Dr. Tanvir Chowdhury

Dr. Tanvir Chowdhury Paediatrics/ Child health follow me at Facebook- https://www.facebook.com/tanvir.chowdhury.144

12/06/2025

গরমকালে শিশুরা খুব সহজেই পানিশূন্যতা, ঘামাচি, পাতলা পায়খানা বা হিট স্ট্রোকে আক্রান্ত হতে পারে। তাই কিছু সহজ সতর্কতা মেনে চললে শিশুদের সুস্থ রাখা সম্ভব।

 ✅ করণীয়:
 ★প্রচুর পানি ও তরল খাবার দিন – শিশুকে ঘনঘন পানি, লেবুর শরবত, ডাবের পানি বা ওআরএস খাওয়ান।
 ★হালকা ও আরামদায়ক পোশাক পরান – সুতির ঢিলেঢালা কাপড় শিশুর জন্য উপযুক্ত।
 ★রোদে বের হওয়া কমান – সকাল ১১টা থেকে বিকেল ৪টার মধ্যে শিশুকে রোদে বের না করাই ভালো।
 ★হালকা ও পুষ্টিকর খাবার দিন – তৈলাক্ত ও ভারী খাবার কমিয়ে ফলমূল, ভাত-ডাল, ও সবজি বেশি দিন।
 ★ঘর ঠান্ডা ও বাতাস চলাচলের উপযোগী রাখুন – পাখা, জানালা খোলা বা প্রয়োজন হলে কুলার ব্যবহার করুন।
 ★ত্বকের যত্ন নিন – ঘামাচি হলে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ব্যবহার করুন।
 ★পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করুন – গরমে শিশুদের ঘুম ও বিশ্রাম বেশি প্রয়োজন হয়।

⚠️ সতর্ক হোন, যদি শিশুর মধ্যে নিচের লক্ষণগুলো দেখা দেয়:

 ★জ্বর বা অতিরিক্ত ঘাম
 ★বমি বা পাতলা পায়খানা
 ★খাওয়ায় অনীহা বা দুর্বলতা
 ★প্রস্রাব কমে যাওয়া বা একেবারেই না হওয়া
 ★অস্বাভাবিক ঘুম বা চেতনার পরিবর্তন
👉 এ রকম কোনো সমস্যা দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।

★★ডা. আ. ন. ম. তানভীর চৌধুরী (নোমান)★★

এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এম.ডি (শিশু)
পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ার বিষয়ে বিশেষ প্রশিক্ষণ (হুনান চিল্ড্রেন হসপিটাল, চীন)
নবজাতক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ
শিশু বিভাগ, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল

📞 সিরিয়ালের জন্য যোগাযোগ: ★০১৩২৬০১৭০৮৪

ঘন ঘন ঠান্ডা-কাশি কি নিউমোনিয়া?❄️ ছোট শিশুদের বছরে ৬–৮ বার ঠান্ডা-কাশি হওয়াটা স্বাভাবিক।কিন্তু কিছু লক্ষণ থাকলে এটি গুরু...
11/06/2025

ঘন ঘন ঠান্ডা-কাশি কি নিউমোনিয়া?
❄️ ছোট শিশুদের বছরে ৬–৮ বার ঠান্ডা-কাশি হওয়াটা স্বাভাবিক।
কিন্তু কিছু লক্ষণ থাকলে এটি গুরুতর হতে পারে।

🔍 সতর্কতার লক্ষণ:

দ্রুত শ্বাস নেওয়া

বুকে ডেবে যাওয়া

খাওয়া কমে যাওয়া

বারবার বমি

📞 এমন হলে দেরি না করে একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিন।

🩺
ডা: আ. ন. ম. তানভীর চৌধুরী
নবজাতক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল
সিরিয়ালের জন্য: ০১৩২৬০১৭০৮৪

11/06/2025

আবার করোনার প্রার্দুভাব। সকলের সর্তক হওয়া প্রয়োজন।

Congenital cataract+Ebstein's anomaly+ PDA+ ASD
28/05/2024

Congenital cataract+Ebstein's anomaly+ PDA+ ASD

Kawasaki disease
25/05/2024

Kawasaki disease

বাচ্চার জন্ম নরমাল ডেলিভারির মাধ্যমে হলেও হাসপাতালে হওয়া উচিৎ। বাচ্চা ডেলিভারির পরপরই না কাঁদলে তথা শ্বাস নিতে দেরি হলে ...
08/03/2024

বাচ্চার জন্ম নরমাল ডেলিভারির মাধ্যমে হলেও হাসপাতালে হওয়া উচিৎ। বাচ্চা ডেলিভারির পরপরই না কাঁদলে তথা শ্বাস নিতে দেরি হলে সাথে সাথেই চিকিৎসা শুরু না করতে পারলে পরবর্তীতে প্রধানত মস্তিষ্কের নানাবিধ সমস্যা যেমন-সেরেব্রাল পালসি, মৃগী, অন্ধত্ব, বধিরতা সহ শারিরীক ও মানসিক সমস্যা দেখা দেয়।

নিম্নের MRI গুলো এমনি এক বাচ্চার যে দেরিতে কেঁদেছিল (পেরিন্যাটাল এস্ফেক্সিয়া/ Perinatal asphyxia with Hypoxic Ischemic Encephalopathy stage iiii) যার ফলে মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় (Multicystic encephalomalacia)

০৭.০৩.২০২৪ইদানিং শিশুদের নিউমোনিয়ায় আক্রান্তের হার আশংকাজনক হারে বেড়ে গেছে। নিউমোনিয়া শ্বাসতন্ত্রের মারাত্মক সংক্রমণ যা ...
07/03/2024

০৭.০৩.২০২৪

ইদানিং শিশুদের নিউমোনিয়ায় আক্রান্তের হার আশংকাজনক হারে বেড়ে গেছে। নিউমোনিয়া শ্বাসতন্ত্রের মারাত্মক সংক্রমণ যা শিশু মৃত্যুর অন্যতম কারণ। নিউমোনিয়ায় সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিশ্চিত করতে হবে।

★ নিচে নিউমোনিয়ায় আক্রান্ত এক শিশুর রোগ নির্ণয়ের দিন ও ৭ দিন চিকিৎসা নেয়ার পরবর্তী এক্স-রে ( X-ray) শেয়ার করা হল

ডাউন'স সিনড্রম (Down's Syndrome) এর বাচ্চারা নিউমোনিয়ায় (Pneumonia) বেশী আক্রান্ত হয়। কনজেনিটাল  ডায়াফ্রামেটিক হার্নিয়া ...
05/03/2024

ডাউন'স সিনড্রম (Down's Syndrome) এর বাচ্চারা নিউমোনিয়ায় (Pneumonia) বেশী আক্রান্ত হয়। কনজেনিটাল ডায়াফ্রামেটিক হার্নিয়া (Congenital Diaphragmatic Hernia) আরেকটি জন্মগত ত্রুটি। একই সাথে সবগুলো পেয়েছিলাম একটি শিশুর ক্ষেত্রে। কমেন্টে ডাউন'স সিনড্রম ও ডায়াফ্রামেটিক হার্নিয়া নিয়ে পূর্বের লেখার লিংক দেয়া আছে।

১৮.০১.২০২৪শিশু চিকিৎসক হিসেবে সঠিক সময়ে কনজেনিটাল হাইপো-থাইরয়েডিসম রোগ নির্ণয় করে চিকিৎসা শুরু করতে পারা সব সময়ই আনন্দের...
18/01/2024

১৮.০১.২০২৪

শিশু চিকিৎসক হিসেবে সঠিক সময়ে কনজেনিটাল হাইপো-থাইরয়েডিসম রোগ নির্ণয় করে চিকিৎসা শুরু করতে পারা সব সময়ই আনন্দের। এতে করে নিশ্চিত শারিরীক ও বুদ্ধি প্রতিবন্ধকতা এড়ানো সম্ভব হয়।

দুটি বাচ্চাই পেরিফেরি থেকে এসেছিল আমাদের কাছে। দুজনকেই আমরা যখন পেয়েছি তখন তারা শকে ছিল। ছিল নবজাতকের তীব্র ইনফেকসন। চিক...
24/12/2023

দুটি বাচ্চাই পেরিফেরি থেকে এসেছিল আমাদের কাছে। দুজনকেই আমরা যখন পেয়েছি তখন তারা শকে ছিল। ছিল নবজাতকের তীব্র ইনফেকসন। চিকিৎসার এক পর্যায়ে একজনকে দীর্ঘ সময় সি.পি.আর (CPR) দেয়ার পর হার্ট-লাংস এর কার্যক্রম পুনরায় স্বাভাবিক করতে পেরেছিলাম।একজন ১৭ দিন আরেক জন ২২ দিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের স্ক্যানুতে থেকে আজ সুস্থ হয়ে বাড়ি ফিরছে। প্রতিদিনই এরকম জটিলতা নিয়ে আসা আক্রান্ত শিশুরা ভাল হয়ে বাড়ি ফিরে যায়। কখনো কখনো আমরা শত চেষ্টা চালিয়েও ব্যর্থ হই। আল্লাহ সকল শিশুদের ভালো রাখুন। আমিন।

15/12/2023

Address

Dhap
Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Tanvir Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Tanvir Chowdhury:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram