17/12/2025
আমার চেম্বারে অনেক রোগী এসে বলেন-
“স্যার, অনেক ভিটামিন খেয়েছি যখন খাই তখন একটু ভালো লাগে কিন্তু খাওয়া বন্ধ করে দিলে আবার আগের মতোই দুর্বল লাগে শরীর ঠিক হচ্ছে না।
এর কারণ কি?
একটা সহজ উদাহরণ এর মাধ্যমে আমরা কারণটা বুঝার চেষ্টা করবো,
ধরুন আপনার মোবাইলের ব্যাটারি খুব দুর্বল।
এখন আপনি যতই সারাদিন চার্জ দেন,
কিছুক্ষণ চার্জ থাকবে…
কিন্তু একটু ব্যবহার করলেই আবার চার্জ শেষ হয়ে যাবে।
এখানেও বিষয়টা অনেকটা সেই রকম।
যখন ভেতরের অগ্নি দুর্বল থাকে,
তখন ভিটামিন বা টনিক খাওয়া মানে ব্যাটারি ঠিক না করে শুধু চার্জার লাগানোর মতো।
চার্জ ঢুকছে, কিন্তু ব্যাটারি ধরে রাখতে পারছে না।
এই জন্যই ভিটামিন বা টনিক খেয়ে একটু ভালো লাগে, তারপর যখন খাওয়া বন্ধ করে দেওয়া হয় তখন আবার আগের জায়গায় ফিরে যায়।
আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান তাই আগে ব্যাটারি ঠিক করে—
তারপর চার্জ দেয়।
অগ্নিকে ঠিক না করে ভিটামিন বা টনিক গ্রহণ
মানে সাময়িক চার্জ দেওয়া, স্থায়ী সমাধান নয়।
এই কারণেই আয়ুর্বেদিক চিকিৎসায় আগে জঠর অগ্নি ও ধাতু অগ্নির দুর্বলতা খুঁজে বের করে সেটাকে শক্তিশালী করা হয়, তারপর ভিটামিন বা টনিক প্রয়োগ করা হয়, ফলে সেটা শরীর ধরে রাখতে পারে তাই সারা বছর ভিটামিন খেতে হয় না।
এইজন্য আয়ুর্বেদ চিকিৎসায় অসুখ ভালো হতে একটু সময় বেশি নিলেও সেই ভালো হওয়াটা স্থায়ী হয়।
এখন আপনি যদি নিজের সমস্যা কোথায় সেটা ডায়াগনোসিস করার জন্য একজন রেজিস্টার্ড আয়ুর্বেদিক চিকিৎসক এর শরণাপন্ন না হয়েই আয়ুর্বেদিক ভিটামিন খেতে থাকেন তাহলে আপনার পরিনতিও সেই দুর্বল ব্যাটারি ওয়ালা মোবাইলের মতোই হবে। বিদ্যুৎ বিল খরচ করে চার্জ দেবার মতো, টাকা খরচ করে ভিটামিন খাবেন কিন্তু আশানুরূপ ফলাফল পাবেন না। তাই আগে ব্যাটারি ঠিক করুন তারপর চার্জ দিন।
ধন্যবাদ।।
লেখক:
ডা. ওয়াজেদ হোসেন
বিএএমএস (ঢাকা বিশ্ববিদ্যালয়)
ডিএমইউ (বিটিইবি), এমপিএইচ ( বিওইউ)
সরকারি রেজিষ্ট্রেশন নম্বর: A-171
মেডিকেল অফিসার (আয়ুর্বেদিক)
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পবা, রাজশাহী।
"বাত-ব্যাথা ও যৌন সমস্যা সহ সকল ধরনের ক্রোনিক রোগের সঠিক আয়ুর্বেদিক চিকিৎসার পেইড অনলাইন কনসালটেশন নিতে নিচের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন : 01770101526