DR.Asma popy হোমিওপ্যাথি চিকিৎসক রংপুর

  • Home
  • Bangladesh
  • Rangpur
  • DR.Asma popy হোমিওপ্যাথি চিকিৎসক রংপুর

DR.Asma popy   হোমিওপ্যাথি  চিকিৎসক রংপুর Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from DR.Asma popy হোমিওপ্যাথি চিকিৎসক রংপুর, Doctor, Rangpur.

05/12/2025

🎍🍒 মহিলাদের ছোট স্তন বড় করতে হোমিওপ্যাথিক সহায়ক চিকিৎসা ও মেডিসিন ~

স্তনের আকার ছোট হওয়া অনেক সময় হরমোন ভারসাম্যহীনতা, অপুষ্টি, শারীরিক দুর্বলতা বা গঠনতাত্ত্বিক কারণে হতে পারে।
হোমিওপ্যাথিতে এটি একটি Constitutional Treatment, অর্থাৎ রোগীর শারীরিক–মানসিক প্রকৃতি অনুযায়ী সঠিক ঔষধ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

হোমিওপ্যাথিতে এমন কিছু ঔষধ আছে যা —
👉 হরমোন ব্যালান্স ঠিক রাখে
👉 টিস্যু ও গ্ল্যান্ডের বিকাশ বাড়ায়
👉 অপুষ্টি ও দুর্বলতা দূর করে
👉 স্তনের স্বাভাবিক গঠনে সহায়তা করে

---

🍒 লক্ষণ অনুযায়ী গুরুত্বপূর্ণ হোমিও ঔষধসমূহ

নিচে প্রতিটি ঔষধকে সুন্দর সিম্বল, ইংরেজি নাম, এবং সংক্ষিপ্ত–গুছানো লক্ষণ সহ উপস্থাপন করা হলো—

---

🍒 1. Sabal Serrulata

🌿 Breast Tissue Builder & Hormonal Support

⭐ কখন ব্যবহার উপকারী?

স্তনের স্বাভাবিক বৃদ্ধি থেমে গেলে

হরমোন ভারসাম্যহীনতা (Estrogen/Progesterone কম)

স্তন ফ্ল্যাট/ঢিলে হয়ে গেলে

গর্ভধারণ বা দুধ ছাড়ানোর পর স্তন ছোট হয়ে গেলে

শরীর খুব দুর্বল বা পাতলা হলে

💧 Dosage

Sabal Serrulata Q
👉 10–15 drops × 2–3 times daily (½ cup water after meal)

---

🍒 2. Thyroidinum

🌿 Underdeveloped Breasts due to Hypothyroid

⭐ প্রধান লক্ষণ

Hypothyroidism: ক্লান্তি, ওজন বাড়া, ঠান্ডা সহ্য না হওয়া

স্তনের আকার বয়স অনুযায়ী ছোট

মাসিক অনিয়ম / PCOS

মন খারাপ, ঘুম ঘুম ভাব, একাগ্রতার অভাব

💧 Dosage

Thyroidinum 3X / 6X / 30C / 200C

Hypothyroid থাকলে → 3X / 6X

সাধারণ হরমোন্যাল ইস্যুতে → 30C / 200C

---

🍒 3. Calcarea Carbonica

🌿 Breast Growth for Weak & Chilly Patients

⭐ প্রধান লক্ষণ

স্তনের বিকাশ অপর্যাপ্ত

শরীর মোটা কিন্তু দুর্বল, বিশেষ করে পেট মোটা–স্তন ছোট

ঠান্ডা লাগলে সমস্যা বাড়ে

মাথায় ঘাম, সামান্য পরিশ্রমে হাঁপ ধরা

মাসিক দেরিতে আসা

💧 Dosage

Calcarea Carb 30C / 200C
👉 30C: দিনে 1–2 বার
👉 200C: সপ্তাহে 1–2 বার

---

🍒 4. Silicea

🌿 Breast Growth for Thin, Weak & Under-nourished Girls

⭐ প্রধান লক্ষণ

রোগা–হাড় জিরজিরে গঠন

স্তন ফ্ল্যাট/ধীরে বাড়ে

টিস্যু বিল্ডিং দুর্বল

ত্বক–চুল–নখ দুর্বল

অতিরিক্ত লাজুকতা ও কম আত্মবিশ্বাস

💧 Dosage

Silicea 6X / 12X / 30C / 200C
👉 6X / 12X: দিনে 2–3 বার
👉 30C / 200C: সপ্তাহে

05/12/2025

DHMS ১ম বর্ষের ঔষধ সমূহ

১। একোনাইটাম নেপেলাস (Aconitum napellus)
২। আর্সেনিকাম এলবাম (Arsenicum album)
৩। এলিয়াম সেপা (Allium cepa)
৪। এন্টিমোনিয়াম ক্রুডাম (Antimonium crudum)
৫। এপিস মেলিফিকা (Apis mellifica)
৬। আর্নিকা মন্টানা (Arnica montana)
৭। ইথুজা সিনাপিয়াম (Aethusa cynapium)
৮। এলো সকোট্রিনা (Aloe socotrina)
৯। এন্টিমোনিয়াম টার্টারিকাম (Antimonium tartaricum)
১০। এপোসাইনাম ক্যানাবিনাম (Apocynum cannabinum)
১১। বেলেডোনা (Belladonna)
১২। ব্রায়োনিয়া এলবা (Bryonia alba)
১৩। বোরাক্স (Borax)
১৪। সিঙ্কোনা অফিসিনালিস (China officinalis)
১৫। সিনা (Cina)
১৬। চেলিডোনিয়াম মেজাস (Chelidonium majus)
১৭। ক্যামোমিলা (Chamomilla)
১৮। ক্রোটন টিগলিয়াম (Croton tiglium)
১৯। গ্লোনোইন (Glonoine)
২০। ম্যাগনেসিয়া কার্বোনিকা (Magnesia carbonica)
২১। নাক্স-ভমিকা (Nux vomica)
২২। পডোফাইলাম (Podophyllum peltatum)
২৩। রাস টক্সিকোডেন্ড্রন (Rhus toxicodendron)
২৪। ইগ্লেসিয়া আমারা (Ignatia amara)
২৫। ইপিকাকুয়ানা (Ipecacuanha)

05/12/2025

নাকের পলিপাসের হোমিওপ্যাথিক চিকিৎসা --
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
পলিপ হচ্ছে এক প্রকার অর্বুদ যা বেলুনের মত ফোলা অংশ। আমাদের মুখের হাড়ের ভিতর নাককে ঘিরে কতকগুলো হাওয়া পূর্ণ ফাঁকা গহ্বর থাকে। তাদেরকে সাইনাস বলে। সাইনাসগুলোর সঙ্গে আমাদের নাকের সংযোগনালী আছে। এই নালীগুলোর মাধ্যমেই সর্দি সাইনাস থেকে নাকে চলে আসতে পারে। যদি কোনও কারণে সাইনাসগুলোর আবরক পর্দা অর্থাৎ শ্লেষ্মা ঝিল্লী বারে বারে প্রদাহর ফলে ফুলে গিয়ে ওই সংযোগনালী দিয়ে নাকের সামনে বা পিছনের দিকে ছোট বেলুনের মতো বের হয়ে আসে, তবে তাকেই পলিপ বলে৷ নাকের পলিপের জণ্ম সবসময়ই নাকের সাইনাস থেকে।

কেন হয়?
এলার্জির কারণে হতে পারে।
নাকের ভেতরে কোনও সংক্রমণ হলে।
এলার্জি এবং সংক্রমণ উভয় কারণে হতে পারে।
প্রকারভেদ:-

এথময়ডাল পলিপ- সাধারণত অনেকগুলো পলিপস (আঙ্গুরের থোকার মতো) একত্রে নাকের সামনের ছিদ্রের দিকে চলে আসে এবং সাধারণত নাকের দুইপাশেই হয় এবং পলিপ অপারেশনের মাধ্যমে কেটে ফেললেও আবার হতে পারে।

(অ্যান্ট্রোকোয়ানাল পলিপ)- সাধারণত এই পলিপ ম্যাক্সিলারি সাইনাস এর ছাদ ও পাশের ওয়াল থেকে শুরু হয়ে নিচে নাকের পিঁছনে ছিদ্রের দিকে চলে যায় এবং সাধারণত নাকের এক পাশেই থাকে এবং পলিপ অপারেশন করলে আর হয় না।

কী কী লক্ষনে বুঝবেন?
এক নাক অথবা উভয় নাকই বন্ধ হয়ে যেতে পারে।
কথা নাকে বাজে (নাসাল ভয়েজ)।
নাক বন্ধ থাকে ফলে রোগী মুখ দিয়ে শ্বাস নেয় ও মুখ শুষ্ক হয়ে যায়।
মাথাব্যথা, কানব্যথা হতে পারে।
নাক দিয়ে রক্ত পড়তে পারে।
সর্বদা হাঁচি কাশি হয় এবং নাক দিয়ে পানি ঝরতে থাকে।

পরামর্শ :-
ঠাণ্ডা, ধুলাবালি এবং ইনফেকশন এড়িয়ে চলতে হবে।
ইনফেকশন হয়ে গেলে দ্রুত ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে।

পলিপাসে লক্ষনভিত্তিক মাত্র কয়েকটি ঔষধ এখানে আলোচনা করা হল। এছাড়াও অসংখ্য ঔষধ আছে যা লক্ষন সদৃশ্যে প্রয়োগ করবেন।

Lac can 30,200:- যে সকল পলিপাসের ক্ষেত্রে প্রচন্ড ব্যথা থাকে এবং নাকে প্রচন্ড গন্ধ থাকে সে সকল পলিপাসের ক্ষেত্রে lac can খুবই উত্তম ঔষধ।

Thuja occ 1M:- যেহেতু প্রায় ৯০% নাকের পলিপাস টিকা দোষে হয়ে থাকে । সেহেতু টিকা দোষের যে কোন পলিপাসের ক্ষেত্রে Thuja occ সর্বোৎকৃষ্ট উত্তম ঔষধ ।

Aurum Metallicum 3x,4x:- Arum met Nosal polypus এর ক্ষেত্রে খুবই কার্যকরী ঔষধ। নরম ,কোমল কোষের যেকোনো ধরনের আর্বুদের ক্ষেত্রে Arum met খুবই কার্যকরী ঔষধ।

Lemna minor 3x,6x:-

04/12/2025

⭕ শ্বাসযন্ত্রের 25-টি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ তাদের প্রধান লক্ষণসহ।

🫁 শ্বাসযন্ত্রের রোগে ব্যবহৃত ২৫টি হোমিওপ্যাথিক ওষুধ:

🧪1. Aconitum Napellus

লক্ষণ: হঠাৎ ঠান্ডা হাওয়ায় আক্রান্ত হয়ে শ্বাসকষ্ট, ভয়, উদ্বেগ, বুক জ্বালাপোড়া, দ্রুত শ্বাস-প্রশ্বাস।
ব্যবহার: ঠান্ডা লাগার শুরুতেই।

🧪2. Belladonna

লক্ষণ: হঠাৎ জ্বর, মুখ লাল, বুকের ভেতর তাপ, গলা ব্যথা, কাশি শুকনো ও তীব্র।
ব্যবহার: আকস্মিক ইনফ্ল্যামেশন ( যেমন টনসিল, ব্রঙ্কাইটিস )।

🧪3. Bryonia Alba

লক্ষণ: শুকনো কাশি, সামান্য নড়লেই কষ্ট বাড়ে, বুক ফাটার মতো ব্যথা, গলা শুকনো।
ব্যবহার: শুকনো ব্রঙ্কাইটিস বা শুষ্ক নিউমোনিয়া।

🧪4. Antimonium Tartaricum

লক্ষণ: কফ জমে আছে কিন্তু উঠছে না, শ্বাস নিতে কষ্ট, বুক ঘড়ঘড় শব্দ।
ব্যবহার: ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, বৃদ্ধ বা শিশুদের শ্বাসকষ্টে।

🧪5. Arsenicum Album

লক্ষণ: রাতের দিকে কাশি বাড়ে, শ্বাসকষ্টে আতঙ্ক, ঠান্ডা লাগলে বাড়ে, দুর্বলতা।
ব্যবহার: অ্যাজমা, ঠান্ডা-জনিত শ্বাসরোগ।

🧪6. Spongia Tosta

লক্ষণ: শুকনো, কর্কশ, কাঠ কাটা ধরনের কাশি, শ্বাসে শব্দ।
ব্যবহার: ল্যারিনজাইটিস, শুকনো কাশি।

🧪7. Hepar Sulphuris

লক্ষণ: ঠান্ডা বাতাসে কাশি বাড়ে, সামান্য ঠান্ডায়ও শ্বাসকষ্ট, গলা ব্যথা, পুঁজযুক্ত কফ।
ব্যবহার: টনসিল, ল্যারিনজাইটিস, কণ্ঠরোগ।

🧪 8. Kali Bichromicum

লক্ষণ: ঘন, দড়ির মতো কফ, বুক ভারি, সাইনাস থেকে নামা স্রাব।
ব্যবহার: ক্রনিক ব্রঙ্কাইটিস, সাইনুসাইটিস।

🧪9. Pulsatilla Nigricans

লক্ষণ: ঘন হলুদ বা সবুজ কফ, বাতাসে চললে ভালো লাগে, ঘরের ভিতর কষ্ট বাড়ে।
ব্যবহার: ঠান্ডা, কাশি, সর্দি।

🧪10. Phosphorus

লক্ষণ: বুক জ্বালা, কথা বললে কাশি, ঠান্ডা পানিতে কাশি বাড়ে, কণ্ঠস্বর ভাঙা।
ব্যবহার: ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, টিবি।

🧪 11. Ipecacuanha

লক্ষণ: ক্রমাগত কাশি, বমি হয়, কফ উঠছে না, শ্বাস আটকে যায়।
ব্যবহার: শিশুদের কাশি, ব্রঙ্কোস্পাজম।

🧪12. Drosera Rotundifolia

লক্ষণ: রাতের দিকে কাশি, একটার পর একটা কাশি, বমি বা নাক থেকে রক্ত।
ব্যবহার: হুপিং কাশি ( Whooping Cough )।

🧪 13. Rumex Crispus

লক্ষণ: ঠান্ডা বাতাসে কাশি, গলা চুলকায়, শুকনো কাশি।
ব্যবহার: গলার টিকলিং-জনিত কাশি।

🧪 14. Sambucus Nigra

লক্ষণ: রাতে শ্বাস বন্ধ হয়ে যায়, বিশেষত শিশুদের সর্দি জমে শ্বাস আটকে যায়।
ব্যবহার: শিশুদের নাসারন

04/12/2025

🌀 অদ্ভুত লক্ষণে হোমিওপ্যাথি 🌀
হোমিওপ্যাথির অন্যতম শক্তি হলো—"অদ্ভুত, বিচিত্র ও ব্যতিক্রমী" লক্ষণগুলোকে গুরুত্ব দেওয়া। যেসব লক্ষণ সাধারণ চিকিৎসায় তেমন মানে রাখে না, সেগুলোই হোমিওপ্যাথিতে সঠিক ওষুধ বেছে নিতে সবচেয়ে বেশি সাহায্য করে।
নীচে কিছু অদ্ভুত কিন্তু ক্লাসিক মেটেরিয়া মেডিকা লক্ষণ—
🔹 ১. সালফার (Sulphur)
গরমে দম আটকে যায়, কিন্তু পা থাকে বরফশীতল।
সকালবেলা ঘুম ভাঙার পর মাথা সবচেয়ে ভার—“ডে অব দ্য ডেড” ফিলিং।
নিজের শরীরের গন্ধ নিজেই সহ্য করতে পারে না।

🔹 ২. নাক্স ভমিকা (Nux Vomica)
যে কোনো শব্দ–আলো–গন্ধে রেগে যায়,
এমনকি হালকা বাতাস লাগলেও ঝাঁঝরা লাগে!
উঠে দাঁড়াতে না পারলেও অফিসের কথা মনে পড়ামাত্র উত্তেজনা ফিরে আসে।

🔹 ৩. আর্সেনিকাম অ্যালবাম (Arsenicum Album)
অতিরিক্ত ভয়—মৃত্যু, অন্ধকার, একা থাকা, অসুখ—সব কিছুর!
বিছানায় এক চাদর সোজা না থাকলেও অশান্ত লাগে।
অল্প অল্প করে বারবার পানি খায়, কিন্তু খুব উষ্ণ পানি ছাড়া খেতে চায় না। সবকিছুতে গরমে উপশম হলেও মাথা ব্যাথায় ঠান্ডায় উপশম।

🔹 ৪. লাইকোপডিয়াম (Lycopodium)
পেট ফোলা, কিন্তু ক্ষুধা অনেক—বিশেষত বিকেল ৪–৮টার সময়।
এক হাতে আত্মবিশ্বাস নেই, অন্য হাতে আবার নেতৃত্ব দিতে চায়।
ডান দিকের সমস্যা বাম–দিকে ছড়িয়ে যায়।

🔹 ৫. ফসফরাস (Phosphorus)
বজ্রবিদ্যুৎ দেখলে ভয়, কিন্তু আলো–সঙ্গ–বন্ধুবান্ধব ছাড়া থাকতে পারে না।
বরফ ঠান্ডা পানি খেলেই যেন প্রাণ ফিরে পায়।
জোশে সবাইকে কথা বলে, কিন্তু একটু পরেই ক্লান্ত।

🔹 ৬. পেলসাটিলা (Pulsatilla)
কাঁদলে মানসিক আরাম পায়।
একলা থাকতে পারে না—কেউ পাশে থাকলেই শক্তি ফিরে আসে।
চর্বিযুক্ত খাবার খেলেই পেটের সমস্যা শুরু।

**✨ হোমিওপ্যাথি বলে —
রোগের ওষুধ নয়, লক্ষণ–ব্যক্তিত্ব–স্বভাবের সম্পূর্ণ মিল—
এটাই সঠিক প্রেসক্রিপশন!

শরীরে বিভিন্ন সমস্যা ওঅন্যন্য পন্য সেল করা হয় এই আইডি তে যোগাযোগ করতে পারেন।অথবা what's up namber... 01773859617
12/11/2023

শরীরে বিভিন্ন সমস্যা ওঅন্যন্য পন্য সেল করা হয় এই আইডি তে যোগাযোগ করতে পারেন।অথবা what's up namber... 01773859617

15/07/2023

মেয়েদের যৌনাঙ্গ চুলকানি সমস্যা হোমিওপ্যাথি চিকিৎসা

20/03/2023

মা মহিলা ও মেয়ে দের জন্য কিছু জরুরি টিপস

03/10/2022

Address

Rangpur
5400

Website

Alerts

Be the first to know and let us send you an email when DR.Asma popy হোমিওপ্যাথি চিকিৎসক রংপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category