31/10/2025
কিছু কথা:
আপনার চিকিৎসা উপযুক্ত ডাক্তার দেখে আপনাকেই করাতে হবে এবং সেটার খরচ আপনাকেই বহন করতে হবে। তাই, কোন মাধ্যম / মধ্যসত্তভোগী না ধরে সরাসরি আপনার পছন্দের ডাক্তার দেখান। সেই ডাক্তারই আপনাকে সব ব্যবস্থা করে দিবেন।
ইম্পালস কেয়ার হাসপাতাল গত ২১ মাস ধরে আপোষহীনভাবে নিশ্চিত করে যাচ্ছে যাতে রুগীকে অতিরিক্ত কোন খরচ বা হয়রানী না হতে হয়।
আলহামদুলিল্লাহ্, আমাদের হাসপাতালের মার্কেটিং এর মূল উৎস বা শক্তি আমাদের কাছে আগত রুগী ও তার আত্মীয় সজন যারা উন্নত মানের সেবা পেয়ে বা দেখে অন্যদেরও উৎসাহ প্রদান করেন।
আমরা সবসময় চেষ্টা করি উন্নত চিকিৎসা সামগ্রী, অভিজ্ঞ ও বিশেষজ্ঞ সার্জন / ডাক্তার কতৃক অপারেশন, ২৪ ঘন্টা ডিউটি ডাক্তার, পরিচ্ছন্ন পরিবেশ এবং নিবেদিত সেবা প্রদানের মাধ্যমে আমাদের কাছে আসা রুগীদের সন্তুষ্টি অর্জনের।
গত ২১ মাসে আমাদের হাসপাতালে বিভিন্ন প্রকারের অপারেশন সম্পন্ন হয়েছে। সিজার, নরমাল ডেলিভারি (ব্যথামুক্ত সহ) , জরায়ু অপারেশন ও অন্যান্য সকল স্ত্রী ও প্রসূতি সংশ্লিষ্ট অপারেশন, গ্লডব্লাডার স্টোন, হারনিয়া, কিডনি স্টোন, ব্রেস্ট সার্জারি, নাক-কান গলা, অর্থোপিডিক্স সহ অন্যান্য সকল প্রকার অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। রংপুরের সনামধন্য ও অভিজ্ঞ সার্জনগণ আমাদের হাসপাতালে অপারেশন সম্পন্ন করেছেন এবং তারা সকলেই আমাদের অপারেশন থিয়েটার, চিকিৎসা সরঞ্জামাদি ও রুগীর সেবা দেখে ভূয়সী প্রশংসা করেছেন।
ইম্পালস কেয়ার হাসপাতাল আপনার হাসপাতাল। সুস্থ্য, পরিচ্ছন্ন ও নৈতিকতা বজায় রেখে সাস্থ্য সেবা প্রদানে আমাদের পাশে থাকুন।
আমাদের গল্প সবার কাছে পৌঁছে দিতে আমাদের ফেসবুক পেজটি লাইক ও শেয়ার করুন।
সকলের সুস্থ্যতা কামনা করি।
ধন্যবাদান্তে
মেজর (অবঃ)
আয়নাল কাদের মোহাম্মদ আলী (নিয়াজ)
চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক
ইম্পালস কেয়ার হাসপাতাল