Free BD Health Tips

Free BD Health Tips ডাক্তার এর পরামর্শ নিতে আমাদের পেজ এ ল ভালো থাকার উপায়

 #পেয়ারার ঔষধি গুণপেয়ারায় রয়েছে একাধিক ঔষধি গুণ। পেয়ারা এবং এই গাছের অন্যান্য উপাদানগুলি অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিফ...
14/05/2022

#পেয়ারার ঔষধি গুণ
পেয়ারায় রয়েছে একাধিক ঔষধি গুণ। পেয়ারা এবং এই গাছের অন্যান্য উপাদানগুলি অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিফ্যাঙ্গাল, অ্যান্টিডায়াবেটিক, এবং অ্যান্টিডায়রিয়াল বৈশিষ্ট্যযুক্ত হয়।

গ্যাস্ট্রোইন্টেস্টাইনল ইনফেকশন বা সংক্রমণ, ওরাল ইনফেকশন বা মুখবিবরে এবং দাঁতের সংক্রমণ, ত্বকের সংক্রমণ, মধুমেহ বা ডায়াবেটিস, হৃদযন্ত্র বা হার্টের সমস্যা এবং সর্বোপরি অপুষ্টিজনিত সমস্যার জন্য পেয়ারা খুবই উপকারী পথ্য হিসেবে বিবেচিত হয়। শুধু তাই নয় অনেক বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে দেখা গেছে মহিলাদের স্বাস্থ্য সমস্যা, কিডনি এবং ক্যান্সারের জন্য পেয়ারা খুবই উপাদেয় একটি ফল (1) । সব মিলিয়ে দেখতে গেলে দৈনন্দিন জীবনে খাদ্য হিসেবে পেয়ারার গুরুত্ব অপরিসীম।
নের যে কোনো সময় পেয়ারার রস পান করা যেতে পারে। তবে সকালে জলখাবার খাওয়ার সময় এই রস পান করার জন্য আদর্শ সময় বলে মনে করা হয়।

ভ্যাজাইনা ইনফেকশন (Vaginal Infection) ভ্যাজাইনা ইনফেকশন (Vaginal Infection)  খুবই সাধারণ বিষয়। যৌনাঙ্গ সারাক্ষণ ভিজে থাক...
07/03/2022

ভ্যাজাইনা ইনফেকশন (Vaginal Infection)

ভ্যাজাইনা ইনফেকশন (Vaginal Infection) খুবই সাধারণ বিষয়। যৌনাঙ্গ সারাক্ষণ ভিজে থাকলে, টাইট অন্তর্বাস পরলে কিংবা পিরিয়ডসের (periods) সময় সঠিক স্বাস্থ্যবিধি মেনে না চললে ভ্যাজাইনা ইনফেকশনের সম্ভাবনা থেকে যায়। এই ইনফেকশন থেকে দূরে থাকতে কয়টি জিনিস মেনে চলতে হবে।

যৌনাঙ্গে চুলকানি (Itching),
জ্বালা, কখনওবা মূত্রত্যাগের সময় জ্বালা, অধিক শুষ্ক ভাবে (Dryness), অধিক সাদা স্রাব- যৌনাঙ্গের এমন একাধিক সমস্যায় ভোগেন মেয়েরা। এই লক্ষণগুলো একাধিক রোগের কারণ হতে পারে। তবে, এই সব প্রাথমিক ভাবে ইনফেকশনের (Infection) জন্য হয়। ভ্যাজাইনা ইনফেকশন (Vaginal Infection) খুবই সাধারণ বিষয়। যৌনাঙ্গ সারাক্ষণ ভিজে থাকলে, টাইট অন্তর্বাস পরলে কিংবা পিরিয়ডসের সময় সঠিক স্বাস্থ্যবিধি মেনে না চললে ভ্যাজাইনা ইনফেকশনের সম্ভাবনা থেকে যায়। এই ইনফেকশন থেকে দূরে থাকতে কয়টি জিনিস মেনে চলতে হবে।

সব সময় যৌনাঙ্গ শুকনো (Dry) রাখুন। মূত্রত্যাগের পর মেয়েরা সাধারণ যৌনাঙ্গ ধুয়ে থাকেন। ডাক্তারি পরামর্শ মতে এটা করা খুবই ভালো অভ্যেস। কিন্তু, তা নির্দিষ্ট সময় অন্তর শুকনো রাখা উচিত। তা না হলে ইনফেকশনের (Infection) সম্ভাবনা বেড়ে যায়। যৌনাঙ্গ সব সময় পরিষ্কার রাখতে হবে। তবে, এক্ষেত্রে এমন কোনও প্রোডাক্ট ব্যবহার করবেন না যাতে ইনফেকশনের সম্ভাবনা বেড়ে যায়।
সব সময় শুকনো অন্তর্বাস (Under Wear) পরবেন। ভিজে পোশাকের জন্য ইনফেকশন হতে পারে। আর ভুলেও টাইট অন্তর্বাস পরবেন না। গোপনাঙ্গ সারাক্ষণ ঢাকা থাকার জন্য ঘাম হয়। এতে এমনিতেই ত্বকের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। অন্যদিকে, টাইট (Tight) পোশাক পরলে রক্তচলাচলে (Blood Circulation) ব্যঘাত ঘটতে পারে। এটা শরীরের জন্য ক্ষতিকর।

পিরিয়ডসের সময় অনেকেই ভ্যাজাইনা পরিষ্কার (wash) করেন না। অনেকে আবার শুধু জল দিয়ে পরিষ্কার করেন। এই অভ্যেস থেকে ইনফেকশন হতে পারে। পিরিয়ডসের সময় সঠিক প্রোডাক্ট দিয়ে ভ্যাজাইনা পরিষ্কার করুন। তা না হলে সংক্রমণের বিস্তর সম্ভাবনা আছে। আর অবশ্যই নির্দিষ্ট সময় অন্তর প্যাড পরিবর্তন করুন।

অাপনাদের মধ্যে যদি কোন ধরনেরন ভ্যাজাইনা ইনফেকশন, মাসিকের সমস্যা, যৌন,চর্ম রুগী থাকে তাহলে ইনবক্সে মেসেজ করুন।

ধন্যবাদ পোষ্ট টিতে সবাই লাইক কমেন্ট শেয়ার করুন।

 #স্তন_ক্যানসার!!বর্তমানে সারা বিশ্বের মহিলাদের কাছেই স্তন ক্যান্সার একটি আতঙ্কের নাম। আর এর প্রকোপ দিন দিন বেড়েই চলেছে।...
07/03/2022

#স্তন_ক্যানসার!!
বর্তমানে সারা বিশ্বের মহিলাদের কাছেই স্তন ক্যান্সার একটি আতঙ্কের নাম। আর এর প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। ইদানীং ক্যানসারের প্রচলিত ওষুধে কাজ হচ্ছে না। প্রচলিত বেশির ভাগ কেমোথেরাপিও এই রোগ নিয়ন্ত্রণ করতে পারছে না। তাই স্তন ক্যান্সার দিনে দিনে আরও চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের।
দৈনন্দিন কিছু অভ্যাসের ভুলে স্তন ক্যান্সারের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। আসুন জেনে নেওয়া যাক তেমনই ৮টি খারাপ অভ্যাসের কথা, যেগুলো স্তন ক্যান্সারের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয়।
মন দিয়ে পড়ুন-
★ স্তনের আকার অনুযায়ী সঠিক মাপের ব্রা ব্যবহার না করলে স্তন ক্যান্সারের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয়। স্তনের আকারের চেয়ে বড় মাপের বক্ষবন্ধনী স্তনের টিস্যুগুলোকে ঠিকমত সাপোর্ট দিতে পারে না। আবার অতিরিক্ত ছোট বা টাইট ব্রা স্তনের তরলবাহী লসিকা গুলি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং হয়ে যায়।
★ সারাক্ষণ ব্রা পরে থাকার কারণে ভেতরে ঘাম হবার অসুবিধা হয়, আর্দ্রতা জমে থাকে, সব মিলে স্তন ক্যান্সারের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয়। ঘরে থাকার সময় টুকুতে ব্রা ব্যবহার না করার চেষ্টা করুন।
★ প্লাস্টিকের বক্সে খাবার রাখা এবং বিশেষত সেটিতেই ওভেনে গরম করা স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়াতে প্রত্যক্ষ ভূমিকা নিতে পারে। এর চেয়ে কাঁচের পাত্র ব্যবহার করুন। আর প্লাস্টিক ব্যবহার করতে চাইলে তা ফুড গ্রেড কিনা নিশ্চিত হয়ে নিন।
★ ঘামের দূর্গন্ধ এড়াতে ডিওডোরেন্ট ব্যবহার করেন প্রায় সবাই! কিন্তু এই ডিওডোরেন্ট কেনার সময় খেয়াল রাখুন কী কী উপাদান আছে এতে। এলুমিনাম বেসড উপাদান থাকলে তা স্তন ক্যান্সারের ঝুকি অনেকটাই বাড়িয়ে দেয়। ডিওডোরেন্ট যেহেতু আপনি প্রতিদিন ব্যবহার করেন, তাই এ বিষয়ে সতর্ক হওয়া বিশেষ জরুরি।
★ চুল পেকে যাওয়া বা হাল ফ্যাশনের সঙ্গে মানিয়ে নিতে চুলে নানা রঙের ব্যবহার, যেটিই হোক না কেন, দোকান থেকে সস্তার চুলের রং কিনে আনবেন না। এতে চুল তো পড়ে যেতে পারেই, সেই সঙ্গে এতে ব্যবহৃত ক্ষতিকর রাসায়নিকের কারণে হতে পারে স্তন ক্যান্সারও। তাই ভালও ব্র্যান্ডের ভেষজ চুলের রং ব্যবহার করুন। আর সবচেয়ে ভাল হয় গাছ মেহেদি ব্যবহার করতে পারলে। মেহেদি একদিকে যেমন চুলের জন্য ভাল, সেই সঙ্গে এতে কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও নেই।
★ ঘরের দূর্গন্ধ দূর করতে এয়ার ফ্রেশনারের ব্যবহার দিন দিন জনপ্রিয় হচ্ছে। কিন্তু এতে থাকা প্যাথালেট নামক প্লাস্টিসাইজিং রাসায়নিক যা সুগন্ধকে দীর্ঘস্থায়ী করতে সাহায্য করে, তার সঙ্গে স্তন ক্যান্সারের সরাসরি সম্পর্ক রয়েছে। এর চেয়ে ফুটন্ত জলেতে এক টুকরো দারচিনি ফেলে দিন। এবার দেখুন, ঘরময় কি সুগন্ধই না ছড়াচ্ছে!
★ আলমারির কাপড়চোপড় পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে নেপথলিন তো আমরা ব্যবহার করেই থাকি। অনেকে আবার বাথরুমের দুর্গন্ধ এড়াতে বেসিনে, সিঙ্কেও নেপথলিন ফেলে রাখেন। কিন্তু এটি পুরোটাই ক্ষতিকর কেমিকেল দিয়ে তৈরী, যা কেবল পোকামাকড়কে দূরেই রাখে না, বরং আপনার স্তন ক্যান্সারের ঝুকিও বাড়িয়ে দেয় বহুগুণে। এর চেয়ে নিমপাতা শুকিয়ে কাগজে মুড়িয়ে রেখে দিন। একই উপকার পাবেন।
★ রান্নাঘরের সিঙ্ক বা কেবিনেট যে রঙিন তরল ক্লিনার দিয়ে আপনি পরিস্কার করছেন, তাতে থাকা কেমিকেল কেবল আপনার স্তন ক্যান্সারই নয়, মাইগ্রেন এবং অ্যালার্জির প্রকোপও বাড়িয়ে দিতে পারে। তাই কেমিকেল যুক্ত এই ক্লিনার ব্যবহার না করে ভিনেগার বা বেকিং সোডা দিয়ে পরিস্কার করতে পারেন।
যারা পড়েছেন এই আটটি কারণ তারা নিজেরা সচেতন হোন এবং অপর কেউ সচেতন করুন। শুধু যে মেয়েদের জন্য তা নয় পুরুষের স্তন ক্যান্সার হতে পারে। তাই নারী পুরুষ উভয়ের জানা উচিত। যদিও পুরুষের ১% ভাগের তুলনায় নারীর ৯৫% এই স্তন ক্যানসারে ঝুঁকি থাকে।
লজ্জা নয়, জানার জন্য, নিজেকে বাচানোর জন্য সতর্ক হওয়া জরুরি। আপনার অসুস্থতা তৈরি হলে কেউ পাশে থাকবেনা। আপনি নিজেকে সতর্ক হতে পারেন এবং অপরকেও সতর্ক করতে পারে। শরীরের একটা পার্ট নষ্ট হয়ে গেলে যে কতো বড় ক্ষতি হয়, যারা হয় সেই বুঝেনা।
নেগেটিভি থেকে দূরে সরে এসে আজই সচেতন হোন। লেখাটা নিজের ওয়াল রেখে দিন। আপনিও জানলেন আরো অনেকেই জানলো। আমরা চাই সুস্থ স্বাস্থ এবং সুন্দর পরিবেশ। ধন্যবাদ।
***

৩মাস ফ্রী চিকিৎসা সেবা নিন ঘরে বসে এবং এছাড়াও মেডিডিন ক্রয় করুন অনেক সূলভ মূল্যে।ডাক্তার সেবায় থাকছেঃ👉চর্ম,যৌন, বাত, বেথ...
08/02/2022

৩মাস ফ্রী চিকিৎসা সেবা নিন ঘরে বসে এবং এছাড়াও মেডিডিন ক্রয় করুন অনেক সূলভ মূল্যে।

ডাক্তার সেবায় থাকছেঃ

👉চর্ম,যৌন, বাত, বেথা,ব্রন
👉লিংগো অাকা বাকা হওয়া,
👉শরিলের স্বাস্থ্য ওজন কমে জাওয়া,
👉বেষ্ট ছোট এবং ঝুলে জাওয়া
👉মাসিক এর সমস্যা।
👉 বন্ধাত্ত বা বাচ্চা না হওয়া,এবং
👉 মা ও শিশু নবজাতকের সকল ধরনের সুচিকিৎসা প্রদান এবং সু পরামর্শ দেওয়া হয়।

অামাদের ফ্রী চিকিৎসা সেবা যারা নিবেন অাপনাদের প্রত্তেক এর একটি করে কার্ড করতে হবে ,


মূল্য মাত্র ৭০টাকা।

কার্ডের মেয়াদঃ
৩মাস। পরবতী তে ৫০টাকা দিয়ে নতুন আপডেট কার্ডনিতে পারতেন।
বিঃদ্রঃকার্ড এর মেয়াদ ৬মাস পার হলে নতুন করে পূর্ণরায় কার্ড করতে হবে। এবং পূর্বের কার্ড বাতিল ঘোষনা কর হবে।

অামাদের সুবিধা সমসূহঃ
👉অনলাইনে ফ্রী চিকিৎসা সেবা।
👉সকল প্রকার এ্যালোপ্যাথিক মেডিসিন সূলভ মূল্যে হোম ডেলিভারিতে।
👉২৪ঘন্টা ডাক্তার সেবা।
👉ডায়াগনিষ্টিক এ কমিশন।
👉৩মাস এ যত খুশি প্রত্তেক কার্ড ধারি যত বার খুশী ডাক্তারের ফ্রী সেবা নিতে পাবে এবং ডাক্তার এর পরামর্শ অনুযায়ী সকল মেডিসিন এ কমিশন পাবে হোম ডেলিভারিতে পাবে ফ্রী।

যে সব মহিলা গুলো মা হতে চাইতেছে, কিন্তুু অনেক মেডিসিন খাওয়ার পর ও কোনো কিছুই কাজ হইতেছেনা,অথবা পুরুষ দের সমস্যার কারনে ক...
27/01/2022

যে সব মহিলা গুলো মা হতে চাইতেছে, কিন্তুু অনেক মেডিসিন খাওয়ার পর ও কোনো কিছুই কাজ হইতেছেনা,অথবা পুরুষ দের সমস্যার কারনে কোনো মেয়ে মা হতে পারছেন না,

তাহলে এখন এই অামাদের পেজ এ মেছেজ করে,অাপনার প্রয়োজনীয় চিকিৎসা সেবা টি বিনা মূল্যে গ্রহন করুন

বন্ধ্যত্ব সমস্যায় ভুগছেন এমন দম্পতিদের প্রায় অর্ধেক ক্ষেত্রে স্বামীর আর অর্ধেক ক্ষেত্রে স্ত্রীর সমস্যা থাকে। সমস্যাভেদে ...
26/01/2022

বন্ধ্যত্ব সমস্যায় ভুগছেন এমন দম্পতিদের প্রায় অর্ধেক ক্ষেত্রে স্বামীর আর অর্ধেক ক্ষেত্রে স্ত্রীর সমস্যা থাকে। সমস্যাভেদে চিকিৎসা পদ্ধতিও ভিন্ন। বন্ধ্যত্ব চিকিৎসার একটা পদ্ধতির নাম আইইউআই। এ নিয়ে লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রসূতি ও নারীরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রেজাউল করিম কাজল

কোনো দম্পতি যদি এক বছর চেষ্টা করার পরও সন্তান লাভে ব্যর্থ হন, তাহলে তাঁদের বন্ধ্যত্ব সমস্যা আছে বলে ধারণা করা হয়।

তথ্য মতে, দেশে প্রায় ১২ শতাংশ দম্পতি বন্ধ্যত্ব সমস্যায় ভুগছে। আর্থ-সামাজিক ও পরিবেশগত পরিবর্তনের ফলে সন্তানহীন দম্পতিদের এই সংখ্যা ক্রমে বাড়ছে। আশার কথা, বাংলাদেশেও বন্ধ্যত্ব চিকিৎসার আধুনিক পদ্ধতি বিদ্যমান, এর মধ্যে কম খরচে সহজলভ্য একটি চিকিৎসা পদ্ধতি ‘আইইউআই’

পরীক্ষা-নিরীক্ষা
আইইউআই করার আগে অনেক সময় ডিম্বনালি বা ফেলোপিয়ান টিউবের কার্যক্ষমতা ঠিক আছে কি না তা দেখে নেওয়া হয়। আল্ট্রাসনোগ্রাফি, এক্স-রে বা ল্যাপারোস্কপি পরীক্ষার মাধ্যমে ডিম্বনালি খোলা না বন্ধ তা পরীক্ষা করা হয়।

অন্যদিকে রক্তে এএমএইচ নামের এক ধরনের হরমোন পরীক্ষা করা হয়, যা দেখে চিকিৎসক একজন নারীর ডিম্বাশয়ে কী পরিমাণ ডিম্বাণু সংরক্ষিত আছে, সে বিষয়ে ধারণা পান এবং সে অনুযায়ী ওষুধের ধরন ও মাত্রা ঠিক করেন।

বীর্যে কেমন শুক্রাণু থাকা উচিত?
সাধারণভাবে ধরে নেওয়া যায় যে প্রতি মিলি বীর্যে যদি পাঁচ মিলিয়ন বা ৫০ লাখ জীবিত, গতিশীল শুক্রাণু থাকে, তাহলে এই পদ্ধতির মাধ্যমে স্ত্রীর গর্ভধারণের সম্ভাবনা থাকে।

প্রক্রিয়া
আইইউআইর সময় নির্ধারণ করা হয় রোগীর ওপর কী ধরনের ওষুধ প্রয়োগ করা হয়েছে সে অনুযায়ী। নারীদের প্রতি মাসে যেকোনো একটি ডিম্বাশয়ে একটি ডিম্বাণু ফোটে। সেটি সাধারণত মাসিক চক্রের ১৩-১৪তম দিনে হয়ে থাকে। আইইউআই করার জন্য সবচেয়ে উপযুক্ত সময় হলো ডিম্বাণু ফোটার সময়টা।

মাসিকের দ্বিতীয় বা তৃতীয় দিন থেকে সাধারণত ওষুধ প্রয়োগ, আল্ট্রাসনোগ্রাফি ও রক্তের বিশেষ হরমোন পরীক্ষার মাধ্যমে আইইউআই করার পূর্বপ্রস্তুতি শুরু হয়। আইইউআই করার আগে তিন-চার দিনের জন্য সহবাস বন্ধ রাখতে বলা হয়। এর কমবেশি হলে শুক্রাণুর গুণগত মান নষ্ট হয়।

নিয়ম-কানুন মেনে নির্ধারিত দিনে বীর্য সংগ্রহের জন্য স্বামীকে আইইউআই ক্লিনিকে আসতে বলা হয়। প্রতিটি আইইউআই ক্লিনিকে বীর্য সংগ্রহের জন্য আলাদা নিরিবিলি রুম থাকে। জীবাণুমুক্ত ল্যাবরেটরিতে সংগ্রহ করা বীর্য থেকে বিশেষ ধরনের মেশিনের মাধ্যমে জীবিত, স্বাস্থ্যবান শুক্রাণু পৃথক করে নেওয়া হয়। এরপর এই স্বাস্থ্যবান শুক্রাণু খুব সরু ক্যাথেটার বা নলের মাধ্যমে স্ত্রীর গর্ভাশয়ে প্রবেশ করানো হয়।

আইইউআই পদ্ধতি প্রয়োগ করার পরই বাসায় চলে যাওয়া যায়, কোনো বিশ্রামের প্রয়োজন হয় না। স্বাভাবিক কাজকর্ম বা স্বামী সহবাসেও কোনো বিধি-নিষেধ থাকে না। শুধু বাথটাব বা পুকুরে ডুবে গোসল করতে বারণ করা হয়।

সফলতার হার
বন্ধ্যত্ব চিকিৎসার মধ্যে আইইউআই হলো সবচেয়ে সহজ ও প্রাথমিক ধাপ। কিছু বিষয় যেমন—স্ত্রীর বয়স, কত দিন যাবৎ সন্তানের জন্য চেষ্টা করা হচ্ছে, স্বামীর বীর্যে শুক্রাণুর সংখ্যা ও গুণগত মান, কী কারণে করা হচ্ছে ইত্যাদির ওপর এর সফলতার হার নির্ভর করে। তা ছাড়া চিকিৎসকের দক্ষতা, ল্যাব টেকনিশিয়ানের অভিজ্ঞতা, ল্যাবরেটরির মান নিয়ন্ত্রণ ইত্যাদির ওপরও এই পদ্ধতির সফলতা নির্ভরশীল।

যেকোনো নারীর জন্য প্রতিবার আইইউআই করার ক্ষেত্রে গর্ভবতী হওয়ার সম্ভাবনা ১০-১৫ ভাগ। তবে প্রতিবারই সফলতার হার বাড়ে। সাধারণত তিন-চারবার আইইউআই করার পর সফলতার হার বেড়ে ৪০-৫০ ভাগ পর্যন্ত হতে পারে। এ জন্য চার-পাঁচবার চেষ্টা করা উচিত। এর পরও সফলতা না এলে আইভিএফ বা টেস্টটিউব বেবি পদ্ধতিতে সন্তান নেওয়ার চেষ্টা করার পরামর্শ দেওয়া হয়।

আপনার যে কোনো সমস্যার জন্য ফ্রী ডাক্তার দেখাতে আমাদের পেইজে এ মেছেজ করুন।
05/12/2021

আপনার যে কোনো সমস্যার জন্য ফ্রী ডাক্তার দেখাতে আমাদের পেইজে এ মেছেজ করুন।

ব্রন, দাগ ছেলে মেয়ে দের। দূর হচ্ছেনা তাহলে এখন এই আমার সাথে পরামর্শ নিন, সব সময় ডাঃ সেবা পাবেন।
03/11/2021

ব্রন, দাগ ছেলে মেয়ে দের। দূর হচ্ছেনা তাহলে এখন এই আমার সাথে পরামর্শ নিন,
সব সময় ডাঃ সেবা পাবেন।

পুরোনো মাসিক এর বেথায় যারা ভুগতেছে তারা সময় নষ্ট না করে এখন এ আমাদের পেইজে এ মেছেজ করুন।
03/11/2021

পুরোনো মাসিক এর বেথায় যারা ভুগতেছে তারা সময় নষ্ট না করে এখন এ আমাদের পেইজে এ মেছেজ করুন।

Address

Rangpur
5680

Telephone

+8801781018385

Website

Alerts

Be the first to know and let us send you an email when Free BD Health Tips posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Free BD Health Tips:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category