Mou khamary

Mou khamary AP Culture technician. (মৌচাষ বিদ)

02/12/2025

এবছরের পাহাড়ি মধু হারভেস্ট !
শেরপুরের গারো পাহাড় থেকে এ গ্রেড মধু সংগ্রহের সময়ের ভিডিও ফুটেজ।

পাহাড়ে ফুল ফুটতে শুরু করেছে। কিছুদিনের মাধ্যেই মধু শ্তরু হবে। #পাহাড়ীমধু  #মধু  #খাটিমধুমধু পেতে 01866-611190
16/10/2025

পাহাড়ে ফুল ফুটতে শুরু করেছে।
কিছুদিনের মাধ্যেই মধু শ্তরু হবে।
#পাহাড়ীমধু #মধু #খাটিমধু
মধু পেতে 01866-611190

18/02/2025

মৌমাছি চাকে পর্যাপ্ত কালোজিরা ফুলের মধু 🍯 উঠিয়েছে।

15/02/2025

কালোজিরা ফুলের মধুর বৈশিষ্ট্য ও চেনার উপায়:
আমাদের অন্যান্য ফুলের মধুর মতো কালোজিরা ফুলের মধুর বৈশিষ্ট্য বা চেনার উপায় ও আছে। কিছু বৈশিষ্ট্য দেখে আপনি সহজেই এই মধু চিনতে পারবো। কালোজিরা ফুলের মধুর প্রধান চারটি বৈশিষ্ট্য হলো-

স্বাদঃ কালোজিরা ফুলের মধুর স্বাদ অনেকটা খেজুরের গুঁড়ের মতো মনে হয়।
রংঃ কালোজিরা ফুলের মধুর রং কিছুটা গাঢ় কালচে রঙের হয়।
গন্ধঃ এই মধুর গন্ধ খুবই সুন্দর হয়। অনেকে একে মনোমুগ্ধকর বলেও মনে করে থাকেন।
ঘনত্বঃ কালোজিরা ফুলের মধুর ঘনত্ব অন্যান্য মধুর চেয়ে একটু বেশি হয়। তবে এটি অবশ্য আবহাওয়ার উপরও নির্ভর করে।
আমরা আপনাদের বুঝতে সুবিধার জন্য আরও কিছু তথ্য যোগ করে নিচে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করেছি। যেমন-

কালোজিরা ফুলের মধুর স্বাদ

স্বাদ
আমরা অবশ্যই সবাই খেজুরের গুড় খেয়েছি। কালোজিরা ফুলের মধু যদি আপনি ভালো মানের টা খান, তাহলে আপনি ঠিক খেজুরের গুড়ের স্বাদের মতোই স্বাদ পাবেন। তাই আপনি মধু চেখে খুব অভিজ্ঞ না হলে খুব একটা পার্থক্য করতে পারবেন না। কিন্তু, আমাদের মাথায় রাখতে হবে যে খেজুর ও মধু সম্পূর্ণ আলাদা জিনিস। এই মধুর স্বাদ খুবই মিষ্টি হয়।

কালোজিরা ফুলের মধুর রঙ

রঙ
আমাদের দেশে উৎপাদিত উৎকৃষ্ট মানের সেরা কালোজিরা ফুলের মধুর রঙ অনেকটা তরল গুড়ের মতো গাঢ় কালচে রঙের হয়ে থাকে। মনে রাখতে হবে, মধুর রঙ পারিপার্শ্বিক পরিবেশের উপর নির্ভর করে কিছুটা পরিবর্তিত হতে পারে। যেমন- উষ্ণ এবং আর্দ্র পরিবেশে মধুর রঙ গাঢ় হয়। সব মৌমাছি এক প্রজাতির হয় না। তাই বিভিন্ন মৌমাছির প্রজাতি বিভিন্ন রঙের মধু তৈরি করে। কোনোটি গাঢ় হয়,আবার কোনোটি হালকা গাঢ় রঙের হয়। মধু সংগ্রহ করার সময় ওইখানের আশেপাশের পরিবেশের অবস্থা (যেমন- ধুলোবালি, পোকামাকড়) মধুর রঙকে প্রভাবিত করে।

কালোজিরা ফুলের মধুর গন্ধ

গন্ধ
কালোজিরা ফুলের মধুর গন্ধ খুবই আকর্ষণীয় এবং মনকে মুগ্ধ করে দেয় বলে বর্ণনা করা হয়। এই ফুলের মধুর গন্ধ অনেক মানুষের কাছে মিষ্টি, উষ্ণ এবং মশলাযুক্ত ধরনের মনে হয়। আবার কেউ কেউ এটিকে গুড়ের গন্ধের সাথে তুলনা করে, স্বাদ গুড়ের মতো হলেও এর গন্ধ মোটেও গুড়ের গন্ধের মতো হয় না। যদি আপনি গুড়ের গন্ধ পান, তাহলে বুঝবেন মধুতে ভেজাল মেশানো আছে। আবার কেউ কেউ এতে হালকা লেবুর সুগন্ধও পায়।

কালোজিরা ফুলের মধু খাওয়ার নিয়ম:
কালোজিরা ফুলের মধু খাওয়ার তেমন কোনো বাঁধাধরা নিয়ম নেই। কিন্তু, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রতিদিন সকালে দুই বেলা খেলে ভালো ফল পাওয়া যায়। আপনি যদি বিশেষ করে প্রতি সকালে খালি পেটে ১ বা ২ চামচ মধু খেতে পারেন। তাছাড়া রাতে আপনি খাবার খেয়ে ৩০ থেকে ৪০ মিনিট পর মধু খেলে উপকার পাবেন।

15/02/2025

রানী বন্দি করলাম।

15/02/2025

ফুলের সমাহার

14/02/2025

রানী নতুন মিট হওয়ার পর ডিম দেওয়ার জন্য চাকে বিচরণ করছে 👑 🐝 🥚

13/02/2025

আমাদের কাছ থেকে কালোজিরা ফুলের মধু 🍯 পাইকারি দামে পেতে পেজের নাম্বার সরাসরি যোগাযোগ করুন।
আজ সকাল থেকে কালিজিরা ফুলের মধু হারভেস্ট চলতেছে 🍯

Address

Satkhira

Alerts

Be the first to know and let us send you an email when Mou khamary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Mou khamary:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram