Impulse Care Hospital Rangpur

Impulse Care Hospital Rangpur We are determined and dedicated to do something better, different and qulitative.

Come and visit our hospital to have an idea.

আমরা আরও ভালো, ভিন্ন এবং গুণগত কিছু করতে দৃঢ়প্রতিজ্ঞ এবং নিবেদিত। আসুন এবং আমাদের সেবার মান সম্পর্কে ধারণা ও অভিজ্ঞতা নিন।

কিছু কথা:আপনার চিকিৎসা উপযুক্ত ডাক্তার দেখে আপনাকেই করাতে হবে এবং সেটার খরচ আপনাকেই বহন করতে হবে। তাই, কোন মাধ্যম / মধ্য...
31/10/2025

কিছু কথা:

আপনার চিকিৎসা উপযুক্ত ডাক্তার দেখে আপনাকেই করাতে হবে এবং সেটার খরচ আপনাকেই বহন করতে হবে। তাই, কোন মাধ্যম / মধ্যসত্তভোগী না ধরে সরাসরি আপনার পছন্দের ডাক্তার দেখান। সেই ডাক্তারই আপনাকে সব ব্যবস্থা করে দিবেন।

ইম্পালস কেয়ার হাসপাতাল গত ২১ মাস ধরে আপোষহীনভাবে নিশ্চিত করে যাচ্ছে যাতে রুগীকে অতিরিক্ত কোন খরচ বা হয়রানী না হতে হয়।

আলহামদুলিল্লাহ্, আমাদের হাসপাতালের মার্কেটিং এর মূল উৎস বা শক্তি আমাদের কাছে আগত রুগী ও তার আত্মীয় সজন যারা উন্নত মানের সেবা পেয়ে বা দেখে অন্যদেরও উৎসাহ প্রদান করেন।

আমরা সবসময় চেষ্টা করি উন্নত চিকিৎসা সামগ্রী, অভিজ্ঞ ও বিশেষজ্ঞ সার্জন / ডাক্তার কতৃক অপারেশন, ২৪ ঘন্টা ডিউটি ডাক্তার, পরিচ্ছন্ন পরিবেশ এবং নিবেদিত সেবা প্রদানের মাধ্যমে আমাদের কাছে আসা রুগীদের সন্তুষ্টি অর্জনের।

গত ২১ মাসে আমাদের হাসপাতালে বিভিন্ন প্রকারের অপারেশন সম্পন্ন হয়েছে। সিজার, নরমাল ডেলিভারি (ব্যথামুক্ত সহ) , জরায়ু অপারেশন ও অন্যান্য সকল স্ত্রী ও প্রসূতি সংশ্লিষ্ট অপারেশন, গ্লডব্লাডার স্টোন, হারনিয়া, কিডনি স্টোন, ব্রেস্ট সার্জারি, নাক-কান গলা, অর্থোপিডিক্স সহ অন্যান্য সকল প্রকার অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। রংপুরের সনামধন্য ও অভিজ্ঞ সার্জনগণ আমাদের হাসপাতালে অপারেশন সম্পন্ন করেছেন এবং তারা সকলেই আমাদের অপারেশন থিয়েটার, চিকিৎসা সরঞ্জামাদি ও রুগীর সেবা দেখে ভূয়সী প্রশংসা করেছেন।

ইম্পালস কেয়ার হাসপাতাল আপনার হাসপাতাল। সুস্থ্য, পরিচ্ছন্ন ও নৈতিকতা বজায় রেখে সাস্থ্য সেবা প্রদানে আমাদের পাশে থাকুন।

আমাদের গল্প সবার কাছে পৌঁছে দিতে আমাদের ফেসবুক পেজটি লাইক ও শেয়ার করুন।

সকলের সুস্থ্যতা কামনা করি।

ধন্যবাদান্তে

মেজর (অবঃ)
আয়নাল কাদের মোহাম্মদ আলী (নিয়াজ)
চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক
ইম্পালস কেয়ার হাসপাতাল

🎓 অভিনন্দন ও শুভেচ্ছা 🎓সকলের কাছে দোয়া প্রার্থী
22/10/2025

🎓 অভিনন্দন ও শুভেচ্ছা 🎓

সকলের কাছে দোয়া প্রার্থী

মাতৃত্ব জীবনের সবচেয়ে পবিত্র দায়িত্ব, যেখানে একটি নতুন প্রাণের শুরু হয় মায়ের সাহস ও ভালোবাসায়। প্রসব কেবল একটি শারীরিক ঘ...
10/10/2025

মাতৃত্ব জীবনের সবচেয়ে পবিত্র দায়িত্ব, যেখানে একটি নতুন প্রাণের শুরু হয় মায়ের সাহস ও ভালোবাসায়। প্রসব কেবল একটি শারীরিক ঘটনা নয়, এটি মায়ের জীবনের শ্রেষ্ঠ সৃষ্টি ও ত্যাগের মুহূর্ত। সন্তান জন্ম মায়ের হৃদয়ের পরম ভালোবাসা ও সৃষ্টিশক্তির অমূল্য প্রকাশ। প্রসবের প্রতিটি মুহূর্তে মা হয়ে ওঠেন শক্তির প্রতীক, ভালোবাসার উৎস এবং জীবনের জননী।

বর্তমান প্রেক্ষাপটে পরিলক্ষিত হয় যে, বেশিরভাগ সন্তানসম্ভাবা মা নরমাল ডেলিভারিতে ব্যথা হওয়ার ভয়ে সিজারিয়ান সেকশন (সিজার) করাতে চান। মায়েদের এই ভয় কাটাবার লক্ষ্যে এবং উৎসাহিত করতেই ইম্পালস কেয়ার হাসপাতালে ব্যথামুক্ত নরমাল ডেলিভারি সেবা চালু রয়েছে। ব্যথামুক্ত নরমাল ডেলিভারি একজন সন্তানসম্ভাবা মাকে দিতে পারে আত্মবিশ্বাস, বহুলাংশে কমাতে পারে ব্যথা এবং সাহায্য করে দ্রুত স্বাভাবিক কার্যক্রমে ফিরে যেতে ।

এই বিষয়ে পরামর্শ দিতে আমাদের সাথে আছেন নিবেদিত ও রুগী বান্ধব বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ রেহানা রশীদ (রুমানা) ।

নরমাল ডেলিভারি সেন্টার স্থাপনের মাধ্যমে প্রগতিশীল স্বাস্থ্যসেবার অঙ্গীকার বাস্তবায়নে আরো এক ধাপ এগিয়ে গেলো ইম্পালস কেয়ার হাসপাতাল।

আপনাদের প্রেরণা আমাদের শক্তি।

ধন্যবাদান্তে

মেজর (অবঃ) আয়নাল কাদের মোহাম্মদ আলী
চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক
ইম্পালস কেয়ার হাসপাতাল

ব্যথামুক্ত নরমাল ডেলিভারি ( Painless Normal Delivery )তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৫ শ্রদ্ধেয় ডাক্তার দম্পতি ইম্পালস কেয়ার হ...
15/09/2025

ব্যথামুক্ত নরমাল ডেলিভারি
( Painless Normal Delivery )

তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৫

শ্রদ্ধেয় ডাক্তার দম্পতি ইম্পালস কেয়ার হাসপাতাল এবং প্রসূতি, স্ত্রী ও বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ এবং সার্জন ডাঃ রেহানা রশীদ (রুমানা) ও তার টিমের উপর আস্থা রেখে সুদূর ঢাকা থেকে নরমাল ডেলিভারির জন্য রংপুরে আমাদের হাসপাতালে আসেন। এখানে বলে রাখা ভালো যে, মহান সৃষ্টিকর্তার রহমতে ইম্পালস কেয়ার হাসপাতাল ইতিমধ্যে নরমাল ডেলিভারির জন্য সকলের কাছে সমাদৃত হয়েছে।

পরবর্তীতে, ব্যথামুক্ত নরমাল ডেলিভারির বিষয়ে ডাক্তার দম্পতিকে বোঝানোর পর তারা নির্দ্বিধায় ব্যাথামুক্ত নরমাল ডেলিভারির জন্য রাজি হন। এখানে উল্লেখ্য যে, ডাক্তার মা পুরো সময়টাতে উঁচু মনোবল ও ধৈর্য্য নিয়ে ছিলেন এবং তার ডাক্তার স্বামীও তাকে অনেক সাপোর্ট দিয়েছেন । তিনি ১৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখ দুপুরে ভর্তি হন, ওই দিন রাতেই তার ব্যথামুক্ত নরমাল ডেলিভারির জন্য ম্যানেজমেন্ট শুরু হয়, ভোরে সফলভাবে সন্তান প্রসব হয় এবং সন্ধ্যায় তারা ডিসচার্জ নিয়ে চলে যান। আমাদের হাসপাতালের উপর আস্থা রাখার জন্য এই দম্পতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ধন্যবাদান্তে

মেজর (অবঃ) আয়নাল কাদের মোহাম্মদ আলী
চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক
ইম্পালস কেয়ার হাসপাতাল

(দম্পতির অনুমতিক্রমে ছবি দেয়া হয়েছে)

আমাদের সকল স্বপ্নই সত্যি হতে পারে যদি মহান সৃষ্টিকর্তার রহমত থাকে এবং যদি আমাদের সেগুলি অনুসরণ করার সাহস, মনোবল ও সুস্থ ...
13/09/2025

আমাদের সকল স্বপ্নই সত্যি হতে পারে যদি মহান সৃষ্টিকর্তার রহমত থাকে এবং যদি আমাদের সেগুলি অনুসরণ করার সাহস, মনোবল ও সুস্থ চিন্তাধারা থাকে।

আরেকটি স্বপ্ন হলো পূরণ।

আলহামদুলিল্লাহ।

(Like দিন বেশী বেশী Share করুন, আমাদের পাশে থাকুন)

বড় কিছু হতে যাচ্ছে…যা হবে সবার ভালোর জন্য হবেইম্পালস কেয়ার হাসপাতাল সবসময়ই একটু আলাদা করে ভাবতে চায়দশের জন্য দেশের জন্য।...
03/07/2025

বড় কিছু হতে যাচ্ছে…
যা হবে সবার ভালোর জন্য হবে
ইম্পালস কেয়ার হাসপাতাল
সবসময়ই একটু আলাদা করে ভাবতে চায়
দশের জন্য দেশের জন্য।

কিছু একটা হতে যাচ্ছে ইন শা আল্লাহ্।

আমরা একটি নতুন অধ্যায়ের দ্বারপ্রান্তে
আপনার স্বাস্থ্যসেবার অভিজ্ঞতা
এবার অন্য মাত্রায় পৌঁছাবে
তবে, এখনই সব বলা যাবে না
শুধু অপেক্ষা করুন…

সারপ্রাইজ আসছে!

শুধু চাই আপনাদের দোয়া ও সহযোগিতা।

সহজ কাজসহজ হিসাবসহজ সবকিছুপ্রথম থেকে শেষ পর্যন্তযদি থাকে শুধু সৃষ্টিকর্তার রহমত।নাই কোন ধরনের মাধ্যমআপনারা নিজেরাই নিজেদ...
27/06/2025

সহজ কাজ
সহজ হিসাব
সহজ সবকিছু
প্রথম থেকে শেষ পর্যন্ত
যদি থাকে শুধু সৃষ্টিকর্তার রহমত।

নাই কোন ধরনের মাধ্যম
আপনারা নিজেরাই নিজেদের জন্য যথেষ্ট
নাই কোন লুকানো চার্জ
নাই কোন ফিসফাস লুকোচুরি।

আপনার চিকিৎসার জন্য
আপনার পছন্দের
অথবা আপনার প্রয়োজন অনুযায়ী
আমাদের পরামর্শের বিশেষজ্ঞ সার্জন
কর্তৃক সফল সার্জারী হবে
সবই হবে ঠিকঠাক
যদি থাকে শুধু সৃষ্টিকর্তার রহমত।

তাই যেকোন ধরণের অপারেশনের জন্য
যোগাযোগ করুন আমাদের সাথে
সরাসরি হাসপাতালে উপস্থিত হয়ে
অথবা আমাদের হটলাইন নম্বরে (01332333333) ফোন করে
অথবা আমাদের ওয়াটসএপ নম্বরে 01886-788888
অথবা আমাদের পেজে ম্যসেজ দিয়ে
যেভাবেই হোক যখনি হোক
আপনার সেবায় আমরা সবসময় নিবেদিত।

সচ্ছতা ও সততা আমাদের শক্তি
আপনার আস্থা ও বিশ্বাস
আমাদের পথ চলার প্রেরনা
দেশ সেবা ও মানবসেবা আমাদের ব্রত।

শ্রদ্ধা ও ধন্যবাদান্তে

মেজর (অব:)
আয়নাল কাদের মোহাম্মদ আলী (নিয়াজ)

চেয়ারম্যান
ইম্পালস কেয়ার হাসপাতাল

আমাদের ঠিকানা:

ইম্পালস কেয়ার হাসপাতাল
হোল্ডিং - ৫৪
ধাপ জেল রোড
(গুড হেলথ হাসপাতালের পিছনের তিন তলা বিল্ডিং)
হটলাইন - ০১৩৩২৩৩৩৩৩৩

সবাই যখন ঈদের আনন্দে ব্যস্ত সেই সময়টাতে ২৪ ঘন্টা আমাদের হাসপাতালের ডিউটি ডাক্তার ও অন্যান্য সকল স্টাফ রুগীর সেবায় নিয়োজি...
08/06/2025

সবাই যখন ঈদের আনন্দে ব্যস্ত সেই সময়টাতে ২৪ ঘন্টা আমাদের হাসপাতালের ডিউটি ডাক্তার ও অন্যান্য সকল স্টাফ রুগীর সেবায় নিয়োজিত রয়েছে। সকলের এই নিবেদিত সেবাই আমাদের মূল শক্তি।অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

Address

Dhap Jail Road
Rangpur
5400

Alerts

Be the first to know and let us send you an email when Impulse Care Hospital Rangpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram