07/12/2025
#গনোরিয়া ও আমাদের #সভ্য সমাজ
ডাক্তার না হলে সমাজের অনেক ডার্ক সাইট হয়তো জানা হতো না আমার। সমাজে অনেক বিবাহিত পুরুষ মানুষ আছে যাদের কিছু কমপ্লেইন শুনলে আমরা বুঝি ঝামেলা আছে।যেমন প্রসাবের রাস্তায় পুঁজ আসতেছে ইত্যাদি ইত্যাদি।তবে বলে রাখা ভাল যে, প্রসাবের রাস্তায় পুঁজ আসলেই তার গনোরিয়া কনফার্ম বলা যাবে না।Klebsiella, S.Pneumoniae দিয়েও ইনফেকশন হতে পারে।
যখন অনিরাপদ যৌন মিলনের ইতিহাস কোনভাবেই লোকটি দিতেছে না,তখন জোড় দিয়ে বলি ১০০%আপনি এই কাজ করছেন।পরীক্ষায় পাঠাই সম্পল?
কাচুমাচু করে তখন স্বীকার করে।
সম্পূরক আর একটা প্রশ্ন প্রায়শই সবাইকে করি।
আপনার স্ত্রী সেইম কাজটা করলে আপনি কি করতেন? তালাক?
আচ্ছা যার স্ত্রী/ মেয়ের সাথে আপনি এরকমটা করলেন তারা জানলে কি করবে আপনাকে জানেন?
তখন চুপ হয়ে যান তিনি।
বার বার N.Gonorrhoeaeদিয়ে ইনফেকশন হলে প্রসাবের রাস্তা চিকন হয়ে যায়,যাকে আমরা বলি
Urethral stricture.এটার চিকিৎসা অপারেশন।
এতকিছু বলার পরও একই ব্যাক্তি বার বার একই কাজ করলে হতাশ লাগে।
ইসলামে,
বিবাহিত পুরুষদের ব্যবিচারের শাস্তির বিধান রজম।পাথর ছুড়ে হত্যা।
অবিবাহিতদের জন্য বেত্রাঘাত।
এই সমাজে একটা রজম ছেলেপেলে নিজ চোখে দেখলে জীবনে এসব উল্টাপাল্টা কাজ করতে ১০০ বার ভাববে।
একটা জীবনের বিনিময়ে হাজারটা su***de থেকে বাঁচবে সমাজ,হাজারটা ফ্যামিলি ভাঙ্গার হাত থেকে বাঁচবে।