30/11/2025
🌹সকল প্রশংসা মহান আল্লাহর 🌹
আমরা আপনাদের দোয়া নিয়েই সব কাজ শুরু করি। আজ আমাদের প্রতিষ্ঠান এর ইট গাঁথা শুরু হয়েছে। নতুন প্রতিষ্ঠানে সকল সেবা পাবেন বিশ্ব মানের। রংপুরে এই প্রথম সিমেন কালেকশন রুমের ব্যবস্হা রাখা হয়েছে। সাইন্টিফিক আই,ইউ আই ল্যাব যা উত্তরবঙ্গে প্রথমবারের মতো স্থাপন করা হচ্ছে। বসার জন্য
পর্যাপ্ত জায়গা। সেন্ট্রাল এসির সু -ব্যবস্হা। এই বিষয় নিয়ে কাজ করলে গবেষণা কেন্দ্র স্থাপন করার ছাড়া কোন বিকল্প নাই, আমরা রিসার্চ সেন্টারের ব্যবস্হা রেখেছি।
যাকে এক কথায় বলে "এ কমপ্লিট ফাটিলিটি কেয়ার ফর অল। একটা চিকিৎসা কে শিল্পের পর্যায়ে নিয়ে যাবার জন্য আমরা আমাদের পুরো টা দিব
ইন শা আল্লাহ। আপনাদের কাছে শুধুই চাই দোয়া।
-ডা: আদনান
ম্যানেজিং ডিরেক্টর
মাল্টি কেয়ার ডায়াগনস্টিক, কনসালটেশন এন্ড রিসার্চ সেন্টার রংপুর।
ডি,আর, ভবন, ধাপ জেল রোড রংপুর।