RajDoc

RajDoc ডাক্তার/ডেন্টিস্ট/ফিজিওথেরাপিস্ট/হাসপাতাল/ক্লিনিক এর ডিজিটাল ব্র্যান্ডিং এর জন্যে যোগাযোগ করুন।। রাজডক এর বর্তমান ক্লায়েন্ট সংখ্যা ১২৫

ডা: আরজুমান আরা (এলমিস) ম্যাম এর পদোন্নতিতে RajDoc এবং RR Properties  এর পক্ষ থেকে দেয়া শুভেচ্ছা স্মারক তুলে দেয়া হচ্ছে।
30/10/2025

ডা: আরজুমান আরা (এলমিস) ম্যাম এর পদোন্নতিতে RajDoc এবং RR Properties এর পক্ষ থেকে দেয়া শুভেচ্ছা স্মারক তুলে দেয়া হচ্ছে।

ডা: আরজুমান আরা (এলমিস) ম্যাম এর পদোন্নতিতে RajDoc এবং RR Properties  এর পক্ষ থেকে দেয়া শুভেচ্ছা স্মারক
30/10/2025

ডা: আরজুমান আরা (এলমিস) ম্যাম এর পদোন্নতিতে RajDoc এবং RR Properties এর পক্ষ থেকে দেয়া শুভেচ্ছা স্মারক

ডাঃ এম. শরিফ উদ্দীন লিটন - ইলিজারভ সার্জনএমবিবিএস,বিসিএস(স্বাস্থ্য) ডি-অর্থো,এফএসিএস(আমেরিকা)  এফআইপিএম(ইন্ডিয়া),  ফেলোশ...
29/10/2025

ডাঃ এম. শরিফ উদ্দীন লিটন - ইলিজারভ সার্জন
এমবিবিএস,বিসিএস(স্বাস্থ্য) ডি-অর্থো,এফএসিএস(আমেরিকা) এফআইপিএম(ইন্ডিয়া), ফেলোশীপ-ইলিজারভ এন্ড ডিফরমিটি কারেকশন (RISC-RTO,কুরগান, রাশিয়া) কনসালটেন্ট (অর্থোপেডিক্স সার্জারী)

অর্থোপেডিক্স এন্ড ইলিজারভ সার্জন
হাড়-জোড়, বাত ব্যথা ও ইন্টারভেনশনাল পেইন স্পেশালিষ্ট
ইসলামী ব্যাংক হাসপাতাল রাজশাহী

রাজশাহীতে অর্থোপেডিক্স সার্জারীর সবচেয়ে আধুনিক চিকিৎসা পদ্ধতি, ইলিজারভ সার্জারীতে দক্ষ ও অভিজ্ঞ সার্জন

Membership:
1) Life member of Bangladesh Orthopaedic Society(BOS)
2) Member of ASAMI-Bangladesh
3) Member of ASAMI-India
4) Member of ASAMI-Russia
5) Member of Bombay Orthopaedic Society, India

ফেলোশীপ এন্ড ট্রেনিং
1.Fellowship-Ilizarov and Deformity correction(RISC-RTO, Kurgan,Russia)
2.Fellowship in interventional pain management(Daradia,India)
3.Fellowship in Ilizarov surgery(India)
4.Training on Basic trauma surgery (Germany)

যে সমস্ত বিষয়ে চিকিৎসা করা হয়-

ইলিজারভ সার্জারী -
পুরাতন ভাঙ্গা, ইনফেকশন, ওপেন ফ্রাকচার, জটিল ও কমপ্লেক্স ফ্রাকচার, কবিরাজী করে হাড় বাঁকা হয়ে জোড়া হওয়া অথবা জোড়া হয় নাই,হাতা পা ছোট বড়,জন্মগত ত্রুটি ও হাড় লম্বা করা ইত্যাদির ইলিজারভ সার্জারী করা হয়।

এছাড়াও যে সমস্ত বিষয়ে চিকিৎসা ও সার্জারী করা হয়-

অর্থোপেডিক্স সার্জারীসমূহ
সব ধরনের হাড়ের অপারেশন
হাত পায়ের নার্ভ ও রগের সার্জারী
হাড়ের টিউমার সার্জারী
হাড়ের ইনফেকশন(অস্টিওমাইলাইটিস)
হাত পা বাঁকা/ডিফরমিটির চিকিৎসা
দূর্ঘটনা জনিত যে কোন সমস্যা
সি-আর্মের সাহায্য হাড় সেটিং ও প্লাস্টার
প্লেট স্ক্রু বের করা
বাত ব্যথা ও গিরা ব্যথা
গিরা ফুলে যাওয়া ও পানি বের করা
মাজা ও ঘাড়ে ব্যথা
হাত পা চিনচিন ও অবশ হয়ে যাওয়া
বিনা অপারেশনে PLID এর চিকিৎসা ও
হাটু ক্ষয়ে পিআরপি থেরাপী

যোগাযোগের ঠিকানা-

চেম্বার-১:
ইসলামী ব্যাংক হাসপাতাল নতুন ভবন
লক্ষীপুর মোড়, রাজশাহী।
রুম নং ৪০৩,দুপুর ৩টা-রাত ৯টা
সিরিয়াল-০৯৬০১৫৫৬০০৩(হটলাইন)
০১৭৭৭-২৪২৫৩৬

চেম্বার-২:
(বৃহস্পতিবার বিকাল থেকে শুক্রবার সারাদিন)
নোভা ডায়াগনস্টিক সেন্টার
সদর হাসপাতাল রোড ,চুয়াডাঙ্গা।
মোবাইল- ০১৯১৫-৮৮৯৭৯১
*যে কোন তথ্যের জন্য- ০১৩২৮-৯৯৪৮৮৪ (চেম্বার)*

ডাঃ মোঃ শহিদুল ইসলামএমবিবিএস (ঢাকা মেডিকেল কলেজ), বিসিএস (স্বাস্থ্য) , এফসিপিএস (সার্জারী), ফেলো-ল্যাপারোস্কপিক সার্জারী...
29/10/2025

ডাঃ মোঃ শহিদুল ইসলাম
এমবিবিএস (ঢাকা মেডিকেল কলেজ), বিসিএস (স্বাস্থ্য) , এফসিপিএস (সার্জারী), ফেলো-ল্যাপারোস্কপিক সার্জারী (ইন্ডিয়া)

সহকারী অধ্যাপক
জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জন
সার্জারী বিভাগ
রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী।

শুধু মাত্র রাজশাহীতেই দশ হাজারের (১০,০০০) এর অধিক আন্তর্জাতীক মানের Laparoscopic সার্জারীর অভিজ্ঞতা সম্পন্ন সার্জন

সেবা সমুহঃ-
* তুলনামূলক স্বল্প খরচে সব ধরনের অপারেশন করা হয়।
১। World Standard Bloodless (রক্তপাতহীন) Laparoscopic Surgery
২। Stapling Device ব্যবহার করে মলদ্বার না কেটে অত্যাধুনিক Longo পদ্ধতিতে Piles এর অপারেশন করা হয়।
৩। Laser Machine-এর মাধ্যমে ব্যাথা মুক্ত Piles Operation.
৪। Proctoscopy পরীক্ষার মাধ্যমে স্বল্প খরচে মলদ্বারের সমস্যা সমূহ নির্ভুলভাবে নির্ণয় করা ও চিকিৎসা প্রদান ৷
৫। মহিলা রোগীদের জন্য মহিলা Assistant এর সহায়তায় পর্দা বজায় রেখে Proctoscopy-র ব্যবস্থা।
৬। মহিলাদের Breast Tumour এর Cosmetic Surgery.
৭। Breast Cancer, Gastric Cancer, Re**al Cancer সহ অন্যান্য ক্যান্সার এর আন্তর্জাতিক মানের সার্জারী (Oncological Clearance).

আত্ন পরিচিতি
ডাঃ মোঃ শহিদুল ইসলাম ১৯৭৭ সালে রাজশাহী জেলার পুঠিয়া থানার মঙ্গল পাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। স্থানীয় হাইস্কুল থেকে ১৯৯২ সালে এস.এস.সি. এবং ১৯৯৪ সালে রাজশাহী কলেজ হতে কৃতিত্বের সহিত এইচ.এস.সি পাস করেন।

এরপর ঢাকা মেডিকেল কলেজ হতে ২০০১ সালে এম.বি.বি.এস. পাশ করেন। তিনি ২৪তম বি সি এস-এ সরকারী চাকুরিতে যোগদান করেন। শৈল্য চিকিৎসায় বিশেষ আগ্রহের কারনে ২০০২ সাল হতে ২০১০ সাল পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের প্রখ্যাত সার্জনদের অধীনে সার্জারী প্রশিক্ষণ গ্রহণ করেন এবং ২০১১ সালে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জন (বি.সি.পি.এস) হতে এফ.সি.পি.এস. (সার্জারী) ডিগ্রি অর্জন করেন।

তিনি Advance Laparoscopic surgery এর উপর দেশে এবং বিদেশে (থাইল্যান্ড, ইন্ডিয়া, সুইজারল্যান্ড) এর বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহন করেছেন এবং জার্মানী, ফ্রান্স, ইতালী, তুরস্ক, অস্ট্রেলিয়া, দুবাই, মালোয়েশিয়া, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশ ভ্রমন করেছেন। ২০১৭ সালে তিনি ইন্ডিয়াতে অনুষ্ঠিত FMAS পরীক্ষায় অংশগ্রহন করে Fellow of the Association of Minimal Access Surgeon of India নির্বাচিত হন।

এখন পর্যন্ত তাঁর দেশী এবং আন্তর্জাতিক জার্নালে ১৫ টির অধিক publication প্রকাশিত হয়েছে। তিনি বিভাগীয় শহর রাজশাহীতে Breast Cancer, Gastric Cancer, Colon Cancer সহ অন্যান্য ক্যান্সার রোগের আন্তর্জাতিক মানের সার্জারী নিয়মিত সফল ভাবে করছেন। বর্তমানে তিনি দশ হাজারেরও বেশী অভিজ্ঞতা সম্পন্ন সফল Laparoscopic Surgeon.

ইসলামী ব্যাংক হাসপাতাল রাজশাহী, ভবন - ১
সময়: বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত রুম (২০৭)

সিরিয়াল পেতে 01777-242536, 01711-340582, 09601556003, চেম্বার- 01934-486652

ডাঃ মোহাম্মাদ সাবিলুর রহমানএমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) এম.ডি (শিশু)নবজাতক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞচেম্বারই. এম. সেন্ট...
29/10/2025

ডাঃ মোহাম্মাদ সাবিলুর রহমান
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) এম.ডি (শিশু)

নবজাতক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ

চেম্বার
ই. এম. সেন্টার
সময়: শনি, সোম বুধবার বিকেল ৫.৩০টা থেকে ৭টা পর্যন্ত

সিরিয়াল পেতে 01715-153221

ডাঃ অভি কুমার চক্রবর্তীএমবিবিএস , এমএস (নবজাতক, শিশু, কিশোর সার্জারি বিশেষজ্ঞ)নবজাতক, শিশু, কিশোর সার্জারি বিশেষজ্ঞচেম্ব...
29/10/2025

ডাঃ অভি কুমার চক্রবর্তী
এমবিবিএস , এমএস (নবজাতক, শিশু, কিশোর সার্জারি বিশেষজ্ঞ)

নবজাতক, শিশু, কিশোর সার্জারি বিশেষজ্ঞ

চেম্বার
ই. এম. সেন্টার
সময়: শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা

ই. এম. সেন্টার এ 01715-153221

ডাঃ ইপ্সিতা বিশ্বাসএমবিবিএস , এমএস (শিশু সার্জারি ও শিশু ইউরোলজি বিশেষজ্ঞ)শিশু সার্জারি ও শিশু ইউরোলজি বিশেষজ্ঞচেম্বারই....
29/10/2025

ডাঃ ইপ্সিতা বিশ্বাস
এমবিবিএস , এমএস (শিশু সার্জারি ও শিশু ইউরোলজি বিশেষজ্ঞ)

শিশু সার্জারি ও শিশু ইউরোলজি বিশেষজ্ঞ

চেম্বার
ই. এম. সেন্টার
সময়: শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা

ই. এম. সেন্টার এ 01715-153221

ডাঃ হেনরী সন্দীপ কুমার মণ্ডলএমবিবিএস, এমফিল (এনাটমী) পিজিটি (সার্জারী)সহকারী অধ্যাপক এনাটমীজেনারেল ফিজিশিয়ানসহকারী অধ্যা...
29/10/2025

ডাঃ হেনরী সন্দীপ কুমার মণ্ডল
এমবিবিএস, এমফিল (এনাটমী) পিজিটি (সার্জারী)

সহকারী অধ্যাপক এনাটমী
জেনারেল ফিজিশিয়ান

সহকারী অধ্যাপক বারিন্দ মেডিকেল কলেজ ও হাসপাতাল

চেম্বার
ই. এম. সেন্টার
সময়: রবি মঙ্গল বৃহস্প্রতিবার বিকেল ৫টা থেকে ৭টা
যোগাযোগ ই. এম. সেন্টার 01715-153221

ডাঃ মোঃ নাদিম উদ্দীনএমবিবিএস, এমএস, জেনারেল সার্জারী (বিএসএমএমইউ)এ্যাডভান্সড ট্রেনিং ইন ল্যাপারোস্কপিক সার্জারীবিশেষজ্ঞ ...
29/10/2025

ডাঃ মোঃ নাদিম উদ্দীন
এমবিবিএস, এমএস, জেনারেল সার্জারী (বিএসএমএমইউ)

এ্যাডভান্সড ট্রেনিং ইন ল্যাপারোস্কপিক সার্জারী
বিশেষজ্ঞ সার্জন ও কনসালট্যান্ট জেনারেল ল্যাপারোস্কপিক সার্জন
কনসালট্যান্ট
খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল, রাজশাহী ।

আরও চেম্বারঃ-
খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল রাজশাহী
সময়: রবিবার ও বুধবার ব্যতীত প্রতিদিন সকাল : ১০:০০ টা থেকে দুপুর ১.০০ টা পর্যন্ত

ই. এম. সেন্টার
সময়: ৩টা থেকে ৯টা

বায়োল্যাব মাল্টিকেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার
লক্ষ্মীপুর ,সি এন্ড বি মোড়,রাজশাহী।
প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা

সিরিয়াল মিশন (01717-450617) সিরিয়াল ইএম সেন্টার (01715-153221)

ডাঃ তাওহীদা ইয়াসমিনএমবিবিএস, ডিজিও (গাইনী)গাইনী বিশেষজ্ঞ ও সার্জনসহকারী অধ্যাপক বারিন্দ মেডিকেল কলেজ ও হাসপাতালচেম্বারই....
29/10/2025

ডাঃ তাওহীদা ইয়াসমিন
এমবিবিএস, ডিজিও (গাইনী)

গাইনী বিশেষজ্ঞ ও সার্জন
সহকারী অধ্যাপক বারিন্দ মেডিকেল কলেজ ও হাসপাতাল

চেম্বার
ই. এম. সেন্টার
সময়: শনি, সোম বুধবার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত

যোগাযোগ ই. এম. সেন্টার 01715-153221

ডাঃ শিখা বিশ্বাসএমবিবিএস , পিজিটি (জাপান)প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞচেম্বারই. এম. সেন্টারসময়: সকাল ৯টা থেকে দুপুর ১টা ...
29/10/2025

ডাঃ শিখা বিশ্বাস
এমবিবিএস , পিজিটি (জাপান)

প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ

চেম্বার
ই. এম. সেন্টার
সময়: সকাল ৯টা থেকে দুপুর ১টা এবং বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত

সিরিয়াল পেতে 01715-153221

ই. এম. সেন্টার(উন্নত স্বাস্থ্য সেবায় নিবেদিত প্রতিষ্ঠান) ১৯৮ মহিষবাথান (কোর্টের উত্তর পার্শ্বে ও দিগন্ত প্রসারী ক্লাবের ...
29/10/2025

ই. এম. সেন্টার
(উন্নত স্বাস্থ্য সেবায় নিবেদিত প্রতিষ্ঠান) ১৯৮ মহিষবাথান (কোর্টের উত্তর পার্শ্বে ও দিগন্ত প্রসারী ক্লাবের বিপরীতে), রাজশাহী।

রাজশাহী নগরের বিশিষ্ট চিকিৎসক দম্পতি প্রয়াত ডাঃ প্যাট্রিক বিপুল বিশ্বাস এবং ডাঃ শিখা বিশ্বাস ১৯৯০ সালে উন্নত স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষে ই এম সেন্টার প্রতিষ্ঠা করেন। রাজশাহী অঞ্চলের প্রথমদিকের ঐতিহ্যবাহী ক্লিনিকের মধ্যে ইএম সেন্টার অন্যতম।

প্রতিষ্ঠাকাল থেকে ই.এম সেন্টার সুনামের সাথে সকল পর্যায়ের রোগীদের স্বল্প খরচে গ্যাস্ট্রোএন্টারোলজি এবং গাইনী স্বাস্থ্য সেবা দিয়ে আসছে। উল্লেখ্য যে, রাজশাহী অঞ্চলে এন্ডোসকপির মাধ্যমে ইএম সেন্টারই সর্বপ্রথম রোগ নির্ণয় শুরু করে। সিনিয়র কনসালটেন্ট বিশিষ্ট প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাঃ শিখা বিশ্বাস দীর্ঘ তিন দশকের অধিক সময় ধরে স্ত্রী রোগ ও প্রসূতি সেবা দিয়ে আসছে।

ই.এম সেন্টার জুন ২০২৫ থেকে নতুন আঙ্গিকে ও বিস্তৃত পরিসরে পূর্বের সেবা সমূহের সাথে অভিজ্ঞ ডাক্তারদের অন্তর্ভুক্ত করে বেশ কিছু নতুন সেবা চালু করেছে।

ই.এম সেন্টার বিশ্বাস করে ক্লিনিকের নব যাত্রার লক্ষ্যে গৃহীত পদক্ষেপ যেমন, সেবার মান, উন্নত ও আধুনিক পরিষেবা, পরিষ্কার-পরিচ্ছন্ন এবং সর্বপেক্ষা সাশ্রয়ী মূল্যে চিকিৎসা সেবা বুলনপুর, রাজপাড়া, শান্তিপুর, রায়পাড়া, সারগাছা, নবগঙ্গা, কাশিয়াডাঙ্গা, বালিয়া, কোর্ট স্টেশন, মোল্লাপাড়া, বহরমপুর, নিমতলা, আদোবুড়ি, কাট্টোপাড়া, (মহিষবাথানসহ) অত্র এলাকা তথা নগরবাসীর দোর গোড়ায় পৌঁছাতে পারবে।

ই.এম সেন্টার এর সেবাসমূহঃ-

১. গাইনী স্বাস্থ্য সেবা
✅ অনিয়মিত পিরিয়ড
✅ প্রস্রাবে জ্বালাপোড়া
✅ নরমাল ডেলিভারি
✅ সিজার
✅ জরায়ুর সমস্যা

২. জেনারেল সার্জারী
✅ হার্নিয়া
✅ হাইড্রোসিল
✅ এপিন্ডিসাইড
✅ গলব্লাডারে পাথর অপারেশন
✅ ব্রেস্ট সার্জারী
✅ ল্যাপারোস্কোপিক সার্জারী

৩. শিশু মেডিসিন চিকিৎসা

৪. শিশু সার্জারী
✅ হার্নিয়া
✅ মুসলমানি
✅ হাইপোসপেডিয়াস (Hypospadias)
✅ শিশুদের মূত্রনালীর বিভিন্ন অপারেশন

৫. সাধারণ চিকিৎসা
✅ জ্বর
✅ ডায়রিয়া
✅ জন্ডিস
✅ প্রাথমিক চিকিৎসা
✅ কেটে যাওয়া ইত্যাদি

বিশেষ সুবিধা সমূহঃ-

✅ গাইনী, সার্জারী, মেডিসিন, শিশু মেডিসিন ও শিশু (সার্জারীর) বিশেসজ্ঞ চিকিৎসা সেবা
✅ সার্বক্ষণিক মহিলা চিকিৎসক
✅ কম খরচে সিজার ও নরমাল ডেলিভারীর সুব্যাবস্থা
✅ বিনামুল্যে জন্মগত ঠোট কাটা ও তালুকাটা অপারেশন
✅ আউটডোর সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত

01715153221

Address

Paramedial Road
Rajshahi
6000

Alerts

Be the first to know and let us send you an email when RajDoc posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to RajDoc:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram