Dr.Mizanur Rahman Khan

Dr.Mizanur Rahman Khan This page contains work update of Dr.Mizanur Rahman Khan. He is also an expert Phaco surgeon.

Dr Khan is currently working as a consultant opthalmologist and Glaucoma specialist at Bangladesh eye hospital Rajshahi.

মাঝে মাঝে কিছু রোগীর চিকিৎসার ফলাফল আমাদেরকেও অবাক করে।  এমনি একজন জামেনা বেগম অনেক দিন থেকে গ্লুকোমায় আক্রান্ত কিন্তু ট...
11/11/2025

মাঝে মাঝে কিছু রোগীর চিকিৎসার ফলাফল আমাদেরকেও অবাক করে। এমনি একজন জামেনা বেগম অনেক দিন থেকে গ্লুকোমায় আক্রান্ত কিন্তু টাকার অভাবে চিকিৎসা করাতে পারেননি। অবহেলায় তার বাম চোখের প্রেসার ৪০ এর কাছাকাছি উঠে যায়। প্রচন্ড ব্যাথা নিয়ে কাতর অবস্থা দেখে আমার এক প্রিয় জুনিয়র উনাকে আমার কাছে রেফার করে। প্রথম দেখায় সব ঔষুধ ব্যাবহারে পরেও বাম চোখে প্রেসার পেলাম ৩৮ আর শুধু আলো দেখতে পাচ্ছেন। ছানি এত বেশি যে কোন চোখেই নার্ভ দেখতে পেলাম না। দীর্ঘদিন প্রেসার বেশি ছিল তাই স্বাভাবিক ভাবেই ধারনা করা যায় নার্ভ শুকিয়ে গেছে। সেইভাবেই রোগীকে বুঝালাম অপারেশন করলে প্রেসার কমবে তাতে ব্যাথা মুক্তি হবে, দেখার ব্যাপারে কোন কিছু বলা যাচ্ছে না। তবে না দেখার সম্ভাবনাই বেশি। রোগীও বুঝল এবং ব্যাথা মুক্তির জন্য অপারেশন এর সিদ্ধান্ত নিল। ছানি প্রায় পঁচা দেখে এসআইসিএস এর সাথে গ্লুকোমা অপারেশন করলাম। সাত দিন পরে মিরাকেলটা দেখলাম প্রেসার কমে ৫ হয়েছে আর ভিশন আসল ৬/৯। আলহামদুলিল্লাহ। আল্লাহ এই অসহায় মানুষকে দিয়ে আমাদের দেখালেন সকল ক্ষমতা উনার হাতে আর তার ইচ্ছার উপরে আর কিছু নাই।

02/11/2025

🎉✨ ১ম বর্ষপূর্তি উপলক্ষে শুভেচ্ছা! ✨🎉

বাংলাদেশ আই হসপিটাল রাজশাহী সফলভাবে পেরিয়ে গেল এক বছর—চোখের যত্নে এক বছরের আস্থা, ভালোবাসা ও নিরবচ্ছিন্ন সেবা! 👁💙

এই বিশেষ উপলক্ষে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই সকল রোগী, শুভানুধ্যায়ী ও চিকিৎসকবৃন্দকে — বিশেষ করে
ডা. কে. এম. মিজানুর রহমান,
গ্লুকোমা ও ছানি চিকিৎসায় অভিজ্ঞ কনসালটেন্ট,
যিনি রাজশাহীতে রোগীদের আধুনিক চক্ষু চিকিৎসা ও সার্জারির মাধ্যমে নতুন আলো দেখাচ্ছেন। 🌟

🔹 আধুনিক ফ্যাকো সার্জারি
🔹 গ্লুকোমা ও লেজার চিকিৎসা
🔹 প্রিমিয়াম লেন্সসহ ছানি অপারেশন
🔹 শিশু ও প্রাপ্তবয়স্কদের সম্পূর্ণ চক্ষু সেবা

📍 লোকেশন: আই টেন টাওয়ার, এয়ারপোর্ট রোড, আম চত্বর, রাজশাহী
📞 সিরিয়াল: ০৯৬৪৩১২৩১২৩
🌐 www.rajshahi.bdeyehospital.com
📍 Live Maps: https://maps.app.goo.gl/aiMJGnU5f2XF5ouE6

05/10/2025

রাজশাহীতে গ্লুকোমা ও ছানি চিকিৎসায় অভিজ্ঞ কনসালটেন্ট!
ডা. কে. এম. মিজানুর রহমান
🩺 এমবিবিএস, এফসিপিএস (চক্ষু)
জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতাল, ঢাকা থেকে গ্লুকোমা বিষয়ে দীর্ঘমেয়াদি ফেলোশিপপ্রাপ্ত
এছাড়াও তিনি বাংলাদেশ আই হাসপাতাল ধানমণ্ডি ও হারুন আই ফাউন্ডেশন হাসপাতাল সহ ঢাকার স্বনামধন্য চক্ষু বিশেষজ্ঞদের অধীনে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
🔬 গ্লুকোমা সার্জারিতে রয়েছে তাঁর অসাধারণ দক্ষতা
🌟 বিশেষায়িত সেবা সমূহ:
✔ সম্পূর্ণ চক্ষু পরীক্ষা
✔ ফ্যাকো সার্জারী
✔ প্রিমিয়াম লেন্সের মাধ্যমে ছানি অপারেশন
✔ আইসিএল সার্জারী
✔ গ্লকোমার আধুনিক চিকিৎসা ও সার্জারী
✔ গ্লকোমা লেজার
✔ ছানি পরবর্তী পিসিও লেজার
✔ শিশু গ্লকোমা সার্জারী
✔ গ্লকোমা ভালভ ও M.I.G.S সার্জারী
🕰 চেম্বার সময়:
🔹 সকাল: রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার – সকাল ১০টা থেকে দুপুর ২:০০টা
🔹 বিকাল: শনিবার, সোমবার, বুধবার – বিকাল ৪:৩০টা থেকে রাত ৮:৩০টা
এছাড়াও তিনি একজন দক্ষ ফ্যাকো সার্জন, যিনি ছানি অপারেশনে প্রিমিয়াম লেন্স ব্যবহার করে আধুনিক চিকিৎসা দিয়ে থাকেন।
স্যার এখন থেকে বাংলাদেশ আই হসপিটাল রাজশাহী শাখায় নিয়মিত রোগী দেখবেন এবং অপারেশন করবেন।
📞 সিরিয়ালের জন্য হটলাইন: ০৯৬৪৩১২৩১২৩
📍 লোকেশন: আই টেন টাওয়ার, এয়ারপোর্ট রোড, আম চত্বর, রাজশাহী
Live Maps: https://maps.app.goo.gl/aiMJGnU5f2XF5ouE6
🌐 www.rajshahi.bdeyehospital.com
---























সালেহা বেগমের দুই চোখে ছানি সহ গ্লুকোমা অপারেশন করা। কিন্তু দুইটাই ফেইল করেছিল। আমাদের কাছে যখন আসেন তখন উনার প্রেসার ৪০...
01/10/2025

সালেহা বেগমের দুই চোখে ছানি সহ গ্লুকোমা অপারেশন করা। কিন্তু দুইটাই ফেইল করেছিল। আমাদের কাছে যখন আসেন তখন উনার প্রেসার ৪০। ডান চোখটা পুরাই নষ্ট বামেরটা ৯৯% নষ্ট এবং বাম চোখে ভিশন ৬/৯ । আমার এক কলিগ আর আমি মিলে কয়েকবার মেডিসিন পরিবর্তন করেও কন্ট্রোল হল না। শেষে মেডিকেল বোর্ড করে সিদ্ধান্ত নিলাম রিভিশন সার্জারী করব। এই প্রেসার থাকলে এমনিতেই অন্ধ হয়ে যাবেন বুঝে রোগী রিস্ক নিতে রাজী হল। অপারেশন এর পর প্রেসার ভালই নিয়ন্ত্রণ হল। কিন্তু কিছু দিন পরে আবার বাড়তে লাগল। দ্বিতীয়বারে আবার এডজাস্ট করতে হল। এইভাবে প্রায় ৪ মাসের যাত্রার পরে উনার প্রেসার নিয়ন্ত্রণে আসল আজকে দেখলাম ভাল চোখটার প্রেসার ৯। এই দীর্ঘ যাত্রায় উনি একবারও ধৈর্য্য হারান নাই এবং আল্লাহর রহমতে উনার দৃষ্টিশক্তি ৬/৯ থেকে একটুও কমে নাই। ইনশাআল্লাহ আগামীতেও এই ভিশন থাকবে।

28/08/2025

রাজশাহীতে গ্লুকোমা ও ছানি চিকিৎসায় অভিজ্ঞ কনসালটেন্ট!
কনসালটেন্ট ডা. কে. এম. মিজানুর রহমান
🩺 এমবিবিএস, এফসিপিএস (চক্ষু)
জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতাল, ঢাকা থেকে গ্লুকোমা বিষয়ে দীর্ঘমেয়াদি ফেলোশিপপ্রাপ্ত
এছাড়াও তিনি বাংলাদেশ আই হাসপাতাল ধানমণ্ডি ও হারুন আই ফাউন্ডেশন হাসপাতাল সহ ঢাকার স্বনামধন্য চক্ষু বিশেষজ্ঞদের অধীনে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
🔬 গ্লুকোমা সার্জারিতে রয়েছে তাঁর অসাধারণ দক্ষতা
🌟 বিশেষায়িত সেবা সমূহ:
✔ সম্পূর্ণ চক্ষু পরীক্ষা
✔ ফ্যাকো সার্জারী
✔ প্রিমিয়াম লেন্সের মাধ্যমে ছানি অপারেশন
✔ আইসিএল সার্জারী
✔ গ্লকোমার আধুনিক চিকিৎসা ও সার্জারী
✔ গ্লকোমা লেজার
✔ ছানি পরবর্তী পিসিও লেজার
✔ শিশু গ্লকোমা সার্জারী
✔ গ্লকোমা ভালভ ও M.I.G.S সার্জারী
🕰 চেম্বার সময়:
🔹 সকাল: রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার – সকাল ১০টা থেকে দুপুর ২:০০টা
🔹 বিকাল: শনিবার, সোমবার, বুধবার – বিকাল ৪:৩০টা থেকে রাত ৮:৩০টা
এছাড়াও তিনি একজন দক্ষ ফ্যাকো সার্জন, যিনি ছানি অপারেশনে প্রিমিয়াম লেন্স ব্যবহার করে আধুনিক চিকিৎসা দিয়ে থাকেন।
স্যার এখন থেকে বাংলাদেশ আই হসপিটাল রাজশাহী শাখায় নিয়মিত রোগী দেখবেন এবং অপারেশন করবেন।
📞 সিরিয়ালের জন্য হটলাইন: ০৯৬৪৩১২৩১২৩
📍 লোকেশন: আই টেন টাওয়ার, এয়ারপোর্ট রোড, আম চত্বর, রাজশাহী
Live Maps: https://maps.app.goo.gl/aiMJGnU5f2XF5ouE6
🌐 www.rajshahi.bdeyehospital.com
---
























আলী রাজের বয়স মাত্র ১৫ বছর। খুব হাসিখুশি একটি ছেলে। অথচ এই সুন্দর ছেলেটি ছানি জনিত অন্ধত্ব নিয়ে আমার কাছে এসেছিল এক মাস ...
26/08/2025

আলী রাজের বয়স মাত্র ১৫ বছর। খুব হাসিখুশি একটি ছেলে। অথচ এই সুন্দর ছেলেটি ছানি জনিত অন্ধত্ব নিয়ে আমার কাছে এসেছিল এক মাস আগে। পরিক্ষা করে অপারেশন এর সীদ্ধান্তটা জানালাম। অপারেশনের পরেও দৃষ্টিশক্তি পুরা নাও ফিরতে পারে ( এম্বলাওপিয়া) বলার পরেও তার পরিবার আমার কাছেই অপারেশন করার সিদ্ধান্ত নেয়। আজকে অপারেশনের একমাস পরের ফলোআপে ভিশন ৬/৬ পার্ট। তার তৃপ্তি ভরা চোখ মনকে আপ্লুত করে ফেলল। আল্লাহ মেহেরবান। ইনশাআল্লাহ আগামীতে তার অন্য চোখটাও অপারেশন করা হবে। আল্লাহ ছেলেটার মুখের হাসি আজীবন ধরে রাখুন।

20/08/2025

প্রতিটি রোগী অধিকার আছে তার রোগ, রোগের ভবিষ্যৎ, চিকিৎসার অপশন এবং চিকিৎসার ফলাফল বিষয়ে বিস্তারিত জানার। এইটা জানানো একজন চিকিৎসকের একান্ত কর্তব্য।

খুব বিরল এক চোখ ৩৮ পাওয়ার লেন্স।  ইন্ডিয়া থেকে স্পেশাল ভাবে বানিয়ে নিয়ে আসতে ২ মাস অপেক্ষা। আল্লাহর রহমতে আজকে সফল ভাবে ...
13/08/2025

খুব বিরল এক চোখ ৩৮ পাওয়ার লেন্স। ইন্ডিয়া থেকে স্পেশাল ভাবে বানিয়ে নিয়ে আসতে ২ মাস অপেক্ষা। আল্লাহর রহমতে আজকে সফল ভাবে অপারেশন সমাপ্ত হল। আলহামদুলিল্লাহ।

Address

Rajshahi
6210

Opening Hours

Monday 16:00 - 20:00
Tuesday 09:00 - 13:00
Wednesday 16:00 - 20:00
Thursday 09:00 - 13:00
Saturday 04:00 - 16:00
Sunday 09:00 - 13:00

Telephone

+8801310941325

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Mizanur Rahman Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Mizanur Rahman Khan:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram