29/10/2025
ডাঃ মোঃ শহিদুল ইসলাম
এমবিবিএস (ঢাকা মেডিকেল কলেজ), বিসিএস (স্বাস্থ্য) , এফসিপিএস (সার্জারী), ফেলো-ল্যাপারোস্কপিক সার্জারী (ইন্ডিয়া)
সহকারী অধ্যাপক
জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জন
সার্জারী বিভাগ
রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী।
শুধু মাত্র রাজশাহীতেই দশ হাজারের (১০,০০০) এর অধিক আন্তর্জাতীক মানের Laparoscopic সার্জারীর অভিজ্ঞতা সম্পন্ন সার্জন
সেবা সমুহঃ-
* তুলনামূলক স্বল্প খরচে সব ধরনের অপারেশন করা হয়।
১। World Standard Bloodless (রক্তপাতহীন) Laparoscopic Surgery
২। Stapling Device ব্যবহার করে মলদ্বার না কেটে অত্যাধুনিক Longo পদ্ধতিতে Piles এর অপারেশন করা হয়।
৩। Laser Machine-এর মাধ্যমে ব্যাথা মুক্ত Piles Operation.
৪। Proctoscopy পরীক্ষার মাধ্যমে স্বল্প খরচে মলদ্বারের সমস্যা সমূহ নির্ভুলভাবে নির্ণয় করা ও চিকিৎসা প্রদান ৷
৫। মহিলা রোগীদের জন্য মহিলা Assistant এর সহায়তায় পর্দা বজায় রেখে Proctoscopy-র ব্যবস্থা।
৬। মহিলাদের Breast Tumour এর Cosmetic Surgery.
৭। Breast Cancer, Gastric Cancer, Re**al Cancer সহ অন্যান্য ক্যান্সার এর আন্তর্জাতিক মানের সার্জারী (Oncological Clearance).
আত্ন পরিচিতি
ডাঃ মোঃ শহিদুল ইসলাম ১৯৭৭ সালে রাজশাহী জেলার পুঠিয়া থানার মঙ্গল পাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। স্থানীয় হাইস্কুল থেকে ১৯৯২ সালে এস.এস.সি. এবং ১৯৯৪ সালে রাজশাহী কলেজ হতে কৃতিত্বের সহিত এইচ.এস.সি পাস করেন।
এরপর ঢাকা মেডিকেল কলেজ হতে ২০০১ সালে এম.বি.বি.এস. পাশ করেন। তিনি ২৪তম বি সি এস-এ সরকারী চাকুরিতে যোগদান করেন। শৈল্য চিকিৎসায় বিশেষ আগ্রহের কারনে ২০০২ সাল হতে ২০১০ সাল পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের প্রখ্যাত সার্জনদের অধীনে সার্জারী প্রশিক্ষণ গ্রহণ করেন এবং ২০১১ সালে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জন (বি.সি.পি.এস) হতে এফ.সি.পি.এস. (সার্জারী) ডিগ্রি অর্জন করেন।
তিনি Advance Laparoscopic surgery এর উপর দেশে এবং বিদেশে (থাইল্যান্ড, ইন্ডিয়া, সুইজারল্যান্ড) এর বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহন করেছেন এবং জার্মানী, ফ্রান্স, ইতালী, তুরস্ক, অস্ট্রেলিয়া, দুবাই, মালোয়েশিয়া, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশ ভ্রমন করেছেন। ২০১৭ সালে তিনি ইন্ডিয়াতে অনুষ্ঠিত FMAS পরীক্ষায় অংশগ্রহন করে Fellow of the Association of Minimal Access Surgeon of India নির্বাচিত হন।
এখন পর্যন্ত তাঁর দেশী এবং আন্তর্জাতিক জার্নালে ১৫ টির অধিক publication প্রকাশিত হয়েছে। তিনি বিভাগীয় শহর রাজশাহীতে Breast Cancer, Gastric Cancer, Colon Cancer সহ অন্যান্য ক্যান্সার রোগের আন্তর্জাতিক মানের সার্জারী নিয়মিত সফল ভাবে করছেন। বর্তমানে তিনি দশ হাজারেরও বেশী অভিজ্ঞতা সম্পন্ন সফল Laparoscopic Surgeon.
ইসলামী ব্যাংক হাসপাতাল রাজশাহী, ভবন - ১
সময়: বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত রুম (২০৭)
সিরিয়াল পেতে 01777-242536, 01711-340582, 09601556003, চেম্বার- 01934-486652