15/06/2020
আত্নহত্যা।। কি করতে।চেয়েছিলেননা একবার হলেও?
পারেননি কেনো!! সাহস হয়নি? পরকালের ভয়? নাকি চেষ্টা করেও ব্যার্থ হয়েছেন বহু বার।। আর নাকি ভেবেছেন আপনি মরে যাওয়ার পর আপনার বাবা মা প্রিয়জনদের কি হবে এসব কথা।।।
যদি এসব ভেবে মৃত্যুর কাছে জিতে গিয়ে থাকেন তাহলে আপনি সত্যিই অন্যের জন্য না হলেও নিজের জন্য একটা গল্প হওয়ার যোগ্য। কেন জানেন?
কারণ আপনার না বলা কথাগুলো, আপনার ভিতরের কষ্ট গুলোর ভার আপনি নিজে সামলিয়েছেন আপনি মৃত্যুর কাছে অর্পণ করেননি।।
কিন্তু যারা এসব ভাবতে পারেনি তারা!!!
তারা কেন পারেনি বলেন তো।।
আমার জন্য,আপনার জন্য,আমাদের জন্য।।
পৃথিবীতে হাজারটা মানুষের হাজার রকমের সমস্যা।। কারও সমস্যা কারও চাইতে কম না কোন দিক থেকেই।।।
আমরা বলি মানুষ এভাবে কেনো মরে।? কিন্তু সমস্যা গুলোর শুরু হয় কোথা থেকে বলেন তো আমার মাধ্যমে, আমাদের মাধ্যমে।। আমরাই তো ওদের সময় দিতে পারিনি,ওদের কথা আর কাজের দাম দিতে পারিনি,ওদের ভুল দেখে হেসেছি,মজা নিয়েছি,ওদের করা অন্যায় কে ছড়িয়ে দিয়েছি,ওদের কাছে পৌঁছাতে পারিনি।।
আমাদের কারণেই ওরা হতাশ,আমাদের কারনেই ওরা ছাড়তে চায় জীবন।।।
আমরা মানুষেরাই মানুষকে আত্নহত্যার পথ বাতলে দেই।।। আমরাই যদি আমাদের কর্মের ফলের নিরাপত্তা দিতে না পারি তাহলে মৃত্যু কিভাবে তার থেকে আমাদের নিরাপদ রাখবে।।
আমরা কোন খারাপ কাজ করলেও সাথে সাথেই কিন্তু বাম কাধের ফেরেশতা সেটা টুকে রাখেননা মাফ চাইছে কিনা বান্দা তার জন্য অপেক্ষা করে।তাহলে আমরা মানুষ হয়ে কেনো অন্যের কর্মের আলোচনায় মত্ত হয়ে সেটা নিয়ে বিচার মন্তব্য করে তার বেচে থাকার পথ টা বন্ধ করে দেই।।যেখানে নিজেও ধোঁয়া তুলসি পাতা না।। নিজেও ঠিক এভাবেই কারও না কারও জন্য পৃথিবী ছাড়ার কথা একবার হলেও ভাবি অথবা ভেবেছি।।
এজন্য যতদিন না আপনি আমি নিজেকে বদলাতে পারবো,ততদিন এই নির্মম মৃত্যু গুলো আমাদের পিছ ছাড়বেনা।।। সাথে সাথে আপনি নিজেও আত্নহত্যার ভাবনা থেকে মুক্ত থাকতে পারবেননা।
কারণ আমরা ভাবি মানুষ কি ভাববে, কি বলবে, কেমন করে সামনাসামনি হবো পরিস্থিতির, তার চেয়ে মরে যাওয়াই ভালো।।।
এইজন্য আমরা যখন ভাবা বন্ধ করবো,নির্দিষ্ট কোন ঘটনার প্রেক্ষিতে কাউকে বিচার করা বন্ধ করবো তখনই আপনি আমি যেকোন পরিস্থিতিতে বাচার সাহস ফিরে পাবো। যে কারও ভুলগুলোর ভার তাকেই নিতে যতদিন দিবেননা ততদিন আত্মহত্যার বেড়াজাল থেকে কেউই মুক্ত হতে পারবোনা।
কারণ সবাই সাইক্রিয়াটিস্ট দেখাতে পারেনা,সবাই কাছের মানুষ পায় না সমস্যাগুলো বলবার জন্য এইজন্য আপনি আমি যখন বদলাবো তখন এসব হাতের কাছে না পেলেও এই আপনি বা আমিই আর যাই হোক লোকে কি বলবে সমাজ কি ভাববে এই দুনিয়ায় আমার দ্বারা কিছু হবেনা অন্তত এসব ভেবে মরে যেতে চাইবোনা।