Dr. A Zaman Ripon

Dr. A Zaman Ripon My goal in this page is to work with health related update information and healthy entertainment. Stay with us by pressing the like button.

একটি জটিল ইনফার্টিলিটি কেইস:ফ্যামিলি হিস্টোরিতে ক্যান্সার অত:পর--------কেইসটি প্রায় দুবছর আগের এক নব দম্পতির।বিবাহ হয়ে...
15/11/2025

একটি জটিল ইনফার্টিলিটি কেইস:
ফ্যামিলি হিস্টোরিতে ক্যান্সার অত:পর--------

কেইসটি প্রায় দুবছর আগের এক নব দম্পতির।
বিবাহ হয়ে গেছে দু বছর হল।
মেয়েটির পিরিয়ড ইরেগুলার ছিল। সেটি মোটামুটি দু মাস চিকিৎসায় ভালো হয়ে গিয়েছে। স্বামী স্ত্রী উভয়কেই চিকিৎসা নিতে বলেছিলাম। কিন্তু সব দিক থেকে ফিট থাকায় সেই যুবক চিকিৎসা নিতে রাজি হয়নি আমি তাকে সিমেন টেস্ট করতে বলেছিলাম সে বলেছে আমি সব দিক থেকে ঠিক আছি। এটা লাগবে না আপনি এমনিতেই চিকিৎসা দেন। মাত্র একবার ওষুধ নিয়ে গিয়ে আর ফিরে আসেনি। প্রায় সাত-আট মাস পর একদিন একটা রিপোর্ট হাতে নিয়ে এসে বিষন্ন চিত্তে বলল ডাক্তার সাহেব অবস্থা খুবই খারাপ।
তরতাজা একজন ২৬ বছরের যুবকের স্পার্ম কাউন্টিং একেবারে নিল ( শূন্য) । বড়ই আশ্চর্যের ব্যাপার। যদিও দাম্পত্য জীবনে সে সুস্থ স্বাভাবিক। লম্বা, হ্যান্ডসাম ফর্সা। এক কথায় অত্যন্ত স্মার্ট ও নামাজী ছেলে। তার মতে সে সব দিক থেকেই ফিট। কিন্তু স্পার্ম কাউন্টিং নিল হবে কেন? সে খুবই হতাশ।
আমি অত্যন্ত নিখুঁতভাবে তার কেইসটেকিং করলাম। কোন দিক থেকে কোন কারণ খুঁজে পাচ্ছিলাম না। যখনি ফ্যামিলি হিস্টোরি জিজ্ঞাসা করলাম। বলল তার বাবা ব্লাড ক্যান্সারে মারা গিয়েছে।
ব্যাস পেয়ে গেছি মূল তথ্য।
শুধুমাত্র তার এই ফ্যামিলি হিস্টোরি ধরেই তার মায়াজমেটিক এবং কনস্টিটিউশনাল মেডিসিন দ্বারা চিকিৎসা শুরু হলো।
আলহামদুলিল্লাহ মাত্র তিন মাসেই তার এই কেইস সমাধান হয়েছে। হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে একদিন সুসংবাদ নিয়ে এলো তার স্ত্রীর বেবি কনসিভ হয়েছে।
আলহামদুলিল্লাহ ।
এখন সন্তানের বাবা।

---------------------------
ডা.আসাদুজ্জামান রিপন
ডিএইচএমএস ( বোর্ড স্ট্যান্ড)
হোমিওপ্যাথিক কনসালট্যান্ট (ক্রনিক ডিজিজেস)
হিজামা থেরাপিষ্ট
ট্রেইনড ইন ব্যাচ ফ্লোয়ার রিমেডি এন্ড
কসমেটিক সারকিউমসিসন
--------------------------
যোগাযোগের ঠিকানা:
ক্লাসিক্যাল হোমিওপ্যাথি এন্ড
হিজামা থেরাপি সেন্টার
পুরাতন থানাপাড়া, সাদ্দির মোড় সংলগ্ন, কুড়িগ্রাম। প্রতিদিন বিকেল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত
মোবাইল: ০১৭৩৫-৯৬৫১৬০






29/10/2025

Natural

কুড়িগ্রাম হোমিওপ্যাথিক ডক্টরস এ্যাসোসিয়েশন ফুলবাড়ী উপজেলা সম্মেলনে।
06/10/2025

কুড়িগ্রাম হোমিওপ্যাথিক ডক্টরস এ্যাসোসিয়েশন ফুলবাড়ী উপজেলা সম্মেলনে।

29/08/2025

আমাদের প্রতিবেশী মুসলিমদেরকে গণহত্যা চালাচ্ছে। আর আমরা বলি আমাদেরকে গাজায় পাঠায় দেন আমরা যুদ্ধ করব।
আগে প্রতিবেশী মুসলমানদের রক্ষার জন্য কতটুকু কি করতে পারছি সেটি হিসাব করি।
https://www.facebook.com/share/1ALPwj7j8J/

ক্রমবর্ধমানভাবে চিকিৎসা গবেষকরা জীবিত প্রাণীর ওপর হোমিওপ্যাথিক প্রভাব নিশ্চিত করতে যেসব সূচককে (biomarkers) ব্যবহার করছে...
28/08/2025

ক্রমবর্ধমানভাবে চিকিৎসা গবেষকরা জীবিত প্রাণীর ওপর হোমিওপ্যাথিক প্রভাব নিশ্চিত করতে যেসব সূচককে (biomarkers) ব্যবহার করছেন, তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন। এমন প্রমাণ উপেক্ষা করা সংশয়বাদীদের জন্যও কঠিন হয়ে পড়ছে।

সম্প্রতি ইতালির গবেষকরা আন্তর্জাতিকভাবে স্বনামধন্য জার্নাল Nature-এ একটি প্রবন্ধ প্রকাশ করেছেন, যেখানে তারা হোমিওপ্যাথিক ঔষধ Drosera rotundifolia-এর ব্রঙ্কিয়াল কোষের জিন এক্সপ্রেশনের ওপর প্রভাব নিয়ে গবেষণা করেছেন।

তাদের ফলাফল কী বলছে?

D. rotundifolia কোষের জীবনীশক্তি ক্ষতিগ্রস্ত করেনি। বরং এটি কোষীয় কার্যক্রমকে উদ্দীপিত করেছে এবং চিকিৎসার ৩ ঘণ্টার মধ্যে ডজনাধিক জিনের এক্সপ্রেশন নিয়ন্ত্রণ করেছে।

৬ ঘণ্টা পরে এই প্রভাব আরও বৃদ্ধি পেয়েছে।

প্রধান ভিন্নভাবে প্রকাশিত জিনগুলোর মধ্যে ছিল এপিথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টরের লিগ্যান্ড, জেনোবায়োটিক ডিটক্সিফিকেশনে জড়িত প্রোটিন এবং সাইটোকাইন।

এটি প্রস্তাব করে যে D. rotundifolia শ্বাসযন্ত্রের রোগে ক্ষতিগ্রস্ত স্ব-মেরামত প্রক্রিয়াসমূহকে উদ্দীপিত করতে পারে।

তদুপরি, D. rotundifolia জটিল ও বহুস্তরীয় জিন নেটওয়ার্কের উপর কাজ করে এবং সম্ভাব্যভাবে ব্রঙ্কিয়াল মিউকোসার বিভিন্ন স্তরকে প্রভাবিত করতে পারে।

সূত্র: Arruda-Silva, F., et al., Low-dose Drosera rotundifolia induces gene expression changes in 16HBE human bronchial epithelial cells. Nature. 27 জানুয়ারি 2021
ছবি: Foter, Idaho National Laboratory

সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে ক্লিক করুন নিচের লিংক -
https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC7840928/

নাগেশ্বরীর প্রবীণ হোমিও চিকিৎসক ডা. কাদের নিয়াজ আংকেলের সাথে আলাপচারিতায়।
29/06/2025

নাগেশ্বরীর প্রবীণ হোমিও চিকিৎসক ডা. কাদের নিয়াজ আংকেলের সাথে আলাপচারিতায়।

Artificial chronic disease বর্তমানে ভয়াবহ আকার ধারণ করেছে। ২৩/৬/২৫ ইং>একজন ভদ্রমহিলা চার মাসে প্রায় লক্ষাধিক টাকা খরচ ...
24/06/2025

Artificial chronic disease বর্তমানে ভয়াবহ আকার ধারণ করেছে।
২৩/৬/২৫ ইং>
একজন ভদ্রমহিলা চার মাসে প্রায় লক্ষাধিক টাকা খরচ করেও পেটের ব্যাথা ও কোমর খিচে ধরার কোন প্রতিকার না পেয়ে অবশেষে হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে এসেছেন। এক গাদা রিপোর্ট নিয়ে এসে বললেন, ডাক্তার বলেন কোন রোগ নেই। আমি সব রিপোর্ট দেখে বললাম ডাক্তার তো ঠিকই বলেছেন। তিনি কান্না ভাব নিয়ে বললেন, আমি ব্যাথায় ঘুমোতে পারিনা সারারাত। ব্যাথায় আমি এখনো কাতরাচ্ছি। আর আপনিও বলছেন রোগ নেই। ওনাকে ২ ফোঁটা ওষুধ খাইয়ে দিলাম। ৫ মিনিট পর আরো একমাত্রা। ১০ মিনিটপর ... এখন কেমন লাগছে। ব্যাথাটা মোটামুটি কমে গেল, ভাল লাগছে। ১ সপ্তাহের ডোজ দিয়ে বিদায় দিলাম।
Artificial chronic disease কি? এটা পরবর্তীতে লিখব।

----------------------------
ডা.আসাদুজ্জামান রিপন
ডিএইচএমএস (বোর্ড স্ট্যান্ড)
হোমিওপ্যাথিক কনসালট্যান্ট (ক্রনিক ডিজিজেস)
হিজামা থেরাপিষ্ট
ট্রেইনড ইন ব্যাচ ফ্লোয়ার রিমেডি এন্ড
কসমেটিক সারকিউমসিসন
__________________________

যোগাযোগ:
কুড়িগ্রাম চেম্বার:
ক্লাসিক্যাল হোমিওপ্যাথি এন্ড
হিজামা থেরাপি সেন্টার
সাদ্দির মোড় সংলগ্ন, পুরাতন থানা পাড়া,সদর, কুড়িগ্রাম।
প্রতিদিন বিকেল ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত।
শনি ও মঙ্গলবার বিকেল ৫ টা থেকে রাত ৯ টা পর্যন্ত।
মোবাইল: ০১৭৩৫-৯৬৫১৬০

যাত্রাপুর চেম্বার:
ইঞ্জিনিয়ার সুপার মার্কেট, যাত্রাপুর। প্রতি শনি ও মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত।

5 years ago...
12/05/2025

5 years ago...

অনেক দিন পর
02/05/2025

অনেক দিন পর

23/04/2025

বিজেপির গেম নতুন নয় নির্বাচন আসলে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে কিংবা পাকিস্তান প্রসঙ্গ তুলে সীমান্ত যুদ্ধ যুদ্ধ খেলে। এখন ওয়াকফ বিল নিয়ে ব্যাপক চাপে পড়ে যাওয়ায় সেটাকে দমন করার জন্য জঙ্গি নাটক সাজিয়েছে কাশ্মীরে।

হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের জনক ডা: হ্যানিম্যান এর ২৭০ তম জন্মদিন ও বিশ্ব হোমিওপ্যাথি দিবস উপলক্ষে কুড়িগ্রাম হোমিওপ্য...
10/04/2025

হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের জনক ডা: হ্যানিম্যান এর ২৭০ তম জন্মদিন ও বিশ্ব হোমিওপ্যাথি দিবস উপলক্ষে কুড়িগ্রাম হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশন আয়োজিত সেমিনারে।

একজন মুসলমান হিসেবে মক্কা-মদিনার পর  আকর্ষণের কেন্দ্রবিন্দু বর্তমান ইমারতে ইসলামী।ঈদ মোবারক।তাকাব্বাল্লাহু মিন্না ওয়া ম...
30/03/2025

একজন মুসলমান হিসেবে মক্কা-মদিনার পর আকর্ষণের কেন্দ্রবিন্দু বর্তমান ইমারতে ইসলামী।

ঈদ মোবারক।
তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

Address

Rangpur
5600

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. A Zaman Ripon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. A Zaman Ripon:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram