12/11/2025
🩸 প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তুলিপ এক্কা’র ১২তম স্বেচ্ছায় রক্তদান 🩸
আদিবাসী রক্ত সঞ্চালন পরিসেবা
মানবতার সেবায় এক অনন্য উদাহরণ! ❤️
আজ আমাদের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তুলিপ এক্কা তাঁর ১২তম স্বেচ্ছায় রক্তদান সম্পন্ন করেছেন।
রক্তের এক ফোঁটা — বাঁচাতে পারে একটি জীবন 💧
তুলিপ এক্কার এই অঙ্গীকার আমাদের সকলকে অনুপ্রাণিত করে মানবতার পথে এগিয়ে যেতে। তিনি বিশ্বাস করেন—
“রক্তদান শুধু একটি দান নয়, এটি এক জীবনের প্রতি দায়বদ্ধতা।”
আমরা আদিবাসী রক্ত সঞ্চালন পরিসেবা পরিবার থেকে তাঁর প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।
তাঁর মতো একজন তরুণের নেতৃত্বে আমরা গর্বিত। ❤️