M/S Rana Pharmacy

M/S Rana Pharmacy "মানব সেবায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ"
*সেবা সমূহঃ- অভিজ্ঞ ডাক্তার,ঔষধ ও শিশু খাদ্য সরবরাহ করে থাকি।

বিসমিল্লাহির রাহমানির রাহিম                              –––––––––––––––––আলহামদুলিল্লাহ আজ মেসার্স রানা ফার্মেসী - তে ২...
24/01/2024

বিসমিল্লাহির রাহমানির রাহিম
–––––––––––––––––
আলহামদুলিল্লাহ আজ মেসার্স রানা ফার্মেসী - তে ২৪/১০/২০২৩ইং হইতে ২৪/০১/২০২৪ইং দীর্ঘ ৯০দিন পর নিজ প্রতিষ্ঠানে ফিরলাম। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি, যেন সর্বসাধারণের স্বাস্থ্য সেবা - Doctor Solution দিতে পারি- আমিন।।

 #চির তরুন থাকার টিপস্ঃডাঃ- দেবী শেঠী১. খুব ধীরে ধীরে চেষ্টা করতে করতে কয়েক মাসেরমধ্যে সকালে ঘুম থেকে উঠে চার গ্লাস পান...
22/03/2022

#চির তরুন থাকার টিপস্ঃ
ডাঃ- দেবী শেঠী

১. খুব ধীরে ধীরে চেষ্টা করতে করতে কয়েক মাসের
মধ্যে সকালে ঘুম থেকে উঠে চার গ্লাস পানি
খাওয়ার অভ্যাস করুন। এর পর বাথরুমে যান।
২. বাথরুম থেকে ফিরে এসে আরও এক গ্লাস পানি
খান এবং তার পর খান দুধ ছাড়া খুব হালকা এক
কাপ চা। আপনার ওজন বেশি হলে চিনি খাওয়া ছেড়ে
দিন। চা কখনোই অতিরিক্ত গরম খাবেন না।
৩. সারা দিনে ৮ থেকে ১২ গ্লাস বাড়তি পানি
খাবেন।
৪. পানি খাওয়ার নাম হচ্ছে হাইড্রোথেরাপি রা
জলচিকিৎসা। মূলত এটি হচ্ছে প্রায় সাড়ে ৫ হাজার
বছরের প্রাচীন ভারতীয় চিকিৎসা। আধুনিক
বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে- ঘুম থেকে
উঠে ধীরে ধীরে চার গ্লাস পানি খাওয়ার অভ্যাস
করলে প্রায় ৩৬ ধরণের রোগ হয় না এবং হলেও
সেরে যায়।
৫. অপর পক্ষে, দুধহীন এবং দুধ-চিনি-হীন হালকা
গরম চা হচ্ছে আড়াই হাজার বছর আগের একটি
চায়নিজ হারবাল মেডিসিন । সেকালে এই চা দিয়ে
হার্ট, ব্লাড প্রেসার (উচ্চ রক্তচাপ) ও পেটের
নানা রকম রোগের চিকিৎসা করা হতো। আবার
আধুনিক বৈজ্ঞানিক বিশ্লেষণে দেখা যাচ্ছে- চায়ে
রয়েছে অ্যান্টিঅিডেন্ট, যা ক্যান্সার প্রতিরোধে
নিশ্চিত অবদান রাখে। এ ছাড়াও অন্য বহুগুণ
রয়েছে চায়ে। তবে যে চা-টা প্রক্রিয়াজাত হয়নি, সে
চায়ের গুণাগুণই অপেক্ষাকৃত ভালো।
৬. ভিটামিন সি একটি বৈপ্লবিক খাদ্যপ্রাণ এর
গুণাগুণ অসংখ্য। জানা গেছে, দিনে ১ হাজার
মিলিগ্রাম ভিটামিন সি খেলে মানুষ চির তরুণ থাকে।
তবে ট্যাবলেট খেলে কিছুই উপকার পাওয়া যায় না।
প্রতিদিনই কমবেশী খেতে হবে ভিটামিন সি সমৃদ্ধ
তাজা ফলমূল। ভিটামিন সিও ক্যান্সার ঠেকাতে
সাহায্য করে। আমলকি, সব ধরনের লেবু, টমেটো,
কমলা, পেয়ারা, নানা রকর টক স্বাদের ফলে
বিভিন্ন মাত্রায় ভিটামিন সি রয়েছে।
৭. ধূমপানসহ সকল ধরণের নেশা জাতীয় অভ্যাস
ত্যাগ করুণ। কারণ নেশা মানুষকে সকল দিক দিয়ে
ধ্বংস করে দেয়।
৮. রেডমিট অর্থাৎ গরু, মহিষ, খাসি, ভেড়া
ইত্যাদির মাংস খাওয়া ছেড়ে দিতে হবে। ফার্মের
মুরগিও চলবে না। শুধু চর্বিহীন বাচ্চা মুরগির মাংস
খাওয়া চলতে পারে।
৯. প্রচুর পরিমাণে আধা-সেদ্ধ শাক-সবজি,
তরিতরকারি এবং খুব অল্প পরিমাণে ভাত-রুটি
খাওয়া উচিত।
ভাজাভুজি খাবেন না। অতিরিক্ত তেল, চর্বি, ঘি,
মাখন খাবেন না। মসলার বিভিন্ন ভেষজ গুণ আছে,
তবুও রান্নায় খুব বেশি মসলা ব্যবহার করবেন না।
১০. সালাদ হিসাবে প্রতিদিন বেশি করে খাবেন
কাঁচা লেটুস পাতা, পুদিনা পাতা, টমেটো ইত্যাদি।
১১. বিধিনিষেধ না থাকলে সকালে খালি পেটে এক
চামচ মধু খাবেন।
১২. ছোট-বড় সব ধরনের মাছ খাবেন। সমুদ্রের
মাছ খাওয়া অভ্যাস করতে পারলে তো খুবই ভালো।
কেননা, এটা মহৌষধ। গাদা-গাদা মাছের কাটা খাওয়া
ঠিক নয়। ওতে পাকস্থলিতে পাথর হতে পারে।
১৩. সূর্যমূখী ফুলের বীজ হচ্ছে হার্টের ভেষজ
ওষুধ। রান্নায় সূর্যমূখী তেল ব্যবহার করলে
হার্টের সুরক্ষা যেমন হয়, তেমনি হার্টের অসুখ
থাকলে তা সারাতে সাহায্য করে।
১৪. প্রতিদিন অল্প একটু টক দই খাওয়ার অভ্যাস
করুন। টক দই উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে আনতে
সাহায্য করে ।

ডা. দেবী শেঠী

02/12/2021

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকায় রক্তে জমাট বাঁধার পার্শ্বপ্রতিক্রিয়ার কারণ উদঘাটন করেছেন বল....

আসুন আমরা আর-একটু সচেতন হই।।
23/09/2021

আসুন আমরা আর-একটু সচেতন হই।।

রাজধানীর গুলশানে অনুমোদনহীন ও আমদানি নিষিদ্ধ ওষুধ বিক্রির অভিযোগে ফার্মেসিতে অভিযান পরিচালনা করেছে র‌্যাব-৪ এর...

23/09/2021

খুলনার রূপসা উপজেলায় চিকিৎসা সনদ না থাকার পরও চেম্বার খুলে সেবা দেওয়ার দায়ে দুজনকে সাজা দিয়েছেন র‍্যাপিড অ্যাকশ....

15/09/2021

১০৯ বছর বয়সি হৃদরোগ বিশেষজ্ঞ তাঁর গোপনীয়তা প্রকাশ করেছেন দীর্ঘায়ুর এবং চমৎকার স্বাস্থ্যের

18/07/2021

কোন কোন সমস্যা থাকলে টিকা নেয়ার আগে সতর্ক থাকতে হবে? করোনাভাইরাসে আগে আক্রান্ত হলে কি টিকা দেয়া লাগবে? টিকাগুলো....

20/06/2021

করোনাভাইরাস আবারোও ধেয়ে আসছে। সাবধান ও সর্তক থাকুন।।

25/09/2020

বিসমিল্লাহির রহমানির রহিম
করোনা ভাইরাস-১৯
সারাবিশ্বে আজ ভয়াবহ অবস্থা, এ-ই ভাইরাস থেকে বাঁচার উপায় #সচেতনতা ও লক্ষ্মণ দেখা দিলে সাথে সাথে নিকটস্থ চিকিৎসক এর পরামর্শগ্রহণ করা।

নিজের কাছে একরকম লক্ষ্মণ মনে হলেই চলে আসুন - আমাদের ফার্মেসী তে, এখানে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা পরামর্শ ও চিকিৎসা দেওয়া হয়।।

Address

Gaibandha Rangpur Division Dhaka
Rangpur

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 23:30
Friday 15:30 - 22:00
Saturday 09:00 - 23:00
Sunday 09:00 - 23:30

Telephone

+8801717913743

Website

Alerts

Be the first to know and let us send you an email when M/S Rana Pharmacy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category