05/11/2025
🌿 Helpster Charity- Good Health Hospital এর পক্ষ থেকে হতদরিদ্র ,গরীব ও নিম্নবিত্ত মানুষদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘোষণা -
আন্তর্জাতিক দাতব্য সংস্থা Helpster Charity শুধুমাত্র সেইসব রোগীদের সাহায্য করে, যাদের চিকিৎসা জীবন বাঁচাতে বা জীবন পরিবর্তন করতে পারে — এবং যারা নিজের চিকিৎসার খরচ বহন করতে পারে না।
তবে শর্ত থাকে যে রুগীদের বয়স অবশ্যই ২১ বছরের নীচে হতে হবে। নারীদের ডেলিভারি বা সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে বয়সের সময় সীমা শিথিল যোগ্য।
আমাদের চুক্তি (MoU) অনুযায়ী, Helpster Charity যে কোনো কেস গ্রহণ বা না-গ্রহণ করার সম্পূর্ণ অধিকার রাখে।
যে সমস্ত রোগীর চিকিৎসার ক্ষেত্রে হেল্পস্টার চ্যারেটি গুড হেলথ হসপিটালের মাধ্যমে আর্থিক চিকিৎসা সহায়তা দিবে-
❤️ ১. জীবন বাঁচানোর কেস (Life-Saving Cases)
• পেট ফেটে যাওয়া বা অন্ত্র বন্ধ হয়ে যাওয়া
• তীব্র অ্যাপেন্ডিসাইটিস
• জটিল প্রসবের জন্য সিজারিয়ান অপারেশন (যেমন: বাধাগ্রস্ত প্রসব, শিশুর কষ্ট, রক্তপাত, প্লাসেন্টা সমস্যা ইত্যাদি)
• মারাত্মক ম্যালেরিয়া বা নিউমোনিয়া (জরুরি ভর্তি প্রয়োজন)
• শরীরে সংক্রমণ (সেপসিস) বা শক
• মারাত্মক রক্তস্বল্পতা, যেখানে রক্ত দিতে হয়
• বড় দুর্ঘটনা বা হাড় ভাঙা
• হাইড্রোসেফালাস, মেনিনজাইটিস বা এনসেফালাইটিস
• ফুসফুসে রক্ত জমে যাওয়া
• হঠাৎ কিডনি বিকল হওয়া
• ফুসফুসে খাবার ঢুকে নিউমোনিয়া হওয়া
• অকালজাত শিশু (Premature baby)
• GBS
• মারাত্মক ডায়রিয়া
• হাড় বা জয়েন্টের জরুরি সমস্যা
• তীব্র হেপাটাইটিস
💚 ২. জীবন পরিবর্তনের কেস (Life-Changing Cases)
• বড় হাইড্রোসিল বা হার্নিয়া (যাতে ব্যথা বা চলাফেরায় সমস্যা হয়)
• হৃদরোগ বা জন্মগত হার্টের সমস্যা
• টনসিলের গুরুতর সমস্যা (যেমন: পুঁজ জমা বা দীর্ঘস্থায়ী সংক্রমণ)
• থাইরয়েডের রোগ
• মারাত্মক অপুষ্টি
• চোখের ছানি (Cataract surgery)
• অন্ত্রের জটিল রোগের অপারেশন (Colectomy বা Stoma reversal)
• গ্যাংগ্রিন বা দুর্ঘটনায় অঙ্গ কেটে ফেলা (Amputation)
• বড় ব্লাডার স্টোন
• নিরাময়যোগ্য কিডনি রোগ
• ক্লাব ফুট (Club foot)
• ঠোঁট বা তালু কাটা (Cleft palate)
• জন্মগত ছানি (Congenital cataract)
• নবজাতকের চোখের সমস্যা (ROP) বা অন্যান্য নিরাময়যোগ্য চোখের রোগ
🌸 বিশেষ নির্দেশনা ও অনুরোধ
আমরা চাই, আপনারা শুধুমাত্র সিজারিয়ান বা টনসিল কেস নয় — আরও বিভিন্ন ধরনের বাস্তব ও প্রয়োজনীয় কেস নির্ধারণ করতে হবে যাতে আরও বেশি অসহায় রোগীকে সাহায্য করা সম্ভব হয়।
👉 যে কেসগুলো জরুরি নয় (Emergency নয়), সেগুলোর অপারেশন ফান্ডরেইজিং সম্পন্ন হওয়ার পর করা হবে।
👉 Hydrocele এবং Hernia রোগীর ক্ষেত্রে রোগীর স্পষ্ট ছবি পাঠানো বাধ্যতামূলক, যা রোগীর প্রমাণ হিসেবে সংরক্ষণ করা হবে।
✍️
Helpster Charity
(For Life-Saving and Life-Changing Care)