Service Force Ltd

Service Force Ltd Service force is a one stop service center where anyone can find very basic and very useful service Right now Rajshahi is a rapidly under developing city.

Founded in 2016, Service Force set out itself to be a leading Service provider in Rajshahi town. In order to adding another dimension to the development, since 2016 Service force have been working as a one stop service provider. A team of green army has come to the filed with the aim of providing the services of a family of daily demands like medical supports, laundry, car & bike wash, medicine, beauty parlor etc. at home. Your one phone call (01707071417) or one click on our app and our team will be there for providing the best services with trust & quality.

আমাদের শহরে এরকম অসংখ্য রাবেয়া বেগম রয়েছেন।
08/07/2023

আমাদের শহরে এরকম অসংখ্য রাবেয়া বেগম রয়েছেন।

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে     পরিপূর্ণতা পাক ঈদ-উল-আযহা               ঈদ মোবারক
29/06/2023

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে
পরিপূর্ণতা পাক ঈদ-উল-আযহা

ঈদ মোবারক

রাজশাহী সিটি কর্পোরেশন বিজয়ী কাউন্সিলর হলেন যারা তারাই সামনে স্মার্ট রাজশাহী করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা সহযোদ্ধা হিসেব...
22/06/2023

রাজশাহী সিটি কর্পোরেশন বিজয়ী কাউন্সিলর হলেন যারা তারাই সামনে স্মার্ট রাজশাহী করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা সহযোদ্ধা হিসেবে এগিয়ে নিয়ে যাবেন।
নবনির্বাচিত সকল কে সার্ভিস ফোর্স লি. এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

Service Force  এর প্রফেশনাল ক্লিনিং টিম এর হাতে ঝকঝকে হবে আপনার ঘরের প্রতিটি কোনা। Service Force  এর হোম ডিপ ক্লিনিং সার...
22/05/2023

Service Force এর প্রফেশনাল ক্লিনিং টিম এর হাতে ঝকঝকে হবে আপনার ঘরের প্রতিটি কোনা।
Service Force এর হোম ডিপ ক্লিনিং সার্ভিসে আপনি পাবেন:

- প্রফেশনাল ক্লিনিং মেশিন দিয়ে সম্পূর্ণ ফ্লোর ডিপ ক্লিনিং
- প্রফেশনাল ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার
- সেইফ এন্ড সার্টিফাইড কেমিক্যাল ব্যবহার করে সম্পূর্ণ ক্লিনিং
- ঘরের সকল বাথরুম, কিচেন, এবং কেবিনেট ক্লিনিং
- ঘরের সকল সিলিং, জানালা, গ্রিল এবং থাই গ্লাস ক্লিনিং
- 100% সার্ভিস গ্যারান্টি সহ সঠিক সময়ে মধ্যে সার্ভিস প্রদান।

এছাড়াও আপনার ঘরের যে কোন ক্লিনিং পেয়ে যাবেন একি জায়গায়। যেমন: সোফা ও কার্পেট, রান্নাঘর,বেলকুনি,গ্যারেজ, সিঁড়ি, ছাঁদ, বাসার চারপাশের গ্রাউন্ড পরিষ্কার।

তাই একদম নতুন এর মতো ঝকঝকে পরিষ্কার হোম ক্লিনিং এর জন্য দেরি না করে আজই অর্ডার করুন Service Force এ

বিস্তারিত জানতে কল করুন 01707071417 নাম্বারে।

Service force নিশ্চিত করছে,

- বেস্ট প্রাইসে প্রফেশনাল সার্ভিস
- দক্ষ ও ভেরিফাইড সার্ভিস প্রোভাইডার
- সার্ভিস ওয়ারেন্টি
- ড্যামেজ কভারেজ

পেষ্ট কন্ট্রোল সেবাটি আপনার পরিবারের জন্য তো এখুনি সময়।  কারণ এখনি পোকামাকড়ের শুরু হয় উৎপত্তি। তাই Service Force Ltd   আ...
19/05/2023

পেষ্ট কন্ট্রোল সেবাটি আপনার পরিবারের জন্য তো এখুনি সময়। কারণ এখনি পোকামাকড়ের শুরু হয় উৎপত্তি।
তাই Service Force Ltd আপনাকে নিশ্চিত করছে,
✅বেস্ট প্রাইস
✅এক্সপার্ট সার্ভিস প্রভাইডার
✅ঝুকিমুক্ত কেমিক্যাল
✅২৪/৭ কাস্টোমার সাপোর্ট

14/05/2023
পরিষ্কার এসি এবং দুর্গন্ধমুক্ত বাতাস পেতে অথবা এসি টি দীর্ঘদিন সচল রাখতে  Service Force Ltd  থেকে অর্ডার করুন এসি রিপেয়...
14/05/2023

পরিষ্কার এসি এবং দুর্গন্ধমুক্ত বাতাস পেতে অথবা এসি টি দীর্ঘদিন সচল রাখতে Service Force Ltd থেকে অর্ডার করুন এসি রিপেয়ার সার্ভিস।

বিস্তারিত জানতে কল করুন 01707-071417

Today is the Great May Day.  Those whose tireless work is building civilization, development is coming, they are the fou...
01/05/2023

Today is the Great May Day. Those whose tireless work is building civilization, development is coming, they are the foundation of our today and tomorrow. Humble respect to those in whose hands the main foundation of the country's finances is built, from creating the aesthetic architecture of the horizon.
Best reward by Service Force Limited.

21/04/2023

সার্ভিস ফোর্স এর সকল সম্মানিত গ্রাহক এবং শুভাকাঙ্ক্ষীদের জানাই ঈদ মোবারক.....

এটি এমন একটি রাত যা হাজার রাতের চেয়েও উত্তম। এই সময় আমরা আমাদের দেশত্যাগ পেয়েছিলাম. এটি সেই রাতে যেটি সৃষ্টিকর্তা আমা...
18/04/2023

এটি এমন একটি রাত যা হাজার রাতের চেয়েও উত্তম। এই সময় আমরা আমাদের দেশত্যাগ পেয়েছিলাম. এটি সেই রাতে যেটি সৃষ্টিকর্তা আমাদেরকে মন্দের হাত থেকে রক্ষা করেছিলেন এবং স্বর্গীয় স্বাগত জানানোর জন্য শুদ্ধ করেছিলেন। একটি শুভ রাত কাটুক।

 #এসি_বিস্ফোরণ_কেন_হয়?  #দুর্ঘটনা_এড়াবেন_যেভাবেবহুতল ভবনে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের কথা প্রায়ই শোনা যায়। এ জন্য শীতাতপ নি...
17/04/2023

#এসি_বিস্ফোরণ_কেন_হয়? #দুর্ঘটনা_এড়াবেন_যেভাবে

বহুতল ভবনে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের কথা প্রায়ই শোনা যায়। এ জন্য শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসিকে দায়ী করা হয়। নানা গাফিলতির কারণে বাড়ছে এসির বিস্ফোরণ। যাতে মারাও যাচ্ছেন অনেকে। তাই এসির ব্যবহার বাড়লেও এটি ব্যবহারে হতে হবে সতর্ক।

দেখা যায়, শীতকালে এসি অচল থাকার পর গরমের শুরুতে যথাযথ রক্ষণাবেক্ষণ না করে চালানোর কারণেই বিস্ফোরণ ঘটছে। তাই দুর্ঘটনা এড়াতে বছরে অন্তত তিনবার এবং বিশেষভাবে শীতকালের শেষে এসির মেইনটেনেন্সের তাগিদ দেন বিশেষজ্ঞরা।

তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সালাউদ্দিন সেলিম বলেন, এসির সার্ভিসিং নিয়মিত করা হয় না। ফলে এসির পাইপলাইন এবং গ্যাস সিলিন্ডারে ব্লক তৈরি হয়। এতে গ্যাস প্রবাহে বাধা সৃষ্টি হয় এবং একটা পর্যায়ে বিস্ফোরণ ঘটে। এছাড়া দু-তিন এসি মাস না চালানোর কারণে লিকুইড বাষ্প হয়ে যায়। সেই অবস্থায় এসির কার্যক্রম হলে কম্প্রেসারে বেশি চাপ পড়ে। এখান থেকে বিস্ফোরণ হতে পারে।

এ ছাড়া একেকটি এসি বসাতে ভবনের বাইরে যে পরিমাণ জায়গা দরকার, সেই পরিমাণ জায়গা দেয়া হচ্ছে না। একটা মেশিনের গরম আরেকটা মেশিনে ছড়িয়ে পড়ছে, যেখান থেকে বিস্ফোরণ হচ্ছে। একেকটি এক টন এসি ১৫০ স্কয়ার ফুটের বেশি জায়গায় যেন চালানো না হয়, সে বিষয়েও পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

এবার আসুন জেনে নিই এসি বিস্ফোরণের কারণ এবং কী করলে এর থেকে রক্ষা পাওয়া যেতে পারে।

বিস্ফোরণের কারণ :

১. এসির পাওয়ার ক্যাবল সঠিক স্পেক-এর ব্যবহার না করলে।

২. এসির কনডেনসারে ময়লা থাকলে কম্প্রেসারে হাই টেম্পারেচার ও হাই প্রেশার তৈরি হয়ে।

৩. এসির ভেতরের পাইপের কোথাও ব্লকেজ হলে এসির ভেতরে হাই প্রেশার তৈরি হয়ে কম্প্রেসার ব্লাস্ট হতে পারে।

৪. কম্প্রেসারের লিমিটের চেয়ে বেশি রেফ্রিজারেন্ট চার্জ করলে হাই প্রেশার তৈরি হয়ে।

৫. কম্প্রেসারে প্রয়োজনীয় পরিমাণ রেফ্রিজারেন্ট না থাকলে ভেতরের তাপমাত্রা লিমিটের চেয়ে বেড়ে গিয়ে।

৬. সঠিকভাবে এসির ভ্যাকুয়াম না করলে।

৭. কম্প্রেসারে সঠিক পদ্ধতিতে রেফ্রিজারেন্ট চার্জ না করলে কম্প্রেসারে হাই প্রেশার তৈরি হয়ে।

৮. সঠিক রেটিংয়ের সার্কিট ব্রেকার ব্যবহার না করলে।

এসি বিস্ফোরণ থেকে রক্ষা পাওয়ার উপায় :

১. ভালো মানের এবং সঠিক স্পেকের পাওয়ার ক্যাবল ব্যবহার করা।

২. এসির কনডেনসার নিয়মিত পরিষ্কার রাখা।

৩. কম্প্রেসারে হাই টেম্পারেচার ও হাই প্রেশার পরীক্ষা করা।

৪. এসির ভেতরের পাইপের কোথাও ব্লকেজ আছে কি না, তা পরীক্ষা করা।

৫. কম্প্রেসারে প্রয়োজনীয় রেফ্রিজারেন্ট আছে কি না, তা অভিজ্ঞ ও বিশ্বস্ত কোম্পানির টেকনিশিয়ান দিয়ে পরীক্ষা করা।

৬. কম্প্রেসারের লিমিটের চেয়ে বেশি রেফ্রিজারেন্ট চার্জ না করা।

৭. সঠিকভাবে এসির ভ্যাকুয়াম করা।

৮. কম্প্রেসারে সঠিক পদ্ধতিতে রেফ্রিজারেন্ট চার্জ করা।

৯. বিশ্বস্ত ও নির্ভরযোগ্য ব্র্যান্ডের এসি, কম্প্রেসার এবং রেফ্রিজারেন্ট ব্যবহার করা।

১০. নিম্নমানের অখ্যাত বা নকল ব্র্যান্ডের এসি ও কম্প্রেসার কেনা এবং ব্যবহার থেকে বিরত থাকা।

১১. সঠিক রেটিংয়ের সার্কিট ব্রেকার ব্যবহার করা।

এছাড়াও আপনার এসির যে কোন সমস্যার সমাধান পেতে এক্ষুনি কল করুন সার্ভিস ফোর্স লিমিটেড এর হট লাইন নম্বরে।

এই গরমে এসির যে কোন সমস্যায় সার্ভিস ফোর্স আপনার পাশে।বাসা,অফিস কিংবা কারখানায় এসি ইন্সটলেশন, সা‍র্ভিসিং, মেরামত, মেইনটেন...
15/04/2023

এই গরমে এসির যে কোন সমস্যায় সার্ভিস ফোর্স আপনার পাশে।

বাসা,অফিস কিংবা কারখানায় এসি ইন্সটলেশন, সা‍র্ভিসিং, মেরামত, মেইনটেনেন্স এর জন্য সার্ভিস ফোর্স ই দিচ্ছে একমাত্র গ্রাহক নিশ্চয়তা।


☎️ Hot line 01707071417
📩 Serviceforcebd@gmail.com

Service Force Ltd AC servicing ❄️
✅ এর রয়েছে নিজেস্ব দক্ষ এবং সুপ্রশিক্ষিত টিম।
✅ দ্রুত সময়ের মধ্যে সেবা।
✅ আপনার সেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।
✅ নিজস্ব সার্ভিস সেন্টার।

🙋‍♂️কেন আমাদের দ্বারা সার্ভিস করাবেন?

☑️ আমাদের আছে দক্ষ এবং অভিজ্ঞ টেকনিশিয়ান।
☑️ স্বাস্থবিধি মেনে পরিসেবা প্রদান।
☑️ ব্যাক্টেরিয়া মুক্ত পরিপূর্ণ পরিষ্কার।
☑️ ন্যায্য মূল্যে পরিসেবা প্রদান।
☑️ নেই কোনো হিডেন চার্জ।
☑️ সম্পূর্ন নিজস্ব ফোর্স দ্বারা পরিসেবা প্রদান।
☑️ অগ্রিম সিডিউল বুকিং এর মাধ্যমে পরিসেবা প্রদান এবং অত্যন্ত সুলভ আচড়ন।
☑️ কোম্পানির অফিসিয়াল সাপোর্ট।

♻️ Available Services:
✅ AC servicing
✅ AC repair
✅ AC installation
✅ AC maintenance
✅ and interior decoration
এর যাবতীয় সকল প্রকার কাজ করা হয়
অন্যান্য সেবার মূল্য তালিকা জানতে অফিসিয়াল পেজ অথবা whats app এ মেসেজ করুন।

Address

103, Notun Bilsimla , Senanibasa, Rajpara
Rajshahi

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801707071417

Alerts

Be the first to know and let us send you an email when Service Force Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Service Force Ltd:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram