Medicine CLUB, RpMC Unit

Medicine CLUB, RpMC Unit MEDICINE CLUB, RpMC unit is an academic cm social organization run by medical & dental students. We motivate all people for voluntary blood donation.

Academic Activities
Medicine Club is an academic cm social organization. To facilitate the learning process of medical students under the guidance & super vision of our professors & teachers, we arrange-
• Pre-clinical discussion
• Clinical academic tour
• Scientific seminar

To increase our knowledge we-
• Arrange general & executive meeting
• Publish annual magazine
• Publish poster, leaflet, souvenir
• Arrange cultural programme
• Participate in different rally
• Celebrate different national occasion




o Blood collection :
We collect blood mainly from four sources.
1.Blood donation program :
We arrange blood donation programmes at colleges, university, many institutes & many other places. A person can easily donate 1 unit (300-350 ml) of blood after 4 months of last donation. Conditions blood donation :
¤ Age – 18 to 57.
¤ Weight – Male 100 pounds & Female 95 pounds
¤ Blood pressure – Normal (100-140/60-90 mmHg)
¤ Female not undergo with pregnancy & menstruation. Advantage :
A person who donate blood in Medicine Club gets a “Donor Card”. When require, that person can collect same amount of blood from us by showing the card.
2.Fixed donor :
There are fixed blood donors of Medicine Club who donate blood regularly to us. We preserve their address & contact no. In emergency blood requirement we contact with them. They also get the advantage of Donor Card” .We have also fixed donors for thalassaemia patients.
3.Medical College Students :
Medical College hostel is the most dependable source of blood. All students donate blood regularly. We preserve data of blood group, contact no. & room no. of all students of all batches.
4.Exchange :
Exchange is the another source of collection of blood. o Blood distribution :
We distribute blood to the patients by following ways-
1.Exchange :
The main condition of blood distribution is exchange. We give 1 unit of blood to the patient & patient also give us 1 unit of blood.
2.Free :
In some cases we distribute blood without any condition. Patient who does have any donor for exchange but his/her condition is serious, then we distribute them blood without any condition.
3.Thalassaemia patients :
Thalassaemia patients get blood from us without any condition. For thalassaemia patients, we have specific “thalassaemia patient form”. Drug Division
Collection of drugs & free distribution of them among the poor patients is another important social activity of Medicine Club. o Drug Collection :
We collect drug from our teachers of medical college. Doctors also help us in this purpose. They give us drug without any condition to serve the poor people. o Drug Distribution :
Patients who are very poor & unable to buy drugs, come to us with the recommendation of duty doctor of hospital. We help them as much as possible by giving drugs without any condition. o Other activities :
Provide health service to the poor patients by giving medicine & surgical instruments from club room & from pharmacy. Vaccination Division
Medicine Club runs its vaccination program on some fatal diseases. Activities of Medicine Club on vaccination:
• Arrange awareness programme on Hepatitis B, Hepatitis C, Typhoid, Chicken pox, Cervical cancer etc.
• Arrange non-profitable vaccination programme. Winter Cloth Distribution
Every year in winter season, Units of Medicine Club organize ‘Winter Cloth Distribution Programme’ in order serve the very poor distressed people in different parts of Bangladesh. Emergency Relief For Flood Affected People
Medicine Club sends “Doctors team” with drugs & foods in the affected areas of natural calamities to help the affected & distressed people. Health Check Up
Medicine Club arranges health check-up program & drug donation at free of cost in orphanage slum, under developed areas with the help of doctors of medical college.

গতকাল ০৮ই নভেম্বর,মেডিসিন ক্লাবের উদ্যোগে আসন্ন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রফেশনাল পরীক্ষার সকল পরীক্ষার্থীদের উদ্দেশ্যে এ...
09/11/2025

গতকাল ০৮ই নভেম্বর,মেডিসিন ক্লাবের উদ্যোগে আসন্ন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রফেশনাল পরীক্ষার সকল পরীক্ষার্থীদের উদ্দেশ্যে এক আন্তরিক শুভেচ্ছা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 🎓

পরীক্ষার্থীদের কঠোর পরিশ্রম, আত্মনিবেদন ও দীর্ঘ প্রস্তুতির প্রতি সম্মান জানিয়ে তাদের মাঝে মিষ্টিমুখ করানো হয় এবং ভালোবাসার নিদর্শনস্বরূপ শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। 🎁✨

অনুষ্ঠানে উপস্থিত সিনিয়র ও জুনিয়র সবাই মিলে পরীক্ষার্থীদের সফলতার জন্য দোয়া করেন, যেন তারা পরিশ্রমের যথাযথ প্রতিদান পান এবং জীবনের প্রতিটি পরীক্ষায় সফলতার আলো ছড়িয়ে দিতে পারেন। 🤲

মেডিসিন ক্লাব সবসময়ই তার সদস্যদের পাশে থেকেছে আনন্দের মুহূর্তে, দুঃসময়ে এবং চ্যালেঞ্জের প্রান্তে।
আজকের এই আয়োজনও ছিল সেই বন্ধন ও ভালোবাসার আরেকটি সুন্দর প্রকাশ। ❤️

💬 “প্রফ শুধু একটি পরীক্ষা নয়, এটি আত্মবিশ্বাস, ধৈর্য ও অধ্যবসায়ের প্রতিফলন।”
সকল পরীক্ষার্থীর প্রতি রইল অফুরন্ত শুভকামনা — সাফল্যের আলো ছুঁয়ে যাক তোমাদের প্রতিটি পথ!

"শুভ বিজয়া 🌸সকলের জীবনে আসুক আনন্দ, শান্তি আর নতুন আশার আলো। দূর হোক দুঃখ-কষ্ট, ভরে উঠুক প্রতিটি হৃদয় সুখ-সমৃদ্ধিতে।
02/10/2025

"শুভ বিজয়া 🌸
সকলের জীবনে আসুক আনন্দ, শান্তি আর নতুন আশার আলো।
দূর হোক দুঃখ-কষ্ট, ভরে উঠুক প্রতিটি হৃদয় সুখ-সমৃদ্ধিতে।

28/09/2025

😷রেবিস হলো পৃথিবীর সবচেয়ে ভয়ংকর রোগগুলোর একটি।

⚠️লক্ষণ শুরু হলে বাঁচার কোনো উপায় নেই — মৃত্যু ১০০% নিশ্চিত।

একজন মানুষ আক্রান্ত হলে শুধু তার নয়, পুরো পরিবার ও সমাজকেও মানসিকভাবে ভেঙে ফেলে।❌

এজন্য একে “Silent Killer” বলা হয়।

🐾প্রতিবছর আনুমানিক ২ থেকে ৩ লাখ মানুষকে কুকুর কামড়ায়।

🛡️সরকার ২০২৭ সালের মধ্যে বাংলাদেশকে রেবিস মুক্ত করার লক্ষ্য নিয়েছে।

শহর ও গ্রামে অনেক রাস্তার কুকুর ভ্যাকসিনবিহীন, তাই ঝুঁকি রয়ে গেছে।

🧪তাই দেরি করবেন না — ক্ষত ধুয়ে ফেলুন, হাসপাতালে যান এবং ভ্যাকসিন নিন। সচেতন হোন, বাংলাদেশকে রেবিসমুক্ত করুন।”

বিস্তারিত জানতে দেখুন ভিডিও টি▶️

আজ ২৮ সেপ্টেম্বর বিশ্ব রেবিস দিবস। এই দিনটি পালিত হয় মানুষকে রেবিস নামক প্রাণঘাতী রোগ সম্পর্কে সচেতন করার জন্য। রেবিস এক...
27/09/2025

আজ ২৮ সেপ্টেম্বর বিশ্ব রেবিস দিবস। এই দিনটি পালিত হয় মানুষকে রেবিস নামক প্রাণঘাতী রোগ সম্পর্কে সচেতন করার জন্য। রেবিস একটি মারাত্মক ভাইরাসজনিত রোগ, যা সাধারণত কুকুর, বিড়াল বা অন্যান্য প্রাণীর কামড়, আঁচড় কিংবা লালার মাধ্যমে মানুষের শরীরে ছড়ায়। একবার রেবিসের লক্ষণ প্রকাশ পেলে এর কোনো চিকিৎসা নেই, এবং এটি শতভাগ মৃত্যুর কারণ হয়।

তবে আশার কথা হলো— 👉 রেবিস সম্পূর্ণ প্রতিরোধযোগ্য রোগ।
✅ আক্রান্ত স্থানে দ্রুত সাবান ও পানি দিয়ে ধোয়া
✅ সময়মতো রেবিস ভ্যাকসিন গ্রহণ
✅ গুরুতর কামড়ে Rabies Immunoglobulin (RIG) প্রয়োগ
✅ কুকুর ও বিড়ালকে নিয়মিত ভ্যাকসিন দেওয়া
এসব পদক্ষেপ গ্রহণ করলে এই ভয়ংকর রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব।

অর্থাৎ, মানুষ ও প্রাণী উভয়ের স্বাস্থ্যের প্রতি দায়িত্বশীল হলে আমরা একসাথে একটি রেবিসমুক্ত বিশ্ব গড়ে তুলতে পারি।

চলুন, আমরা সবাই মিলে সচেতন হই—
🔹 প্রাণীকে ভালোবাসি
🔹 ভ্যাকসিনের বিষয়ে সচেতন হই
🔹 নিজেকে, পরিবারকে এবং সমাজকে রক্ষা করি

পোস্টারটি বানিয়েছে :৫৪তম ব্যাচের Navid Hasan

আসসালামু আলাইকুম ✨ আজ ২৬ সেপ্টেম্বর, শুক্রবার ✨ICAN একাডেমির উদ্যোগে এবং মেডিসিন ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত হলো একটি ফ্র...
26/09/2025

আসসালামু আলাইকুম

✨ আজ ২৬ সেপ্টেম্বর, শুক্রবার ✨
ICAN একাডেমির উদ্যোগে এবং মেডিসিন ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত হলো একটি ফ্রি ব্লাড গ্রুপিং ও হেলথ ক্যাম্প। 💉🩸

এতে অংশগ্রহণ করেন অনেক শিক্ষার্থী ও অভিভাবকগণ। সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সহযোগিতায় ক্যাম্পটি অত্যন্ত সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। 👩‍⚕️👨‍⚕️

👉 এই আয়োজনের মাধ্যমে সবাই নিজের রক্তের গ্রুপ সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি স্বাস্থ্য সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শও পেয়েছেন।
👉 এমন উদ্যোগ কেবল ব্যক্তিগত সচেতনতাই নয়, বরং ভবিষ্যতে জরুরি মুহূর্তে জীবন রক্ষার পথও সহজ করে তোলে। ❤️

📌 ধন্যবাদ জানাই সকল আয়োজক ও অংশগ্রহণকারীকে, এবং মেডিসিন ক্লাব পরিবারের সকলকে যাদের আন্তরিক প্রচেষ্টা ও অংশগ্রহণ এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করেছে।

21/09/2025
🧠✨ World Alzheimer’s Day – September 21 ✨🧩আজকের দিনটি আমাদের মনে করিয়ে দেয়—স্মৃতি শুধু একটি মানসিক ক্ষমতা নয়, এটি একজন ম...
21/09/2025

🧠✨ World Alzheimer’s Day – September 21 ✨🧩

আজকের দিনটি আমাদের মনে করিয়ে দেয়—
স্মৃতি শুধু একটি মানসিক ক্ষমতা নয়, এটি একজন মানুষের জীবন, তার পরিচয় ও তার ভালোবাসার গল্প।

📌 আলঝেইমারস কী?
আলঝেইমারস হলো এক ধরনের স্নায়বিক রোগ, যা ধীরে ধীরে স্মৃতি, চিন্তা, শেখার ক্ষমতা এবং দৈনন্দিন কাজ করার দক্ষতা নষ্ট করে দেয়। এটি সবচেয়ে সাধারণ ডিমেনশিয়ার কারণ।

📌 মূল লক্ষণসমূহ:
🔹 সাম্প্রতিক ঘটনা বা কথোপকথন মনে রাখতে না পারা
🔹 বারবার একই প্রশ্ন করা
🔹 পরিচিত পথ বা জায়গায় বিভ্রান্ত হয়ে যাওয়া
🔹 সিদ্ধান্ত নেওয়া বা কাজের পরিকল্পনায় সমস্যা
🔹 ব্যক্তিত্ব ও আচরণে পরিবর্তন

📌 কেন সচেতনতা দরকার?
👉 বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ আলঝেইমারসে আক্রান্ত, এবং সংখ্যা প্রতিদিন বাড়ছে।
👉 অধিকাংশ ক্ষেত্রে পরিবার বা সমাজ রোগটিকে “বয়সজনিত ভুলে যাওয়া” ভেবে অবহেলা করে।
👉 প্রাথমিক পর্যায়ে সঠিক চিকিৎসা, পরিবার ও সমাজের সহমর্মিতা রোগীর জীবনকে অনেক সহজ করে তুলতে পারে।

🌿 আমাদের করণীয়:
✅ আলঝেইমারসকে নিয়ে সচেতনতা বাড়ানো
✅ রোগীদের পাশে থেকে তাদের সম্মান, ভালোবাসা ও সমর্থন দেওয়া
✅ মানসিক স্বাস্থ্য ও মস্তিষ্কের যত্নে গুরুত্ব দেওয়া
✅ স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম ও সক্রিয় সামাজিক জীবনযাপন করা

✨ মনে রাখুন—
স্মৃতির যত্ন মানে জীবনের যত্ন।
আসুন, আমরা একসাথে কাজ করি—
🔹 আলঝেইমারসের শৃঙ্খল ভাঙতে,
🔹 রোগীদের পাশে দাঁড়াতে,
🔹 এবং “ভুলে যাওয়া” নয়, “ভালোবাসা” দিয়ে তাদের ঘিরে রাখতে।

💜 স্মৃতি হারিয়ে যায়, কিন্তু ভালোবাসা হারায় না।




[ আলঝেইমার দিবস উপলক্ষে উক্ত পোস্টারটি তৈরি করেছেন Shahriar Islam Sifat (৫৩ তম ব্যাচ) এবং Tanha Tabassum (৫৪তম ব্যাচ) ]

গতকাল ১৮ই সেপ্টেম্বর, সন্ধ্যায় মেডিসিন ক্লাব কর্তৃক,PCOS awareness month উপলক্ষে ক্লাব রুমে আয়োজিত হলো PCOS (Polycystic ...
19/09/2025

গতকাল ১৮ই সেপ্টেম্বর, সন্ধ্যায় মেডিসিন ক্লাব কর্তৃক,
PCOS awareness month উপলক্ষে ক্লাব রুমে আয়োজিত হলো PCOS (Polycystic O***y Syndrome) বিষয়ক একটি সেমিনার।
🔬 এখানে PCOS কী, এর লক্ষণ, জটিলতা এবং প্রতিরোধ ও সচেতনতার দিকগুলো নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে এই বিষয়ে সঠিক ধারণা তৈরি এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই আয়োজন।

🤝 সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিক আগ্রহ আমাদের সেমিনারকে আরও প্রাণবন্ত করেছে। উপস্থিত শিক্ষার্থীরা শুধু তথ্যই পাননি, বরং আলোচনা ও প্রশ্নোত্তরে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।

🎯 সেমিনারের শেষে একটি আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়, যেখানে অংশগ্রহণকারীরা ইনস্ট্যান্ট পুরস্কার পেয়ে উৎসাহিত হন এবং আনন্দময় পরিবেশ তৈরি হয়।

🌿 আমরা বিশ্বাস করি, এমন আয়োজন শুধু জ্ঞান বাড়ায় না, বরং সচেতনতা বৃদ্ধি করে এবং ভবিষ্যতে সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখে।

সেমিনারটিতে স্পিকার হিসেবে ছিলেন,

রাফি আল জুবায়ের (১৩তম ব্যাচ )
সুমাইয়া শৈলী (৫৩তম ব্যাচ )

প্রেজেন্টেশনটি তৈরি করেন,

শাহরিয়ার ইসলাম সিফাত (৫৩তম ব্যাচ )

সার্বিক সহায়তায়,

সুজয় চন্দ্র (৫২তম ব্যাচ )
মাহমুদুল হাসান (১২তম ব্যাচ )

পিসিওএস (PCOS) সচেতনতা বিষয়ক সেমিনার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম (PCOS) হলো নারীদের মাঝে প্রচলিত একটি হরমোনজনিত সমস্যা,...
18/09/2025

পিসিওএস (PCOS) সচেতনতা বিষয়ক সেমিনার

পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম (PCOS) হলো নারীদের মাঝে প্রচলিত একটি হরমোনজনিত সমস্যা, যা সময়মতো সঠিকভাবে শনাক্ত না হলে দীর্ঘমেয়াদে শারীরিক ও মানসিক নানা জটিলতা তৈরি করতে পারে। অনিয়মিত মাসিক চক্র, অতিরিক্ত ওজন বৃদ্ধি, ত্বকের সমস্যা থেকে শুরু করে গর্ভধারণে জটিলতাও সৃষ্টি করতে পারে এই অবস্থা।

সচেতনতা, সঠিক জীবনযাপন ও সময়োচিত ব্যবস্থা গ্রহণের মাধ্যমেই এ সমস্যার প্রভাব নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তাই, এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে সচেতনতা তৈরির লক্ষ্যেই মেডিসিন ক্লাব রংপুর মেডিকেল কলেজ ইউনিটের প্রচেষ্টায় আয়োজন করা হচ্ছে একটি সচেতনতামূলক সেমিনারের।

📅 তারিখ: ১৮ সেপ্টেম্বর ২০২৫
🕖 সময়: সন্ধ্যা ৭টা
📍স্থান: ক্লাব রুম, হাসপাতাল ভবন ৩য় তলা।

এই সেমিনারে আলোচনা করা হবে –
✔️ PCOS-এর প্রাথমিক লক্ষণ ও কারণ
✔️ কীভাবে দৈনন্দিন জীবনধারায় পরিবর্তন এনে সমস্যা নিয়ন্ত্রণে আনা যায়
✔️ মানসিক ও শারীরিক সুস্থতার দিকগুলো

আপনাদের আন্তরিক অংশগ্রহণ এই সচেতনতামূলক প্রচেষ্টাকে সফল করে তুলবে।
আসুন, জানি – বুঝি – সচেতন হই।

🔷 মানবিক সাহায্যের আবেদন 🔷রংপুর মেডিকেল কলেজের একজন মেধাবী ডাক্তারের জন্য সাহায্যের আবেদন রইলো। ((Dr. Sourav, 42nd BCS, ...
14/09/2025

🔷 মানবিক সাহায্যের আবেদন 🔷
রংপুর মেডিকেল কলেজের একজন মেধাবী ডাক্তারের জন্য সাহায্যের আবেদন রইলো।
((Dr. Sourav, 42nd BCS,
MS phase A ( Hepatobiliary surgery))
➡️✅রোগের কিছু বিবরণ -- “ Expanded Dengue Syndrome - Multi organ failure, Intra cranial haemorrhage ” ডেঙ্গু জ্বর সন্দেহে ২-৩ দিন পর যখন test করা হলো --
⛔ platelet count মাত্র 5000‼️
⛔ S. Creatinine 10 mg/dl এর বেশী,
⛔ SGPt 5500 U/L

⛔ বর্তমানে স্কয়ার হাসপাতালে ICU তে লাইফ সাপোর্টে আছে, নিউরো সার্জারী হয়েছে - ২ বার।
1st Craniotomy, এরপর hydrocephalus এর surgery হয়েছে।
এখন পুরো ব্রেনের অনেক জায়গায় Infarction এসে গেছে।
⛔ স্কয়ার হাসপাতালে নিয়ে যেয়ে চিকিৎসা নেওয়া হচ্ছে, অলরেডি কয়েক দিনে প্রায় ১৫ লাখ টাকা বিল হয়ে গেছে।
সাধ্যমতো সহযোগিতা করার অনুরোধ রইলো।

আজ,বুধবার ২৭শে অগাস্ট  নবাগত ১৪ তম বিডিএস ব্যাচের জন্য আমাদের ক্লাব রুমে  আয়োজিত "Anatomy Guideline" ক্লাসটি ফলপ্রসূভাবে...
27/08/2025

আজ,বুধবার ২৭শে অগাস্ট নবাগত ১৪ তম বিডিএস ব্যাচের জন্য আমাদের ক্লাব রুমে আয়োজিত "Anatomy Guideline" ক্লাসটি ফলপ্রসূভাবে সম্পন্ন হলো।ক্লাসটিতে ১৪ তম ব্যাচের শিক্ষার্থীদের আগ্রহ চিত্তে অংশগ্রহণ দেখে আমরা আমোদিত।

সিনিয়রদের তত্ত্বাবধানে আয়োজিত ক্লাসটিতে গুরুত্বপূর্ণ সকল টপিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। আমরা আশাবাদী যে আয়োজিত ক্লাসটি আমাদের জুনিয়রদের আত্মবিশ্বাস বাড়াতে কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম হবে।

আজ ২৭শে আগস্ট, বুধবার  মেডিসিন  ক্লাবরুমে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিডিএস ১৪তম ব্যাচের দিকনির্দেশনামূলক বিশেষ ক্লাস – “Anatom...
27/08/2025

আজ ২৭শে আগস্ট, বুধবার মেডিসিন ক্লাবরুমে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিডিএস ১৪তম ব্যাচের দিকনির্দেশনামূলক বিশেষ ক্লাস – “Anatomy Guideline”

নবীনদের জন্য এনাটমি পড়াশোনার সিলেবাস, বুকলিস্ট, গুরুত্বপূর্ণ টপিকস, কার্ড টার্ম পরীক্ষাভিত্তিক প্রস্তুতি এবং সিনিয়রদের অভিজ্ঞতা শেয়ার করা হবে।
এটি শুধু একটি ক্লাস নয়, বরং এনাটমিকে সহজভাবে আয়ত্ত করার পথে একটি দিকনির্দেশনামূলক যাত্রা।

📌 তারিখ: ২৭ আগস্ট, বুধবার
📌 স্থান: ক্লাবরুম, মেডিসিন ক্লাব, ৩য় তলা মধ্যম ব্লক, হাসপাতাল ভবন ।

আপনাদের প্রত্যেককে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি—
চলুন একসাথে শিখি, গড়ে তুলি দৃঢ় ভিত্তি এবং এগিয়ে যাই সফলতার পথে।

Address

2nd Floor, Mid Block, Rangpur Medical College Hospital
Rangpur
5400

Alerts

Be the first to know and let us send you an email when Medicine CLUB, RpMC Unit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Medicine CLUB, RpMC Unit:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram