18/10/2025
সেদিন ছিল উপজেলা হাসপাতালে আমার ইমার্জেন্সি নাইট ডিউটি।
পুরো হাসপাতালে আমি একাই ডাক্তার। রাত তখন প্রায় ১টা।
হঠাৎ এক লোক দৌঁড়ে এসে বললো
“স্যার, আমার রোগীর অবস্থা খুব খারাপ!”
দ্রুত ওয়ার্ডে গিয়ে দেখি ৩০ বছরের মতো এক মহিলা রোগী।
ফাইলে লেখা Acute Appendicitis (?) – Conservative Management চলতেছে।
কিন্তু রোগীর পেটের ব্যথা কমার বদলে আরও বেড়ে যাচ্ছে, মুখ একদম নিস্তেজ, ঘামতে শুরু করেছে।
পালস-বিপি দেখে সন্দেহ হলো রোগী Shock এ চলে যাচ্ছে।
মাথায় ঘুরে উঠলো ইন্টার্নি জীবনের সেই শিক্ষা
“Acute appendicitis মনে হলেও, মহিলা রোগীর ক্ষেত্রে Ruptured Ectopic Pregnancy বাদ দিতে ভুলো না!”
তৎক্ষণাৎ menstrual history নিলাম
রোগীর শেষ মাসিক দেড় মাস আগে হয়েছিল।
উপজেলাতে এত রাতে আল্ট্রাসাউন্ড করার সুযোগ নেই, তাই তাড়াতাড়ি Pregnancy Strip Test করতে দিলাম।
মাত্র পাঁচ মিনিট পর নার্স এসে বললো “স্যার, টেস্টটা Positive।”
ডায়াগনোসিস বদলে গেল মুহূর্তেই।
Strongly suggestive of Ruptured Ectopic Pregnancy!
রোগীকে Shock এর চিকিৎসা দিয়ে কাউন্সেলিং করলাম এবং রাতের মধ্যেই মেডিকেল কলেজে রেফার করলাম।
এক সপ্তাহ পর সেই রোগী নিজে এসে ধন্যবাদ জানালেন
সত্যিই সেটা Ruptured Ectopic ছিল, রাতেই তার অপারেশন হয়।
সেই হাসিটা কৃতজ্ঞতার, জীবনের মনে গেঁথে আছে আজও।
প্রজনন বয়সী যেকোনো মহিলার ডান দিকের পেটের ব্যথা মানেই “অ্যাপেন্ডিসাইটিস” ধরে নিলে মারাত্মক ভুল হতে পারে।
কারণ Ectopic Pregnancy অনেক সময় হুবহু একই রকম উপসর্গ দেয়।
তাই যেকোনো reproductive age female রোগী যদি abdominal pain নিয়ে আসে
Pregnancy test অবশ্যই করতে হবে।
দেরি করলে এই রোগ প্রাণঘাতী “rupture” হয়ে Hypovolemic shock এ মৃত্যু ঘটাতে পারে।
সব পেটব্যথা এক নয়।
সঠিক ইতিহাস, সচেতনতা ও দ্রুত সিদ্ধান্ত একজন নারীর জীবন বাঁচাতে পারে।
কেস সামারি: ডা: মুস্তাফিজুর রহমান মিঠু ভাই।