Gain Chikitsalay

Gain Chikitsalay কাদাকাটি,আশাশুনি,সাতক্ষীরা।

Permanently closed.
13/08/2021
চারিদিকে হতাশা ও দুঃসংবাদের মধ্য একটা ভাল ও পজেটিভ খবর নিয়ে আসলো, ড.জাফর উল্লাহ চৌধুরীর গনস্বাস্হ্য কেন্দ্র। জানিনা তার ...
28/04/2021

চারিদিকে হতাশা ও দুঃসংবাদের মধ্য একটা ভাল ও পজেটিভ খবর নিয়ে আসলো, ড.জাফর উল্লাহ চৌধুরীর গনস্বাস্হ্য কেন্দ্র। জানিনা তার এই সুচিন্তা কোন দুষ্ট চক্রের দ্বারা বাধা গ্রস্হ্য হয় কি না....

আসুন জেনে নেই, গনস্বাস্হ্যের কি পরিকল্পনা নিয়ে আগাচ্ছে...

বাসা বাড়িই হবে আপনার করোনা হাসপাতাল।

[১] আপনি বাসায় থাকবেন, শুধু একটা ফোন কল। ব্যস, আপনার বাসায় হাজির হয়ে যাবে 'গণস্বাস্থ্য কেন্দ্র'র কোভিড ১৯ চিকিৎসক দল।

[২] 'গণস্বাস্থ কেন্দ্র'র ট্রাস্টি ও চেয়ারম্যান ডা. জাফরুল্লা চৌধুরী জানিয়েছেন, আগামী ২৯ এপ্রিল থেকে ঢাকার ভেতরে এই সেবা প্রদান করা হবে। গণস্বাস্থ্যের ভ্রাম্যমাণ মেডিকেল টিম যে ওষুধ দেবে, তার জন্য কোনো টাকা নেবে না। এছাড়া করোনা পরীক্ষাসহ অন্যান্য যেসব পরীক্ষা করা হবে, সেগুলোর প্রায় অর্ধেক মূল্য নেবে তারা।

[৩] ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘ধরেন, কেউ একজন রাজধানীর কলাবাগান থেকে গণস্বাস্থ্য কেন্দ্রে ফোন করল কিংবা অ্যাপসের মাধ্যমে জানাল। তার বাড়িতে গণস্বাস্থ্য কেন্দ্রের গাড়ি যাবে, এক্সরে মেশিন যাবে, ইসিজি যাবে, ভ্যান্টিলেটর যাবে- সব যাবে। প্রথমে পরীক্ষার জন্য রক্তসহ প্রয়োজনীয় স্যাম্পল নিয়ে চলে আসবে। আগে যদি পরীক্ষায় তার করোনা পজিটিভ থাকে, তাহলে তার বাড়িতে গিয়ে আমরা ওষুধসহ প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে আসব। এছাড়া বুকের এক্স-রে, ইসিজিসহ যেসব টেস্ট করানো প্রয়োজন, তা করা হবে। মোট কথা একজন করোনা রোগীর বাড়িতে একটা হাসপাতাল চলে যাবে।’

[৪] তিনি জানান, করোনা রোগীকে ওষুধ বিনামূল্যে দেয়া হবে। আর বিভিন্ন পরীক্ষা করা হলে যে খরচ হবে, করোনা রোগীকে তার প্রায় অর্ধেক দিতে হবে। যেমন- বিভিন্ন পরীক্ষায় খরচ হলো ১০ হাজার টাকা, রোগীর পরিশোধ করতে হবে ৬ হাজার টাকা।

[৫] ডা. জাফরুল্লাহ আরও বলেন, ‘আমরা দু’টি নম্বর দিয়ে দিচ্ছি। সেবা নিতে আগ্রহীদের সেই নম্বরে কল করতে হবে। নম্বর দুটি হলো- ০১৭০৯-৬৬৩৯৯৪ এবং +৮৮০৯৬০২১১১৯৪০। এই দুই নম্বরে ফোন করে গণস্বাস্থ্য কেন্দ্রের ভ্রাম্যমাণ মেডিকেল টিমকে ডাকতে পারবেন। আর করোনায় আক্রান্ত রোগীর বাড়ির একজন লোককে প্রশিক্ষণ দেব আমরা। যাতে করোনা রোগীর দেখাশোনা করতে পারে ওই বাড়ির প্রশিক্ষণ পাওয়া লোকটি।’

[৬] তিনি আরও বলেন, ‘এখন যে কেউ গণস্বাস্থ্যের হাসপাতালে এসে করোনার চিকিৎসা নিতে পারবেন। ৪০ শয্যার একটা ইউনিট করেছি আমরা। তার মধ্যে ৫টি করোনা আইসিইউ, সেন্ট্রাল অক্সিজেন, কার্ডিয়াক মনিটর, ভ্যান্টিলেটর, ইসিজিসহ সব সুবিধা নিয়ে করোনা ইউনিট খোলা হয়েছে। ধানমণ্ডিতে এগুলো করা হয়েছে। তারপর করোনা আইসোলেশন সেন্টারও করা হয়েছে। এখানে এখনই যেকোনো লোক এসে ভর্তি হতে পারে।’
..ডা. জাফরুল্লা চৌধুরীর মতো আর দশজন যদি এই মানবিক সেবা নিয়ে এগিয়ে আসতো তাহলে লকডাউন, মুভমেন্ট পাশের প্রয়োজন হতো না, রাস্তা ঘাটে পাবলিক, ডাক্তারদের নিগৃহীত হতে হতো না।

আসুন, এই মহৎ সেবার খবরটি সকলের কাছে পৌঁছে দিই।

চিকিৎসক সুশান্ত গাইন - ( তথ্যসুত্র)..............................

20/02/2021

আপনার অন্তত ১০ জন বন্ধুকে ইনভাইট করে আমাদের সহযোগী হওয়ার অনুরোধ জানাচ্ছি।

ঘন ঘন ঠান্ডা সর্দি বা ইনফেকশনের কারনে নাকের ভেতরে একধরনের স্বচ্ছ,আঙুরের থোকার মতো অংশ বেরিয়ে আসতে দেখা যায় ।সচরাচর আমরা ...
18/01/2021

ঘন ঘন ঠান্ডা সর্দি বা ইনফেকশনের কারনে নাকের ভেতরে একধরনের স্বচ্ছ,আঙুরের থোকার মতো অংশ বেরিয়ে আসতে দেখা যায় ।
সচরাচর আমরা যেটাকে পলিপাস বা পলিপ ভেবে ভুল করি তা হলো "টারবিনেট" নামক একটা মাংস পিন্ড।এটা নাকের ভেতরের একটা অংশ যা সকল মানুষের থাকে । যা লালচে রংয়ের হয়ে থাকে ।কারো ক্ষেত্রে বড় কারোর বা ছোট ।এটা নাকের ভেতরে একপাশের দেয়ালের সাথে মিশে থাকে । এর জন্য কোনো চিকিৎসার প্রয়োজন নেই।

পলিপাস কেন হয়?

অতিরিক্ত বা ঘন ঘন ঠান্ডা,সর্দি বা এলার্জির কারনে কখনও বা ইনফেকশনের কারনে দীর্ঘদিন রোগী যদি নিয়মিত এবং নিয়ন্ত্রিত চিকিৎসায় না থাকেন তাহলে এমনটি হয় । এতে ক্যান্সারের সম্ভাবনা নেই ।

উপসর্গ সমূহ:

১. নাক দিয়ে সর্দি ঝরা
২. নাক বন্ধ হয়ে যাওয়া
৩. হা করে শ্বাস নেওয়া
৪. নাকিয়ে কথা বলা
৫. নাক মুখ ভার হয়ে থাকা,মাথাব্যথা ইত্যাদি ।

চিকিৎসা:

প্রাথমিক অবস্থায় ধরা পড়লে ঔষধে ভালো হয় ।
স্টেরয়েড জাতীয় নাকের স্প্রে (যেমন: এভামিস,ফ্লুনাস্প্রে,ফ্লুটিকা ইত্যাদি) দিনে দুইবার করে প্রতি নাকের ছিদ্রে ব্যবহার করতে হবে । এছাড়া এন্টিহিস্টামিন জাতীয় ঔষধ (যেমন: ফেক্সো,রুপা ইত্যাদি) প্রতিদিন একবেলা করে খেতে হবে। দীর্ঘদিন চিকিৎসা নিতে হয় ।

যদি ঔষধে নিয়ন্ত্রিত না হয় কিংবা অতিরিক্ত বেড়ে যায় তাহলে আমাদের নিম্ম ঠিকানায় যোগাযোগ করুন।

আমরা যভাবে চিকিৎসা করে থাকি।
কোন প্রকার কাটাছেরা করা হয়না।
কোন প্রকার এসিড ব্যবহার করা হয়না।
কোন প্রকার ব্যাথা/জ্বালা/যন্ত্রনা নেই।
কোন ধরনের রক্তপাত হয়না।
সহজ পদ্ধতিতে একটি ভেষজ ক্রিমের মাধ্যমে ১০০% গ্যারান্টি সহকারে চিকিৎসা করে থাকি।
ঠিকানাঃ
গাইন চিকিৎসালয়,কাদাকাটি, আশাশুনি, সাতক্ষীরা।

মোবাইলঃ ০১৯৪২২০৪০৭৯।

Address

Khajurdanga
Satkhira
9400

Telephone

+8801942204079

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gain Chikitsalay posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category