09/11/2025
গতকাল ০৮ই নভেম্বর,মেডিসিন ক্লাবের উদ্যোগে আসন্ন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রফেশনাল পরীক্ষার সকল পরীক্ষার্থীদের উদ্দেশ্যে এক আন্তরিক শুভেচ্ছা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 🎓
পরীক্ষার্থীদের কঠোর পরিশ্রম, আত্মনিবেদন ও দীর্ঘ প্রস্তুতির প্রতি সম্মান জানিয়ে তাদের মাঝে মিষ্টিমুখ করানো হয় এবং ভালোবাসার নিদর্শনস্বরূপ শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। 🎁✨
অনুষ্ঠানে উপস্থিত সিনিয়র ও জুনিয়র সবাই মিলে পরীক্ষার্থীদের সফলতার জন্য দোয়া করেন, যেন তারা পরিশ্রমের যথাযথ প্রতিদান পান এবং জীবনের প্রতিটি পরীক্ষায় সফলতার আলো ছড়িয়ে দিতে পারেন। 🤲
মেডিসিন ক্লাব সবসময়ই তার সদস্যদের পাশে থেকেছে আনন্দের মুহূর্তে, দুঃসময়ে এবং চ্যালেঞ্জের প্রান্তে।
আজকের এই আয়োজনও ছিল সেই বন্ধন ও ভালোবাসার আরেকটি সুন্দর প্রকাশ। ❤️
💬 “প্রফ শুধু একটি পরীক্ষা নয়, এটি আত্মবিশ্বাস, ধৈর্য ও অধ্যবসায়ের প্রতিফলন।”
সকল পরীক্ষার্থীর প্রতি রইল অফুরন্ত শুভকামনা — সাফল্যের আলো ছুঁয়ে যাক তোমাদের প্রতিটি পথ!