22/11/2025
⚠️ জরুরি সচেতনতা বার্তা ⚠️
দেশজুড়ে “২ ঘণ্টার মধ্যে ভূমিকম্প হবে” — এই ধরনের ভুয়া খবর ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। মনে রাখবেন, ভূমিকম্পের সঠিক সময় কেউই আগে থেকে বলে দিতে পারে না। এই ধরনের ঘোষণা সম্পূর্ণ গুজব ও মিথ্যা তথ্য।
এ সুযোগে এক শ্রেণির মানুষ ভয় দেখিয়ে চুরি, ডাকাতি বা বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করতে পারে। তাই সবাইকে অত্যন্ত সতর্ক থাকতে হবে।
👉 অযাচিত ঘোষণা বা মাইকে প্রচারিত গুজবে বিশ্বাস করবেন না
👉 সব তথ্য যাচাই করুন সরকারি আবহাওয়া অধিদপ্তর বা নির্ভরযোগ্য সূত্র থেকে
👉 রাতে ঘরবাড়ি ও আশপাশ নিরাপদ রাখুন
👉 গুজব ছড়ানো ব্যক্তিদের সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে সহায়তা করুন
আমরা সচেতন হলে, গুজব ছড়ানো কোনো অপশক্তিই আমাদের ক্ষতি করতে পারবে না।
আল্লাহ আমাদের সবাইকে এই গুজব, ভয় ও সম্ভাব্য বিপদ থেকে নিরাপদ রাখুন।
আল্লাহুম্মা আমীন।