30/11/2025
রেডিও ফ্রিকোয়েন্সি এবলেশন (RFA): অত্যাধুনিক, কার্যকর ও নিরাপদ চিকিৎসা
ট্রাইজেমিনাল নিউরালজিয়া এমন এক ধরনের তীব্র স্নায়ুব্যথা, যা মুখে হঠাৎ ছুরি-কাঁচির মতো তীক্ষ্ণ ব্যথা তৈরি করে। কথা বলা, দাঁত ব্রাশ করা, এমনকি হালকা বাতাস লাগলেও এই ব্যথা শুরু হতে পারে। অনেক রোগী দীর্ঘদিন ওষুধ খেয়ে স্বস্তি পান না—এমন অবস্থায় রেডিও ফ্রিকোয়েন্সি এবলেশন (RFA) হতে পারে একটি দারুণ সমাধান।
________________________________________
💡 RFA কীভাবে কাজ করে?
রেডিও ফ্রিকোয়েন্সি প্রযুক্তির মাধ্যমে মুখের ব্যথার উৎস—ট্রাইজেমিনাল নার্ভের নির্দিষ্ট অংশকে অত্যন্ত সূক্ষ্মভাবে নিয়ন্ত্রণ করা হয়।
✔ ব্যথা উল্লেখযোগ্যভাবে কমে
✔ রোগী দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন
✔ জটিলতা খুবই কম
✔ অল্প সময়ের ডে-কেয়ার প্রক্রিয়া
________________________________________
⭐ কারা এই চিকিৎসা নিতে পারেন?
🔹 ওষুধে পর্যাপ্ত আরাম না পাওয়া রোগী
🔹 বারবার ব্যথার আক্রমণে ভোগা ব্যক্তি
🔹 যাদের সার্জারি ঝুঁকিপূর্ণ
________________________________________
🎯 RFA কেন বেছে নেবেন?
✔ ন্যূনতম ব্যথাযুক্ত
✔ দ্রুত রিকভারি
✔ কার্যকর লং-টার্ম রিলিফ
✔ নিরাপদ ও গাইডেড প্রক্রিয়া (CT/Fluoro guided)
________________________________________
🌿 ব্যথামুক্ত হাসি ফিরে পাক আপনার জীবন!
ট্রাইজেমিনাল নিউরালজিয়ার ভয়াবহ ব্যথা থেকে মুক্তি পেতে RFA হতে পারে আপনার সঠিক পথ।
________________________________________
ডা. মোঃ আহাদ হোসেন
এমবিবিএস, বিসিএস, এমডি (এনেস, পেইন ও
ইনটেনসিভ মেডিসিন) (বিএসএমএমইউ)
ফেলোশিপ পেইন মেডিসিন, ইন্ডিয়া।
কনসালটেন্ট ও ব্যথা বিশেষজ্ঞ ঢাকা
মেডিকেল কলেজ ও হাসপাতাল
---------------------------------------------------------
চেম্বার-১
বিসিআর ডায়াগনস্টিক সার্ভিসেস
২৩৪/সি (২য় তলা), কাঁটাবন বাস স্টপ, ঢাকা-১২০৫
রোগী দেখার সময়:
শনিবার থেকে বুধবার
বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত
যোগাযোগ/অ্যাপয়েন্টমেন্ট: ০১৯৫৮-০৬০৭৭৭, ০১৯৫৮-০৬০৭৭০
---------------------------------------------------------
চেম্বার-২:
ইবনে সিনা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার
৪/২৭, ঢাকেশ্বরী রোড, লালবাগ, ঢাকা
রোগী দেখার সময়:
শনিবার, সোমবার, বুধবার
সন্ধ্যা ৬.০০ টা থেকে রাত ৯.০০ টা পর্যন্ত
যোগাযোগ/অ্যাপয়েন্টমেন্ট:০৯৬১০০০৯৬৩৩, ৯৬৩৪৬৪১-৫