Dr. Bijoy

Dr. Bijoy Health Services, Medical Discussion, Advice & Traveller

09/08/2025

☑️ বাচ্চাকে সবসময় নিজের সাথে নিয়ে ঘুমাবেন
❌ বাসায় মেহমান-অতিথি আসলে ছেলে বা মেয়ে বাবুকে অন্য কারো সাথে ঘুমাতে দিবেন না
⚠️ নিজের সন্তানের নিরাপত্তা সবার আগে

09/08/2025

মানুষ ঠকানো সহজ,
কিন্তু ঠকিয়ে যা পাবেন তা হজম করা কিন্তু খুব কঠিন😊

08/08/2025

“আর যে আল্লাহর উপর নির্ভর করে আল্লাহ তার জন্য যথেষ্ট হবেন।”🤍✨
(৬৫-সূরা আত তালাক: আয়াত-৩)

05/08/2025
30/07/2025

"উপহাস: যেখান থেকে শুরু হয় সফলতার যাত্রা"

একটা বিষয় খেয়াল করে দেখো—তুমি যখন কোনো সাধারণ সিদ্ধান্ত নিই, যেমন চাকরি করা, পরীক্ষা দেওয়া, বা বিয়ে করার মতো চিরচেনা রাস্তায় হাঁটো—তখন খুব বেশি কেউ কিছু বলে না। সবাই চুপচাপ দেখে, কিছু উৎসাহ দেয়, কিছু পরামর্শ দেয়, হয়ে যায়।

কিন্তু ঠিক তখনই চারপাশ অস্বস্তিতে পড়ে যায়, যখন তুমি ভিন্ন কিছু করতে চাও।
নিজের একটা স্বপ্ন গড়তে চাও, নিজের মতো করে ভাবতে চাও, কিছু "আলাদা" করতে চাও।

সেখানেই শুরু হয় উপহাস।
⟶ “এটা দিয়ে কী হবে?”
⟶ “তোমার মতো মানুষ এটা পারবে?”
⟶ “বেকার সময় নষ্ট করছো।”

এই কথাগুলো শুনে কষ্ট হয়—এটাই স্বাভাবিক। কিন্তু এটাও ঠিক যে, এ কথাগুলোই তোমাকে সত্যিকার অর্থে গড়ে তোলে।

কেন উপহাস আসে?

কারণ তুমি পরিচিত ছকে হাঁটছো না।
মানুষ নতুন কিছুকে প্রথমে ভয় পায়, তারপর ব্যঙ্গ করে, এরপর প্রশ্ন তোলে—আর সবশেষে সেই নতুনকেই মেনে নেয়।

তুমি যদি সাহস করো নিজের মতো করে চলার, তাহলে তারা তোমাকে ব্যতিক্রমী ভাববে। কিন্তু ‘ব্যতিক্রমী’ হওয়াটাই তো বড় হওয়ার প্রথম ধাপ।
সবাই যা করে, সেটাই যদি করো, তাহলে নতুন কিছু তৈরি হবে কীভাবে?

উপহাস আসলে এক প্রকার প্রশংসা, ছদ্মবেশে

তারা তোমাকে ব্যঙ্গ করে, কারণ তুমি তাদের পরিচিত গণ্ডির বাইরে চলে গেছো।
তুমি হয়তো সেই কথাগুলোতে ভেঙে পড়তে পারো, আবার চাইলে সেগুলোকে শক্তিতে পরিণত করেও এগিয়ে যেতে পারো।

তোমার কাজের প্রতিক্রিয়া যত বেশি হয়—উপহাসই হোক বা প্রশ্নবিদ্ধতা—তত বেশি তুমি জানবে, তুমি "কিছু একটা" ঠিক করছো।

ইতিহাসও তাই বলে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী যখন বানানো হচ্ছিল, অনেকেই বলেছিল এটা কেউ দেখবে না।
জেকে রাউলিং-এর হ্যারি পটার ১২টি প্রকাশনী প্রত্যাখ্যান করেছিল।
স্টিভ জবস, এলন মাস্ক, এমনকি কবি রবীন্দ্রনাথও—সবার জীবনে শুরুতে উপহাস এসেছিল।

তাদের সবাইকেই প্রথমে ‘অসম্ভব’ মনে করা হয়েছিল। কিন্তু তারাই একদিন হয়ে উঠেছে অনুপ্রেরণা।

তোমার জন্য বার্তা

তুমি যদি এখন উপহাসের মুখে দাঁড়িয়ে থাকো—জেনো, তুমি একা নও।
এটাই সেই পর্যায়, যেটা পেরিয়ে গেলে ভবিষ্যত তোমার হবে।

তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো, কঠোর পরিশ্রম করতে পারো, আর ভেতরের আগুনটা জ্বালিয়ে রাখতে পারো—তাহলে আজ যে মানুষগুলো হাসছে, কাল তারাই তোমার গল্প শোনাবে অন্যকে।

শেষ কথা:
উপহাসের মধ্যে লুকিয়ে থাকে ভবিষ্যতের সম্ভাবনা।
তোমার স্বপ্নের দরজা খুলে আছে—শুধু দরজার সামনে একটু হাসির শব্দ বাজছে। ভয় পেও না। এগিয়ে যাও।

29/06/2025

নিজের উপর ইনভেস্ট করুন। খাওয়া দাওয়া, শো অফ, দামী ফোন এসব না। নিজেকে সমৃদ্ধ করুন জ্ঞান দিয়ে

24/03/2025

খাদ্য তালিকায় কম ফ্যাট এবং কম চিনি রাখুন, স্থূলতা এড়ানোর জন্য।

20/03/2025

Medical Campaign rural area

01/03/2025

আহলান সাহলান মাহে রমাদান🌙❤️
আল্লাহ সকলকে পবিত্র রমজান মাসের সবগুলো রোজা রাখার তৌফিক দান করুন❤️

27/02/2025

আজকাল এত্তো ডি'ভোর্স, ব্রেকআপ এর পিছনে সব থেকে বড় কারণ social media.

সোশ্যাল মিডিয়ার use আসার পর থেকেই মানুষের কাছে প্রচুর options. সবাই ভাবে "আমি কেনো adjust করবো! নতুন কোনো option পেয়েই যাবো" কিন্তু বাস্তব হলো, আজ যাকে ছেড়ে আপনি নতুন option এর কাছে যাচ্ছেন, 2 বছর পর আপনি আবারও same situation এ এসে দাঁড়াবেন, তখন আবারো আপনাকে নতুন কোনো option খুঁজতে হবে!❤️🌸

যাদের ডায়াবেটিস অনেক বেশি থাকে তারা নিয়মিত মেথি ভিজিয়ে রেখে সকালে খালি পেটে পানি সহ। ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে।
24/02/2025

যাদের ডায়াবেটিস অনেক বেশি থাকে তারা নিয়মিত মেথি ভিজিয়ে রেখে সকালে খালি পেটে পানি সহ। ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে।

24/02/2025

ছয়টা জিনিস আল্লাহর কাছে চেয়ে নিবেন..

শারীরিক সুস্থতা ,হালাল রিজিক, নিরাপদ বাসস্থান, নেককার জীবনসঙ্গী , নেককার সন্তান, ঈমানের সাথে মৃ//ত্যু,, আল্লাহ কবুল করুন! ❤️
(আমিন)

Address

হাসপাতাল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ
Shaistaganj

Telephone

+8801647014288

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Bijoy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Bijoy:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category