04/11/2025
বায়োকেমিক ১২টি ঔষধের সংক্ষিপ্ত পরিচয় ও তাদের প্রয়োগ।
১,Calcarea Fluorica
চোখের ছানি, কোমর ব্যথা, মচকানো, স্তনে গুটি, দাঁত উঠতে দেরি, দাঁতের ক্ষয় ও প্রদাহ, চামড়া ফাটা, সহজে রক্তপাত, বংশগত সিফিলিস, অ্যাডিনয়েডস ইত্যাদি।
২,Calcarea Phosphorica
স্নায়ু দুর্বলতা, মৃগী, অন্ত্র প্রদাহ, ক্ষয়রোগ, শিশুদের দাঁত উঠতে দেরি, হজমের সমস্যা, মস্তিষ্ক অবসাদ, ডায়াবেটিসে হাড় ভাঙা, রসযুক্ত চর্মরোগ ইত্যাদি।
৩,Calcarea Sulphurica
ফোঁড়া, পুঁজযুক্ত ব্রণ, পোড়া ঘাঁ, চুলকানি, গ্রন্থিস্ফীতি, ফিস্টুলা, চর্মরোগ, পায়ের তালুতে জ্বালা, মানসিক পরিবর্তনশীলতা, দুর্বলতা ইত্যাদি।
৪,Kali Muriaticum
হৃদপিণ্ড দুর্বলতা, বুক ধড়ফড়, ফুসফুস প্রদাহ, পিত্ত নিঃসরণে সমস্যা, অজীর্ণতা, লিভার দুর্বলতা, গলাব্যথা, নিউমোনিয়া ইত্যাদি।
৫,Kali Phosphoricum
মানসিক অবসাদ, স্নায়ু দুর্বলতা, মানসিক চাপজনিত মাথাব্যথা, বমি ভাব, মাথা ঘোরা, দুর্গন্ধযুক্ত পায়খানা, স্নায়বিক ক্লান্তি, যৌন দুর্বলতা ইত্যাদি।
৬,Kali Sulphuricum
হাম, বসন্ত, চর্মরোগ, বিকালের জ্বর, আঠালো সবুজ স্রাব, হাঁপানি, চুলকানি ও খুশকি—চর্মে কার্যকর ঔষধ।
৭,Natrum Muriaticum
নুনপ্রিয়তা, কোষ্ঠকাঠিন্য, হাঁচি, নাক দিয়ে পানি পড়া, হাপানি, সর্দি-কাশি, টাইফয়েডে প্রলাপ, লিভার গোলমাল, বুদ্ধি হ্রাস, ক্রিমি ইত্যাদি।
৮,Natrum Phosphoricum
অম্লরোগ, পাকস্থলীর গোলযোগ, অতিরিক্ত দুধ খাওয়ানো শিশুর হজমে সমস্যা, বুকের বাঁ পাশে ব্যথা, ধাতুক্ষয়, কানে পুঁজ, চোখের প্রদাহ ইত্যাদি।
৯,Natrum Sulphuricum
গ্যাসট্রিক, লিভার রোগ, পেটে বায়ু, তন্দ্রা, আঁচিল, মাথা ও ঘাড়ে ব্যথা, কিডনির সমস্যা, মেরুদণ্ড ব্যথা ও প্রদাহে কার্যকর।
১০,Ferrum Phosphoricum
অ্যানিমিয়া, রক্তপাতজনিত দুর্বলতা, দ্রুত নাড়ির গতি, মাথাব্যথা, জিভের প্রদাহ, ক্ষুধামান্দ্য, শীর্ণতা, শিশুদের বলহীনতা ইত্যাদি।
১১,Magnesia Phosphorica
বিভিন্ন ব্যথা (মাথা, পেট, স্নায়ু), খিঁচুনি, স্নায়ু দুর্বলতা, স্মৃতিশক্তি হ্রাস, স্প্যাজম, চলার সময় পায়খানা ইচ্ছা—স্নায়ু কোষে পুষ্টি জোগায়।
১২, Silicea
রিকেটস, বাতরোগ, প্রস্টেট বৃদ্ধি, কানে প্রদাহ, শরীরে পুঁজ, পুরোনো কাশি, কোষ্ঠকাঠিন্য, গেঁটেবাত ইত্যাদি।
চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন করা উচিৎ নয়।