Good Health Hospital

Good Health Hospital Concepts of Kandari Bohumukhi Samobay Samity Ltd

11/11/2025

যে দেশে কবিরাজের মাইকে ফুঁ দেওয়া পানি পড়া খেয়ে রোগ মুক্তি ঘটবে এই বিশ্বাসে খোলা মাঠে হাজার হাজার রুগী ও মানুষের সমাগম ঘটে।যে দেশের ৬৪% ভাগ মানুষ পল্লী চিকিৎসক ও ঔষধের দোকানদারদের নিকট নিয়মিত চিকিৎসা গ্রহন করেন রোগ নিরাময়ের জন্য যে দেশের শিক্ষিতদের একটা বড় অংশ মনে করে ডাক্তারের কাছে গেলেই তার জটিল রোগ ধরা পড়বে,তাই ডাক্তারদের এড়িয়ে চলাই উত্তম।যে দেশের ৯০ ভাগ মানুষ মনে করে তাদের জীবনে ভাল মন্দ যাই ঘটুক, তা তাদের ভাগ্য দ্বারা নির্দ্ধারিত। সে দেশের বেশীর ভাগ মানুষই অসুস্থ মানসিকতা ধারন করবে এটাই তো স্বাভাবিক। আর এইসব অসুস্থ মানুষদের অসুস্থ প্রতিযোগিতায় রাষ্ট্র, সমাজ, পরিবার, পেশা, ব্যক্তি পর্যায় প্রভাবিত হয়ে বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হবে, এটাই তো চরম স্বাভাবিক।

গতকাল ১০ নভেম্বর দুপুর ২টায় ওয়ার্ড বয়, আয়া, ক্লিনার, গার্ড ও আজ ১১ নভেম্বর দুপুর ২টায় গুড হেলথ হসপিটালের মেডিকেল অফিসার,...
11/11/2025

গতকাল ১০ নভেম্বর দুপুর ২টায় ওয়ার্ড বয়, আয়া, ক্লিনার, গার্ড ও আজ ১১ নভেম্বর দুপুর ২টায় গুড হেলথ হসপিটালের মেডিকেল অফিসার, স্টাফ নার্স, ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ, টেকনোলজিস্ট, সুপারভাইজার, ম্যানেজার সহ সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারীদের সাথে দুই দিনব্যাপি মাসিক সমন্বয় সভা।

05/11/2025

🌿 Helpster Charity- Good Health Hospital এর পক্ষ থেকে হতদরিদ্র ,গরীব ও নিম্নবিত্ত মানুষদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘোষণা -

আন্তর্জাতিক দাতব্য সংস্থা Helpster Charity শুধুমাত্র সেইসব রোগীদের সাহায্য করে, যাদের চিকিৎসা জীবন বাঁচাতে বা জীবন পরিবর্তন করতে পারে — এবং যারা নিজের চিকিৎসার খরচ বহন করতে পারে না।
তবে শর্ত থাকে যে রুগীদের বয়স অবশ্যই ২১ বছরের নীচে হতে হবে। নারীদের ডেলিভারি বা সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে বয়সের সময় সীমা শিথিল যোগ্য।

আমাদের চুক্তি (MoU) অনুযায়ী, Helpster Charity যে কোনো কেস গ্রহণ বা না-গ্রহণ করার সম্পূর্ণ অধিকার রাখে।

যে সমস্ত রোগীর চিকিৎসার ক্ষেত্রে হেল্পস্টার চ্যারেটি গুড হেলথ হসপিটালের মাধ্যমে আর্থিক চিকিৎসা সহায়তা দিবে-

❤️ ১. জীবন বাঁচানোর কেস (Life-Saving Cases)
• পেট ফেটে যাওয়া বা অন্ত্র বন্ধ হয়ে যাওয়া
• তীব্র অ্যাপেন্ডিসাইটিস
• জটিল প্রসবের জন্য সিজারিয়ান অপারেশন (যেমন: বাধাগ্রস্ত প্রসব, শিশুর কষ্ট, রক্তপাত, প্লাসেন্টা সমস্যা ইত্যাদি)
• মারাত্মক ম্যালেরিয়া বা নিউমোনিয়া (জরুরি ভর্তি প্রয়োজন)
• শরীরে সংক্রমণ (সেপসিস) বা শক
• মারাত্মক রক্তস্বল্পতা, যেখানে রক্ত দিতে হয়
• বড় দুর্ঘটনা বা হাড় ভাঙা
• হাইড্রোসেফালাস, মেনিনজাইটিস বা এনসেফালাইটিস
• ফুসফুসে রক্ত জমে যাওয়া
• হঠাৎ কিডনি বিকল হওয়া
• ফুসফুসে খাবার ঢুকে নিউমোনিয়া হওয়া
• অকালজাত শিশু (Premature baby)
• GBS
• মারাত্মক ডায়রিয়া
• হাড় বা জয়েন্টের জরুরি সমস্যা
• তীব্র হেপাটাইটিস

💚 ২. জীবন পরিবর্তনের কেস (Life-Changing Cases)
• বড় হাইড্রোসিল বা হার্নিয়া (যাতে ব্যথা বা চলাফেরায় সমস্যা হয়)
• হৃদরোগ বা জন্মগত হার্টের সমস্যা
• টনসিলের গুরুতর সমস্যা (যেমন: পুঁজ জমা বা দীর্ঘস্থায়ী সংক্রমণ)
• থাইরয়েডের রোগ
• মারাত্মক অপুষ্টি
• চোখের ছানি (Cataract surgery)
• অন্ত্রের জটিল রোগের অপারেশন (Colectomy বা Stoma reversal)
• গ্যাংগ্রিন বা দুর্ঘটনায় অঙ্গ কেটে ফেলা (Amputation)
• বড় ব্লাডার স্টোন
• নিরাময়যোগ্য কিডনি রোগ
• ক্লাব ফুট (Club foot)
• ঠোঁট বা তালু কাটা (Cleft palate)
• জন্মগত ছানি (Congenital cataract)
• নবজাতকের চোখের সমস্যা (ROP) বা অন্যান্য নিরাময়যোগ্য চোখের রোগ

🌸 বিশেষ নির্দেশনা ও অনুরোধ
আমরা চাই, আপনারা শুধুমাত্র সিজারিয়ান বা টনসিল কেস নয় — আরও বিভিন্ন ধরনের বাস্তব ও প্রয়োজনীয় কেস নির্ধারণ করতে হবে যাতে আরও বেশি অসহায় রোগীকে সাহায্য করা সম্ভব হয়।

👉 যে কেসগুলো জরুরি নয় (Emergency নয়), সেগুলোর অপারেশন ফান্ডরেইজিং সম্পন্ন হওয়ার পর করা হবে।
👉 Hydrocele এবং Hernia রোগীর ক্ষেত্রে রোগীর স্পষ্ট ছবি পাঠানো বাধ্যতামূলক, যা রোগীর প্রমাণ হিসেবে সংরক্ষণ করা হবে।
✍️
Helpster Charity
(For Life-Saving and Life-Changing Care)

04/10/2025
https://www.facebook.com/share/p/15EDmPzh7W/?mibextid=wwXIfr
11/04/2025

https://www.facebook.com/share/p/15EDmPzh7W/?mibextid=wwXIfr

নিউজডোর ডেস্ক: নিরাপদ প্রসব, মা ও শিশু মৃত্যুর হার কমানোসহ তাদের স্বাস্থ্য সুরক্ষায় ‘মা ও শিশু স্বাস্থ্য তথ্য বই’ ...

11/02/2025

Address

Dhap Jail Road
Rangpur
5400

Alerts

Be the first to know and let us send you an email when Good Health Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Good Health Hospital:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram