Mother Teresa Diagnostic Center

  • Home
  • Mother Teresa Diagnostic Center

Mother Teresa Diagnostic Center Mother Teresa Diagnostic & Endoscopy, Colonoscopy, Laparoscopic Centre. Give Happiness...

19/11/2025
16/11/2025

ডাঃ মোঃ শরিফুল ইসলাম
জেনারেল, এন্ডো-ল্যাপারোস্কপিক, কলোরেক্টাল, ক্যান্সার ও ভাসকুলার সার্জন

MBBS (DMC), FCPS (Surgery), MRCS (Edin, UK), MS (CVTS), FACS (USA), FMAS, FIAGES, EFIAGES & FALS Cancer surgery (India).

ব্রেস্ট ও ক্যান্সার সার্জারীতে ইন্ডিয়া ও থাইল্যান্ড থেকে ফেলোশীপ প্রাপ্ত।
পাইলস ও কলোরেক্টাল সার্জারীতে ইন্ডিয়া, চীন ও মালেশিয়া থেকে প্রশীক্ষন প্রাপ্ত।
এন্ডোস্কপি, কোলনস্কপি, ইআরসিপি ও ল্যাপারোস্কপিক সর্জারীতে ইন্ডিয়া, চীন ও সিংগাপুর থেকে ফেলোশীপ প্রাপ্ত।
সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (সার্জারী)
সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতাল।

মাদার তেরেসা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার।
খুলনা রোড, পলাশপোল, সাতক্ষীরা।
যোগাযোগ- ০১৩১৯-৭৮২৩৬৬, ০১৭১৬-৩১০৩২৬

সেবা সমুহঃ-
* তুলনামূলক স্বল্প খরচে সব ধরনের অপারেশন করা হয়।
১। World Standard Bloodless (রক্তপাতহীন) Laparoscopic Surgery,( পিত্তথলীর পাথর, হার্নিয়া, জরায়ুর সিস্ট)
২। আধুনকি যন্ত্রের সাহায্যে আকাবাকা শিরা (Varicose Vain) অপারেশন করা হয়।
৩। Stapling Device ব্যবহার করে মলদ্বার না কেটে অত্যাধুনিক Longo পদ্ধতিতে Piles এর অপারেশন করা হয়।
৪। খাদ্য নালীর রোগ হায়াটাস হার্নিয়ার অপারেশন করা হয়।
৫। Proctoscopy পরীক্ষার মাধ্যমে স্বল্প খরচে মলদ্বারের সমস্যা সমূহ নির্ভুলভাবে নির্ণয় করা ও চিকিৎসা প্রদান ৷
৬। এন্ডোস্কপি ও কোলনস্কপি পরীক্ষার মাধ্যমে স্বল্প খরচে মলদ্বারের সমস্যা সমূহ নির্ভুলভাবে নির্ণয় করা ও চিকিৎসা প্রদান এবং এন্ডোস্কপি ও কোলনস্কপির মাধ্যমে পলিপ ও ফরেনবডি (হাড়ের টুকরা, দাত, পয়সা ইত্যাদি) অপসারন করা হয়।
৭ মহিলা রোগীদের জন্য মহিলা Assistant এর সহায়তায় পর্দা বজায় রেখে Proctoscopy-র ব্যবস্থা।
৮ মহিলাদের Breast Tumour এর Cosmetic Surgery.
৯ Breast Cancer, Gastric Cancer, Re**al Cancer সহ অন্যান্য ক্যান্সার এর আন্তর্জাতিক মানের সার্জারী (Oncological Clearance).

12/11/2025

Mother Teresa Diagnostic V/S Akota Clinic,
2nd Health Sector Cricket Tournament-2025.

বিজ্ঞপ্তিডাঃ মোঃ শরিফুল ইসলামসহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (সার্জারী), সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতাল।আগামী ০৩/১১/২...
02/11/2025

বিজ্ঞপ্তি

ডাঃ মোঃ শরিফুল ইসলাম
সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (সার্জারী), সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতাল।

আগামী ০৩/১১/২০২৫-০৯/১১/২০২৫ তারিখ পর্যন্ত,
21st World Congress of Endoscopy Surgery in Conjunction with
the 17th Asia- Pacific Congress of ELSA
এর কনফারেন্সর জন্য সিংগাপুর অবস্থান করবেন।

এ সময়ে স্বাস্থ্য-সেবা বন্ধ থাকবে, এ অসুবিধার জন্য আমরা আন্তরিক ভাবে দুঃক্ষিত।
আগামী ১০/১১/২০২৫ হতে পূর্বের নিয়মে স্বাস্থ্য-সেবা চালু থাকবে।

25/10/2025

ভেরিকোস ভেইন
ভেরিকোস ভেইন এমন একটি রোগ যাতে হাত ও পায়ের শিরাগুলি গিঁট পাকানোর মত হয়ে ফুলে ওঠে। এই ফুলে ওঠা শিরা ত্বকের ঠিক নীচেই দেখা যায়। এই অবস্থায় শিরাগুলি গাঢ় বেগুনী বা নীলাভ রঙের হয়ে ওঠে।

বেশিরভাগ ভেরিকোস ভেইন রোগে আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে সমস্যাটি বাহ্যিক বা দেখতে অস্বাভাবিক লাগাতেই সীমাবদ্ধ থাকে। কিন্তু কারো কারোর ক্ষেত্রে এর অতিরিক্ত কিছু সমস্যা, যেমন চুলকানি, ব্যথা, ফুলে ওঠা, খিঁচুনি, আক্রান্ত অংশের ত্বকের রঙ পরিবর্তন হয়ে যাওয়া, অস্বস্তি ইত্যাদি দেখা দিতে পারে। সুতরাং, এইসব ব্যক্তির ক্ষেত্রে উপযুক্ত চিকিৎসার প্রয়োজন হয়।

কারণ
মানবদেহে শিরা হল রক্ত সঞ্চালন প্রক্রিয়ার একটি উল্লেখযোগ্য অংশ। আমাদের হার্ট বা হৃদয় শরীরের সমস্ত অংশে বিশুদ্ধ রক্ত পাম্প করে। এই রক্ত আর্টারি বা ধমনীর মাধ্যমে দেহের প্রতিটি কোষে ছড়িয়ে পড়ে। অতঃপর শরীরের সমস্ত অংশের দূষিত রক্ত পরিশ্রুত হবার জন্য শিরার মাধ্যমে হার্টে ফিরে আসে। প্রতিটি শিরার মুখে একটি ক্ষুদ্র ভালভ বা কপাটিকা থাকে, যা রক্তের প্রবাহকে উল্টো দিকে ফিরে যেতে বাধা দেয়। এই ভালভগুলি যদি কাজ করতে অক্ষম হয়, তখন ভেরিকোস ভেইন রোগের প্রাদুর্ভাব হয়।

ভেরিকোস ভেইনের লক্ষণ ও উপসর্গ
পায়ের পাতা ও পা ফুলে ওঠা এবং যন্ত্রনা
পায়ের নিচের অংশের পেশীতে খিঁচুনি
শিরার আশেপাশের অংশে চুলকানি
আক্রান্ত অংশের চারপাশের ত্বকের রঙ পরিবর্তন
স্পাইডার ভেইন ও ভেরিকোস ভেইন
স্পাইডার ভেইন ও ভেরিকোড ভেইন দুটি আলাদা রোগ।

ভেরিকোস ভেইন নামক রোগে পায়ের শিরাগুলি বড় আকারে গিঁট পাকিয়ে ফুলে ওঠে। এইরকম শিরার অস্বাভাবিক গঠন সাধারণতঃ পায়ে এবং পায়ের পাতায় দেখা যায়। এই অস্বাভাবিক গঠন চামড়ার ওপর থেকেই স্পষ্ট দেখা যায়।

অন্যদিকে, স্পাইডার ভেইন তুলনায় আকারে ছোট এবং এই অসুখে শিরাগুলি লাল, বেগুনী বা নীল হয়ে যায়। এই স্পাইডার ভেইন সাধারনতঃ পা, বুক বা মুখের শিরায় দেখা যায়।

ভেরিকোস ভেইনের কারণ ও ঝুঁকির সম্ভাবনা
পরিবারে কারোর ভেরিকোস ভেইনের পূর্ব ইতিহাস থাকা
বয়সের সাথে এই রোগের সম্ভাবনা বাড়ে
স্থূলতা বা ওবেসিটি
দীর্ঘ সময় ধরে বসে বা দাঁড়িয়ে থাকার অভ্যাস
খতিগ্রস্ত ভালভ বা কপাটিকা
পায়ে এবং পেটে অতিরিক্ত চাপ পড়া
ভেরিকোস ভেইনের চিকিৎসা
নিজের যত্ন
চিকিৎসকের সাথে পরামর্শ করার পূর্বে নিম্নলিখিত বিষয়গুলি পালন করে এই রোগের নিরাময় সম্ভব-

শরীরচর্চা: নিয়মিত শরীরচর্চার ফলে দেহের রক্ত চলাচল স্বাভাবিক হয়। এর ফলে বাধাপ্রাপ্ত ভালভের মুখ খুলে গিয়ে কিছুটা আরাম পাওয়া যায়।
ওজন কমানো: পায়ে অতিরিক্ত ভার পড়লে ভেরিকোস ভেইন হবার সম্ভাবনা বেড়ে যায়। তাই যথাসম্ভব অতিরিক্ত ওজন কমান।
আঁটোসাঁটো জামাকাপড় পরবেন না
বসার সময় পা তুলে বসা অভ্যেস করুন
দীর্ঘক্ষন দাঁড়িয়ে বা বসে থাকতে হলে কিছুক্ষন অন্তর অন্তর নিজের অবস্থান পরিবর্তন করুন
কম্প্রেশন মোজা
কম্প্রেশন স্টকিংস (এক ধরণের মোজা) পরলে ভেরিকোস ভেইনের যন্ত্রনা কিছুটা উপশম হতে পারে। এই কম্প্রেশন স্টকিংস পায়ের পেশীগুলিকে আঁকড়ে ধরে রাখে এবং চাপ সৃষ্টি করে, যার ফলে পায়ের রক্ত চলাচল স্বাভাবিক ভাবে হতে পারে। প্রায় সমস্ত ওষুধের দোকানে এবং সার্জারি সংক্রান্ত উপকরনের দোকানে এই কম্প্রেশন স্টকিংস পাওয়া যায়।

ভেরিকোস ভেইনের চিকিৎসা কারা করেন?
ভাস্কুলার সার্জেনরা সাধারনতঃ এই রোগের চিকিৎসা করে থাকেন।

চিকিৎসা ব্যবস্থা
যদি উপরিউক্ত ব্যবস্থা অবলম্বন করে ভেরিকোস ভেইনের সমস্যার উপশম না হয়, সেক্ষেত্রে অবিলম্বে কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিৎ। এই রোগের জন্য যেসব চিকিৎসা পদ্ধতি উপলব্ধ, সেগুলি হল:
ফোম স্ক্লেরোথেরাপি
ফোম স্ক্লেরোথেরাপি একটি এমন সার্জারি যাতে ন্যূনতম কাটাছেঁড়া করার প্রয়োজন হয়। এই সার্জারির মাধ্যমে সফলভাবে ভেরিকোস ভেইনের চিকিৎসা করা সম্ভব। এই পদ্ধতিতে শরীরের রক্ত নালিকায় ইনজেকশনের মাধ্যমে ফোম স্ক্লেরোস্যান্ট নামে এক ধরণের রাসায়নিক দিয়ে তা বন্ধ করে দেওয়া হয়। এর ফলে রক্ত প্রবাহিত হবার জন্য নিজে থেকেই সুস্থ শিরা খুঁজে নেয়। এভাবে দেহে রক্ত চলাচল স্বাভাবিক হয়ে আসে এবং কিছু সময়ের মধ্যেই ভেরিকোস ভেইনের সমস্যা দুরীভূত হয়। এই চিকিৎসা প্রণালীর জন্য রোগীকে অচেতন করার প্রয়োজন পড়েনা। চিকিৎসকের অফিস বা ক্লিনিকের এই প্রক্রিয়া সম্পাদন করা সম্ভব।
এন্ডোভেনাস লেজার থেরাপি
এন্ডোভেনাস লেজার থেরাপি এমন একটি চিকিৎসা প্রণালী যাতে শরীরে কোনোরকম কাটাছেঁড়া করার প্রয়োজন হয়না। এই পদ্ধতিতে অল্ট্রাসাউন্ডের সাহায্যে লেজার রশ্মির প্রয়োগ করে ভেরিকোস ভেইনের চিকিৎসা করা হয়। লেজার চিকিৎসায় উচ্চ ক্ষমতা সম্পন্ন আলোক রশ্মি আক্রান্ত ভেরিকোস ভেইনের ওপর প্রয়োগ করা হয়, ফলে সেগুলি ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে যায়। এই চিকিৎসা প্রণালীতে কোনো রকম সূঁচ, কাটাছেঁড়ার প্রয়োজন হয়না। উবঙ এতে কোন প্রকার যন্ত্রনাও হয়না।
রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাব্লেশন
রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাব্লেশন বা আর এফ এ (RFA) হল এমন এক চিকিৎসা প্রণালী যাতে শরীরে ন্যূনতম কাটার প্রয়োজন হ্য়। এই পদ্ধতিতে আক্রান্ত শিরায় ক্যাথিটারের মাধ্যমে রেডিও ফ্রিকোয়েন্সি নামক শক্তির প্রয়োগ করা হয়। এই শক্তির ফলে উৎপন্ন তাপ শিরার প্রাচীরকে ধ্বংস করে দেয়, যার ফলে শিরাটি বন্ধ হয়ে যায়। এই চিকিৎসা প্রণালী প্রয়োগ করার জন্য রোগীকে অল্প পরিমাণে ঘুমের ওষুধ বা অ্যানেস্থেসিয়া প্রয়োগ করে ওই অংশটি অবশ করে নেওয়া হয়। এই অপারেশনের পর চিকিৎসক সাধারণত কিছুদিন কম্প্রেশন স্টকিংস পরে থাকার পরামর্শ দেন। যদি ভেরিকোস ভেইন কোনো বড় শিরায় হয়, সেক্ষেত্রে সাধারণত রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাব্লেশনই চিকিৎসকদের প্রথম পছন্দের পদ্ধতি হয়।
সার্জারি বা অপারেশন
ভেরিকোস ভেইন চিকিৎসায় কার্যকরী সার্জারি বা অপারেশনগুলি হল-

হাই লাইগেশন এবং ভেইন স্ট্রিপিং: এই প্রণালীতে আক্রান্ত উপশিরা মূল শিরায় যুক্ত হবার পূর্বে বেঁধে দেয়া হয় এবং অপারেশনের মাধ্যমে তা কেটে বাদ দিয়ে দেওয়া হয়। এইভাবে শিরা কেটে বাদ দিলে তা শরীরের স্বাভাবিক রক্ত চলাচলে কোনো রকম প্রভাব ফেলে না, কারন আরো গভীরে অবস্থিত শিরাগুলি রক্ত সংবহনে সহায়তা করে। এই অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হবার প্রয়োজন হয়না এবং এটি সাধারণত ও পি ডি অর্থাৎ আউট পেশেন্ট ডিপার্টমেন্ট (হসপিটালের বহির্বিভাগ) থেকেই সম্পন্ন হয়।


অ্যামবুলেটরি ফ্লেবেক্টমি: এই প্রণালীতে সার্জেন পায়ে একটি ছোট জায়গা কেটে ভেরিকোস ভেইনটির অপারেশন করেন।


এন্ডোস্কোপিক ভেইন সার্জারি: যখন ভেরিকোস ভেইন গুরুতর আকার ধারণ করে এবং অন্যান্য কোনো সাধারণ চিকিৎসা পদ্ধতি আর কাজ করে না , তখন চিকিৎসকেরা এই এন্ডোস্কোপিক ভেইন সার্জারির সুপারিশ করে থাকেন। পায়ে ভেরিকোস ভেইনের কারণে আলসার বা ঘা তৈরি হলেও এই সার্জারি কার্যকরী হয়। এই প্রণালীতে এন্ডোস্কোপ নামক একটি সরু নলাকার যন্ত্র, যার মাথায় একটি ছোট ক্যামেরা লাগানো থাকে, পায়ে একটি ছোট অংশ কেটে তার মধ্যে দিয়ে শিরায় প্রবেশ করানো হয়। এবং তারপর যন্ত্রের মাধ্যমে আক্রান্ত শিরাটি কেটে বাদ দেওয়া হয়। অন্যান্য অপারেশনের মতই এই প্রণালীর জন্যও হাসপাতালে ভর্তি হবার প্রয়োজন হয়না এবং বহির্বিভাগেই এই চিকিৎসা হয়।

21/10/2025

সেবা সমুহঃ-
* তুলনামূলক স্বল্প খরচে সব ধরনের অপারেশন করা হয়।
১। World Standard Bloodless (রক্তপাতহীন) Laparoscopic Surgery,( পিত্তথলীর পাথর, হার্নিয়া, জরায়ুর সিস্ট)
২। আধুনকি যন্ত্রের সাহায্যে আকাবাকা শিরা (Varicose Vain) অপারেশন করা হয়।
৩। Stapling Device ব্যবহার করে মলদ্বার না কেটে অত্যাধুনিক Longo পদ্ধতিতে Piles এর অপারেশন করা হয়।
৪। খাদ্য নালীর রোগ হায়াটাস হার্নিয়ার অপারেশন করা হয়।
৫। Proctoscopy পরীক্ষার মাধ্যমে স্বল্প খরচে মলদ্বারের সমস্যা সমূহ নির্ভুলভাবে নির্ণয় করা ও চিকিৎসা প্রদান ৷
৬। এন্ডোস্কপি ও কোলনস্কপি পরীক্ষার মাধ্যমে স্বল্প খরচে মলদ্বারের সমস্যা সমূহ নির্ভুলভাবে নির্ণয় করা ও চিকিৎসা প্রদান এবং এন্ডোস্কপি ও কোলনস্কপির মাধ্যমে পলিপ ও ফরেনবডি (হাড়ের টুকরা, দাত, পয়সা ইত্যাদি) অপসারন করা হয়।
৭ মহিলা রোগীদের জন্য মহিলা Assistant এর সহায়তায় পর্দা বজায় রেখে Proctoscopy-র ব্যবস্থা।
৮ মহিলাদের Breast Tumour এর Cosmetic Surgery.
৯ Breast Cancer, Gastric Cancer, Re**al Cancer সহ অন্যান্য ক্যান্সার এর আন্তর্জাতিক মানের সার্জারী (Oncological Clearance).

মাদার তেরেসা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার।
খুলনা রোড, পলাশপোল, সাতক্ষীরা।
যোগাযোগ- ০১৩১৯-৭৮২৩৬৬, ০১৭১৬-৩১০৩২৬

ডাঃ মোঃ শরিফুল ইসলামজেনারেল, এন্ডো-ল্যাপারোস্কপিক, কলোরেক্টাল, ক্যান্সার ও ভাসকুলার সার্জনMBBS (DMC), FCPS (Surgery), MR...
18/10/2025

ডাঃ মোঃ শরিফুল ইসলাম
জেনারেল, এন্ডো-ল্যাপারোস্কপিক, কলোরেক্টাল, ক্যান্সার ও ভাসকুলার সার্জন

MBBS (DMC), FCPS (Surgery), MRCS (Edin, UK), MS (CVTS), FACS (USA), FMAS, FIAGES, EFIAGES & FALS Cancer surgery (India).

ব্রেস্ট ও ক্যান্সার সার্জারীতে ইন্ডিয়া ও থাইল্যান্ড থেকে ফেলোশীপ প্রাপ্ত।
পাইলস ও কলোরেক্টাল সার্জারীতে ইন্ডিয়া, চীন ও মালেশিয়া থেকে প্রশীক্ষন প্রাপ্ত।
এন্ডোস্কপি, কোলনস্কপি, ইআরসিপি ও ল্যাপারোস্কপিক সর্জারীতে ইন্ডিয়া, চীন ও সিংগাপুর থেকে ফেলোশীপ প্রাপ্ত।
সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (সার্জারী)
সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতাল।

মাদার তেরেসা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার।
খুলনা রোড, পলাশপোল, সাতক্ষীরা।
যোগাযোগ- ০১৩১৯-৭৮২৩৬৬, ০১৭১৬-৩১০৩২৬

সেবা সমুহঃ-
* তুলনামূলক স্বল্প খরচে সব ধরনের অপারেশন করা হয়।
১। World Standard Bloodless (রক্তপাতহীন) Laparoscopic Surgery,( পিত্তথলীর পাথর, হার্নিয়া, জরায়ুর সিস্ট)
২। আধুনকি যন্ত্রের সাহায্যে আকাবাকা শিরা (Varicose Vain) অপারেশন করা হয়।
৩। Stapling Device ব্যবহার করে মলদ্বার না কেটে অত্যাধুনিক Longo পদ্ধতিতে Piles এর অপারেশন করা হয়।
৪। খাদ্য নালীর রোগ হায়াটাস হার্নিয়ার অপারেশন করা হয়।
৫। Proctoscopy পরীক্ষার মাধ্যমে স্বল্প খরচে মলদ্বারের সমস্যা সমূহ নির্ভুলভাবে নির্ণয় করা ও চিকিৎসা প্রদান ৷
৬। এন্ডোস্কপি ও কোলনস্কপি পরীক্ষার মাধ্যমে স্বল্প খরচে মলদ্বারের সমস্যা সমূহ নির্ভুলভাবে নির্ণয় করা ও চিকিৎসা প্রদান এবং এন্ডোস্কপি ও কোলনস্কপির মাধ্যমে পলিপ ও ফরেনবডি (হাড়ের টুকরা, দাত, পয়সা ইত্যাদি) অপসারন করা হয়।
৭ মহিলা রোগীদের জন্য মহিলা Assistant এর সহায়তায় পর্দা বজায় রেখে Proctoscopy-র ব্যবস্থা।
৮ মহিলাদের Breast Tumour এর Cosmetic Surgery.
৯ Breast Cancer, Gastric Cancer, Re**al Cancer সহ অন্যান্য ক্যান্সার এর আন্তর্জাতিক মানের সার্জারী (Oncological Clearance).

আত্ন পরিচিতি
ডাঃ মোঃ শরিফুল ইসলাম ১৯৭৮ সালে সাতক্ষীরা জেলার দেবহাটা থানার খলিশাখালী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মোঃ আঃ রহিম মোড়ল ও মাতা মিসেস ফাতেমা খাতুন। সাত ভাই দুই বোনের মধ্যে ডাঃ শরিফুল ইসলাম তৃতীয় । এক পরিবারে চার জন। বিসিএস ক্যাডারের সন্তান হওয়ায় মাতা ফাতেমা খাতুন রত্ন গর্জা ও বিভিন্ন জাতীয় খেতাবে ভূষিত হয়েছেন। ছোট বেলা থেকে ডাঃ মোঃ শরিফুল ইসলাম স্কুলের মেধাবী ছাত্র ছিলেন। পঞ্চম ও অষ্টম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেন এবং ১৯৯৩ সালে আশাশুনি কেন্দ্র থেকে কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয় হতে এসএসসি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। ১৯৯৫ সালে ঢাকা কলেজ এর দক্ষিণ ছাত্রাবাস থেকে সর্বোচ্চ নাম্বার ৯১১ পেয়ে কৃতিত্বের অধিকারী হন এবং পরবর্তীতে দেশের সর্বোচ্চ মেডিকেল কলেজ ঢাকা মেডিকেলে ভর্তি হন ।

২০০৫ সালে বিসিএস ক্যাডারে সরকারি চাকুরীতে যোগদান করার পর সার্জারী বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক ডিগ্রি অর্জন করেন। ২০১০ সালে রয়েল কলেজ অব এডিনবরা, ইউকে থেকে এবং রয়েল কলেজ অব ইংল্যান্ড থেকে ডাবল MRCS এবং ২০১২ সালে সার্জারীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান এন্ড সার্জনস হতে FCPS 3 2013 সালে জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউট থেকে কার্ডিওভাসকুলার ও থোরাসিক সার্জারীতে MS (CVTS) সমাপ্ত করে বাংলাদেশ তথা খুলনা বিভাগে বিশেষ খ্যাতি অর্জন করেন। পরবর্তীতে দেশ ও বিদেশে নিমন্ত্রিত হয়ে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম ও কনফারেন্সে অংশগ্রহণ করেন।

২০১৭ সালে তিনি ল্যাপারোস্কপিক সার্জারীতে ভারতের NAMASI হতে ফেলোশীপ অর্জন করেন। ২০২১ সালে ভারতের IAGES হতে বেসিক ও এডভান্স ল্যাপারোস্কপিক ও এন্ডোস্কপিতে ফেলোশীপ FIAGES ও EFIAGES ডিগ্রি অর্জন করেন। এছাড়াও আমেরিকান কলেজ অফ সার্জন হতে ২০২১ সালে FACS ডিগ্রি অর্জন করেন। সম্প্রতি ক্যান্সার সার্জারীর উপর ল্যাপারোস্কপিক সার্জারীতে FALS (Fellowship in advanced laparoscopic surgery) ডিগ্রি অর্জন করেন।

তার দেশ বিদেশের বিভিন্ন জার্নালে ৩০ টির অধিক গবেষণা প্রকাশিত হয়েছে। তিনি দেশে এবং বিদেশে ল্যাপারোস্কপিক সার্জারীর উপর উচ্চতর ফেলোশীপ ছাড়াও সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং ভারতে অনুষ্ঠিত বিভিন্ন কনফারেন্সে অংশ গ্রহণ এবং ল্যাপারোস্কপিক পদ্ধতিতে পিত্তথলীর পাথর, এ্যাপেনডিক্স, ডিম্বাশয়ের টিউমার সহ সকল প্রকার হার্নিয়া ও রক্তপাতবিহীন না কেটে লংগো পদ্ধতিতে পাইলস্ এর অপারেশন এর উপর উচ্চতর প্রশিক্ষণ গ্রহন করেন। দীর্ঘদিন সাতক্ষীরা সদর হাসপাতালে সুনামের সাথে সার্জারী কনসালটেন্টের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজে সহযোগী
অধ্যাপক (সার্জারী) ও বিভাগীয় প্রধান হিসাবে কর্মরত আছেন ।

Address

Khulna Road, Polashpole

9400

Alerts

Be the first to know and let us send you an email when Mother Teresa Diagnostic Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram