27/10/2025
৩ মাস বয়সী শিশু রাফি। মা লক্ষ্য করলেন, বাচ্চার মাথার ত্বকে হলুদাভ, তৈলাক্ত একটা খোসা তৈরি হয়েছে। চুলের গোড়ায় খোসা জমে আছে, মাঝেমধ্যে একটু চুলকায় কিন্তু বাচ্চা মোটেও অস্থির না। মা বাচ্চার ছবি ফেসবুকে শিশুদের কিছু গ্রুপে পোস্ট দিলেন। সেখানে বিভিন্ন জন বিভিন্ন কথা বলে তাকে ভয় পাইয়ে দিল। এলার্জি/ ফাঙ্গাল/ দাউদ ইনফেকশন হয়েছে এসব বলে।
রাফির এই সমস্যাটির নাম কি আসলে?
Cradle Cap (seborrheic dermatitis of infancy) — এটি নবজাতক ও ছোট শিশুদের মাথার ত্বকে দেখা যায় এমন একটি সাধারণ ও ক্ষতিকর নয় এমন অবস্থা।
🔍 কি কারণে হয়:
শিশুর ত্বকের তৈলগ্রন্থি (sebaceous gland) থেকে অতিরিক্ত তেল নিঃসরণ
কখনও কখনও গর্ভাবস্থায় মায়ের হরমোন শিশুর শরীরে থেকে গেলে সেটাও ভূমিকা রাখতে পারে
📋 কিভাবে বুঝবেন এটা cradle cap?
মাথার ত্বকে ঘন, তৈলাক্ত, হলুদ বা বাদামী রঙের খোসা
সাধারণত চুল পড়া হয় না
চুলকানি একদমই থাকে না।
কখনও কান, কপাল বা ভ্রুর পাশে ছড়াতে পারে
💡 চিকিৎসা ও যত্ন:
1. প্রতিদিন মৃদু বেবি শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে নিন
2. ধোয়ার আগে ১৫–২০ মিনিট আগে শিশুর মাথায় baby oil লাগিয়ে রাখুন, এতে খোসা নরম হবে
3. গোসলের সময় শ্যাম্পু ব্যবহার এর পর নরম ব্রাশ বা তোয়ালে দিয়ে আলতো করে খোসা উঠিয়ে দিন।
4. চিকিৎসকের পরামর্শ নিয়ে হোমিওপ্যাথি মেডিসিন খেলে ঠিক হয়ে যায়।
🚫 যা করবেন না:
জোর করে খোসা উঠানোর চেষ্টা করবেন না
শক্ত শ্যাম্পু বা প্রাপ্তবয়স্কদের তেল ব্যবহার করবেন না
✅
Cradle cap সাধারণত ৬–১২ মাস বয়সে নিজে থেকেই সেরে যায়। এটি সংক্রামক নয়, শিশুর কোনো ব্যথা বা জটিলতা হয় না। নিয়মিত যত্নে নিজে থেকেই সেরে যায় 🌿