উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রাজনগর ,মৌলভীবাজার

  • Home
  • Bangladesh
  • Rajnagar
  • উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রাজনগর ,মৌলভীবাজার

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রাজনগর ,মৌলভীবাজার রাজনগর উপজেলার মানুষদের মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স , রাজনগর এর ২য় তলার এবং নীচ তলার রোগীদের ব্যবহৃত টয়লেট ময়লা দ্বারা পূর্ণ জ্যাম হওয়ায় অদ্...
27/11/2025

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স , রাজনগর এর ২য় তলার এবং নীচ তলার রোগীদের ব্যবহৃত টয়লেট ময়লা দ্বারা পূর্ণ জ্যাম হওয়ায় অদ্য ২৭/১১/২০২৫ খ্রি. বাহিরাগত সুইপার দ্বারা পরিষ্কার করানোর সময় প্রচুর ন্যাপি, কাপড় সহ অন্যান্য বর্জ্য পাওয়া যায় ,যা টয়লেট জ্যাম এর কারন হিসাবে চিহ্নিত হয় ৷উল্লেখ্য অএ ৩১ শয্যা হাসপাতালে মাত্র ১ জন পরিচ্ছন্নতা কর্মী থাকায় হাসপাতাল কতৃপক্ষ কে হাসপাতাল পরিষ্কার রাখা কষ্টকর হয় ৷ তদুপরি রোগী/অভিভাবক দের ব্যবহৃত ন্যাপি , কাপড় ইত্যাদি ফেলার ফলে প্রায়শই টয়লেট জ্যাম হওয়ার ফলে তা ব্যবহার অনুপযোগী হয় এবং তা পরিষ্কার করানো ব্যায়বহুল হয় ৷এমতাবস্থায় হাসপাতালের টয়লেট ও কাপড় , ন্যাপি ইত্যাদি না ফেলার জন্য সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে কর্তব্যরত কর্মকর্তা , কর্মচারীগন প্রতিনিয়ত রোগীদের সচেতন করনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন ৷আসুন সচেতন হই ,আমাদের হাসপাতাল কে সুন্দর ও পরিচ্ছন্ন রাখি ৷

রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৌলভীবাজার এনসিডি কর্নারের সেবা কার্যক্রম*রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি ...
23/11/2025

রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৌলভীবাজার এনসিডি কর্নারের সেবা কার্যক্রম*

রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি (Non-Communicable Diseases) কর্নার থেকে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের জন্য নিয়মিত ও মানসম্মত চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। ঔষধ প্রাপ্তি সাপেক্ষে রোগীদের নিয়মিতভাবে ওষুধ সরবরাহও নিশ্চিত করা হয়।
এই স্বাস্থ্য কমপ্লেক্সে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কার্যক্রমটি শুরু হয় ২০২১ সালে। কার্যক্রমটি আরও গতিশীল করতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ ধারাবাহিকভাবে সহযোগিতা করে যাচ্ছে।

*রোগী নিবন্ধন ও বই প্রদান নির্দেশনা*

স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য রোগীদের ডিজিটাল সিস্টেমে নিবন্ধন করা বাধ্যতামূলক। নিবন্ধনের সময় অবশ্যই সাথে আনতে হবে—

- জাতীয় পরিচয়পত্র (NID)
- মোবাইল নম্বর

একই রোগীকে একাধিক বই প্রদান করা যাবে না।
আগে যেসব রোগীর নিবন্ধন মোবাইল নম্বর ছাড়া করা হয়েছিল, তাদেরকে পরবর্তী মাসে নির্ধারিত ফলো-আপের সময় স্বশরীরে উপস্থিত হয়ে মোবাইল নম্বর প্রদান করতে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

*ফলো-আপের গুরুত্ব*

নিয়মিত ফলো-আপে অংশগ্রহণের মাধ্যমে—
উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায়।
হার্ট অ্যাটাক, স্ট্রোকসহ বিভিন্ন জীবননাশী জটিলতা প্রতিরোধ করা সম্ভব হয়।

*রোগীদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ*

উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে রোগীদের—

- নিয়মিত ওষুধ গ্রহণ করতে হবে
- লবণ কম খেতে হবে
- স্বাস্থ্যকর খাবার খেতে হবে
- নিয়মিত ব্যায়াম ও হাঁটাহাঁটি করতে হবে
- ধূমপান থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে
এগুলো মেনে চললে রোগের জটিলতা অনেকাংশে কমানো সম্ভব।

*সেবা পরিসংখ্যান (২০.১১.২০২৫ ইং পর্যন্ত)*

- উচ্চ রক্তচাপ

নিবন্ধিত রোগী: ৪৬১০ জন
নিয়ন্ত্রণ হার (Control Rate): ৫৮%
নট কন্ট্রোল রেট: ৬%
মিস ভিজিট রেট: ৩৫%

- ডায়াবেটিস

নিবন্ধিত রোগী: ২৪০৮ জন

A WHO international monitoring team headed by Dr Shuresh Shukhla from Nepal  visited Typhoid vaccination centre and cond...
04/11/2025

A WHO international monitoring team headed by Dr Shuresh Shukhla from Nepal visited Typhoid vaccination centre and conduct RCM in hard to reach area at Rajnagar upazila.they were satisfied with everything.thanks all of our dedicated Health assistant, Family welfare assistant and supervisor for their best afford.Together we will continue our best effort for mankind.

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন -২০২৫ এর উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের করিমপুর চা বাগান,ইন্দেশ্বর চা বাগান বিশু মুন্ডার বাড়...
01/11/2025

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন -২০২৫ এর উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের করিমপুর চা বাগান,ইন্দেশ্বর চা বাগান বিশু মুন্ডার বাড়ী, উত্তরভাগ ইউনিয়নের বড়দল কমিউনিটি ক্লিনিক ও ইন্দানগর চা বাগান কেন্দ্রে পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ উৎপল দাশ স্যার ৷পরিদর্শনকালীন স্যার সবাইকে শতভাগ টিকার কাভারেজে আনতে সংশ্লিষ্ট দের নির্দেশনা প্রদান করেন৷

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ উৎপল দাশ স্যার অদ্য ২৮/১০/২০২৫ খ্রি. রোজ বুধবার উপজেলার টেংরা ইউনিয়ন এর ইব্রাহিম...
29/10/2025

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ উৎপল দাশ স্যার অদ্য ২৮/১০/২০২৫ খ্রি. রোজ বুধবার উপজেলার টেংরা ইউনিয়ন এর ইব্রাহিমপুর কমিউনিটি ক্লিনিক এবং সালন কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন ৷পরিদর্শন কালীন সংশ্লিষ্ট সেবাদানকারী গণকে শিশু ও গর্ভবতী মাহিলাদের পুষ্টি বিষয়ক বিভিন্ন প্যারামিটার নিয়ে বিশদ আলোচনা করেন এবং সার্বিক বিষয়ে নির্দেশনা প্রদান করেন |

মাঠপর্যায়ে মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিত করনের লক্ষ্যে অদ্য ২৬/১০/২০২৫ খ্রি. রোজ রবিবার উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্ম...
26/10/2025

মাঠপর্যায়ে মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিত করনের লক্ষ্যে অদ্য ২৬/১০/২০২৫ খ্রি. রোজ রবিবার উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ উৎপল দাশ স্যার উপজেলার উত্তরভাগ ইউনিয়ন এর কামালপুর কমিউনিটি ক্লিনিক এবং মুন্সীবাজার ইউনিয়ন এর উদনা চা বাগানে অনুষ্ঠিত ইপিআই কেন্দ্র পরিদর্শন করেন৷

সর্বসাধারনের অবগতির জন্য ৷
26/10/2025

সর্বসাধারনের অবগতির জন্য ৷

অদ্য ২২/১০/২০২৫ খ্রি. রোজ বুধবার রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের মাথিউরা প্রাথমিক বিদ্যালয় এবং রাজনগর পাবলিক উচ্চ বিদ্যা...
22/10/2025

অদ্য ২২/১০/২০২৫ খ্রি. রোজ বুধবার রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের মাথিউরা প্রাথমিক বিদ্যালয় এবং রাজনগর পাবলিক উচ্চ বিদ্যালয়ে টাইফয়েড টিকাদান পরিদর্শন করেন মৌলভীবাজার জেলার সম্মানিত সিভিল সার্জন ডাঃ মোঃ মামুনুর রহমান স্যার ৷উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ উৎপল দাশ স্যারের সাথে ছিলেন ৷শতভাগ টিকাদান সফল করতে স্যার সংশ্লিষ্ট সকল কে নির্দেশনা প্রদান করেন ৷

টাইফয়েড টিকাদান কার্যক্রমের অগ্রগতি ও পর্যালোচনার জন্য সান্ধ্যকালীন কো-অর্ডিনেশন সভা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা...
21/10/2025

টাইফয়েড টিকাদান কার্যক্রমের অগ্রগতি ও পর্যালোচনার জন্য সান্ধ্যকালীন কো-অর্ডিনেশন সভা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ উৎপল দাশ স্যার এর সভাপতিত্বে অদ্য ২১/১০/২০২৫ খ্রি.রোজ মঙ্গলবার সন্ধা ৬:৩০ ঘটিকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ইপিআই ভবনে অনুষ্ঠিত হয় ৷

সর্বসাধারনের অবগতির জন্য
21/10/2025

সর্বসাধারনের অবগতির জন্য

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ উৎপল দাশ স্যার কর্তৃক অদ্য ১৯/১০/২০২৫ খ্রি. রোজ রবিবার পরিদর্শন১.চৌধুরী বাজার কেজ...
19/10/2025

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ উৎপল দাশ স্যার কর্তৃক অদ্য ১৯/১০/২০২৫ খ্রি. রোজ রবিবার পরিদর্শন
১.চৌধুরী বাজার কেজি স্কুল টাইফয়েড টিকাদান পরিদর্শন
২.চাটুরা সরকারী প্রাথমিক বিদ্যালয় টাইফয়েড টিকাদান পরিদর্শন
৩.রাজনগর পাইলট উচ্চ বিদ্যালয় টাইফয়েড টিকাদান পরিদর্শন
৪.আনোয়ারুল কোরআন এতিমখানা টাইফয়েড টিকাদানের জন্য মতবিনিময়
৫.মেহেরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় টাইফয়েড টিকাদান পরিদর্শন
৬.মশুরিয়া কমিউনিটি ক্লিনিক ম্যালেরিয়া প্রতিরোধে আলোচনা সভায় অংশগ্রহন
ধন্যবাদ সকল প্রতিষ্টানের সম্মানিত শিক্ষকগন কে আমাদের সহযোগিতার জন্য ৷বিশেষ ধন্যবাদ চাটুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক ও শিক্ষক মন্ডলী কে তারা টাইফয়েড টিকায় প্রায় শতভাগ সাফল্য অর্জন করেছে ৷

Address

Rajnagar
3240

Alerts

Be the first to know and let us send you an email when উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রাজনগর ,মৌলভীবাজার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category