First- Aid Diagnostic & Consultation

First- Aid Diagnostic & Consultation medical & health services

17/11/2022

THERMOTHARAPY (গরম সেঁক) কখন ও কোথায় নেয়া যায় নাঃ

ব্যথার জন্য আজকাল অনেকে নিয়ে থাকেন প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয়ভাবে। কিন্তু সত্যি কথাটা হল চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন যেমন স্বাস্থ্যবান্ধব নয় তেমনি ফিজিক্যাল মেডিসিন এ্যন্ড রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ ডাক্তারের দেয়া প্রেসক্রিপশন ছাড়া THERMOTHARAPY গ্রহনও নিরাপদ নয়।

ফিজিক্যাল থেরাপির উপকারীতা পাওয়া যায় তখনই যখন সুনির্দিষ্ট প্রয়োজনে সুনির্দেশিত ব্যবস্থাপত্র অনুসরণে নেওয়া হয়।

আর, অপকারিতা? এটি আসে দু’টি পথ ধরেঃ

প্রথমত, কিছু থেরাপী আছে যা নির্দিষ্ট কিছু ক্ষেত্রে নির্দেশিত নয়ই, বরং নিষিদ্ধ;

দ্বিতীয়ত, সঠিক ডোজ এবং সঠিক সময়সীমা না জানলেও ক্ষতি হয়।

যেমন, থেরাপীসমূহের মধ্যে সবচাইতে প্রচলিত এবং জনপ্রিয় হল Thermotherapy (Heat Therapy) যাকে অনেকে সেঁক দেওয়া বা গরম সেঁক ইত্যাদি নামে চেনেন এবং সাময়িক আরাম বা ব্যথালাঘবের উদ্দেশ্যে গ্রহন করে থাকেন রকমারি machine দ্বারা।

দেখে নিই কখন বা কোথায় এই Thermotherapy গরম সেঁক নেওয়া যাবে নাঃ

১। কোন স্থানে আঘাত এর পরে প্রথম ৭২ ঘন্টা; যেমন- পা মচকে গেলে।

২। অস্থিসন্ধি বা Joint এ নতুন/স্বল্পমেয়াদী প্রদাহে, অথবা ফুলে গেলে।

৩। জীবানু সংক্রমন (infection) থাকলে।

৪। রক্তপাতজনিত অবস্থায়; যেমন- ঋতুস্রাবের বা গর্ভকালীন সময়ে; রক্তরোগ জনিত আর্থাইটিসে, যথা- Hemophilic arthritis-এ আক্রান্ত হাঁটু।

৫। ক্যান্সার ও টিউবারকুলোসিস হয়ে থাকে অস্থিসন্ধি ও মেরুদন্ডেও, আর তাপে ক্যান্সার ও টিবি দু’টোই ছড়িয়ে যায় দেহের ভেতরে। তাই, সেঁক দেবার পূর্বে নিশ্চিত করুন যে এ দুটোর কোনটিতে আপনি আক্রান্ত নন।

৬। অনুভূতিহীন ত্বকে তাপ-থেরাপী নেয়ার ঝুঁকি থাকেঃ তাপমাত্রা-সংবেদনশীলতা না থাকার ফলে উচ্চ তাপে ত্বক পুড়ে যেতে পারে।

৭। শরীরের অভ্যন্তরে ধাতব বস্তু থাকলে; যেমন- ভাঙ্গা হাড় জোড়া লাগানোর জন্য রড বা স্ক্রু লাগানো থাকলে, জরায়ুতে কপার-টি নেয়া থাকলে। এসব ক্ষেত্রে তাপে ধাতু উত্তপ্ত হয়ে অভ্যন্তরীন tissues পুড়িয়ে দেবে।

৮। দেহের কোন অংশে রক্তপ্রবাহের স্বল্পতা থাকলে; যেমন- বার্জারস ডিজিস এ আক্রান্ত, কিংবা ডায়াবেটিক রোগীর পায়ের ক্ষেত্রে খুব সাবধান।

৯। Thermotherapy নেয়া তার জন্যও বিপদজনক যে অতিরিক্ত তাপজনিত ব্যথার কথা ঠিকমত বা সময়মত প্রকাশ করতে পারবে না; যেমন- শিশু, গুরুতর মানসিক রোগাক্রান্ত ব্যক্তি ইত্যাদি।

তাই, নিজ শরীরের প্রয়োজন ও সীমাবদ্ধতা দুটোই যাচাই করে নিয়ে একজন ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী ফিজিক্যাল থেরাপী গ্রহন করুণ, ভালো থাকুন।
(সংগৃহীত)

May Allah accept all of our sacrifices and shower us with his blessings. Enjoy your Eid and convey our regards to your f...
09/07/2022

May Allah accept all of our sacrifices and shower us with his blessings. Enjoy your Eid and convey our regards to your family!

Eid Mubarak.

Our package includes:* Blood Grouping ABO & Rh* Glucose - Random* Urine R/M/E PLUS - this test contains Urine for Sugar ...
15/06/2022

Our package includes:
* Blood Grouping ABO & Rh
* Glucose - Random
* Urine R/M/E PLUS - this test contains Urine for Sugar & Albumin
* ECG
* X-Ray - Chest PA View
* Serum creatinine
Regular price
Tk 1,900.00 BDT
Offer price
Tk 750

Our package includes:
* Blood Grouping ABO & Rh
* Glucose - RBS
* Urine R/M/E
* ECG
* X-Ray - Chest PA View
* HBA1C
* CBC with ESR
* S. Creatinine
* Lipid profile
* Consultation with MO

Regular price
Tk 4,000.00 BDT

Offer price

Tk 2300

ফার্স্ট - এইড এর কনসালটেন্ট   (সার্জারী )মাননীয়া প্রধানমন্ত্রীর হাতে "গোল্ডমেডেল" পাওয়ায়ডা. মিনহাজ উদ্দিন রাজিব স্যারকে ...
06/06/2022

ফার্স্ট - এইড এর কনসালটেন্ট (সার্জারী )
মাননীয়া প্রধানমন্ত্রীর হাতে
"গোল্ডমেডেল" পাওয়ায়
ডা. মিনহাজ উদ্দিন রাজিব স্যারকে শুভেচ্ছা ও অভিনন্দন । #ফেলোশীপ পরীক্ষায় অসাধারন কৃতিত্বের জন্য ডা.মিনহাজ উদ্দিন রাজিব স্যার পেলেন গোল্ড মেডেল পুরস্কার।

বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান এন্ড সার্জনস ( বিসিপিএস) এর অধীনে সার্জারী বিষয়ে ফেলোশীপ পরীক্ষায় অসাধারন কৃতিত্বের সাথে পাশ করার জন্য ডাঃ মিনহাজ উদ্দিন রাজিবকে শেখ হুমাউন কবীর মেমোরিয়াল গোল্ড মেডেল পদক প্রদান করা হয়।

উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্হিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা । প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ডা মিনহাজ উদ্দিন রাজিবের হাতে গোল্ড মেডেল ও সার্টিফিকেট তুলে দেন স্বাস্হ্যমন্ত্রী জাহিদ মালেক।

ডা মিনহাজ উদ্দীন রাজিব নীলফামারী ২৫০ শয্যা হাসপাতালের সার্জারী কনসালটেন্ট। উনার সহধর্মিনী সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের গাইনী বিভাগের কনসালটেন্ট ডা মামুদা আফরোজ।

এ অসামান্য কৃতিত্বের জন্য ডা.মিনহাজ উদ্দিন রাজিবকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।

ফার্স্ট - এইড এর কনসালটেন্ট   (সার্জারী )মাননীয়া প্রধানমন্ত্রীর হাতে "গোল্ডমেডেল"এর জন্য মনোনীত হওয়ায়ডা. মিনহাজ উদ্দিন র...
25/05/2022

ফার্স্ট - এইড এর কনসালটেন্ট (সার্জারী )
মাননীয়া প্রধানমন্ত্রীর হাতে
"গোল্ডমেডেল"এর জন্য মনোনীত হওয়ায়
ডা. মিনহাজ উদ্দিন রাজিব স্যারকে শুভেচ্ছা ও অভিনন্দন ।

বিস্তারিত তথ্যের জন্য 0177879752
05/05/2022

বিস্তারিত তথ্যের জন্য
0177879752

17/04/2022

এই ডাক্তারি পরামর্শটির বাস্তব উদাহরণ আমি নিজে!!!
গত মার্চের ৬ তারিখের গভীর রাতে আমার ঘুম ভেঙ্গে গিয়েছিল! দ্রুত ওঠে বাথরুমে পেসাব করে বোতলে পানি খেয়ে আবার ঘুমিয়ে পড়ি। তার দুইদিন পর সিমটম শুরু হলে নিউরোসাইন্স হাসপাতালে যাই। যথারীতি সিটিস্ক্যান! ধরা পড়ে মাইনর স্ট্রোক!
পরামর্শঃ-
যারা রাত্রে বা ভোরে বাথরুমে যাবার জন্য ঘুম থেকে ওঠেন তাদের জন্য ডাক্তারদের একটি খুবই গুরুত্বপূর্ণ উপদেশ:

আমরা প্রায়ই শুনতে পাই একেবারে সুস্থ একজন মানুষ রাতের বেলা হঠাৎ মারা গেছেন। এটার একটা কারন হচ্ছে রাতে বাথরুমে যাবার জন্য ঘুম ভেঙ্গে গেলে আমরা তাড়াহুড়ো করে হঠাৎ উঠে দাঁড়িয়ে পড়ি, যা ব্রেইনে রক্তের প্রবাহ হঠাত কমিয়ে দেয়। এটা আপনার ইসিজি প্যাটার্নও বদলে দেয়।

হুট্ করে ঘুম থেকে উঠেই দাঁড়িয়ে পড়ার দরুন আপনার ব্রেইনে সঠিক ভাবে অক্সিজেন পৌছাতে পারেনা, যার ফলে হতে পারে হার্ট এ্যাটাকের মত ঘটনাও।

ডাক্তাররা ঘুম থেকে উঠে বাথরুমে যাবার আগে সবাইকে 'দেড় মিনিট' সময় নেয়ার একটি ফর্মুলা দিয়েছেন।

এই দেড় মিনিট সময় নেয়াটা জরুরি কারন এটা কমিয়ে আনবে আপনার আকস্মিক মৃত্যুর সম্ভাবনা।

হঠাৎ এই উঠে পড়ার সময়ে এই দেড় মিনিটের ফর্মুলা বাঁচিয়ে দিতে পারে আমাদের জীবন।

১। যখন ঘুম থেকে উঠবেন, হুট করে না উঠে মিনিমাম তিরিশ সেকেন্ড বিছানায় শুয়ে থাকুন।

২। এরপর উঠে বিছানায় বসে থাকুন তিরিশ সেকেন্ড।

৩। শেষ তিরিশ সেকেন্ড বিছানা থেকে পা নামিয়ে বসুন।

এই দেড় মিনিটের কাজ শেষ হবার পর আপনার ব্রেইনে পর্যাপ্ত পরিমানে অক্সিজেন পৌছাবে যা আপনার হার্ট এ্যাটাকের ঝুঁকি একদম কমিয়ে আনবে।

খুবই গুরুত্তপুর্ন এই স্বাস্থ্য সম্পর্কিত তথ্যটি‌ ছড়িয়ে দিন আপনার পরিবার, বন্ধু এবং পরিচিত লোকজনের মাঝে। নিজে এই ফর্মুলাটি মেনে চলুন এবং অন্যদেরকেও মানতে বলুন।

মনে রাখবেন যেকোন বয়সের মানুষের ক্ষেত্রেই এমন দুর্ঘটনা ঘটে। সুতরাং সবাই নিয়মটি মানতে চেষ্টা করবেন প্লিজ। বিদ্রঃ সংগৃহীত, জনসচেতনতার জন্যে প্রচারিত।

প্রতি বৃহস্পতিবার বিকাল ৩ টা হতে সন্ধ্যা ৭ টা আপনার প্রিয় শহর সৈয়দপুরে।
05/04/2022

প্রতি বৃহস্পতিবার বিকাল ৩ টা হতে সন্ধ্যা ৭ টা

আপনার প্রিয় শহর সৈয়দপুরে।

21/12/2021

First- Aid Diagnostic & Consultation এ ডায়াল্যাব সফটওয়্যার সলিউশন এর রেফারে সকল টেস্ট/চিকিৎসার উপর পাচ্ছেন ১০% ডিসকাউন্ট।

বিশ্বমানের যন্ত্রপাতি ও শতভাগ কম্পিউটারাইজড টেকনোলজি এখন সৈয়দপুরে।
ফার্স্ট-এইড ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন এর সেবাসমূহ :
১- বিশেষজ্ঞ চিকিৎসক ।
২-প্যাথলজিক্যাল সকল পরীক্ষা( 100% এনালাইজার)
৩-দক্ষ টেকনোলজিস্ট এবং টেকনেশিয়ান
৪- হরমোন এ্যালিজা।
৫- ডিজিটাল 4D কালার ডপলার আল্ট্রাসনোগ্রাম।
৬- ১২ চ্যানেল ইসিজি।
৭-ডিজিটাল এক্সরে( ডেন্টাল এক্সরে সহ)।
৮-সার্বক্ষনিক চিকিৎসক ।

ঠিকানা: দিনাজপুর রোড , জননী কুরিয়ার এন্ড সিদ্দিক মিলের পাশে, সৈয়দপুর।
মোবাইল : 01777879752

Address

Dinajpur Road, Near Janani Courier, Opposite Of USB Courier
Saidpur
5310

Alerts

Be the first to know and let us send you an email when First- Aid Diagnostic & Consultation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to First- Aid Diagnostic & Consultation:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram