14/10/2025
"রাতে এক অচেনা শিশুর পাশে দাঁড়ানোর গল্প—মানবতার সেই ছোট্ট আলো, যা কখনো নিভে যায় না"
১৩/১০/২৫ সোমবার সন্ধ্যায় নবীনগরের সাভার ডিওএইচএসের সামনে হঠাৎ দেখা হলো এক ১২–১৩ বছরের মেয়ে শিশুর সঙ্গে।
“আংকেল, গফরগাঁও কোন দিক দিয়ে যাবো?”
তার চোখে আতঙ্ক, মুখে বিভ্রান্তি।
আমি থেমে কথা বললাম—বুঝলাম, মেয়েটি একা, পথ হারিয়েছে।
বাসার ফোন নম্বরও জানে না, আর নবীনগর থেকে গফরগাঁও সরাসরি কোনো বাস নেই।
সাহায্য চাইতে গেলাম ট্রাফিক পুলিশ বক্সে—কেউ সহায়তা করল না।
বাস কাউন্টারেও গেলাম, কিন্তু ওখানেও সাহায্য পেলাম না।
রাস্তায় দাঁড়িয়ে দেখলাম, কেউ পাশে দাঁড়াল না।
রাতের অন্ধকারে, এক অচেনা শিশুর জন্য এমন অবস্থা কতটা বিপজ্জনক হতে পারে! 💔
সে তো কথাই বলতে পারছেনা ঠিকমতো।পরবর্তীতে জানা গেল, মেয়েটির নাম মারিয়া, গ্রাম, থানার নাম বলতে পারলো।
অভাবের তাড়নায় ঢাকায় এসেছিল কাজ করতে।
হয়তো কোনো কারণে তাকে রাখা হয়নি। কেউ নবীনগর পর্যন্ত রেখে গেছে এবং বলেছে— “বাসে উঠে বাড়ি চলে যেও।”
আমি গফরগাঁওয়ের কয়েকজনের সঙ্গে যোগাযোগ করলাম।
আমার ছাত্র ফয়সাল, যে গফরগাঁওয়ের ছেলে, মেয়েটির গ্রামের ঠিকানা খুঁজতে উদ্যোগ নিল।
আমার ফোনের চার্জ কমে আসছিল, তাই পথচারী অনেক কেই বললাম অন্তত ৯৯৯-এ কল দিন।
কেও দেয়নি, তারা নাকি ভেজালে যেতে চায়না।
শেষমেশ আমি নিজেই কল করি। 🚨
৯৯৯-এর মাধ্যমে পুলিশ সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়।
স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্প থেকে একজন অফিসার ফোন করে বলেন, আমাকে মেয়েটিকে সেখানে নিয়ে যেতে হবে।
কিন্তু মহিলা পুলিশ না থাকায় তারা ওকে রাখতে পারলেন না। সেখানে মোবাইল চার্জ দেই ৮% থেকে ১২% হতেই বিদ্যুৎ চলে যায়।
এই সময় আমার ছাত্র ও ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ছাত্রদল সভাপতি ফয়সাল
মারিয়ার বাবার নাম্বার সংগ্রহ করতে সক্ষম হয়, আমাকে নাম্বারটি পাঠায়।
আমরা কথা বলি,
জানা গেল, বাবা ময়মনসিংহ থেকে রওনা দিয়েছেন।
পরিশেষে,আমি মেয়েটিকে নিয়ে পৌঁছালাম আশুলিয়া পুলিশ স্টেশন।
সেখানে পুলিশ অত্যন্ত সহানুভূতির সঙ্গে মেয়েটির নিরাপত্তা নিশ্চিত করে।
আপাতত সে পুলিশ হেফাজতে আছে, তার বাবা আসতেছে, এটা ডিউটি অফিসার কথা বলেছেন।
আজও মনে হলো—
মানবিকতা হারায়নি।
শুধু সাহস আর দায়িত্ববোধ থাকা জরুরি।
একটু থেমে, একজন শিশুর পাশে দাঁড়ানো—কারও জীবন বদলে দিতে পারে। ❤️
ধন্যবাদ জানাই সবাইকে যারা সহযোগিতা করেছেন।
— ডা. মোঃ আতিকুর রহমান
সহ-স্বাস্থ্য সম্পাদক, কৃষক দল কেন্দ্রীয় কমিটি।
সদস্য, বিএনপি নারী ও শিশু স্বাস্থ্যসেবা সেল।
সহ-সভাপতি (প্রতিষ্ঠা কমিটি),
বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদল।
সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক, ড্যাব ঢাকা জেলা।