11/11/2025
মাঝে মাঝে কিছু রোগীর চিকিৎসার ফলাফল আমাদেরকেও অবাক করে। এমনি একজন জামেনা বেগম অনেক দিন থেকে গ্লুকোমায় আক্রান্ত কিন্তু টাকার অভাবে চিকিৎসা করাতে পারেননি। অবহেলায় তার বাম চোখের প্রেসার ৪০ এর কাছাকাছি উঠে যায়। প্রচন্ড ব্যাথা নিয়ে কাতর অবস্থা দেখে আমার এক প্রিয় জুনিয়র উনাকে আমার কাছে রেফার করে। প্রথম দেখায় সব ঔষুধ ব্যাবহারে পরেও বাম চোখে প্রেসার পেলাম ৩৮ আর শুধু আলো দেখতে পাচ্ছেন। ছানি এত বেশি যে কোন চোখেই নার্ভ দেখতে পেলাম না। দীর্ঘদিন প্রেসার বেশি ছিল তাই স্বাভাবিক ভাবেই ধারনা করা যায় নার্ভ শুকিয়ে গেছে। সেইভাবেই রোগীকে বুঝালাম অপারেশন করলে প্রেসার কমবে তাতে ব্যাথা মুক্তি হবে, দেখার ব্যাপারে কোন কিছু বলা যাচ্ছে না। তবে না দেখার সম্ভাবনাই বেশি। রোগীও বুঝল এবং ব্যাথা মুক্তির জন্য অপারেশন এর সিদ্ধান্ত নিল। ছানি প্রায় পঁচা দেখে এসআইসিএস এর সাথে গ্লুকোমা অপারেশন করলাম। সাত দিন পরে মিরাকেলটা দেখলাম প্রেসার কমে ৫ হয়েছে আর ভিশন আসল ৬/৯। আলহামদুলিল্লাহ। আল্লাহ এই অসহায় মানুষকে দিয়ে আমাদের দেখালেন সকল ক্ষমতা উনার হাতে আর তার ইচ্ছার উপরে আর কিছু নাই।