সেইলর ডায়াগনষ্টিক সেন্টার, রাজশাহী

  • Home
  • Bangladesh
  • Rajshahi
  • সেইলর ডায়াগনষ্টিক সেন্টার, রাজশাহী

সেইলর ডায়াগনষ্টিক সেন্টার, রাজশাহী খরচে সাশ্রয়ী,সেবায় মমতাময়ী , বিশেষজ্ঞ ডাক্তার সেবা

খরচে সাশ্রয়ী, সেবায় মমতাময়ী স্লোগান কে সামনে রেখে রাজশাহীর প্রাণকেন্দ্র লক্ষীপুর এ গড়ে উঠেছে আপনাদের প্রাণের এ চিকিৎসা সেবা কেন্দ্র।
আমাদের সেবা সমূহঃ

প্যাথলজি সেরোলোজি ডিজিটাল এক্সরে
হেমাটোলজি ভাইরোলজি ইসিজি
সাইটোলজি ইলেক্ট্রোলাইট ইকো-কার্ডিওগ্রাম
মাইক্রোবায়োলজি হরমোন এনালাইসিস আল্ট্রাসনোগ্রাফি
বায়োকেমিস্ট্রি হিস্টোপ্যথলজি 4D কালার ডপলার

এছাড়া বিশেষজ্ঞ ডাক্তার সেবা-তো থাকছেই

সিরিয়ালের জন্য - ০১৭৯৫-৮৮৭১৪২, ০১৭৯৫-৮৮৭১২৪

25/03/2022
25/03/2022

ঢাকায় কলেরার প্রকোপ রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। গত ৬০ বছরের মধ্যে যা সবচেয়ে বেশি।

গত মঙ্গলবার ICDDRB এর ইতিহাসের সর্বোচ্চ ১২৭২ জন রোগী ভর্তি হয়েছে। শিশু থেকে বৃদ্ধ কেউ বাদ নেই।

সতর্কতাঃ

১। বাইরের খোলা পানি খাওয়া যাবে না। অবশ্য‌ই সম্পূর্ণ নিরাপদ ও ফুটানো পানি পান করতে হবে।
২। বাইরের খাবারের ব্যাপারেও খুব‌ই সতর্ক হতে হবে। বিশেষ করে এলাকার হোটেল বা অস্বাস্থকর পরিবেশে পরিবেশন করা হয় এমন খাবার এড়িয়ে যেতে পারলে ভাল।
৩। রাস্তার পাশে এই সময় অনেক খোলা পরিবেশে লেবুর শরবত, ‌আখের রস, জুস বা ফল কেটে বিক্রি করা হয়। এগুলো এড়িয়ে চলতে হবে।
৪। অত্যধিক গরমে অধিক পানি পিপাসা লাগাই স্বাভাবিক। চেষ্টা করতে হবে নিরাপদ পানি সাথে বহন করা।

আক্রান্ত হলে করণীয়ঃ

১। প্রতিবার পাতলা পায়খানার পর খাবার স্যালাইন খেতে হবে।
২। প্রচুর তরল জাতীয় খাবার,ডাবের পানির মত খেতে হবে।
৩। পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে।
৪। এন্টিবায়োটিক পরিহার করতে হবে।

তাই আক্রান্ত হলে ডাক্তারের পরামর্শ নিন,প্রয়োজন হলে হাসপাতালে ভর্তি হয়ে যান।

শুভকামনা প্রিয় স্যার, অভিভাবক অধ্যাপক ডা বুলবুল হাসান স্যার অধ্যক্ষ নওগা মেডিকেল কলেজ হাসপাতাল।
10/03/2022

শুভকামনা প্রিয় স্যার,
অভিভাবক অধ্যাপক ডা বুলবুল হাসান স্যার
অধ্যক্ষ নওগা মেডিকেল কলেজ হাসপাতাল।

সচেতনতাই পারে কিডনি রোগ প্রতিরোধ করতে।
10/03/2022

সচেতনতাই পারে কিডনি রোগ প্রতিরোধ করতে।

এখন থেকে  সেইলর ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখবেন শ্রদ্ধেয় স্যার এবং ম্যাম। শুভকামনা তাদের প্রতি।
07/03/2022

এখন থেকে সেইলর ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখবেন শ্রদ্ধেয় স্যার এবং ম্যাম।
শুভকামনা তাদের প্রতি।

সেইলর ডায়াগনস্টিক সেন্টার রাজশাহী এর পক্ষ থেকে অভিনন্দন  ও আন্তরিক শুভেচ্ছা জননেতা এ. এইচ. এম. খায়রুজ্জামান লিটন স্যারের...
28/11/2021

সেইলর ডায়াগনস্টিক সেন্টার রাজশাহী এর পক্ষ থেকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জননেতা এ. এইচ. এম. খায়রুজ্জামান লিটন স্যারের প্রতি।

শুভ জন্মদিন প্রিয় শিক্ষক,সেইলর ডায়াগনষ্টিক সেইলর ডায়াগনষ্টিক সেন্টার, রাজশাহীসেইলর ডায়াগনষ্টিক সেন্টার, রাজশাহী রাজশাহীএ...
05/09/2021

শুভ জন্মদিন প্রিয় শিক্ষক,
সেইলর ডায়াগনষ্টিক সেইলর ডায়াগনষ্টিক সেন্টার, রাজশাহীসেইলর ডায়াগনষ্টিক সেন্টার, রাজশাহী রাজশাহী
এর অভিভাবক,
প্রিয় ব্যক্তিত্ব প্রফেসর ডা নওশাদ আলী স্যার।

01/06/2020

১ জুন ২০২০ইং
আজ ৮৬ তম দিন
গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয় ১১৪৩৯ জনের।
নতুন আক্রান্ত -২৩৮১ জন
মোট আক্রান্ত - ৪৯৫৩৪ জন(ডাক্তার ৯১০+,মৃত্যু ৯ জন)
নতুন মৃত - ২২ জন
মোট মৃত - ৬৭২ জন
নতুন সুস্থ -৮১৬ জন
মোট সুস্থ -১০৫৯৭ জন

সূত্র - স্বাস্থ্য অধিদপ্তর।

Address

Laxmipur
Rajshahi
6000

Telephone

01795887142

Website

Alerts

Be the first to know and let us send you an email when সেইলর ডায়াগনষ্টিক সেন্টার, রাজশাহী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to সেইলর ডায়াগনষ্টিক সেন্টার, রাজশাহী:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram