Doorstep Medical Service

Doorstep Medical Service Doorstep Medical Bangladesh is by your side with "Necessary Health Care at Your Home".
� Emergenc

চাকরির বিজ্ঞপ্তি !! চাকরির বিজ্ঞপ্তি !!ডিপ্লোমা নার্স/ব্রাদার্স ও পেশেন্ট কেয়ার এটেন্ডেন্স আবশ্যক !!মেডিকেল পেশায় প্রশিক...
02/02/2023

চাকরির বিজ্ঞপ্তি !! চাকরির বিজ্ঞপ্তি !!
ডিপ্লোমা নার্স/ব্রাদার্স ও পেশেন্ট কেয়ার এটেন্ডেন্স আবশ্যক !!
মেডিকেল পেশায় প্রশিক্ষণ সহ নিশ্চিত চাকুরি ।

আপনি মেডিকেল পেশায় ক্যারিয়ার গড়তে চান?
বা এ পেশায় পড়ালেখা থাকার পরেও চাকরি পাচ্ছেন না?
তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন ।বৃদ্ধ অসুস্থ ব্যক্তির নিজ বাসায় সেবা/পরিচর্যা প্রদানকারী একটি সনামধন্য প্রতিষ্ঠান।

উক্ত প্রতিষ্ঠানের কিছু সংখ্যক - ডিপ্লোমা নার্স/ব্রাদার্স ও পেশেন্ট কেয়ার এটেন্ডেন্স - (পুরুষ/মহিলা) নিয়োগ দেওয়া হবে।

কাজের ধরন : বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তির নিজ বাসায় নিষ্ঠার সাথে সেবা/পরিচর্যা প্রদান করা।

আবেদনের জন্য যা যা দরকার ঃ
√ শিক্ষাগত যোগ্যতাঃ মিনিমাম SSC পাস।
√ জাতীয় পরিচয় পত্র।
√ শিক্ষাগত সার্টিফিকেট।
√ জন্ম নিবন্ধন সার্টিফিকেট।
√ তিন কপি সদ্য তোলা ছবি।
√ বাবা অথবা মায়ের জাতীয় পরিচয় পত্র ফটো কপি ।
√ একটি বায়োডাটা/ সিভি ।
√ বেতনঃ ১৫,০০০ - ২০,০০০ হাজার টাকা ।(কাজের
দক্ষতা যাচাই করে উল্লেখিত বেতন বাড়ানো হতে
পারে)।
√ ডিউটির সময়ঃ ০৮/১২/২৪ ঘন্টা প্রতি দিন/রাত।
√ জামানতঃ কোনো টাকা জামানত প্রয়োজন নাই।
√ সুযোগ সুবিধাঃ ০৮/১২ ঘন্টা ডিউটেতে সকাল ও
দুপুরের খাবার এবং ২৪ ঘন্টা ডিউটেতে সকাল,
দুপুরের ও রাতের খাবার সহ থাকার বাবস্তা করা হবে।
√ বয়সঃ 18 থেকে ৩৫ বছর পর্যন্ত।
√ আসন সংখ্যা ১০ জন ।

উপরে লিখিত পদের বিপরীতে যোগ্য প্রাথীদের নিকট থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে।

সরাসরি যোগাযোগ করুনঃ
Doorstep Medical Services
Phone NO: 01781450220
E-maile: dms.official.bd@gmail.com

সাথে থাকুন , যোগদিন আমাদের পেইজ-য়ে, লাইক দিন, শেয়ার করে জানিয়ে দিন সবাইকে।
ধন্যবাদ সবাইকে

চাকরির বিজ্ঞপ্তি !! চাকরির বিজ্ঞপ্তি !!ডিপ্লোমা নার্স/ব্রাদার্স ও পেশেন্ট কেয়ার এটেন্ডেন্স আবশ্যক !!মেডিকেল পেশায় প্রশিক...
08/05/2022

চাকরির বিজ্ঞপ্তি !! চাকরির বিজ্ঞপ্তি !!
ডিপ্লোমা নার্স/ব্রাদার্স ও পেশেন্ট কেয়ার এটেন্ডেন্স আবশ্যক !!
মেডিকেল পেশায় প্রশিক্ষণ সহ নিশ্চিত চাকুরি ।

আপনি মেডিকেল পেশায় ক্যারিয়ার গড়তে চান?
বা এ পেশায় পড়ালেখা থাকার পরেও চাকরি পাচ্ছেন না?
তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন ।বৃদ্ধ অসুস্থ ব্যক্তির নিজ বাসায় সেবা/পরিচর্যা প্রদানকারী একটি সনামধন্য প্রতিষ্ঠান।

উক্ত প্রতিষ্ঠানের কিছু সংখ্যক - ডিপ্লোমা নার্স/ব্রাদার্স ও পেশেন্ট কেয়ার এটেন্ডেন্স - (পুরুষ/মহিলা) নিয়োগ দেওয়া হবে।

কাজের ধরন ঃ বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তির নিজ বাসায় নিষ্ঠার সাথে সেবা/পরিচর্যা প্রদান করা।

আবেদনের জন্য যা যা দরকার ঃ
√ শিক্ষাগত যোগ্যতাঃ মিনিমাম SSC পাস।
√ জাতীয় পরিচয় পত্র।
√ শিক্ষাগত সার্টিফিকেট।
√ জন্ম নিবন্ধন সার্টিফিকেট।
√ তিন কপি সদ্য তোলা ছবি।
√ বাবা অথবা মায়ের জাতীয় পরিচয় পত্র ফটো কপি ।
√ একটি বায়োডাটা/ সিভি ।
√ বেতনঃ ১৫,০০০ - ২০,০০০ হাজার টাকা ।(কাজের
দক্ষতা যাচাই করে উল্লেখিত বেতন বাড়ানো হতে
পারে)।
√ ডিউটির সময়ঃ ০৮/১২/২৪ ঘন্টা প্রতি দিন/রাত।
√ জামানতঃ কোনো টাকা জামানত প্রয়োজন নাই।
√ সুযোগ সুবিধাঃ ০৮/১২ ঘন্টা ডিউটেতে সকাল ও
দুপুরের খাবার এবং ২৪ ঘন্টা ডিউটেতে সকাল,
দুপুরের ও রাতের খাবার সহ থাকার বাবস্তা করা হবে।
√ বয়সঃ 18 থেকে ৩৫ বছর পর্যন্ত।
√ আসন সংখ্যা ১০ জন ।

উপরে লিখিত পদের বিপরীতে যোগ্য প্রাথীদের নিকট থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে।

সরাসরি যোগাযোগ করুনঃ
Doorstep Medical Services
Phone NO: 01781450220
E-maile: dms.official.bd@gmail.com

সাথে থাকুন , যোগদিন আমাদের পেইজ-য়ে, লাইক দিন, শেয়ার করে জানিয়ে দিন সবাইকে।
ধন্যবাদ সবাইকে

দৈনন্দিন ব্যস্ততা আর জীবিকার তাগিদে আমাদের সবাইকে কাজে যেতে হয়। কিন্তু বাড়িতে অসুস্থ প্রিয়জন রেখে জীবন-জীবিকা চালানোও খু...
25/04/2022

দৈনন্দিন ব্যস্ততা আর জীবিকার তাগিদে আমাদের সবাইকে কাজে যেতে হয়। কিন্তু বাড়িতে অসুস্থ প্রিয়জন রেখে জীবন-জীবিকা চালানোও খুব কঠিন। আবার অসুস্থ প্রিয়জনকে সঠিক দেখাশোনার জন্য ভরসা করার মতো মানুষও পাওয়া যায় না। আর এসব বঝেই আপনার অসুস্থ প্রিয়জনকে বাসায় দেখাশোনার জন্য অথবা নিয়মিত স্বাস্থ্যসেবা প্রদানের জন্য দিচ্ছি অভিজ্ঞ নার্স, কেয়ারগিভার, ফিজিওথেরাপিস্ট, ব্যাবিসিটার, ডায়েটিশিয়ান, আয়া/ওয়ার্ডবয় ইত্যাদি। আমাদের সকল স্বাস্থ্যকর্মী কমপক্ষে ২-৫ বছর অভিজ্ঞতাসম্পন্ন। মাত্র একটি ফোন কল অথবা মেসেজ করেই বাসায় বসে পেয়ে যাবেন আধুনিক ও উন্নতমানের স্বাস্থ্যসেবা।
প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী দ্বারা ঘরে বসেই সেবা পেতে কল করুন: 📞01781450220📞01637579577

শুধু মাত্র আমরাই দিচ্ছি অল্প খরচে..

★ অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট
★ দক্ষ ও অভিজ্ঞ নার্স
★ ডায়েটিশিয়ান সেবা
★ অভিজ্ঞ কেয়ারগিভার সেবা
★ বাচ্চাদের দেখাশোনার জন্য অভিজ্ঞ বেবিসিটার
আমরা বাসায় গিয়ে নিচের সবাসমূহ প্রদান করছি:
☑ রেগুলার হেলথ্ চেকআপ
☑ হোম নার্সিং
☑ প্যাথলজি
☑ ডায়েটিশিয়ান
☑ বেবিসিটার
☑ আয়া/ওয়ার্ডবয়

06/07/2021

করোনা হলেঃ

১। Ivermectin, ১২ মিঃগ্রাঃ, পরপর দুই দিন।
২। Acteria, দিনে ১ বা ২ বার, খাবারের আগে, পরপর ৬ দিন।
৩। Dicaltrol, দিনে ১ টা, সকাল বেলা পরপর ৭ দিন।
৪। Milk of magnesia, ২ চামচ চামচ দুপুর বেলা, ৩ নং টা যতদিন খাবেন ততদিন খেতে হবে।
৫। Ceevit, ৫০০ মিঃগ্রাঃ, প্রতিদিন প্রতি ৩ /৪ ঘন্টা পরপর, যতক্ষন জেগে থাকবেন এবং পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত খেতে হবে।
৬। Zinc tablet, দৈনিক ২০ মিঃগ্রাঃ, অসুখ না সারা পর্যন্ত প্রতিদিন।
৭। Feel fresh, ৩ বা ৬ মিঃগ্রাঃ, রাত ৯ টায়, ৭ দিন।
৮। Filwell, মাল্টিভিট সকালে একটা করে ৭ দিন (যাদের কিডনি ড্যামেজ, হাই প্রেশার আছে তারা খাবেন না)।
৯। জ্বর থাকলে প্যারাসিটামল।
১০। প্রচুর লেবু, টক জাতীয় ফল, শাকসবজি, সকালে খালি পেটে এক/ দেড় ইঞ্চি কাঁচা হলুদ খাবেন। ফার্মের মুরগি, ডিম, মাছ এড়িয়ে চলবেন। চিনি ও প্রসেসড, কেনা খাবার একদম খাবেন না। ভাত, আলু, রুটি, ভুট্টা জাতীয় খাবার একদম কমিয়ে দিতে হবে।
সয়াবিন তেল, কর্ণ অয়েল, সানফ্লাওয়ার, সাফ্লাওয়ার, ক্যানোলা, মার্জারিন, কটন সীড তেল, রাইস ব্রান তেল পুরোপুরি বাদ দিয়ে পরিবর্তে সরিষা, একস্ট্রা ভার্জিন অলিভ, এ্যাভোকাডো, খাঁটি নারিকেল তেল, ঘি, গরুর চর্বি ব্যাবহার করবেন। ভোজ্য তেলে ওমেগা ৬ বেশি থাকে, ওমেগা ৬ সাইটোকিন স্টর্ম বাড়িয়ে দিয়ে মৃত্যু ঘটায়, জটিলতা বাড়ায়। এছাড়া ডায়াবেটিস এবং ডায়াবেটিস থেকে হৃদরোগ, স্ট্রোক, কিডনি বিকলতা, দৃষ্টি শক্তি নষ্ট হয়ে যাওয়ার প্রাথমিক কারণ অতিরিক্ত ওমেগা ৬।

এছাড়াও উপরের ব্যাবস্থাপত্রের সাথে সাথে ১ মিলিলিটার ৬% হাইড্রোজেন পার অক্সাইডের সাথে ২০ মিলিলিটার ডিস্টিল্ড পানি মিশিয়ে কয়েক ঘন্টা পরপর ১০ মিনিট করে নেবুলাইজ থেরাপি নিয়েও করোনাসহ সব ধরণের ফুঁসফুুসের সংক্রামক রোগ ও শ্বাস কষ্ট প্রশমিত ও নিরাময় করা যায়।

সুস্থ থাকুক।
স্বাস্থ্য বিধি মেনে চলুন।

সেবা নিন,সুস্থ থাকুন।👩🏻‍⚕️Our Services 👨‍⚕️👩🏻‍⚕️Surgical Dressing and Stitch Off👩🏻‍⚕️Cesarian Section (LUCS) Dressing 👩🏻...
22/11/2020

সেবা নিন,
সুস্থ থাকুন।

👩🏻‍⚕️Our Services 👨‍⚕️

👩🏻‍⚕️Surgical Dressing and Stitch Off
👩🏻‍⚕️Cesarian Section (LUCS) Dressing
👩🏻‍⚕️NG Tube placement/ Tube chnage.
👩🏻‍⚕️Urinary Catheter placement/ Catheter Change
👩🏻‍⚕️Nebulizer Services
👩🏻‍⚕️I.V Cannulaization
👩🏻‍⚕️Diabetic & insuline Chart maintain.
👩🏻‍⚕️I.V Fluid and Antibiotic injection
👩🏻‍⚕️BP monitoring
👩🏻‍⚕️Emergency Doctor’s visit(male/female)
👩🏻‍⚕️Cut injury Repair
👩🏻‍⚕️Baby Care👩🏻‍⚕️

🔥We maintain 100% Sterility and World Health Organisation(WHO) Rules. 🔥

🔥We have Qualified medical Team🔥

25/10/2020

Give health Care at Home

আপনার পরিবার বা আপনার নিজের জন্য বাসায় নার্সিং, ফিজিওথেরাপিস্ট, মেডিকেল এ্যাসিসটেন্ট, মেডিকেল কেয়ার গিভার সেবা প্রয়োজন?ব...
24/10/2020

আপনার পরিবার বা আপনার নিজের জন্য বাসায় নার্সিং, ফিজিওথেরাপিস্ট, মেডিকেল এ্যাসিসটেন্ট, মেডিকেল কেয়ার গিভার সেবা প্রয়োজন?
বাসায় অসুস্থ বাবা-মা , ভাই – বোন অথবা নিকট আত্মীয় ২৪ ঘন্টা দেখাশোনার জন্য বাসায় একজন প্রশিক্ষনপ্রাপ্ত ও অভিজ্ঞ নার্স, ফিজিওথেরাপিস্ট, মেডিকেল এ্যাসিসটেন্ট, মেডিকেল কেয়ার গিভার রাখতে চান?
”প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা আপনার বাসায়” এই ব্রত নিয়ে “ডোরস্টেপ মেডিকেল সেবা” বাংলাদেশ আছে আপনার পাশে।
👉 জরুরী নার্সিং, ফিজিওথেরাপি, মেডিকেল এ্যাসিসটেন্ট, মেডিকেল কেয়ার গিভার সেবা ।
👉১২ /২৪ ঘন্টা (শিফটিং) ডিউটি।
যথাযথ স্বাস্থ্য বিধি মেনে আমাদের অভিজ্ঞ নার্স, ফিজিওথেরাপিস্ট, মেডিকেল এ্যাসিসটেন্ট, মেডিকেল কেয়ার গিভার হাজির হবেন আপনার বাসায়।
যোগাযোগ করুনঃ 📞০১৭৮১৪৫০২২০📞 ০১৯৩৭৭৮১১৪৪
আমাদের বিশেষত্বঃ
✅জাপান থেকে প্রশিক্ষণ প্রাপ্ত চিকিৎসক দ্বারা পরিচালিত ।
✅ নিজস্ব ইনস্টিটিউট থেকে ডিগ্রী ও প্রশিক্ষণ প্রাপ্ত নার্স, ফিজিওথেরাপি, মেডিকেল এ্যাসিসটেন্ট, মেডিকেল কেয়ার গিভার ।
✅ আন্তর্জাতিক বিধি মেনে পরিচালিত
✅ সর্বোচ্চ মানের সেবা

Address

Savar
1344

Telephone

+8801781450220

Website

Alerts

Be the first to know and let us send you an email when Doorstep Medical Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Doorstep Medical Service:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram