27/11/2025
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স , রাজনগর এর ২য় তলার এবং নীচ তলার রোগীদের ব্যবহৃত টয়লেট ময়লা দ্বারা পূর্ণ জ্যাম হওয়ায় অদ্য ২৭/১১/২০২৫ খ্রি. বাহিরাগত সুইপার দ্বারা পরিষ্কার করানোর সময় প্রচুর ন্যাপি, কাপড় সহ অন্যান্য বর্জ্য পাওয়া যায় ,যা টয়লেট জ্যাম এর কারন হিসাবে চিহ্নিত হয় ৷উল্লেখ্য অএ ৩১ শয্যা হাসপাতালে মাত্র ১ জন পরিচ্ছন্নতা কর্মী থাকায় হাসপাতাল কতৃপক্ষ কে হাসপাতাল পরিষ্কার রাখা কষ্টকর হয় ৷ তদুপরি রোগী/অভিভাবক দের ব্যবহৃত ন্যাপি , কাপড় ইত্যাদি ফেলার ফলে প্রায়শই টয়লেট জ্যাম হওয়ার ফলে তা ব্যবহার অনুপযোগী হয় এবং তা পরিষ্কার করানো ব্যায়বহুল হয় ৷এমতাবস্থায় হাসপাতালের টয়লেট ও কাপড় , ন্যাপি ইত্যাদি না ফেলার জন্য সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে কর্তব্যরত কর্মকর্তা , কর্মচারীগন প্রতিনিয়ত রোগীদের সচেতন করনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন ৷আসুন সচেতন হই ,আমাদের হাসপাতাল কে সুন্দর ও পরিচ্ছন্ন রাখি ৷