not shame-লজ্জা নয়

not shame-লজ্জা নয় লজ্জা নয় জান‌তে হ‌বে। আপনার প্রশ্ন আমা‌দের উত্তর। সমস‌্যা এবং সমাধান

27/09/2023

এক‌টি য‌থেষ্ঠ।। যে‌কোন পরামর্শ পে‌তে উনবক্স করুন।

আপনি সুস্থ যৌন জীবন উপভোগ করতে পুরুষের যৌন স্বাস্থ্যের ৯টি পরামর্শ।নারী পুরুষের যৌন আনন্দ শুধু কয়েক মিনিটের উপভোগের বস্ত...
04/07/2023

আপনি সুস্থ যৌন জীবন উপভোগ করতে পুরুষের যৌন স্বাস্থ্যের ৯টি পরামর্শ।
নারী পুরুষের যৌন আনন্দ শুধু কয়েক মিনিটের উপভোগের বস্তু নয়। নিয়মিত যৌনতা উপভোগ করলে যেমন রক্তচাপ, হৃৎপিন্ড ভাল রাখে, তেমনি কয়েকটি স্বাস্থ্যবিধি ঠিকমতো না মেনে চললে নিজের ও সঙ্গিনীর শরীরে একাধিক রোগ সংক্রমণ হওয়ার বিপদ থাকে।

শরীর স্বাস্থ্যের ও রূপচর্চার প্রতি মেয়েরা সচরাচর একটু বেশিই সচেতন থাকলেও সেই তুলনায় ছেলেরা পিছিয়ে থাকে। তাই সুস্থ যৌন জীবন উপভোগ করার কথা ভেবে ছেলেদের কিছু অভ্যাস অবিলম্বে পরিবর্তন করা উচিত। তাই জেনে নিন ছেলেদের ০৯ টি যৌন স্বাস্থ্যবিধি যা আপনার সুস্থ যৌন জীবন উপহার দিতে সহায়তা করবে। নীচে তা উল্লেখ্য করা হলো। মনোযোগ দিয়ে পড়ে ফেলুন….
০১) নিয়মিত পুরুষাঙ্গ পরিষ্কার ও শুকনো রাখুন। শরীরের এই অংশে পানি অথবা ঘাম জমতে দিবেন না। টিস্যু পেপার অথবা তোয়ালে দিয়ে ঘামার সঙ্গে সঙ্গে মুছে দিন। এবং প্রতিদিন অন্তত দু’বার সাবান অথবা বডিওয়াশ দিয়ে ধোয়া অনেক জরুরী। এতে দেহের এই অংশ ময়লা জমে দুর্গন্ধের সৃষ্টি করবেনা।

০২) যৌন কার্য সম্পাদনের পর পরই পুরুষাঙ্গ পরিষ্কার করে নিন। এতে যৌনরোগ সংক্রমণের সম্ভাবনা বেশ কমে। হাতের কাছে পানি না থাকলে টিস্যু দিয়ে আলতো করে মুছে নিন।

০৩) প্রতিদিন আপনার অন্তর্বাস পরিবর্তন করুণ। ছেলেদের মধ্যে একই অন্তর্বাস দিনের পর দিন পরে থাকার একটি প্রবণতা দেখা যায়। এতে সঙ্গিনীর শরীরের রোগ সংক্রমণের আশঙ্কা থাকার পাশাপাশি আপনার শরীরেই বিভিন্ন ধরনের ত্বকের রোগ হতে পারে। নিয়মিত অন্তর্বাস না পরিবর্তন করলে পুরুষাঙ্গে দুর্গন্ধ সৃষ্টি হতে পারে।

০৪) লিঙ্গে কোনও লাম্প, ফোস্কা, ফুসকুড়ি, দাগ বা লাল-ভাব হওয়া ইনফেকশন বা বড়সড় কোনও রোগের লক্ষণ হতে পারে। গোসল করার সময় প্রতিদিন ভাল করে খেয়াল করুণ আপনার লিঙ্গে এমন কিছু সমস্যা রয়েছে কিনা। ইনফেকশন থাকাবস্থায় কনডম না ব্যবহার করে কখনোই সহবাস করবেন না। আর ইনফেকশন চোখে পড়লে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

০৫) আপনার পুরুষাঙ্গে বা তাঁর আশে-পাশে কোন রকম ইনফেকশন থাকলে আপনার সঙ্গিনীকে মুখ মেহন (ওরাল সেক্স) করতে নিষেধ করুণ। ঠিক তেমনিভাবে আপনার নারীর সঙ্গিনীর যৌনাঙ্গএ কোনও ইনফেকশন থাকলে আপনি নিজেও মুখ মেহন করবেন না। এতে ক্যানসার হওয়ার আশঙ্কা থাকে।

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when not shame-লজ্জা নয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category