10/10/2021
....................... পর্ব - ১.......................
দীর্ঘ দিনের পেশাগত জীবনের অভিজ্ঞতায় দেখেছি, অনেকে মনে করে স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপি মানে শুধুমাত্র কথা বলানোর থেরাপি বা চিকিৎসা। অনেকে আবার থেরাপি সেশন গুলিকে মনে করে একেকটা ক্লাস। আবার অনেকে ধারনা করেন কোন একটা মেশিনের সাহায্যে কথা বের করে আনা হয় ইত্যাদি, ইত্যাদি।
- আসলে স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপি কি?
- স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপি কাদের প্রয়োজন?
- স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপি কিভাবে দেয়া হয়?
* এই পর্বে স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপি কি তা সম্পর্কে জানব।
(Speech and language Therapy)
স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপি একধরনের চিকিৎসা ব্যবস্থা। এই চিকিৎসা ব্যবস্থা সম্পুর্ন বিজ্ঞানসম্মত। স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপির মাধ্যমে একজন ব্যক্তি কিংবা শিশুর যোগাযোগ সংক্রান্ত সমস্যা যেমনঃ কথা না বোঝা, কথা বলতে না পারা, উচ্চারনে অস্পষ্টতা, তোতলামি সংক্রান্ত সমস্যা, খাবার গিলতে চিবাতে সমস্যা, কন্ঠস্বরজনিত জটিলতা, মুখ দিয়ে লালা পড়া সংক্রান্ত সমস্যার চিকিৎসা প্রদান করা হয়।
-এখন কথা হল এই সমস্যা গুলো কাদের হয়?
আমরা অনেকে মনে করি এই সমস্যা গুলি শুধুমাত্র শিশুদের মধ্যে দেখা যায়। কথাটি সসম্পুর্ন ভুল।
এই সমস্যা গুলি একজন প্রাপ্ত বয়স্ক/ একজন শিশুর মধ্যেও দেখা দিতে পারে।
শিশুদের ক্ষেত্রে (Cerebral palsy)সেরেব্রাল পলসি, (ASD-Autism Spectrum Disorder)অটিজম, (ADHD)এডিএইচডি,(Down Syndrome) ডাউন সিন্ড্রোম,) (Hearing Impaired) শ্রবন প্রতিবন্ধীতা, (Cleft lip and Palate) ঠোট কাটা তালু কাটা সংক্রান্ত জটিলতা সহ (Speech Delay/ language Delay) দেড়িতে কথা বলার সমস্যা দেখা দিলে স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপি প্রয়োজন।
একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তির বিভিন্ন কারনে এই সমস্যা গুলি দেখা দিতে পারে। যেমনঃ (Stroke)স্ট্রোক, (Brain injury)ব্রেইন ইনজুরি, (Bell's palsy)বেলস পলসি/ (Facial palsy) ফেসিয়াল পলসি আরো অনেক কন্ডিশন আছে।
অনেকের প্রশ্ন থাকে অথবা মনে করে (Hearing Impaired) শ্রবন প্রতিবন্ধীতা, Cleft lip and Palate (ঠোট কাটা তালু কাটা), (Stroke)স্ট্রোক, (Brain injury) ব্রেইন ইঞ্জুরি চিকিৎসায় স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপির কাজ কোথায়? অনেকে মনে করে কোন স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপির কোন ভুমিকা নাই। এই ধারনা সম্পুর্ন ভুল, উল্লেক্ষিত কন্ডিশন গুলোতে স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
যেমন Hearing Impaired থাকলে ব্যক্তি/ শিশুটি ভালভাবে কথা বলতে পারে না, উচ্চারণগত সমস্যা থাকে, বয়স অনুসারে পিছিয়ে থাকে। সেক্ষেত্রে ব্যক্তিটির কানে শোনা নিশ্চিত করতে হবে তার জন্য হেয়ারিং এইড এমনকি কক্লিয়ার ইমপ্ল্যান্ট ও প্রয়োজন হতে পারে৷ এটা অবশ্যই ব্যক্তি/শিশুটির সমস্যার উপর নির্ভর করে। শিশুটির যে কথা বলতে সমস্যা/ উচ্চারণ গত সমস্যা থাকে/ বয়স অনুযায়ী কথা বলে না, এসব জটিলতার সমাধান করতে স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপি প্রয়োজন।
ঠোঁট কাটা তালু কাটা (Cleft lip and palate) ব্যক্তি বা শিশুর কথা বলতে সমস্যা হয়, উচ্চারণ গত সমস্যা দেখা যায়, নাকি নাকি করে উচ্চারণ করে, খাবার গিলা চিবানোর সমস্যাও দেখা যায়। এই সমস্যা গুলির চিকিৎসাই দেয়া হয় স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপির মাধ্যমে।
Tahmina Afroj
B Sc. In Speech and Language Therapy (BHPI, CRP-DU)
Head & Clinical Speech and Language therapist
Institute For Autistic Children, Old, Blind Home and TN Mother Hospital ( INOBHAT Hospital)