15/11/2025
একটি জটিল ইনফার্টিলিটি কেইস:
ফ্যামিলি হিস্টোরিতে ক্যান্সার অত:পর--------
কেইসটি প্রায় দুবছর আগের এক নব দম্পতির।
বিবাহ হয়ে গেছে দু বছর হল।
মেয়েটির পিরিয়ড ইরেগুলার ছিল। সেটি মোটামুটি দু মাস চিকিৎসায় ভালো হয়ে গিয়েছে। স্বামী স্ত্রী উভয়কেই চিকিৎসা নিতে বলেছিলাম। কিন্তু সব দিক থেকে ফিট থাকায় সেই যুবক চিকিৎসা নিতে রাজি হয়নি আমি তাকে সিমেন টেস্ট করতে বলেছিলাম সে বলেছে আমি সব দিক থেকে ঠিক আছি। এটা লাগবে না আপনি এমনিতেই চিকিৎসা দেন। মাত্র একবার ওষুধ নিয়ে গিয়ে আর ফিরে আসেনি। প্রায় সাত-আট মাস পর একদিন একটা রিপোর্ট হাতে নিয়ে এসে বিষন্ন চিত্তে বলল ডাক্তার সাহেব অবস্থা খুবই খারাপ।
তরতাজা একজন ২৬ বছরের যুবকের স্পার্ম কাউন্টিং একেবারে নিল ( শূন্য) । বড়ই আশ্চর্যের ব্যাপার। যদিও দাম্পত্য জীবনে সে সুস্থ স্বাভাবিক। লম্বা, হ্যান্ডসাম ফর্সা। এক কথায় অত্যন্ত স্মার্ট ও নামাজী ছেলে। তার মতে সে সব দিক থেকেই ফিট। কিন্তু স্পার্ম কাউন্টিং নিল হবে কেন? সে খুবই হতাশ।
আমি অত্যন্ত নিখুঁতভাবে তার কেইসটেকিং করলাম। কোন দিক থেকে কোন কারণ খুঁজে পাচ্ছিলাম না। যখনি ফ্যামিলি হিস্টোরি জিজ্ঞাসা করলাম। বলল তার বাবা ব্লাড ক্যান্সারে মারা গিয়েছে।
ব্যাস পেয়ে গেছি মূল তথ্য।
শুধুমাত্র তার এই ফ্যামিলি হিস্টোরি ধরেই তার মায়াজমেটিক এবং কনস্টিটিউশনাল মেডিসিন দ্বারা চিকিৎসা শুরু হলো।
আলহামদুলিল্লাহ মাত্র তিন মাসেই তার এই কেইস সমাধান হয়েছে। হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে একদিন সুসংবাদ নিয়ে এলো তার স্ত্রীর বেবি কনসিভ হয়েছে।
আলহামদুলিল্লাহ ।
এখন সন্তানের বাবা।
---------------------------
ডা.আসাদুজ্জামান রিপন
ডিএইচএমএস ( বোর্ড স্ট্যান্ড)
হোমিওপ্যাথিক কনসালট্যান্ট (ক্রনিক ডিজিজেস)
হিজামা থেরাপিষ্ট
ট্রেইনড ইন ব্যাচ ফ্লোয়ার রিমেডি এন্ড
কসমেটিক সারকিউমসিসন
--------------------------
যোগাযোগের ঠিকানা:
ক্লাসিক্যাল হোমিওপ্যাথি এন্ড
হিজামা থেরাপি সেন্টার
পুরাতন থানাপাড়া, সাদ্দির মোড় সংলগ্ন, কুড়িগ্রাম। প্রতিদিন বিকেল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত
মোবাইল: ০১৭৩৫-৯৬৫১৬০