Good Health Hospital

Good Health Hospital Concepts of Kandari Bohumukhi Samobay Samity Ltd

31/12/2025
31/12/2025
16/12/2025
20/11/2025

অনেক ছোট হাসপাতাল ও ক্লিনিক এখনো ম্যানুয়াল পদ্ধতিতে রোগী রেজিস্ট্রেশন, বিলিং বা রিপোর্ট ম্যানেজ করে। এতে সময় বেশি লাগে, ভুলের ঝুঁকি থাকে এবং সার্ভিসের মানও কমে যায়। অথচ আজকের দিনে একটি হাসপাতালকে ডিজিটাল করা কঠিন নয় — সঠিক ধাপগুলো অনুসরণ করলেই সহজে পেপারলেস ও স্মার্ট সিস্টেমে রূপান্তর সম্ভব।
ধাপ ১: আউটডোর ম্যানেজমেন্ট ডিজিটাল করা
রোগী রেজিস্ট্রেশন, টোকেন, ও অ্যাপয়েন্টমেন্ট সম্পূর্ণ অনলাইনে করুন। এতে রোগীর তথ্য সংরক্ষণ সহজ হবে এবং Queue Management সিস্টেমে রোগীর অপেক্ষার সময় কমে যাবে।
ধাপ ২: স্বচ্ছ ও দ্রুত বিলিং সিস্টেম চালু করুন
ম্যানুয়াল বিলিং বাদ দিয়ে সফটওয়্যারের মাধ্যমে আইটেম-ওয়াইজ চার্জ, ডিসকাউন্ট ও পেমেন্ট ট্র্যাক করুন। এতে হিসাবের ভুল কমে, রিপোর্ট স্বয়ংক্রিয় হয় এবং রোগীর আস্থা বাড়ে।
ধাপ ৩: ল্যাব ও রিপোর্ট ম্যানেজমেন্ট স্বয়ংক্রিয় করুন
Sample Collection, Test Entry থেকে রিপোর্ট ডেলিভারি পর্যন্ত সব ধাপ সফটওয়্যারে রাখলে সময় বাঁচে এবং রিপোর্ট হারানো বা ভুলের সম্ভাবনা কমে। রোগী চাইলে নিজের রিপোর্ট অনলাইনেও দেখতে পারবে।
ধাপ ৪: ইনভেন্টরি ও স্টক ম্যানেজমেন্টে স্বচ্ছতা আনুন
ওষুধ, কনজুমেবল, ও অন্যান্য সামগ্রীর ইনভেন্টরি সফটওয়্যারে ট্র্যাক করলে চুরি বা অপচয় কমে এবং প্রয়োজনীয় আইটেম সময়মতো অর্ডার দেওয়া যায়। এতে খরচ নিয়ন্ত্রণে থাকে এবং প্রফিট বাড়ে।
ছোট হাসপাতাল বা ক্লিনিক ডিজিটাল হলে শুধু কাজের গতি বাড়ে না—রোগীর সন্তুষ্টি, আর্থিক স্বচ্ছতা ও হাসপাতালের বিশ্বাসযোগ্যতাও কয়েকগুণ বৃদ্ধি পায়। আজই শুরু করুন আপনার হাসপাতালের ডিজিটাল ট্রান্সফরমেশন যাত্রা!

11/11/2025

যে দেশে কবিরাজের মাইকে ফুঁ দেওয়া পানি পড়া খেয়ে রোগ মুক্তি ঘটবে এই বিশ্বাসে খোলা মাঠে হাজার হাজার রুগী ও মানুষের সমাগম ঘটে।যে দেশের ৬৪% ভাগ মানুষ পল্লী চিকিৎসক ও ঔষধের দোকানদারদের নিকট নিয়মিত চিকিৎসা গ্রহন করেন রোগ নিরাময়ের জন্য যে দেশের শিক্ষিতদের একটা বড় অংশ মনে করে ডাক্তারের কাছে গেলেই তার জটিল রোগ ধরা পড়বে,তাই ডাক্তারদের এড়িয়ে চলাই উত্তম।যে দেশের ৯০ ভাগ মানুষ মনে করে তাদের জীবনে ভাল মন্দ যাই ঘটুক, তা তাদের ভাগ্য দ্বারা নির্দ্ধারিত। সে দেশের বেশীর ভাগ মানুষই অসুস্থ মানসিকতা ধারন করবে এটাই তো স্বাভাবিক। আর এইসব অসুস্থ মানুষদের অসুস্থ প্রতিযোগিতায় রাষ্ট্র, সমাজ, পরিবার, পেশা, ব্যক্তি পর্যায় প্রভাবিত হয়ে বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হবে, এটাই তো চরম স্বাভাবিক।

Address

Dhap Jail Road
Rangpur
5400

Alerts

Be the first to know and let us send you an email when Good Health Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Good Health Hospital:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram