14/11/2022
🍁আজকে বিশ্ব ডায়বেটিস দিবস। দিন দিন বাড়ছে elderly primi (1st pregnancy after 30year of age) এর সংখ্যা। সেই সাথে বেড়ে যাচ্ছে প্রেগন্যান্ট লেডির ডায়বেটিস হাইপারটেনশনের সম্ভাবনা। যেটা প্রেগন্যান্সির সময় নতুন ভাবে ধরা পরতে পারে/ আগে থেকেই মা ডায়বেটিসে ভুগছেন।
🍁কি কি সমস্যা হতে পারে?
মায়ের ইন্সুলিন নিতে হতে পারে, মায়ের রক্তে সুগারের মাত্রা বেশি কমে বা বেড়ে যেতে পারে। সিজারিয়ান সেকশান ডেলিভারির সম্ভাবনা বেড়ে যায়।পরবর্তীতে বাচ্চা হবার পর ও মায়ের ডায়বেটিস থেকে যেতে পারে এবং উচ্চ রক্তচাপ হতে পারে।
বাচ্চার ওজন স্বাভাবিকের চেয়ে বেশি, ফোলা হতে পারে, পেটে পানি( amniotic fluid) অনেক বেড়ে যেতে পারে। এছাড়া ও কিছু জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করতে পারে ( heart disease, neural tube defect etc)। বাচ্চা হবার সময় birth injury হতে পারে।
জন্মের পর ব্লাড সুগার কমে গিয়ে বাচ্চা দুর্বল হয়ে যেতে পারে, নড়াচড়া কমে যায়, খিচুনি হতে পারে।
🍁নিয়ম অনুযায়ী ৭২ ঘন্টা পরয্যন্ত ব্লাড সুগার মনিটর করতে হবে। বাচ্চা কে ঘন ঘন বুকের দুধ খাওয়াতে হবে।
এদের শ্বাসকষ্ট ও দ্রুত জন্ডিস ডেভেলপ করতে পারে। IV fluid, অক্সিজেন, ফটোথেরাপি ইত্যাদি চিকিৎসার প্রয়োজন হতে পারে। সেজন্য close monitoring এর কোন বিকল্প নাই।
🍁ভালো থাকুন সবাই 😍🌿