30/10/2025
🎊ডাঃ ছালমা সুলতানা..বগুড়ার চিকিৎসা জগতের এক জনপ্রিয় নাম 💖
তিনি FCPS (Gynae & Obs)
Specialist Gynecologist & Infertility Expert
সিনিয়র কনসালটেন্ট, গাইনীনোকোলজীষ্ট,
২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল, বগুড়া।
এক্স-কনসালটেন্ট:
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়া।
বগুড়ার চিকিৎসা অঙ্গনে যদি দক্ষতা, সুনাম ও মানবিকতার সমন্বিত প্রতীক কোনো নাম খুঁজতে হয় — তবে সেই নামটি নিঃসন্দেহে ডাঃ ছালমা সুলতানা।
তিনি একজন FCPS ডিগ্রিধারী বিশেষজ্ঞ গাইনোকলজিস্ট ও সার্জন, যিনি দীর্ঘদিন ধরে নারীরোগ, প্রসূতি ও বন্ধ্যাত্ব চিকিৎসায় অসাধারণ সাফল্য অর্জন করে চলেছেন।
ডাঃ ছালমা সুলতানা শুধুমাত্র একজন চিকিৎসক নন, বরং রোগীর আস্থার এক জীবন্ত প্রতীক।
তাঁর চিকিৎসা দক্ষতা, মমতাময়ী আচরণ ও নৈতিক দায়িত্ববোধ তাঁকে রোগীদের কাছে “মায়ের মতো স্নেহশীল” একজন চিকিৎসকে পরিণত করেছে।
💝বিশেষ দক্ষতার ক্ষেত্রসমূহ
★স্ত্রী ও প্রসূতি রোগের সঠিক নির্ণয় ও চিকিৎসা
★বন্ধ্যাত্ব চিকিৎসা ও সফল কনসেপ্ট অর্জন
★সিজারিয়ান ও জটিল গাইনী সার্জারিতে অভিজ্ঞতা
★হরমোনজনিত সমস্যা, মেনোপজ কেয়ার, ও নারীস্বাস্থ্য বিষয়ক পরামর্শ
★মাতৃত্বকালীন স্বাস্থ্যসেবা ও নিরাপদ প্রসব পরিচালনা
#রোগীদের_অভিজ্ঞতায় ডাঃ ছালমা সুলতানা ম্যাম...
রোগীদের মুখে মুখে ম্যাডাম অলরেডি জনপ্রিয়তার আলোচ্য বিষয়.. রোগীদের মন্তব্য এমন যে..
“ম্যাডামের চেম্বারে ঢুকলেই ভয় কেটে যায়, হৃদয়ে প্রশান্তি নেমে আসে ।
★অনেক হতাশ দম্পতির মুখে আজ হাসি ফুটেছে তাঁর আন্তরিক চিকিৎসা ও যত্নের কারণে।
অসংখ্য মা সন্তানের মুখ দেখেছেন তাঁর হাতের নিখুঁত সার্জারি ও চিকিৎসা পরিকল্পনার মাধ্যমে।
একজন রোগী বলেন,
বন্ধ্যাত্বের হতাশা থেকে মা হওয়ার আনন্দে আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছেন ডাঃ ছালমা সুলতানা ম্যাডাম।
★ পেশাগত নিষ্ঠা ও মানবিকতা
চিকিৎসার প্রতি তাঁর একাগ্রতা, সার্জারির সময় যত্নশীল মনোযোগ, আর রোগীর প্রতি মমতা — এসবই তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে।
তিনি সবসময় চেষ্টা করেন রোগীর সমস্যাকে নিজের দায়িত্ব হিসেবে দেখতে,
এবং চিকিৎসার প্রতিটি ধাপে রোগী ও পরিবারের পাশে থেকে সাহস জোগাতে।
তাঁর হাসি, আত্মবিশ্বাস, আর পেশাদারিত্ব।..
এই তিনটি গুণ একত্রে তাঁকে পরিণত করেছে বগুড়ার অন্যতম শ্রদ্ধেয় গাইনি বিশেষজ্ঞেদের কাঁতারে সম্মানিত।
পরিশেষে সব মিলিয়ে বলা যায় —
ডাঃ ছালমা সুলতানা ম্যাম শুধুমাত্র একজন চিকিৎসক নন; তিনি বগুড়ার নারীদের স্বাস্থ্য ও নিরাপদ মাতৃত্বের এক অনন্য অভিভাবক।
তাঁর চিকিৎসায় রয়েছে আস্থা,
তাঁর সেবায় রয়েছে মানবিকতা,
আর তাঁর সাফল্যে প্রতিফলিত হয় একজন প্রকৃত চিকিৎসকের দায়িত্ববোধ।
✨ আলহামদুলিল্লাহ — ডাঃ ছালমা সুলতানা ম্যামের চিকিৎসায় আস্থা মানেই নিশ্চিন্ত জীবন, সুস্থ মা ও হাস্যোজ্জ্বল ভবিষ্যৎ, "শুকরিয়া,,