Health TIPS

Health TIPS welcome my page.....❤️❤️

সত্যিই.......
16/12/2022

সত্যিই.......

30/08/2022
30/08/2022

★★★প্রতিদিন এই ৯ টি অভ্যাসে ভালো থাকবে (মন) মানসিক স্বাস্থ্য

১. সটান হাঁটুন
এক গবেষণায় দেখা গেছে, আপনি যদি সক্রিয়ভাবে মাথা উঁচু করে এবং কাঁধটা পিছনের দিকে হেলিয়ে প্রতিদিন সটান হয়ে হাঁটতে পারেন তাহলে আপনার মুড ভালো থাকবে। কিন্তু আপনি যদি সবসময় কাঁধ কুজো করে সামনের দিকে ঝুকে হাঁটেন তাহলে আপনার মানসিক অবস্থা খারাপের দিকেই যাবে।

২. সবকিছুরই ছবি তোলা বন্ধ করুন
আপনি হয়তো ভাবতে পারেন ছবি তোলার মাধ্যমে প্রতিটি মুহূর্তই স্মরণে রাখা সম্ভব, তাহলে ভুল ভাবছেন। কারণ সম্প্রতি সাইকোলজিকাল সায়েন্সে প্রকাশিত একটি গবেষণায় এর উল্টোটাই দেখা গেছে। এরপরও যদি আপনি ছবি তুলতে চান তাহলে যে জিনিসের ছবি তুলছেন তাতে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন।

৩. শরীরচর্চা
প্রতি সপ্তাহে অন্তত তিনবার শরীরচর্চা করলে আপনার মানসিক অবসাদে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমবে ১৯%। লন্ডন বিশ্ববিদ্যালয় কলেজের এক গবেষণায় এমনটাই প্রমাণিত হয়েছে। গবেষণায় দেখা গেছে, যারা সক্রিয় থাকেন তাদের মানসিক অবসাদে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। আর অবসাদে আক্রান্তরা খুব কমই সক্রিয় হয়ে থাকেন।

৪. আলসেমি ত্যাগ করুন
কোনো কাজ করা নিয়ে উদ্বিগ্নতা বা ভীতির কারণে আপনি যতই সেই কাজটিকে সম্পন্ন না করে ফেলে রাখবেন ততই আপনার স্নায়ু ধ্বংস হবে এবং আরো নিস্তেজ হতে থাকবে।

৫. বিষাক্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসুন
যে আপনাকে সবসময়ই নিচু করে এমন কারো সঙ্গে সম্পর্কবদ্ধ থাকলে আপনার আত্মসম্মানবোধ নষ্ট হয়ে যাবে। যা হয়তো আপনি টেরও পাবেন না। এর ফলে আপনি শেষমেষ উদ্বেগ এবং অবসাদে আক্রান্ত হয়ে পড়বেন। বন্ধু বা পরিবারের লোকদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলুন এবং নিপীড়নমূলক সম্পর্কের লক্ষণুগুলো পড়ুন।

৬. পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে
আপনি যদি পর্যাপ্ত পরিমাণে না ঘুমান তাহলে আপনার দেহ ঠিকঠাক ভাবে কাজ করতে পারবে না। আপনার যদি ঘুমাতে সমস্যা হয় তাহলে চেষ্টা করে বের করুন কেন এমনটা হচ্ছে। তা করতে না পারলে কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিন।

৭. নিজের জন্য একান্ত সময় ব্যয় করুন
বন্ধু, পরিবার এবং কাজের মধ্যে সকলকেই খুশি রাখার মানে হলো আপনি নিজেকে অবহেলা করছেন। এবং কখনোই নিজের জন্য একান্তে কোনো সময় কাটান না। নিজের জন্য কিছুটা সময় বের করে নিন এবং নিজের জন্য কিছু একটা করুন। এতে আপনি উদ্বেগ এবং অবসাদ থেকে মুক্ত থাকতে পারবেন।

৮. ডিজিটাল ডিভাইসে সময় ব্যয় করা কমিয়ে দিন
স্মার্টফোন, ট্যাবলেট এবং ল্যাপটপ মস্তিষ্ককে অতিবেশি উদ্দিপীত করে তুলতে পারে। সারাক্ষণ ডিজিটাল ডিভাইস নিয়ে পড়ে থাকলে আপনি আপনার মানসিক স্বাস্থ্যকে ভালো রাখার জন্য অনুকূল কোনো কাজ করছেন না। প্রতি সপ্তাহে অন্তত আধা দিন বা কয়েক ঘন্টার জন্য হলেও ডিজিটাল প্রযুক্তি থেকে দূরে থাকুন।

৯. একসঙ্গে একাধিক কাজ করা বন্ধ করুন
দুপুরের খাবার খেতে খেতে ইমেইল পাঠানো হয়তো আপনার কাছে খুব একটা বিপজ্জনক মনে নাও হতে পারে। কিন্তু একসঙ্গে একাধিক কাজ করলে আপনি আরো বেশি অবসাদগ্রস্ত হয়ে পড়বেন। তারচেয়ে বরং আপনি যে একটি কাজ করছেন তার ওপর মনোযোগ নিবদ্ধ করুন এবং চারপাশে কী ঘটছে সেদিকে নজর রাখুন।

30/08/2022

সকালে ফল খাওয়ার উপকারিতা
যেহেতু ফলে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন, তাই সেটি আমাদের দেহ বৃদ্ধি ও সুস্থ্য রাখে।

👉ভিটামিন সি জাতীয় ফল আমাদের দেহ ফাটল রোগ থেকে মুক্ত করে।
ফুসফুস ভালো রাখার উপায় হিসেবে সকালে ফল খাওয়া যেতে পারে।

👉ভিটামিন ডি জাতীয় ফল শিশুদের রিকেটস রোগ থেকে মুক্তি দেয়।

👉ভিটামিন এ জাতীয় ফল চোখের জন্য বেশ উপকারি।

ত্বক ভালো রাখে ও উজ্জ্বল করে। রাতারাতি ফর্সা হতে নিয়মিত ফল খাওয়া ভালো অভ্যাস।
কিডনির জন্য বেশ উপকারক।
উপরোক্ত এই উপকারিতাগুলো ছাড়াও আরো অনেকগুলো উপকারতা রয়েছে সকালে ফল খাওয়ার। তাই স্বাস্থ্য ভালো করার উপায় হিসেবে আমরা এই স্বাস্থ্য টিপস টি মেনে চলার চেষ্টা করবো।

30/08/2022

সকালে পানি পান করার উপাকারিতা
সকালের এক গ্লাস পরিষ্কার পানি শরীরের মেটাবলিজম এর বৃদ্ধি করে।
খুব দ্রুত পাকস্থলিকে অ্যাক্টিব করে।
হজম প্রক্রিয়ার উন্নতি ঘটায়।
রক্তের ও দেহের দূষিত পদার্থগুলো বের করে দেয়।
কিডনির সমস্যা দূর করে। কিডনি ভালো রাখার উপায় হিসেবে সকালে পানি খাওয়া বেশ উপকারক।
যাদের বমি বমি ভাব রয়েছে, সেটা দূর করে।
পেঁটের পীড়া দূর করে।
ত্বকে উজ্জ্বলতা বৃদ্ধি করে সহ ইত্যাদি।
সকালে পানি পান করার উপকারিতা সম্পর্কিত স্বাস্থ্য টিপসটি কতটা গুরুত্ব বহন করছে তা অবশ্যই বোঝতে পারছেন। মূলত একটি স্বাস্থ্য টিপস সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ভালো করার উপায় হিসেবে কাজ করে। যা এখন বোঝা গেল।

30/08/2022

ভোরে বা সকালে পানি পান করা
সকালে পানি পান করা টপিককে সবার প্রথমে রাখার কারণ হচ্ছে কারণ আমাদের দিন শুরু হয় সকালে বা ভোরে ঘুম থেকে উঠার পর থেকেই। সকালে ঘুম থেকে উঠার পর আমাদের শরীরের অভ্যন্তরীণ অনেক অংশ তখন কাজ করে না। যেমন পাকস্থলী এবং হজম প্রক্রিয়া অন্যতম। সারারাত কোনো রকম খাবার না পাওয়ায় হজম প্রক্রিয়া সম্পূর্ণ রূপে বন্ধ থাকে। কিন্তু যখনই আমরা সকালে ঘুম থেকে উঠেই এক গ্লাস স্বচ্চ-পরিষ্কার পানি পান করি, তখন আমাদের পাকস্থলি সাথে সাথেই অ্যাক্টিভ হয়ে যায় পাশাপাশি হজম প্রক্রিয়া চালু হয়ে যায়। সকালে পানি পান করার উপকারিতা শুধু এই দুটিই নয়। অনেকগুলো উপকারিতা রয়েছে। এই নিয়ে বিজ্ঞানিরা অনেক পরীক্ষা করেছে। এসব বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে বিজ্ঞানীরা অনেকগুলো স্বাস্থ্য উপকারিতা পেয়েছে। এই সেইগুলোই স্বাস্থ্য টিপস এর পর্বে উল্লেখ করবো। চলুন জানা যাক সকালে পানি পান করার উপকারিতাগুলো।

সুস্থ থেবার চেলে এ হদানি মনত রাগেবা।🥰🥰
24/08/2022

সুস্থ থেবার চেলে এ হদানি মনত রাগেবা।🥰🥰

এ সমস্যানত যারা আগন ইয়ানি ফলো গচ্ছু, ✅
24/08/2022

এ সমস্যানত যারা আগন ইয়ানি ফলো গচ্ছু, ✅

জার জার হাইপ্রেসার আগে তারা ইয়ানি ফলো গুরি পারিবা, আযাগরং উপকার পেবা ✅✅
24/08/2022

জার জার হাইপ্রেসার আগে তারা ইয়ানি ফলো গুরি পারিবা, আযাগরং উপকার পেবা ✅✅

বেক্ষুনোর হবর পানা দরকার...🥰🥰
24/08/2022

বেক্ষুনোর হবর পানা দরকার...🥰🥰

Address

Rangamati

Website

Alerts

Be the first to know and let us send you an email when Health TIPS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram