Jubaer Homeo Treatment Center

Jubaer Homeo Treatment Center Take homeopathic medicine and stay healthy.
(1)

হার্ট ভালো রাখতে এসকল খাবার খান। ফল ও শাকসবজি, বাদাম ও বীজ, অলিভ অয়েল ইত্যাদি খাবারগুলো হার্টের জন্য খুব উপকারী। এই খাবা...
01/11/2025

হার্ট ভালো রাখতে এসকল খাবার খান।
ফল ও শাকসবজি, বাদাম ও বীজ, অলিভ অয়েল ইত্যাদি খাবারগুলো হার্টের জন্য খুব উপকারী। এই খাবারগুলোতে খনিজ, ভিটামিন, এন্টিঅক্সিডেন্ট, গুণ ফ্যাট থাকার হার্ট সুস্থ রাখে এবং হার্ট এ্যাটাকের ঝুঁকি কমায়।

, , , , , , , , #হার্টেররোগ, #হার্টভালোরাখারখাবার, #হার্টেরঔষধ, #হার্টেরচিকিৎসা, #হার্টেরহোমিওচিকিৎসা, #হার্টেরহোমিওপাথিঔষধ, #কিখেলেহার্টভালোথাকে,

লিভার ভালো রাখতে এসকল খাবার খান।সিরিয়াল ও লাল চাল:----------------------পরিশোধিত কার্বোহাইড্রেটের পরিবর্তে এগুলো খেতে পা...
20/10/2025

লিভার ভালো রাখতে এসকল খাবার খান।

সিরিয়াল ও লাল চাল:-
---------------------
পরিশোধিত কার্বোহাইড্রেটের পরিবর্তে এগুলো খেতে পারেন।

ফল:-
-----
আ্যাভোকাডো, লেবু, বেরী ও আপেল লিভালের জন্য খুব উপকারী।

বাদাম ও অলিভ অয়েল :-
-----------------------
বাদাম ভিটামিন -ই ও অসম্পৃক্ত ফ্যাট সমৃদ্ধ যা লিভারের খারাপ ফ্যাট কমাতে সহায়তা করে ও অলিভ অয়েল লিভারকে ভালো চর্বি সরবরাহ করে।

চর্বিযুক্ত মাছ:-
-------------
চর্বিযুক্ত মাছে ওমেগা-৩ ফ্যাটি এসিড থাকে যা লিভারের জন্য খুব উপকারী।

হলুদ ও রসুন :-
-------------
এ মসলাগুলো লিভারকে উদ্দীপিত করে ও লিভারের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে।

#লিভারেররোগ #লিভার #লিভারভালোরাখারউপায় #লিভারসিরোসিস #লিভারভালোরাখারখাবার #লিভারভা #স্বাস্থ্যতথ্য #স্বাস্থকথা

এই সকল খাবার খেলে কিডনি ভালো থাকে।আদা, রসুন ও পেঁয়াজ :-----------------------এই মসলাগুলোতে এন্টিঅক্সিডেন্ট ও এন্টিফ্লমেট...
19/10/2025

এই সকল খাবার খেলে কিডনি ভালো থাকে।

আদা, রসুন ও পেঁয়াজ :-
----------------------
এই মসলাগুলোতে এন্টিঅক্সিডেন্ট ও এন্টিফ্লমেটরি উপাদান থাকে যা কিডনির কার্যক্ষমতা উন্নয়নে সাহায্য করে।

চিরতা, ধনেপাতা, পুদিনা পাতা ও তুলশী পাতা:-
-----------------------------------
এই পাতাগুলো কিডনির কার্যক্ষমতা উন্নয়নে সহায়তা করে।

তরমুজ ও পেঁপে :-
----------------
তরমুজ লাইকোপেন ও পটাশিয়াম সমৃদ্ধ হওয়ায় কিডনির কার্যক্রম সহজ করে ও পেঁপে শরীর থেকে দূষিত পদার্থ বের করতে সাহায্য করে।

আপেল ও অলিভ অয়েল :-
------------------------
আপেলে পটাশিয়াম কম থাকায় কিডনি রুগীদের জন্য উপকারি ও অলিভ ওয়েল কিডনির জন্য উপকারি।

হলুদ:-
-------
গবেষণায় দেখা গেছে, হলুদে থাকা কারকিউমিন ক্রিয়েটিনিনের মাত্রা স্বাভাবিক রাখে যা কিডনিে সংক্রমন প্রতিরোধ করে।

#কিডনিরোগ #কিডনিভালোরাখারখাবার #স্বাস্থ্যতথ্য #কিডনিভালোরাখারউপায় #কিখেলেকিডনিভালোথাকে #কিডনিভালোরাখারখাবার

কালোজিরার ঔষধি গুণ ।মৃত্যুু ব্যাতীত সকল রোগের মহাঔষধ এই কালোজিরা । নিয়মিত কালোজিরা খান সুস্থ থাকুন ।  ,   ,   ,  , #কালো...
18/10/2025

কালোজিরার ঔষধি গুণ ।
মৃত্যুু ব্যাতীত সকল রোগের মহাঔষধ এই কালোজিরা । নিয়মিত কালোজিরা খান সুস্থ থাকুন ।

, , , , #কালোজিরা, #কালোজিরারগুণ, #কালোজিরারঔষধিগুণ, #কালোজিরারউপকারিতা , #সাস্থ্যতথ্য, , , , , ,

14/08/2025

এই হোমিওপ্যাথিক ঔষধ সেবন করলে গ্যাসের সমস্যা আর থাকবে না। তবেে এই ঔষধগুলো সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিবেন। আমার পরামর্শ চাইলে যোগাযোগ করুনঃ
জুবায়ের হোমিও ট্রিটমেন্ট সেন্টার
বালুয়া বাসুয়া রোড, সিংড়া, নাটোর।
ফোনঃ01717424570
https://www.facebook.com/jubaerhomeohall32
, , , , #গ্যাসেরঔষধ , #গ্যাসেরহোমিওঔষধ , #গ্যাস্ট্রিক ,

12/08/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

Allergic rhinitis বা নাকের এলার্জি থেকে মুক্তি।নাকের  এলার্জির একটি সেরা হোমিওপ্যাথিক ঔষধ হলো  Arsenic Album 30 । এর লক্...
12/08/2025

Allergic rhinitis বা নাকের এলার্জি থেকে মুক্তি।

নাকের এলার্জির একটি সেরা হোমিওপ্যাথিক ঔষধ হলো Arsenic Album 30 । এর লক্ষন হলো , তীব্র হাঁচি, কাশি, শ্বাসকষ্ট, নাকদিয়ে পানি পরে। এই ঔষধটি দিনে ৩ বার ২ ফোঁটা করে নিয়মিত ৩ মাস সেবন করলে এই নাকের এলার্জি থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। তবে এই ঔষধটি সেবনের পূর্বে অবস্যই একজন অভিজ্ঞ চিকিৎসক এর পরামর্শ নিন্। আমার পরামর্শ চাইলে যোগাযোগ করুনঃ
জুবায়ের হোমিও ট্রিটমেন্ট সেন্টার।
বালুয়া বাসুয়া রোড, সিংড়া, নাটোর।
ফোনঃ01710424570
https://www.facebook.com/share/1J89byJBqz/
, , , , , , #নাকেরএলার্জিরহোমিওঔষধ, #নাকেরএলার্জিরঔষধ, #নাকেরএলার্জি,

11/08/2025

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন?

11/08/2025

এখন বন্যার সময় তাই আপনার বাচ্চাদের দেখে রাখুন।

Big shout out to my newest top fans! 💎 Zubaer RahmanDrop a comment to welcome them to our community,
10/08/2025

Big shout out to my newest top fans! 💎 Zubaer Rahman

Drop a comment to welcome them to our community,

10/08/2025

আই বি এস এর সেরা হোমিওপ্যাথিক ঔষধধ ।
আই বি এস একটি সাংঘাতিক রোগ। তা দেরি না করে এর সঠিক চিকিৎসা নিন। হোমিওপ্যাথিক চিকিিৎসায় এই আই বি এস সম্পুর্নরুপে সেরে যায়।
Irritable Bowel Syndrome (IBS) is treated in homeopathy based on your individual symptoms, emotional state, and triggers (rather than just the diagnosis).
Restoring digestive balance, lowering bowel irritation, and addressing dietary or stress variables that exacerbate the illness are the objectives.
, , , , , #গ্যাসেরঔষধ, #হোমিও , #হোমিওপ্যাথি, , ,

সতর্কতা  মূলক পোস্ট।☠❗বর্তমানে বাংলাদেশের বিভিন্ন এলাকায় স্ক্যাবিস বা খোসপাচরা নামক চর্মরোগ মহামারী আকার ধারন করেছে। এই ...
22/07/2025

সতর্কতা মূলক পোস্ট।☠❗

বর্তমানে বাংলাদেশের বিভিন্ন এলাকায় স্ক্যাবিস বা খোসপাচরা নামক চর্মরোগ মহামারী আকার ধারন করেছে। এই স্ক্যাবিস " Sarcoptes scabiei" নামক ক্ষুদ্র পরজীবী মাইট দ্বারা সংগঠিত হয়। স্ক্যাবিস শরীরের সেই অংশে চুলকানি ও ফুসকুড়ি সৃষ্টি করে যেখানে এই মাাইটগুলি জমে থাকে। এই মাইটগুলি ত্বকের ভিতরে ডিম পারে। স্ক্যাবিস একটি অত্যন্ত সংক্রামক সংক্রমন । এটি শাররীক স্পর্শের মাধ্যমে ছড়িয়ে পরে। সময়মতো চিকিৎসা না করালে স্ক্যবিস জটিল আকার ধারন করতে পারে।
স্ক্যবিসের লক্ষনন হলো: তীব্র চুলকানি ( বিশেষ করে রাতে), ত্বকে ছোট ছোট ফুসকুড়ি :- এগুলো সাধারনত হাতের আঙ্গুলের ফাকে, কনুইয়ে, বগলে, কোমরে,যৌনাঙ্গের আশেপাশে হয়ে থাকে, ত্বকে ছোট ছোট ফোস্কার মতো হয়। এই লক্ষনগুলো দেখা দিলে দ্রুত চিকিৎসা নিতে হবে।
সতর্কতা : স্ক্যাবিস দ্বারা আক্রান্ত ব্যাক্তি থেকে দুরে থাকুন , নিয়মিত পরিস্কার পানি দিয়ে গোসল করুন, পরিস্কর পোশাক পরিধান করুন , বিছানা পরিস্কার রাখুন, স্ক্যাবিসে আক্রান্ত কেউ বাড়িতে আসলে নিজেকে পরীক্ষা করে নিন।
চিকিৎসা : এক্ষেত্রে হোমিওপ্যাথিক অথবা এ্যালোপ্যাথিক চিকিৎসা নিতে পারেন।

জুুবায়ের হোমিও ট্রিটমেন্ট সেনটার।
সিংড়া, নাাটোর, বাংলাদেশ।

, #স্ক্যাবিস , #স্ক্যাবিসেরচিকিৎসা

Address

Singra
6450

Alerts

Be the first to know and let us send you an email when Jubaer Homeo Treatment Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Jubaer Homeo Treatment Center:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram