Blood Fighter For Humanity

Blood Fighter For Humanity Blood Fighter For Humanity

আজ ৫ ডিসেম্বর "আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসের শুভেচ্ছা!সারা বিশ্বের সকল স্বেচ্ছাসেবকদের প্রতি রইল শ্রদ্ধা ও অকৃত্রিম ভা...
05/12/2025

আজ ৫ ডিসেম্বর "
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসের শুভেচ্ছা!

সারা বিশ্বের সকল স্বেচ্ছাসেবকদের প্রতি রইল শ্রদ্ধা ও অকৃত্রিম ভালবাসা।। বাংলাদেশের পথে প্রান্তরে যে সকল স্বেচ্ছাসেবকরা একটি সুন্দর সমাজ ও দেশ এবং দেশের মানুষের জন্য যে অবদান রাখছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। এগিয়ে যাক প্রতিটা মানুষ মানবতার কল্যানে, স্বেচ্ছাসেবার কাজের পরিধির ব্যপ্তি হোক, ধরায় নেমে আসুক মহানুভবতার ছায়া 💚

🖤 জয় হোক প্রতিটা স্বেচ্ছাসেবকের ❤️
ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি

আলহামদুলিল্লাহ আমরা এখন ৩৪+ সদস্যর পরিবার।
27/11/2025

আলহামদুলিল্লাহ
আমরা এখন ৩৪+ সদস্যর পরিবার।

22/11/2025

⚠️ জরুরি সচেতনতা বার্তা ⚠️

দেশজুড়ে “২ ঘণ্টার মধ্যে ভূমিকম্প হবে” — এই ধরনের ভুয়া খবর ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। মনে রাখবেন, ভূমিকম্পের সঠিক সময় কেউই আগে থেকে বলে দিতে পারে না। এই ধরনের ঘোষণা সম্পূর্ণ গুজব ও মিথ্যা তথ্য।

এ সুযোগে এক শ্রেণির মানুষ ভয় দেখিয়ে চুরি, ডাকাতি বা বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করতে পারে। তাই সবাইকে অত্যন্ত সতর্ক থাকতে হবে।

👉 অযাচিত ঘোষণা বা মাইকে প্রচারিত গুজবে বিশ্বাস করবেন না
👉 সব তথ্য যাচাই করুন সরকারি আবহাওয়া অধিদপ্তর বা নির্ভরযোগ্য সূত্র থেকে
👉 রাতে ঘরবাড়ি ও আশপাশ নিরাপদ রাখুন
👉 গুজব ছড়ানো ব্যক্তিদের সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে সহায়তা করুন

আমরা সচেতন হলে, গুজব ছড়ানো কোনো অপশক্তিই আমাদের ক্ষতি করতে পারবে না।

আল্লাহ আমাদের সবাইকে এই গুজব, ভয় ও সম্ভাব্য বিপদ থেকে নিরাপদ রাখুন।
আল্লাহুম্মা আমীন।

আলহামদুলিল্লাহ    এর দেওয়ানগঞ্জ উপজেলা শাখার দায়িত্বশীল ত্রানবিষয়ক সম্পাদক মো: নিশ্বাস এর ৪র্থবার বি+ ব্লাড দান করলেন মু...
21/11/2025

আলহামদুলিল্লাহ এর দেওয়ানগঞ্জ উপজেলা শাখার দায়িত্বশীল ত্রানবিষয়ক সম্পাদক
মো: নিশ্বাস এর ৪র্থবার বি+ ব্লাড দান করলেন মুমূর্ষু রোগীর জন্য
সবাই রক্তদাতা ও রোগীর জন্য দোয়া করবেন।

শুভজন্মদিন Blood Fighter For Humanity এর দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সাবেক দায়িত্বশীল সভাপতি Md Shohel Rana ,  একেকজন দায়িত্...
17/11/2025

শুভজন্মদিন Blood Fighter For Humanity এর দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সাবেক দায়িত্বশীল সভাপতি Md Shohel Rana , একেকজন দায়িত্বশীল মানে হচ্ছে রক্তযোদ্ধা ব্লাড ব্যাংক।
আপনার জন্মদিনে এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা।

Blood Fighter For Humanity এর সম্মানিত উপদেষ্টা তরুণ বিজ্ঞানী মোঃতৌহিদুল ইসলাম Southern University Bangladesh তে রিসার্চ...
14/11/2025

Blood Fighter For Humanity এর সম্মানিত উপদেষ্টা তরুণ বিজ্ঞানী মোঃতৌহিদুল ইসলাম Southern University Bangladesh তে রিসার্চার হিসাবে নিয়োগ পাওয়ায় ভাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
মানবিক অগ্রযাত্রা সব জাগায় ছড়িয়ে পড়ুক।

অভিনন্দন সবাইকে  ❤️😍আগামী ৬ মাসের জন্য ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি এর মাদারগঞ্জ উপজেলা শাখার ২১ বিশিষ্ট আহবায়ক কমিটি দেয...
12/11/2025

অভিনন্দন সবাইকে ❤️😍
আগামী ৬ মাসের জন্য ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি এর
মাদারগঞ্জ উপজেলা শাখার ২১ বিশিষ্ট আহবায়ক কমিটি দেয়া হল।

নবনির্বাচিত সকল সদস্যদের জন্যই শুভকামনা ও দোয়া রইলো ❤️😍

১/ আহ্বায়কঃ মো: রকিবুল ইসলাম রায়হান (B+) 01610366095

২/ সিনিয়র যুগ্ন আহ্বায়কঃ আবু বক্কর সিদ্দিক (B+)
+8801942-234018

৩/ যুগ্ন আহ্বায়কঃ আশিকুর রহমান সানী (AB+) ০১৪০৬২২৯২৩৭

৪/যুগ্ম আহ্বায়কঃ তাপসী (O+) ০১৯২৫০১১৬২৫

৫/সংগঠকঃ শেখ শিপন (B+)
01828-409427

৬/ সিনিয়র সহ সংগঠকঃ আরিয়ান শুভ (B+) 01610332936

৭/ সহ-সংগঠকঃ মুহাম্মদ আকাশ
(B+) ০১৮৮৯৩১০৩০১

৮/ মুখ্য সংগঠকঃ আবু সুফিয়ান (O+) 01825889265

৯/ মুখ্য সহ সংগঠকঃ আব্দুল্লাহ কাফি (A+)
+8801617-822862

১০/ সদস্য সচিবঃ মোস্তাক (B+) 01885-859977

১১/ সিনিয়র সদস্য সচিব: সুবর্ণা আক্তার (B+) 01308615102

১২/ যুগ্ম সদস্য সচিবঃ আব্দুর রাহীম (B+) +880 1401-899669

১৩/ দফতর সম্পাদকঃ মেহেদী হাসান শয়ন (O+) ০১৬১৮৬৬৪৯৮৭

১৪/ সদস্যঃ সিয়াম আহমেদ (O+)
০১৪০০২৯৪৩৫৭

১৫/ সদস্য:মিল্লাত হোসাইন (B+)
01629623551

১৬/ সদস্যঃ কামরুল হাসান আসিফ (B+) 01941831684

১৭/ সদস্যঃ রাফিউল ইসলাম সাকিব (O+)
01840124991

১৮/ সদস্যঃ ইব্রাহিম খলিল নিরব (B+) 01408-055132

১৯/ সদস্যঃ ফয়ছাল আহমেদ (AB+) +8801894-374031

২০/ সদস্যঃ মো: উজ্জ্বল আহমেদ (O+) 01833402084

২১/ সদস্যঃ মো: নিরজন আহমেদ বিশাল (B+)
01965313519
Blood Fighter For Humanity ❤️😍

Blood Fighter For Humanity এর অন্যতম একটা আদর্শ হচ্ছে শক্রুকেও ব্লাড দিতে কৃপণতা করবেনা আলহামদুলিল্লাহ প্রিয় ভাই হাফেজ S...
11/11/2025

Blood Fighter For Humanity এর অন্যতম একটা আদর্শ হচ্ছে শক্রুকেও ব্লাড দিতে কৃপণতা করবেনা
আলহামদুলিল্লাহ প্রিয় ভাই হাফেজ SK Kowsar Islam কে বলা মাত্র
ইসলামপুর শাহকামাল হাসপাতালে মুমুর্ষ রোগীর জন্য ব্লাড দিয়েছে,
সবাই রক্তদাতা ও রোগীর জন্য দোয়া করবেন।
#লেট পোস্ট 🥲

আলহামদুলিল্লাহ   এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক  #শাহিন আলম এর ২০তম বারের এবি+ ব্লাড দান। শুভকামনা।
09/11/2025

আলহামদুলিল্লাহ
এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক
#শাহিন আলম এর ২০তম বারের এবি+ ব্লাড দান।
শুভকামনা।

বাচ্চা ছেলেটি থ্যালাসেমিয়া বাহকবাসা:জামালপুর জেলা দেওয়ানগঞ্জ উপজেলায়তার বড় ভাই এই রোগে আক্রান্ত হয়ে মারা যায়😪বাবা দীর্ঘদ...
03/11/2025

বাচ্চা ছেলেটি থ্যালাসেমিয়া বাহক
বাসা:জামালপুর জেলা দেওয়ানগঞ্জ উপজেলায়
তার বড় ভাই এই রোগে আক্রান্ত হয়ে মারা যায়😪
বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ।
এই অবস্থায় বাচ্চাটির পরিবারের পক্ষে তাকে নিয়মিত রক্ত দান ও চিকিৎসার ভার বহন করা অসম্ভব।
এমন পরিস্থিতি দেখে এর দেওয়ানগঞ্জ উপজেলা শাখা সভাপতি জনাব জয়নুল আবেদীন কেন্দ্রীয় দায়িত্বশীল সেক্রেটারি ইউসুফ আহমেদ সুমন কে জানায় অতঃপর তিনি আমাদের শ্রদ্ধভাজন ভাই সৌদি প্রবাসি জনাব #রাশিদুল ইসলাম মুগ্ধ ভাইকে জানালে
তিনি তার ট্রানফিউশন ফি যাবতীয় খরচের দায়িত্ব নিতে আগ্রহী হন সেই পরিপক্কিতে আজ আনুষ্ঠানিক ভাবে সেই বাচ্চার দায়িত্ব নিতে ঘোষণা দেয় Blood Fighter For Humanity পরিবার। আলহামদুলিল্লাহ বাচ্চাটি এখন নির্ধারিায় ব্লাড নিবে।
আজকের আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক :ইউসুফ আহমেদ সুমন ও দেওয়ানগঞ্জ উপজেলা কমিটির সভাপতি /সহ সভাপতি সেক্রেটারি ও অন্যান্য দায়িত্বশীল।
আরও উপস্থিত ছিলেন আল-ইনসাফ জেনারেল হাসপাতালের ডিএমডি জনাব #সিফাত উল্লাহ ভাই।
সবাই আমাদের জন্য দোয়া করবেন যেনো মানবিক কাজে আমরা সব সময় থাকতে পারি৷

25/10/2025

আলহামদুলিল্লাহ
অভিষেক বি+ ব্লাড দান #বিশালের
শুভকামনা রইল।

Blood Fighter For Humanity এর দেওয়ানগঞ্জ শাখায় বিনা-মূল্যে কেম্পেইনে #মাহমুদ ব্যস্ত ফটোসেশনে,   #সভাপতি ও  #সেক্রেটারি ম...
19/10/2025

Blood Fighter For Humanity এর দেওয়ানগঞ্জ শাখায় বিনা-মূল্যে কেম্পেইনে
#মাহমুদ ব্যস্ত ফটোসেশনে,
#সভাপতি ও #সেক্রেটারি মনোযোগী ব্লাড গ্রুপ পরীক্ষায়।
পাশেই অর্থ সম্পাদক #রাজন ,
সবকিছু পর্যবেক্ষণে ক্যাম্পেইন সম্পাদক #আলমগীর।
লোকেশন: ডিডিএফ পাবলিক স্কুল এন্ড কলেজে।

Address

Sarishabari
2050

Telephone

+8801314836578

Website

Alerts

Be the first to know and let us send you an email when Blood Fighter For Humanity posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram