Dr.Tapan Kumar Roy

Dr.Tapan Kumar Roy Diagnostic Contact: +8801924243337( Chamber Assistant), +8801704262926( Diagnostic reception)

MBBS(RMC),BCS(Health),
FCPS(Medicine,Part2)
MD(Respiratory Medicine, Phase A)
Dhaka Medical College Hospital

আল মদিনা ডায়াগনস্টিক সেন্টার,ডোমার।
প্রতি শুক্রবার : সকাল ১১ টা - রাত ৭ টা

01924243337(Serial & WhatsApp)
Google Map:https://g.co/kgs/LoFozcQ

হার্টের অসুখ বা হৃদ্‌রোগে খাদ্যাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক খাবার হৃদ্‌যন্ত্রকে সুরক্ষা দিতে, কোলেস্টেরল নিয়ন্ত্রণ ...
27/11/2025

হার্টের অসুখ বা হৃদ্‌রোগে খাদ্যাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক খাবার হৃদ্‌যন্ত্রকে সুরক্ষা দিতে, কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে এবং রক্তচাপ কম রাখতে সাহায্য করে। নিচে সহজভাবে কিছু প্রমাণভিত্তিক খাবার–সংক্রান্ত নির্দেশনা দেওয়া হলো:



যে খাবারগুলো নিয়মিত খাবেন

১) ফল ও শাকসবজি
• প্রতিদিন ৪–৫ সার্ভিং লক্ষ্য করুন।
• বিশেষ উপকারী: আপেল, বেরি, কমলা, পেঁপে, ব্রোকলি, পালং, করলা, গাজর।

২) পূর্ণ শস্য (Whole Grains)
• ব্রাউন রাইস, ওটস, লাল আটা, ডালিয়া।
• এগুলো রক্তের শর্করা ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে ভালো।

৩) ভালো মানের প্রোটিন
• মাছ বিশেষভাবে ভালো (যেমন রুই, কাতলা, স্যামন, সার্ডিন — ওমেগা–৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ)।
• চিকেন (চামড়া ছাড়া), ডিমের সাদা অংশ, ডাল, ছোলা, মসুর, সয়াবিন।

৪) স্বাস্থ্যকর চর্বি
• অলিভ অয়েল, সরিষার তেল, বাদাম, আখরোট, চিয়া ও ফ্ল্যাক্স সিড।
• এগুলো “ভালো চর্বি” (unsaturated fat) যা হৃদ্‌রোগের ঝুঁকি কমায়।

৫) কম চর্বিযুক্ত দুগ্ধজাত খাবার
• স্কিম মিল্ক, লো-ফ্যাট দই, দুধের বদলে দই নেওয়া ভালো।



যে খাবারগুলো কম খাবেন বা এড়িয়ে চলবেন

❌ ট্রান্স ফ্যাট ও অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট
• ভাজা খাবার, ফাস্টফুড, প্যাকেটের কেক-পেস্ট্রি, ডালডা/বানস্পতি।

❌ অতিরিক্ত লাল মাংস
• গরু, খাসি, খাসির কলিজা—এগুলো কোলেস্টেরল বাড়ায়।

❌ অতিরিক্ত লবণ
• প্রতিদিন ৫ গ্রামের কম (১ চা চামচের কম)।
• আচার, প্যাকেট স্ন্যাকস, ফাস্টফুড কম খাবেন।

❌ চিনি ও পরিশোধিত শর্করা
• সফট ড্রিংক, মিষ্টি, সাদা রুটি, পরোটা, বিস্কুট।

❌ ধূমপান ও অ্যালকোহল
• হৃদ্‌রোগের অন্যতম বড় ঝুঁকির কারণ।



খাবার গ্রহণের উপায় ও অভ্যাস
• ছোট ছোট ভাগে দিনে ৪–৫ বার খাবেন।
• প্রতিদিন ৩০–৪৫ মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম (ডাক্তারের পরামর্শ অনুযায়ী)।
• পানি পর্যাপ্ত পরিমাণে পান করুন।
• রান্নায় বেশি তেল ব্যবহার করবেন না (প্রতিদিন ৩–৪ চা চামচের বেশি নয় একজন প্রাপ্তবয়স্কের জন্য)।
• রাতে ভারী খাবার এড়ান।



হার্টের রোগ থাকলে বিশেষভাবে লক্ষ্য রাখুন
• উচ্চ রক্তচাপ থাকলে লবণ কমানো অত্যন্ত জরুরি।
• উচ্চ কোলেস্টেরল থাকলে তেল-চর্বি নিয়ন্ত্রণে রাখুন।
• ডায়াবেটিস থাকলে শর্করা নিয়ন্ত্রণের পাশাপাশি ফলের পরিমাণও সচেতনভাবে নিতে হবে।

আগামীকাল শুক্রবার ।
সারাদিন চেম্বার।
সিরিয়াল: 01924-243337 ,+8801704262926

🤔❤️ অতিরিক্ত চিনি উচ্চ কোলেস্টেরলের চেয়েও হৃদযন্ত্রের জন্য বেশি ক্ষতিকর !!!!!!!,সম্প্রতি JAMA Internal Medicine-এ প্রকা...
25/11/2025

🤔❤️ অতিরিক্ত চিনি উচ্চ কোলেস্টেরলের চেয়েও হৃদযন্ত্রের জন্য বেশি ক্ষতিকর !!!!!!!,

সম্প্রতি JAMA Internal Medicine-এ প্রকাশিত ১৫ বছরের এক বৃহৎ গবেষণায় দেখা গেছে—
যারা তাদের দৈনিক ক্যালরির ২৫% বা তার বেশি যোগ করা চিনি (added sugar) থেকে পাচ্ছেন, তাদের হৃদরোগে মৃত্যু ঝুঁকি দ্বিগুণেরও বেশি!
আর আশ্চর্যের বিষয় হলো, এই ঝুঁকি ওজন, বয়স, লিঙ্গ, শারীরিক পরিশ্রম বা কোলেস্টেরল—কোনো কিছুর ওপর নির্ভর করেনি!
🍭 কোথা থেকে আসে এই "added sugar"?
🔹 ফিজি ড্রিংক, সোডা, জুস ড্রিংক – একাই মোট যোগ চিনি গ্রহণের এক-তৃতীয়াংশ!
🔹 মিষ্টি, কেক, চকলেট
🔹 সিরিয়াল ও প্যাকেটজাত খাবার
🔹 এমনকি কিছু “সুস্থ্য” বলে প্রচারিত খাবারেও থাকে লুকানো চিনি!
🫀 কেন বেশি চিনি হৃদরোগের ঝুঁকি বাড়ায়?
🔹 রক্তচাপ বাড়ায়
🔹 লিভার থেকে ক্ষতিকর ফ্যাট রক্তে ছাড়ে
🔹 ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়িয়ে ধীরে ধীরে মেটাবলিক সিন্ড্রোম তৈরি করে
🍬 আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের সুপারিশ
👩‍🦰 মহিলা: সর্বোচ্চ ৬ চা চামচ (≈ ১০০ ক্যালরি) added sugar/দিন
👨 পুরুষ: সর্বোচ্চ ৯ চা চামচ (≈ ১৫০ ক্যালরি)
⚠ কিন্তু মাত্র একটি ক্যান সোডা এই সীমা অতিক্রম করে ফেলতে পারে!
🧠 তাহলে কী করবেন?
✔ পানি বা fruit-infused sparkling water পান করুন
✔ চিনি দেওয়া জুস নয়—পুরো ফল খান
✔ লেবেল দেখে খাবার কিনুন
✔ “No added sugar” লেখা খাবারও যাচাই করে নিন
✔ টেকসই ছোট পরিবর্তন—বড় ফলাফল
📚 রেফারেন্স:
Yang Q, Zhang Z, Gregg EW, et al. Added Sugar Intake and Cardiovascular Diseases Mortality Among US Adults. JAMA Intern Med. 2014;174(4):516–524.
❓আপনি কি জানেন—
❝আপনার নিয়মিত যে খাবার/পানীয়টি আপনি “হেলদি” ভেবে খাচ্ছেন, সেখানে চিনি লুকিয়ে থাকতে পারে?❞
👉 আপনার কাছে কোন খাবারে অপ্রত্যাশিতভাবে বেশি চিনি পেয়েছেন? নিচে কমেন্ট করুন!
📌 এই তথ্য শুধুই শিক্ষা ও সচেতনতার জন্য। কোনো চিকিৎসা সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

20/11/2025
ওজন নিয়ন্ত্রণে আনলে উচ্চ রক্তচাপ অনেকাংশে কমে যায়। নিচের ডায়াগ্রামে দেখা যাচ্ছে  যে আমাদের নিচের যেটা প্রেসার ডায়াস্...
13/11/2025

ওজন নিয়ন্ত্রণে আনলে উচ্চ রক্তচাপ অনেকাংশে কমে যায়।
নিচের ডায়াগ্রামে দেখা যাচ্ছে যে আমাদের নিচের যেটা প্রেসার ডায়াস্টোলিক বিপি এটা অনেকাংশে কমে যায়।

িয়ন্ত্রণ_করুন #রক্তচাপ_নিয়ন্ত্রণ_করি

তথ্যসূত্র: আপ টু ডেট জার্নাল।

13/11/2025

অনিবার্য কারণবশত আগামীকাল ১৪.১১.২৫ শুক্রবার এর চেম্বার বন্ধ থাকবে।

অপেক্ষমান রুগী সাধারণের সাময়িক অসুবিধার জন্য দুঃখিত।

নীল ইনহেলার: ওষুধ নাকি বিষ?==রুবেল একজন ২৫ বছরের তরুণ। ঢাকায় একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে। ছোটবেলা থেকেই হাঁপানির র...
21/10/2025

নীল ইনহেলার: ওষুধ নাকি বিষ?
==
রুবেল একজন ২৫ বছরের তরুণ। ঢাকায় একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে। ছোটবেলা থেকেই হাঁপানির রোগ, কিন্তু সে কখনো ডাক্তারকে ঠিকমতো দেখায়নি। তার কাছে একটা জিনিসই ছিল জীবনরক্ষাকারী- ছোট নীল রঙের ইনহেলার।
সে হাসতে হাসতে বলতো,

“এই ইনহেলারই আমার লাইফ সেভার! নিলেই শ্বাসনালী খুলে যায়, কাজ শেষ!”

প্রতিদিন ধুলাবালি, ধোঁয়ায়- হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে সে দ্রুত ব্যাগ থেকে নীল রংয়ের SABA ইনহেলার (যেমন সালবিউটামল, এসমাসল, সালটোলিন, ভেনটোলিন, সালমোলিন) বের করে ফুঁস করে টেনে নিত। কিছুক্ষণের মধ্যেই বুকে যেন মুক্তি মিলত। রুবেল ভাবত“ওষুধ তো কাজ করছে, তাহলে আর সমস্যা কী!”

কিন্তু ধীরে ধীরে, এই “রিলিফ” তার জন্য ফাঁদ হয়ে উঠল।

রুবেলের শরীরে হাঁপানির প্রদাহ (inflammation) প্রতিদিনই জমতে থাকল। কিন্তু সে বুঝতে পারল না, কারণ SABA ইনহেলার শুধু শ্বাসনালীর পেশি ঢিলে করে, প্রদাহ কমায় না।
ফলে ভেতরে ভেতরে তার ফুসফুসে প্রদাহ বাড়তে থাকল। একদিন হঠাৎই অফিসে তীব্র শ্বাসকষ্ট শুরু হলো- ইনহেলার নিল, কিন্তু কাজ করল না। সহকর্মীরা দৌড়ে হাসপাতালে নিয়ে গেল।

ডাক্তার জানালেন, রুবেল প্রতিদিন সমস্যা হলে শুধুমাত্র নীল রঙের ইনহেলারটা নিচ্ছে, ভবিষ্যৎ এজমা নিয়ন্ত্রণের জন্য কোন প্রতিরোধক নিচ্ছে না, যা অত্যন্ত ক্ষতিকর।

বেশি নীল ইনহেলার তথা সালবুটামল নিলে:

শরীরে বিটা-রিসেপ্টর ডেসেনসিটাইজেশন হয় (ওষুধে সাড়া কমে যায়)

হঠাৎ হৃদস্পন্দন বেড়ে যায়, কাঁপুনি, এমনকি অ্যারিদমিয়া হতে পারে

দীর্ঘমেয়াদে হাঁপানির তীব্র আক্রমণের ঝুঁকি দ্বিগুণ হয়।

যেহেতু রুবেল শুধু সাময়িক উপকারী নীল ইনহেলার নিচ্ছিল, তাই ফুসফুসে জমা প্রদাহের কোনো চিকিৎসা হচ্ছিল না। কয়েক মাস পর দেখা গেল তার ফুসফুসের স্থায়ী ক্ষতি হয়েছে-
এয়ারওয়ে রিমোডেলিং নামে পরিচিত এই পরিবর্তনটা তাকে আজীবন কষ্ট দেবে।

রুবেলের ডাক্তার ব্যাখ্যা করলেন,

“শুধু রিলিভার ইনহেলার দিয়ে হাঁপানি ভালো হয় না।
মূল চিকিৎসা হলো ইনহেলড স্টেরয়েড (ICS) বা ‘কন্ট্রোলার ইনহেলার’।”

এটাই প্রদাহ কমায় এবং রোগকে দীর্ঘমেয়াদে নিয়ন্ত্রণে রাখে। বাইরে ভালো থাকলেও তুষের আগুনের মত যে প্রদাহ বাইরে থেকে দেখা যায় না সেটি উপর নীল ইনহেলারের কোন কাজ নেই।

রুবেল এখন নিয়মিত ডাক্তার দেখায়, ইনহেলার সঠিক পদ্ধতিতে ব্যবহার করে, এবং নিজের ট্রিগারগুলো চেনে, ধুলো, ধোঁয়া, ঠান্ডা, ফুলের রেনু, স্যাতঁসেতে পরিবেশ ইত্যাদি।

সে এখন তার বন্ধুদেরও বলে,
“ভাই, ইনহেলার মানেই শুধু নীলটা না ,
ভেতরের আগুন নেভাতে গোলাপী বা সাদা ইনহেলারও দরকার।
এজমা আমাকে আইসিইউ নেওয়ার জন্য ডিজাইন করছে, আর আমি ভবিষ্যতের দিকে না তাকিয়ে শুধু আজকের কষ্ট লাঘবের জন্য নীল ইনহেলার নিচ্ছি- তাহলে দূর্ভোগতো আমার হবেই।

কার্টেসি : ডা.আমিনুল ইসলাম
সহোযোগী অধ্যাপক
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল
রেসপিরেটরি মেডিসিন ডিপার্টমেন্ট

08/10/2025

ডায়েট সোডা বা জিরো ড্রিংকস কি নিরাপদ?

নতুন একটি গবেষণা অনুসারে, ডায়েট সোডা এবং চিনিযুক্ত সফট ড্রিংকস উভয়ই ফ্যাটি লিভার রোগের ঝুঁকি বাড়ায়। পানি পান করে এই ঝুঁকি কমানো সম্ভব ।

Courtesy : Prof Dr Saifuddin Ekram Sir , professor of medicine

Address

Domar, Nilphamari
Rangpur
5340

Opening Hours

11:00 - 19:00

Telephone

+8801704262926

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Tapan Kumar Roy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Tapan Kumar Roy:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category