রাহাত জামিল - Rahat Jamil

রাহাত জামিল - Rahat Jamil Counselor

শুভ সন্ধ্যা কক্সবাজার
10/12/2023

শুভ সন্ধ্যা কক্সবাজার

সময় বয়ে যায় আপনার গতিতে, বাস্তবতার নুড়ি পাথরের উপর দিয়ে ঝর্ণার জলের মত কোমল প্রবাহে। স্বপ্নিল সময় থেকে স্মৃতির আবহ সময়ই ...
29/10/2022

সময় বয়ে যায় আপনার গতিতে, বাস্তবতার নুড়ি পাথরের উপর দিয়ে ঝর্ণার জলের মত কোমল প্রবাহে। স্বপ্নিল সময় থেকে স্মৃতির আবহ সময়ই জাগিয়ে তোলে। স্বপ্নে যা কিছু হারাতে দেখি, ঘুম ভাঙ্গলে দেখা যায় সবই ঠিক আছে, শুধু হারিয়ে গেছে মধুময় স্মৃতির অতীত গুলো।

✒️ রাহাত জামিল
October 29, 2022
Rajshahi

20/10/2022

স্থানীয় ডিগ্রী কলেজ পড়ুয়া ছাত্র কাম উদ্যোক্তা। পড়াশোনার পাশাপাশি মাছের পোনা উৎপাদন করেন। এলাকার স্কুল পড়ুয়ার সুন্দরীর প্রেমে পরে। কিছুদিন চুটিয়ে প্রেম করার পর বুঝতে পারে মেয়েপক্ষ মানবে না। দুইজনে সিদ্ধান্ত নেয় পালিয়ে বিয়ে করবে।

পরিকল্পনা মতো পালিয়ে বিয়ে করে দুইজন। মেয়ের পরিবার ছেলে এবং তার পরিবারের কয়েকজনের নামে অপহরণ এবং ধর্ষণের মামলা দেয়। এদিকে নবদম্পতি এক শহর থেকে অন্য শহরে ঘুরে ঘুরে যাযাবরের মতো সংসার করে কিছুদিন। এক পর্যায়ে যানতে পারে ছেলের মা সহ পরিবারের কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বাধ্য হয়ে আত্মসমর্পণ করে ছেলে। মামলা চলে আদালতে। মেয়ে অপহরণ বা ধর্ষণ করেনি বলে জবানবন্দি দেয়। কিন্তু তার জবানবন্দি আমলে নিতে পারেনি আদালত, কারণ মেয়েটি তখনো শিশু, ১৮ বছর বয়স হয়নি।

এক সময় রায় হয় সেই মামলার। সাজা হয় একজনের, প্রেমিক ছেলেটার। ৭৫ বছর জেল এবং ১৭ লক্ষ টাকা জরিমানা। বেকসুর খালাস দেওয়া হয় বাকি চার্জশিট ভুক্তদের।

গত মাসে ধুম ধাম করে বিয়ে হলো মেয়েটার। তার প্রেমিক দিন গুনছে ৭৫ বছরের। এ যেনো অসীম অপেক্ষা। অনন্ত আক্ষেপ, কেনো প্রেমে পরেছিলা

২০ই অক্টোবর, ২০২২খ্রী.
বাংলাদেশ।

17/10/2022
ভার্সিটিতে ভর্তি হয়ে ক্লাস, ল্যাব, এসাইনমেন্ট, প্রেজেন্টেশন, সিটি ইত্যাদি দিতে দিতে যারা ডিমোটিভেটেড হয়ে যাচ্ছো। তাদের জ...
15/06/2022

ভার্সিটিতে ভর্তি হয়ে ক্লাস, ল্যাব, এসাইনমেন্ট, প্রেজেন্টেশন, সিটি ইত্যাদি দিতে দিতে যারা ডিমোটিভেটেড হয়ে যাচ্ছো। তাদের জন্য মোটিভেশন নিয়ে আসছি আজ।

Stay away be happy.
14/06/2022

Stay away be happy.

নতুন নেতৃত্বের হাত ধরে এগিয়ে যাবে প্রিয় সংগঠন।অভিনন্দন তোমাদের
04/06/2022

নতুন নেতৃত্বের হাত ধরে এগিয়ে যাবে প্রিয় সংগঠন।

অভিনন্দন তোমাদের

Address

Court Road, Rajparara
Rajshahi
6000

Alerts

Be the first to know and let us send you an email when রাহাত জামিল - Rahat Jamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category