21/09/2025
ডেঙ্গুতে ঝড়ে গেল মেধাবী ডাক্তারের প্রাণ‼️
অনেক দুঃখ ভারাক্রান্ত হলো মন।
➡️রংপুর মেডিকেল কলেজে (১৪-১৫ সেশনে) আমার সহপাঠী, ব্যাচের সেরা মেধাবী ডা সৌরভ সাহা, MBBS শেষ করে বাংলাদেশী ডাক্তারের প্রায় সব কোয়ালিফিকেশন নিতে এগিয়ে চলছিল,
ডেঙ্গু এসে তা আজ থমকে দিয়ে গেল।
দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন হয়তো এমনি - যেকোন সময়ে শেষ হতে পারে।
❝এমন স্বপ্নভঙ্গের শোকে কোন স্বান্তনার ভাষা থাকে না কখনো,
অমিত সম্ভাবনাময় মেধাবী মুখ হঠাৎ হারিয়ে যায় - মুখরিত জীবনের কর্মচঞ্চলতার মাঝে,
থেকে যায় কিছু করুণ স্মৃতি অমলিন,,
সেগুলো হয়তো কখনো কোন উসীলায় মনের মণিকোঠায় দীপ্তমান হয়ে উঠবে,,
মাঝে মাঝে গভীর জীবনবোধ জাগিয়ে তুলবে, মানুষ হিসেবে আরও পরিণত, বিবেকবান করবে। ❞
প্রতিভাবান হওয়া সত্ত্বেও সে যথেষ্ট বিনয়ী ছিল - সে প্রথম পরীক্ষা থেকে সকলের নজর কেড়ে ক্লাসে প্রথম স্থান দখল করে নেয়!
এরপর হঠাৎ ষষ্ঠ এনাটমি কার্ডের দিনে পরীক্ষাকেন্দ্রে আমার গমণের সাথে সাথে সে সাদর সম্ভ্রাষণ জানাতে শুরু করলো সরবে- সবার সামনে বলে উঠলো - কনগ্রাটুলেশন‼️ আজ পরীক্ষায় তুমিই ফার্স্ট‼️তোমাকে কেউ থামাতে পারবে না ‼️(ভাইভার হলে প্রবেশের আগেই এমন মন্তব্য করে বসে)
সে একটুও বিরূপ মনোভাব প্রকাশ না করে অবলীলায় এই কাণ্ড করলো, আমি হতচকিত, বিস্ময়ের ঘোরে চলে গেলাম। এখনই ভাইভায় বসতে হবে ‼️
সে কিভাবে, কি ভেবে, এমনটা করছিল জানি না- তবে সে পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়ে যাই।
এই স্মৃতি আজ হঠাৎ অন্তরের মণিকোঠায় বারংবার দেদীপ্যমান হয়ে উঠছে....