22/11/2025
কাশিতে কি ধরনের সিরাপ দেয়া যেতে পারে-
কাশিতে ২ ধরনের মেডিসিন ইউজ হয়-
১.Cough Suppressant/anti tussive :
কফ সেন্টারকে suppress করার মাধ্যমে কাশি কমায়।
শুকনা কাশির চিকিৎসায় ব্যবহার হয়ে থাকে।
শুকনা কাশি হয় মূলত কোনো ভাইরাস জ্বরের পরে কিংবা এলার্জি জনিত কারণে হয়।
বাজারে যে যে সকল পাওয়া যায়-
-Dextromethorphan
-Butamirate
এলার্জিজনিত শুকনা কাশি হলে cough suppressant সিরাপের সাথে anti histamine tablet ও দেওয়া যেতে পারে।
এলার্জি জনিত কাশিতে বা শুকনা কাশিতে Montelukast ও ব্যবহার হয়ে থাকে।
কেউ কেই salbutamol, levosalbutamol ইত্যাদিও দিয়ে থাকেন।
কাশিতে এন্টি হিস্টামিন কাজ করতে ২১ দিন সময় লাগে।
২. productive cough: যে কাশিতে কফ বের হয়।
Cough Expectorant দিতে হবে।
কফ কে পাতলা করে বের করে নিয়ে আসবে এবং শ্বাসনালী ক্লিয়ার হয়ে যাবে।
যেহেতু এই মেডিসিন ঘণ মিউকাসকে ভেংগে পাতলা করে বের করে নিয়ে আসে, তাই এই ড্রাগসকে মিউকোলাইটিক ড্রাগস ও বলা হয়।
Cough Expectorant এর মোট ৪ টা ড্রাগস রয়েছে-
১. Ambroxol
২. Bromohexine
৩. Acetylecysteine
একটা ক্যাপসুল আধা গ্লাস পানিতে মিশিয়ে দিনে ২ বার খাবে)
৪. Guaiphenesin কম্বাইন্ড ফর্মে ব্যবহার হয়ে থাকে।
**** সর্দির পরে যদি productive cough শুরু হয়, তাহলে এন্টি হিস্টামিন চলমান থাকলে বন্ধ করতে হবে।
কারণ এতে কফ আরো ঘন হয়ে যাবে এবং ফুসফুসে জমে যেতে পারে
( এন্টি হিস্টামিন ভ্যাসো কন্সট্রিকশন হিসাবে কাজ করে)