15/09/2025
➡️চেম্বার:- প্রতি বুধবার বিকাল ৪.৩০ মিনিট থেকে রাত ৭.৩০ মিনিট পর্যন্ত
Pats Health Care Hospital — পল্লীবন্ধু এরশাদ হাসপাতালে ➡️নবজাতক, মা-শিশু রোগী এবং গর্ভবতী মহিলাদের জন্য দারুণ এক সুখবর!
এখন থেকে প্রতি বুধবার বিকেল ৪ টা হইতে সন্ধ্যা ৭.৩০মিনিট পর্যন্ত রোগী দেখবেন ও আল্ট্রাসনোগ্রাম করবেন।
ডাঃ মোঃ আশরাফুজ্জামান সরকার।
এমবিবিএস (ঢাকা মেডিকেল কলেজ ), বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (শিশু মেডিসিন — শেষ পর্ব), CMU (Ultra),
রেজিস্টার (শিশু নিউরোলজি ও ডেভেলপমেন্ট), শিশু বিভাগ, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল।
তিনি নবজাতক, শিশু ও কিশোর রোগীদের সুপরামর্শ প্রদান করেন এবং গর্ভবতী মা-দের জন্য আল্ট্রাসনোগ্রাম অত্যন্ত যত্নসহকারে ও দক্ষতার সাথে করে থাকেন।
মনে রাখবেন রোগী দেখার সময় —প্রতি বুধবার, বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত।
ঠিকানা: Pats Health Care Hospital, হাসানগঞ্জ, বামনডাঙ্গা, সুন্দরগঞ্জ, গাইবান্ধা।
যোগাযোগ করুন: ০১৭১০-৫২৭৬৬৫ / ০১৯৮৭-৩৩৩৩০৭।মা • শিশু • গর্ভবতী —রোগীদের নির্ভরযোগ্য পরামর্শ সেবা পেতে আজই যোগাযোগ করুন!”