Tahmina Afroj, Speech and language therapist

Tahmina Afroj, Speech and language therapist Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tahmina Afroj, Speech and language therapist, Speech Therapist, Thana Road, Savar.

27/04/2025
27/04/2025
Oral Placement Therapy ওর‍্যাল প্লেসমেন্ট থেরাপি একধরনের থেরাপি পদ্ধতি, এই পদ্ধতি ব্যবহার এর মাধ্যমে একজন স্পীচ এন্ড ল্য...
10/12/2024

Oral Placement Therapy

ওর‍্যাল প্লেসমেন্ট থেরাপি একধরনের থেরাপি পদ্ধতি, এই পদ্ধতি ব্যবহার এর মাধ্যমে একজন স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপিস্ট রোগীর ( শিশু/ বয়স্ক) মৌখিক অঙগগভঙগি (কথা বলা, সঠিক উচ্চারন) উন্নত করার জন্য ব্যবহার করে থাকেন।

এই পদ্ধতি ব্যবহারের মাধ্যমে বিশেষ করে মুখের অঙগ (যেমন: জিহবা, ঠোট, তালু), মাংসপেশি নিয়ন্ত্রণ ও সমন্বয় করানোর কার্যকরী পদ্ধতি।

ওর‍্যাল প্লেসমেন্ট থেরাপি যাদের জন্য উপযোগী

* কথা বলতে
* সঠিক উচ্চারনে
* কথার জড়তা কাটাতে
* খাবার চিবাতে ও গিলতে

ওর‍্যাল প্লেসমেন্ট থেরাপির মুল উদ্দেশ্য হল মুখের পেশীগুলোর সমন্বয় উন্নত করা ও মৌখিক কার্যক্রমের দক্ষতা বাড়ানো। যার ফলে যোগাযোগের উন্নতি এবং নিরাপদ খাওয়া ও গিলানোর সক্ষমতা বাড়ানো যায়।

Alhamdulillah, Successfully completed workshop on Childhood Apraxia of Speech.
01/12/2024

Alhamdulillah, Successfully completed workshop on Childhood Apraxia of Speech.

অনেকদিনেরই ইচ্ছা ছিল ট্রেনিং টা সম্পুর্ণ করার। আলহামদুলিল্লাহ খুব ভালভাবেই ট্রেনিং শেষ করতে পেরেছি।  # Oral Placement Th...
25/03/2023

অনেকদিনেরই ইচ্ছা ছিল ট্রেনিং টা সম্পুর্ণ করার। আলহামদুলিল্লাহ খুব ভালভাবেই ট্রেনিং শেষ করতে পেরেছি।
# Oral Placement Therapy level 1 & 2.
Now, I am certified in Oral placement therapy level 1 & 2.

29/10/2021

.........................পর্ব - ২......................
* স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপি (Speech & Language Therapy) কিভাবে দেয়া হয়?

অনেকে ধারনা করে মুখে মেশিন লাগানোর মাধ্যমে থেরাপি দেয়া হয়, অনেকেই বা মনে করে বিভিন্ন ধরনের ব্যায়ামের মাধ্যমে স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপি দেয়া হয়, অনেকে ঔষধ দিতে বলে।

আসলে স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপি কিভাবে প্রদান করা হয়, সেই সম্পর্কে কিছু ধারনা দেয়ার চেষ্টা করব।
স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপিতে কোন ধরনের ঔষধ প্রেস্ক্রাইব করা হয় না।
একজন রোগী স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপিস্ট এর সরাপন্ন হওয়ার সাথে সাথেই তার চিকিৎসা শুরু করা হয় না।

প্রথমত রোগীর (Assessment) এসেসমেন্ট করা হয়। এসেসমেন্ট খুবই গুরুত্বপূর্ণ এবং প্রথম অংশ। এসেসমেন্ট এর মাধ্যমে স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপিস্ট রোগীর রোগের ধরন, প্রকার নির্নয় করে থাকেন। এই এসেসমেন্ট এর মাধ্যমে ( Subjective information) সাবজেক্টিভ ইনফরমেশন এবং (Objective information) অবজেক্টিভ ইনফরমেশন নেয়া হয়।

সাবজেক্টিভ ইনফরমেশন সাধারণত নেয়া হয় রোগীর তার রোগ সম্পর্কীত বলা তথ্য থেকে।
অবজেক্টিভ ইনফরমেশন নেয়া হয় রোগীর বিভিন্ন ধরনের টেস্ট যেমনঃ৷ ইসিজি(ECG), এম আর আই(MRI), এক্সরে (X-Ray) রিপোর্ট দেখে।

এছারা স্পেসিফিক টেস্টিং সিস্টেম আছে যা শুধুমাত্র কোয়ালিফাইড ক্লিনিক্যাল স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপিস্টগন ব্যবহার করে থাকেন ।
যেমনঃ
*(Pre- language skill) প্রি- ল্যাংগুয়েজ স্কিল,
* (Boston naming Test) বোস্টন নেমিং টেস্ট,
* CELF-5 (The Clinical Evaluation of Language Fundamental) ক্লিনিক্যাল ইভ্যালুয়েশন অফ ল্যাংগুয়েজ ফান্ডামেন্টাল,
* EAT-10 (The Eating Assessment tools)

এরকম বিভিন্ন ধরনের টেস্টিং সিস্টেম আছে যেগুলি রোগীর সমস্যার উপর ভিত্তি করে নির্ধারন করে ব্যবহার করা হয় এবং রোগীর নির্দিষ্ট সমস্যা(difficulties), সমস্যার ধরন (Types of difficulties) শনাক্ত করা হয়।

রোগীর রোগের ধরন, রোগীর এবিলিটি, পটেনশিয়ালটি , বয়স, রিস্ক ফ্যাক্টর, Strength, weakness, রোগীর পারিপার্শ্বিক অবস্থার উপর ভিত্তি করে (Treatment Plan) ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করা হয়।
Treatment Plan এ long term goal সেট করা হয়, তার মধ্যে কিছু short term goal সেট করা হয়। short term goal achieve এর মাধ্যমে long term goal complete করা হয়।
Treatment Plan অনুসারে রোগীর চিকিৎসা শুরু করা হয়। তাই প্রথম সেশন কে বলা হয় এসেসমেন্ট সেশন।

প্রপার এসেসমেন্ট (Proper Assessment) খুবই জরুরী। কেননা এসেসমেন্ট প্রপার না হলে ডায়াগনোসিস প্রপার হয় না আর ডায়াগনোসিস সঠিক না হলে চিকিৎসা সঠিক হওয়ার প্রশ্নই উঠে না। তাই অবশ্যই কোয়ালিফাইড থেরাপিস্ট এর সরাপন্ন হতে হবে, নামধারী ভুয়া থেরাপিস্ট এ থেকে দূরে থাকতে হবে। তা না হলে মুল্যবান সময় এবং অর্থের অপচয় হবে।

Tahmina Afroj
B Sc. In Speech and Language Therapy (BHPI, CRP, DU)
Head and Clinical Speech & language Therapist, INOBHAT hospital

10/10/2021

....................... পর্ব - ১.......................

দীর্ঘ দিনের পেশাগত জীবনের অভিজ্ঞতায় দেখেছি, অনেকে মনে করে স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপি মানে শুধুমাত্র কথা বলানোর থেরাপি বা চিকিৎসা। অনেকে আবার থেরাপি সেশন গুলিকে মনে করে একেকটা ক্লাস। আবার অনেকে ধারনা করেন কোন একটা মেশিনের সাহায্যে কথা বের করে আনা হয় ইত্যাদি, ইত্যাদি।
- আসলে স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপি কি?
- স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপি কাদের প্রয়োজন?
- স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপি কিভাবে দেয়া হয়?

* এই পর্বে স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপি কি তা সম্পর্কে জানব।

(Speech and language Therapy)
স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপি একধরনের চিকিৎসা ব্যবস্থা। এই চিকিৎসা ব্যবস্থা সম্পুর্ন বিজ্ঞানসম্মত। স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপির মাধ্যমে একজন ব্যক্তি কিংবা শিশুর যোগাযোগ সংক্রান্ত সমস্যা যেমনঃ কথা না বোঝা, কথা বলতে না পারা, উচ্চারনে অস্পষ্টতা, তোতলামি সংক্রান্ত সমস্যা, খাবার গিলতে চিবাতে সমস্যা, কন্ঠস্বরজনিত জটিলতা, মুখ দিয়ে লালা পড়া সংক্রান্ত সমস্যার চিকিৎসা প্রদান করা হয়।

-এখন কথা হল এই সমস্যা গুলো কাদের হয়?

আমরা অনেকে মনে করি এই সমস্যা গুলি শুধুমাত্র শিশুদের মধ্যে দেখা যায়। কথাটি সসম্পুর্ন ভুল।
এই সমস্যা গুলি একজন প্রাপ্ত বয়স্ক/ একজন শিশুর মধ্যেও দেখা দিতে পারে।
শিশুদের ক্ষেত্রে (Cerebral palsy)সেরেব্রাল পলসি, (ASD-Autism Spectrum Disorder)অটিজম, (ADHD)এডিএইচডি,(Down Syndrome) ডাউন সিন্ড্রোম,) (Hearing Impaired) শ্রবন প্রতিবন্ধীতা, (Cleft lip and Palate) ঠোট কাটা তালু কাটা সংক্রান্ত জটিলতা সহ (Speech Delay/ language Delay) দেড়িতে কথা বলার সমস্যা দেখা দিলে স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপি প্রয়োজন।

একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তির বিভিন্ন কারনে এই সমস্যা গুলি দেখা দিতে পারে। যেমনঃ (Stroke)স্ট্রোক, (Brain injury)ব্রেইন ইনজুরি, (Bell's palsy)বেলস পলসি/ (Facial palsy) ফেসিয়াল পলসি আরো অনেক কন্ডিশন আছে।

অনেকের প্রশ্ন থাকে অথবা মনে করে (Hearing Impaired) শ্রবন প্রতিবন্ধীতা, Cleft lip and Palate (ঠোট কাটা তালু কাটা), (Stroke)স্ট্রোক, (Brain injury) ব্রেইন ইঞ্জুরি চিকিৎসায় স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপির কাজ কোথায়? অনেকে মনে করে কোন স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপির কোন ভুমিকা নাই। এই ধারনা সম্পুর্ন ভুল, উল্লেক্ষিত কন্ডিশন গুলোতে স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

যেমন Hearing Impaired থাকলে ব্যক্তি/ শিশুটি ভালভাবে কথা বলতে পারে না, উচ্চারণগত সমস্যা থাকে, বয়স অনুসারে পিছিয়ে থাকে। সেক্ষেত্রে ব্যক্তিটির কানে শোনা নিশ্চিত করতে হবে তার জন্য হেয়ারিং এইড এমনকি কক্লিয়ার ইমপ্ল্যান্ট ও প্রয়োজন হতে পারে৷ এটা অবশ্যই ব্যক্তি/শিশুটির সমস্যার উপর নির্ভর করে। শিশুটির যে কথা বলতে সমস্যা/ উচ্চারণ গত সমস্যা থাকে/ বয়স অনুযায়ী কথা বলে না, এসব জটিলতার সমাধান করতে স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপি প্রয়োজন।

ঠোঁট কাটা তালু কাটা (Cleft lip and palate) ব্যক্তি বা শিশুর কথা বলতে সমস্যা হয়, উচ্চারণ গত সমস্যা দেখা যায়, নাকি নাকি করে উচ্চারণ করে, খাবার গিলা চিবানোর সমস্যাও দেখা যায়। এই সমস্যা গুলির চিকিৎসাই দেয়া হয় স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপির মাধ্যমে।

Tahmina Afroj
B Sc. In Speech and Language Therapy (BHPI, CRP-DU)
Head & Clinical Speech and Language therapist
Institute For Autistic Children, Old, Blind Home and TN Mother Hospital ( INOBHAT Hospital)

Address

Thana Road
Savar

Telephone

+8801303216254

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tahmina Afroj, Speech and language therapist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Tahmina Afroj, Speech and language therapist:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram