Blood Fighter For Humanity

Blood Fighter For Humanity Blood Fighter For Humanity

 #ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি সংগঠনের ৯ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি দেওয়া হলো-২০২৫। ১৫ কর্ম দিবসের মধ্যে পুর্নাঙ্গ কেন্দ্র...
05/09/2025

#ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি সংগঠনের ৯ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি দেওয়া হলো-২০২৫।
১৫ কর্ম দিবসের মধ্যে পুর্নাঙ্গ কেন্দ্রীয় কমিটি করার জন্য বলা হলো।
আহবায়ক:আর এল হৃদয়
যুগ্ম আহ্বায়ক: মো:টিপু সুলতান
যুগ্ম আহবায়ক:আতিকুর রহমান আতিক
যুগ্ম আহবায়ক: ফারজানা ইসলাম মুন
সদস্য সচিব:ইউসুফ আহমেদ সুমন।
সদস্য: আবু তাল্লাদ।
সদস্য:মুক্তাদির তালুকদার।
সদস্য:আয়শা সিদ্দিকা।
সদস্য: সামির হাসান।

পহেলা সেপ্টেম্বর Blood Fighter For Humanity এর দেওয়ানগঞ্জ উপজেলা শাখার কমিটি মিটিং  অনুষ্ঠিত হয় দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ ব...
02/09/2025

পহেলা সেপ্টেম্বর Blood Fighter For Humanity এর
দেওয়ানগঞ্জ উপজেলা শাখার কমিটি মিটিং অনুষ্ঠিত হয় দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে।
কেন্দ্রীয় দায়িত্বশীল ইউসুফ আহমেদ সুমন এর উপস্থিতি ও সভাপতি, সেক্রেটারি উপস্থিতিতে মিটিং হয়, দেওয়ানগঞ্জ বাসিকে সুন্দর শৃঙ্খলা ভাবে মানবসেবা দিতে দৃষ্টিনন্দন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়।
১/ বিনামূল্য ব্লাডগ্রুপ কেম্পেইন ওনতুন রক্তদাতা তৈরি।
২/ আরও সুন্দর ভাবে সেবা দিতে অফিস করা।
৩/ হাসপাতাল মালিকদের সাথে বৈঠক করা যাতে সকল প্রকার হয়রানি থেকে মুক্ত পাওয়া যায়।
৪/ আইডি কার্ড টিশার্ট বানানো দায়িত্বশীলদের জন্য।
ইনশাআল্লাহ সামনে আরও গঠনমূলক মানবিক কাজ অগ্রগতি রাখার জন্য কাজ করা হবে।
আপনাদের সহযোগিতা চাই।

শুভজন্মদিন  #ফারজানা ইসলাম মুন সম্মানিত মডারেটর Blood Fighter For Humanity. আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল। দিনটি ভালো ক...
19/08/2025

শুভজন্মদিন #ফারজানা ইসলাম মুন
সম্মানিত মডারেটর Blood Fighter For Humanity.
আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল।
দিনটি ভালো কাটুক।

মানুষের পাশে থাকা, মানুষের কাজ। বলেছেন দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি  #সোহেল রানা। প্রতিনিয়ত আমাদের কাছে মূমুর্ষ ...
02/08/2025

মানুষের পাশে থাকা, মানুষের কাজ।
বলেছেন দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি #সোহেল রানা।
প্রতিনিয়ত আমাদের কাছে মূমুর্ষ রোগীর জন্য
ব্লাড রিকুয়েষ্ট আসে, হয়তো আমরা সবাইকে দিতে পারিনা কিন্তু চেষ্টার কমতি থাকেনা, যথা সম্ভব চেষ্টা করা হয়। গতকালও সেম একটা জরুরি রক্তের রিকুয়েষ্ট আসে তার কাছে, দ্রুত ডোনার ম্যানেজ করে ছুটে হাসপাতাল যান এই যুদ্ধা অবশেষে ব্লাড দাব করে উভয় জনের স্বস্তি।
আলহামদুলিল্লাহ #মোঃ মনোয়ার হোসেন এর ৩য়বার ও+ ব্লাড দান।
শুভকামনা রইল।

Blood Fighter For Humanity এর দেওয়ানগঞ্জ উপজেলা শাখা কমিটিতে নতুন সদস্য নেওয়া হলো।১/মোঃ রাব্বি হাসান সজিব সাংগঠনিক সম্পা...
30/07/2025

Blood Fighter For Humanity এর দেওয়ানগঞ্জ উপজেলা শাখা কমিটিতে নতুন সদস্য নেওয়া হলো।
১/মোঃ রাব্বি হাসান সজিব
সাংগঠনিক সম্পাদক।
২/ মোঃ আব্দুল্লাহ নাঈম
সাংগঠনিক সম্পাদক।
৩/ মোঃ আজিম মিয়া
সদস্য।
৪/ মোঃ নির্জন হাসান সিয়াম
সদস্য।
৫/ মোঃ মারুফ হোসেন
সদস্য।
সবাইকে অভিনন্দন ।

আলহামদুলিল্লাহ Blood Fighter For Humanity এর দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি প্রিয় Md Shohel Rana  ভাইয়ের ২য়বার বি+...
27/07/2025

আলহামদুলিল্লাহ
Blood Fighter For Humanity এর দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি প্রিয় Md Shohel Rana ভাইয়ের ২য়বার বি+ ব্লাড দান৷
শুভকামনা রইল ভাই।

নারী জাতি সন্তান জন্মদানের মত ভয়ংকর কষ্ট যেখানে সহ্য করতে  পারে! সেখানে রক্তদানের ভয় অতি তুচ্ছ!আলহামদুলিল্লাহ, Moushomi...
24/07/2025

নারী জাতি সন্তান জন্মদানের মত ভয়ংকর
কষ্ট যেখানে সহ্য করতে পারে!
সেখানে রক্তদানের ভয় অতি তুচ্ছ!
আলহামদুলিল্লাহ, Moushomi Akter আপুর
অভিষেক এ+ রক্তদান শুভকামনা রইল।
এইভাবে ছড়িয়ে যাক মানবতা।

আমরা স্বপ্ন দেখি প্রতিটি মানুষ সচেতন হবে এবং মুমূর্ষু রোগীর জন্য রক্তদানে এগিয়ে আসবে,  তারই প্রত্যয়ে আমাদের প্রচেষ্টা। আ...
24/07/2025

আমরা স্বপ্ন দেখি প্রতিটি মানুষ
সচেতন হবে এবং মুমূর্ষু রোগীর জন্য রক্তদানে এগিয়ে আসবে, তারই প্রত্যয়ে আমাদের প্রচেষ্টা।
আলহামদুলিল্লাহ প্রিয় রক্তদাতার স্বেচ্ছায় রক্তদান
#মোঃমারুফ ও+ অভিষেক
#মোঃস্বপন বি+ ৩য়বার।
পাশে ছিলো দেওয়ানগঞ্জ উপজেলার সেক্রেটারি
মোঃ আহমেদ শাকিল ও কেম্পেইন সম্পাদক
মোঃ আলমগীর হোসেন৷
শুভকামনা রইল সকলের জন্য।

আজ দূর্ঘটনা পর থেকে ব্লাড সাপোর্ট দিয়ে আসছে Blood Fighter For Humanity পরিবার। অতঃপর বিকাল থেকে নেগেটিভ, পজিটিভ ব্লাড নি...
21/07/2025

আজ দূর্ঘটনা পর থেকে ব্লাড সাপোর্ট দিয়ে আসছে
Blood Fighter For Humanity পরিবার।
অতঃপর বিকাল থেকে নেগেটিভ, পজিটিভ ব্লাড নিজেরা দেওয়ার জন্য ও ডোনার রেডি রেখে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল,
শেখ হাসিনা বার্ন ইউনিটে উপস্তিত হয়ে খোজ খবর
রাখেন অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা Md Shakil Ahemmed, ও এডমিন ইউসুফ আহমেদ সুমন
রাত ৯টা পর্যন্ত সেখানে অবস্থান করেন।
বিভিন্ন কলেজ ভার্সিটি থেকে এসে স্টুডেন্টরা ব্লাড দেওয়ায় এখন পর্যন্ত পর্যাপ্ত ব্লাড রেডি আছে।
আপনারা আতংকিত না হয়ে অসুস্থদের জন্য দোয়া করুন।

21/07/2025

রক্তদানের জন্য আহবান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। কারো রক্তদানের সময় হলে জানাবেন

শহর থেকে গ্রাম প্রতিটি অঞ্চলভেদে ছড়িয়ে পড়ুক সচেতনতা,মানবিকতা, আলহামদুলিল্লাহ Blood Fighter For Humanity  দেওয়ানগঞ্জ শাখা...
15/07/2025

শহর থেকে গ্রাম প্রতিটি অঞ্চলভেদে ছড়িয়ে পড়ুক সচেতনতা,মানবিকতা, আলহামদুলিল্লাহ
Blood Fighter For Humanity দেওয়ানগঞ্জ
শাখার দায়িত্বশীল ভলান্টিয়ারদের মুমূর্ষু রোগীর জন্য ব্লাড দান, #রাজন_শেখ এ+ ৬তম
#মোঃ_রহমতুল্লাহ ও+ ২য়৷
অনেক অনেক শুভকামনা রইল।

সাপের বিষ (Snake venom) মূলত কয়েক ধরনের প্রাণঘাতী বিষাক্ত উপাদান নিয়ে গঠিত, এবং এগুলোর প্রভাব শরীরে ভিন্ন ভিন্নভাবে কাজ ...
11/07/2025

সাপের বিষ (Snake venom) মূলত কয়েক ধরনের প্রাণঘাতী বিষাক্ত উপাদান নিয়ে গঠিত, এবং এগুলোর প্রভাব শরীরে ভিন্ন ভিন্নভাবে কাজ করে।

সাপের বিষের ৪টি প্রধান ধরন:

সাপের কামড় মানেই মৃত্যু নয় — কিন্তু কোন বিষ কাজ করছে তা জানা জরুরি। নিচে জেনে নিন সাপের বিষের ধরণ ও প্রভাব:

---

1️⃣ নিউরোটক্সিন (Neurotoxin)

🧠 আক্রমণ করে স্নায়ুতন্ত্রে
⚠️ লক্ষণ: চোখের পাতা নামা, শরীর অবশ, শ্বাস বন্ধ হয়ে যাওয়া
💀 মৃত্যু: শ্বাস বন্ধ হয়ে
🐍 উদাহরণ: কোবরা, ক্রেইট

---

2️⃣ হেমোটক্সিন (Hemotoxin)

🩸 আক্রমণ করে রক্তে
⚠️ লক্ষণ: রক্তপাত, কালো রঙের প্রস্রাব, কিডনি বিকল
💀 মৃত্যু: অভ্যন্তরীণ রক্তক্ষরণে
🐍 উদাহরণ: রাসেল ভাইপার, স-স্কেল ভাইপার

---

3️⃣ সাইটোটক্সিন (Cytotoxin)

🧫 আক্রমণ করে কোষ ও টিস্যু
⚠️ লক্ষণ: কামড়ের জায়গা পচে যাওয়া, গলা মাংস
💀 মৃত্যু: ইনফেকশন বা সেপসিসে
🐍 উদাহরণ: মোচাকার কোবরা (Spitting Cobra)

---

4️⃣ কার্ডিওটক্সিন (Cardiotoxin)

❤️ আক্রমণ করে হৃদপিণ্ডে
⚠️ লক্ষণ: বুক ধড়ফড়, হৃৎস্পন্দন কমে যাওয়া
💀 মৃত্যু: হার্ট অ্যাটাকে
🐍 উদাহরণ: কিছু কোবরা প্রজাতি

---

🧪 অনেক সাপের বিষে একাধিক ধরনের টক্সিন থাকে — যেমন:
পদ্মগোখরা = নিউরোটক্সিন + সাইটোটক্সিন
রাসেল ভাইপার = হেমোটক্সিন + নিউরোটক্সিক উপাদান

---

✅ মনে রাখুন:
এন্টিভেনম না দিলে কোনো বিষই থামে না।
সাপে কাটলে দ্রুত চিকিৎসা নিতে হবে — ওঝা নয়, হাসপাতালই জীবন বাঁচাতে পারে।

Address

Sarishabari
2050

Telephone

+8801314836578

Website

Alerts

Be the first to know and let us send you an email when Blood Fighter For Humanity posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram