Alpha General Hospital, Sherpur

Alpha General Hospital, Sherpur "Your Trusted Partner in Healthcare"

05/07/2025

শেরপুর বিএনপির ইমেজ নষ্টকারী প্রতিষ্ঠিত চাঁদাবাজ যার কমিটি দুই মাসের পূর্বেই তদন্ত সাপেক্ষে বিলুপ্ত, হাজার কোটি টাকা ব্যাংক লুটের দায়ে সাজাপ্রাপ্ত আসামি, অহংকারী, কুরুচিপূর্ণ শেরপুর বিএনপি কে ধ্বংসের জন্য উঠেপড়ে লেগেছে তাকে শেরপুরবাসী বয়কট করেছে। শেরপুরবাসীর জন্য সে আতংক। বিএনপির জন্য সে ক্ষতিকর। আবারো তার জন্য শেরপুরের বিএনপির ইমেজ ধ্বংসের দিকে।

07/12/2013

৭ ডিসেম্বর শেরপুর মুক্ত দিবস । ১৯৭১ সালের এই দিনে আমাদের প্রিয় জন্মভুমি শেরপুর পাক হানাদার বাহিনী হতে মুক্ত হয় । এদিনে বাংলার দামাল ছেলে বীরমুক্তিযুদ্ধারা শেরপুরের সকল যুদ্ধে হানাদার বাহিনীকে বীর বিক্রমে হানাদার বাহিনীকে পরাজিত করে শেরপুর কে মুক্ত করে ।
১৯৭১ সালের ২৬ এপ্রিল পাক বাহিনী শেরপুরে প্রবেশ করে । আহাম্মদ নগর কামালপুর সহ বিভিন্নস্থানে ঘাটি গড়ে তুলে । এ অঞ্চলে প্রায় ৩০/৪০ টির মত খন্ড যুদ্ধ সংঘঠিত হয় । এসব যুদ্ধে ৫৯ জন বীর সন্তান শাহাদাৎ বরণ করেন । যুদ্ধ সংঘঠিত হওয়ার উল্লেখ যোগ্য স্থানগুলো হলো সূর্যদী, নালিতাবাড়ী, ফরেষ্ট ক্যাম্প, তন্তুর, বারোমারী, নন্নী, ঝিনাইগাতী, নাচনমহুরী, শ্রীবরদী, কর্ণঝোরা, কামালপুর, টিকরকান্দি, নারায়ণখোলা, নকলা।
মুক্তিযুদ্ধে আমাদের শেরপুর অঞ্চল ছিল ১১ নং সেক্টরের অধীন। এই সেক্টরে কমান্ডার ছিলেন কর্ণেল তাহের । তিনি আহত হলে পরে দায়িত্ব প্রাপ্ত হন ফ্লাইট লেঃ হামিদুল্লাহ খান । ৪ ডিসেম্বর কমলাপুর পাক বাহিনীর শক্তিশালী ঘাটির পতন হলে তাদের মনোবল ভেঙ্গে যায় । মূলত ৩ ডিসেম্বর মিত্রবাহিনীর সহায়তায় প্রচন্ড আক্রমন পাক বাহিনী পুরো নাস্তানাবুদ হয়ে যায় । ফলে অনেকটা বিনা বাধায় ৪ ডিসেম্বর ঝিনাইগাতী এবং ৬ ডিসেম্বর শ্রীবরদী উপজেলা শত্রু মুক্ত হয় । ৭ ডিসেম্বর মিত্রবাহীনির সর্বাধিনায়ক জগৎসিং অরোর শেরপুর শহীদ দারোগা আলী পৌরপার্ক মাঠে এক সভায় শেরপুর কে মুক্ত ঘোষনা করেন । এখানে শেরপুরে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় । মহান স্বাধীনতা যুদ্ধে অনন্য অবদানের জন্য এ জেলায় ১ জন বীর বিক্রম ও ২ জন বীর প্রতীক খেতাব পেয়েছেন । এরা হলেন শহীদ মু’তাসিম বিললাহ খুররম (বীর বীক্রম) এবং কমানন্ডার জহুরুল হক মুন্সী ( বীর প্রতীক) ও ডাঃ মাহমুদুর রহমান (বীর প্রতীক) । আজকের এই দিনে আমরা Sherpur, Dhaka, Bangladesh গভীর শ্রদ্ধার সাথে শহীদ মুক্তিযুদ্ধা ও বীর মুক্তিযুদ্ধাদের স্মরণ করছি।

31/07/2013
28/07/2013

আলফা জেনারেল হাসপাতাল- এর বৈশিষ্ট ঃ
# দেশের নাগরিকদের উন্নয়ন ও উৎপাদনমূখী কাজে ব্যবহার করা।
# একদল দৃঢ় প্রত্যয়ী , ধৈর্যশীল, উদ্যমী ও সমমনা উদ্যোক্তা।
# সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করণ।
# সকল কার্যক্রমে ইসলামী শরীআ-র অনুসরণ।

যোগাযোগ-
আলফা জেনারেল হাসপাতাল,
‍‍‍‍‍ "স্বাস্থ্য সেবায় আপনার বিস্বস্ত সহযোহী"
সজবরখিলা (ফৌজিয়া মতিন স্কুলের পশ্চিম পাশে), শেরপুর টাউন, শেরপুর|

ফোন : ০৯৩১-৬২০৮১, ০১১৯১-০০৮২২৭, ০১১৯৩-১৯৭০৬০, ০১৭১৬-২১৫৫২১

27/07/2013

আলফা জেনারেল হাসপাতাল- এর লক্ষ্য ও উদ্দেশ্য ঃ
# জনগনের মৌলিক চাহিদা তথা চিকিৎসা সেবা নিশ্চিত করণ।
# অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ডায়াগনষ্টিক ল্যাব ও হাসপাতাল প্রতিষ্ঠা।
# বিনিয়োগকারী ও শেয়ার হোল্ডারদের অর্থনৈতিক প্রবৃদ্বি অর্জন।
# উন্নয়ন ও উৎপাদনমূখী কর্মকান্ড পরিচালন এবং পর্যাপ্ত কর্মসংস্থান সৃ্ষ্টির মাধ্যমে জাতীয় উন্নয়নে অবদান রাখা।

যোগাযোগ- আলফা জেনারেল হাসপাতাল,
সজবরখিলা (ফৌজিয়া মতিন স্কুলের পশ্চিম পাশে), শেরপুর টাউন শেরপুর|

ফোন : ০৯৩১-৬২০৮১, ০১১৯১-০০৮২২৭

26/07/2013

চিকিৎসা সেবার মান এক ধাপ এগিয়ে এখন শেরপুরের সজবরখিলায়,
আলফা জেনারেল হাসপাতাল।

এখানে নিয়মিত অভিজ্ঞ ও বিশেষজ্ঞডাক্তার নিয়মিত বসছেন।

যোগাযোগ- আলফা জেনারেল হাসপাতাল,
সজবরখিলা (ফৌজিয়া মতিন স্কুলের পশ্চিম পাশে), শেরপুর টাউন শেরপুর|

ফোন : ০৯৩১-৬২০৮১, ০১১৯১-০০৮২২৭

25/07/2013

Address

Narayanpur
Sherpur
2100

Telephone

+8801191516223

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alpha General Hospital, Sherpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Alpha General Hospital, Sherpur:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category