ কিনতে এসেছেন বকুল নামে এক ব্য...
18/07/2022

রায়পুর উপজেলা তে মডেল ফার্মেসি হিসাবে যাত্রা শুরু করা কাজী মডেল ফার্মেসী। ফার্মেসিতে ঔষধ কিনতে এসেছেন বকুল নামে এক ব্যক্তি। তাকে ফার্মেসীর লোকেরা সালাম জানিয়ে বসে বলে।প্রেসক্রিপশন সার্ভিস ডেস্ক থেকে ঔষধ কেনার পর কোন ঔষধ খাওয়ার আগে বা পরে খেতে হবে, কোন ওষুধের ডোজ কতো প্রেসক্রিপশন দেখে তাকে বুঝিয়ে দিচ্ছিলেন একজন।আরেক জন সফটওয়্যার সিস্টেমের মাধ্যমে ঔষধের সঠিক দাম ও ডিসকাউন্ট দিলো। কাজী মডেল ফার্মেসী ভেতরে ঔষধের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয় দেখে বকুল লোকটি
বলেন,মডেল ফার্মেসি, মডেল ফার্মেসি।
‘আমাদের রায়পুর উপজেলা তে এমন সেবার কথা ভাবাই যায় না। দেশের বাইরে একবার এমন অভিজ্ঞতা হয়েছিলো। কিন্তু দেশে নিজ এলাকায় এমন সেবা পাওয়ার কথা ভাবতেই পারিনি। এ উদ্যোগ দেখে খুব ভালো লাগছে। দেশের মানুষ ওষুধ নিয়ে অনেক বেশি সতর্ক হবে এখন।’ তিনি আরও বলেন, ‘সবচেয়ে বড় কথা, দেশের মানুষকে এখন আর নকল, মেয়াদোত্তীর্ণ এবং বেশি দামে ঔষধ কিনতে হবে না, মানুষ ঔষধ খেয়ে অসুখে পড়বে না।’

অনেক ফার্মেসি ঔষধ রাখার নির্ধারিত তাপমাত্রা মেনে না চলায় ওষুধের গুণাগুণ নষ্ট হয়। যার ফলে ঔষধ খেয়ে সুস্থ হওয়ার বদলে উল্টো রোগাক্রান্ত হয় মানুষ। তাছাড়া ভেজাল, মেয়াদোত্তীর্ণ ঔষধ কিনে প্রতারিত হন অনেকে। এ ধরনের ভোগান্তি দূর করতে সরকার সম্প্রতি মডেল ফার্মেসি স্থাপনের উদ্যোগ নিয়েছে। সরকারের এ উদ্যোগকে স্বাগত জানাচ্ছে সবাই।
সবাই শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন।

সূ- খবর           সূ -খবর        সূ-খবর  রায়পুর-বাসির জন্য সূ-খবর। রায়পুরে এই প্রথম  এ ক্যাটাগরির   মডেল  ফার্মেসী  হিসে...
16/01/2022

সূ- খবর সূ -খবর সূ-খবর
রায়পুর-বাসির জন্য সূ-খবর।
রায়পুরে এই প্রথম এ ক্যাটাগরির মডেল ফার্মেসী
হিসেবে অনুমোদন পেলো কাজী মডেল ফার্মেসী।

বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ মহান। রায়পুর পৌরসভা, রায়পুর,লক্ষীপুর এই প্রথম সম্পুর্ন শীতাতপ নিয়ন্ত্রিত,সঠিক তাপমাত্র...
09/12/2021

বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ মহান।
রায়পুর পৌরসভা, রায়পুর,লক্ষীপুর এই প্রথম সম্পুর্ন শীতাতপ নিয়ন্ত্রিত,
সঠিক তাপমাত্রায় ঔষধ সংরক্ষণ,
সম্পুর্ন নির্ভেজাল ঔষধ পাওয়ার শতভাগ নিশ্চয়তা, গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদান,
জরুরী প্রয়োজনে অনলাইনে সেবা পৌঁছে দেওয়া,
গরীব,দুঃখীদের বিনা পয়সায় ডায়াবেটিস, প্রেসার চেক করা,
প্রতিদিন অভিজ্ঞ ডাক্তারগনের মাধ্যমে সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যাবস্হার নিয়েছে কাজী মডেল ফার্মেসী ।
স্বত্বাধিকারী : কাজী বাক্কি বিল্লাহ, রায়পুর-লক্ষীপুর।
স্হানঃ- রায়পুর সরকারি কলেজ রোড, (সি,এন,জি ষ্ট্যান্ড,) হামিদ ভুঁইয়া মার্কেট।

পাইকারি ও খুচরা ঔষধ বিক্রয় করা হয় কাজী মডেল ফার্মেসী তে, দিন রাত ২৪ ঘন্টায আপনাদের সেবায় আমরা নিয়োজিত ।
07/12/2021

পাইকারি ও খুচরা ঔষধ বিক্রয় করা হয় কাজী মডেল ফার্মেসী তে, দিন রাত ২৪ ঘন্টায আপনাদের সেবায় আমরা নিয়োজিত ।

"সেবা নিন, সুস্থ থাকুন"। প্রতিদিন বিশেষজ্ঞ ডাক্তার গণের চেম্বার কাজী মডেল ফার্মেসীতে। স্হানঃ- রায়পুর সরকারি কলেজ রোড সি,...
05/12/2021

"সেবা নিন, সুস্থ থাকুন"। প্রতিদিন বিশেষজ্ঞ ডাক্তার গণের চেম্বার কাজী মডেল ফার্মেসীতে।
স্হানঃ- রায়পুর সরকারি কলেজ রোড সি,এন,জি ষ্ট্যান্ড উত্তর মাথা।
ডাক্তারদের চেম্বার এর সময় এবং সিরিয়াল নাম্বার সহ নিম্নে বিশেষজ্ঞ ডাক্তার গণের নাম,স্হান প্রদান করা হইলো।

মাদকের চেয়ে ভয়ংকর নকল ঔষধ।তাই আপনার প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সব ঔষধ যাচাই করে  কিনুন।  অর্থ দিয়ে নকল ঔষধ কিনতে না চ...
04/12/2021

মাদকের চেয়ে ভয়ংকর নকল ঔষধ।তাই আপনার প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সব ঔষধ যাচাই করে কিনুন। অর্থ দিয়ে নকল ঔষধ কিনতে না চাইলে চলে আসুন আমাদের কাজী মডেল ফার্মেসী তে।
স্বাধিকারী- Kazi Bakki Billah সাহেবের নির্দেশে কাজী মডেল ফার্মেসি নকল ঔষধ থেকে বিরত আছে ।

কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা ঔষধের দাম বাড়িয়ে মানুষের সাথে প্রতারণা করে থাকে।কিন্তু  আমাদের কাজী মডেল ফার্মেসী  তে  র...
03/12/2021

কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা ঔষধের দাম বাড়িয়ে মানুষের সাথে প্রতারণা করে থাকে।কিন্তু আমাদের কাজী মডেল ফার্মেসী তে রায়পুর এই প্রথম কম্পিউটার সফটওয়্যার সিস্টেমের মাধ্যমে ঔষধের বিক্রি করা হয়, যার কারণে আপনি প্রতিটি ঔষধের সঠিক দাম দেখে নিতে পারবেন।আর প্রতারিত না হয়ে চলে আসুন আমাদের কাজী মডেল ফার্মেসী তে।

Address

Raipur North CNG Stande
Raipur
3710

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kazi Model Pharmacy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category