29/07/2025
🧠 Gut-Brain Axis: আপনার পেটের স্বাস্থ্যই কি আপনার মস্তিষ্কের চাবিকাঠি? 🧠
বর্তমান গবেষণা বলছে, আমাদের অন্ত্র (gut) এবং মস্তিষ্ক (brain) একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত — একে বলে Gut-Brain Axis। এই সিস্টেমের মাধ্যমে অন্ত্রে থাকা মাইক্রোবায়োম (Microbiome) বা উপকারী ব্যাকটেরিয়া আমাদের মানসিক স্বাস্থ্যে সরাসরি প্রভাব ফেলে।
🔬 গবেষণাভিত্তিক তথ্য:
২০১৯ সালের একটি গবেষণায় দেখা যায়, যারা irritable bowel syndrome (IBS) ভোগে, তাদের মাঝে উদ্বেগ ও বিষণ্নতার হার অনেক বেশি। [(Foster & McVey Neufeld, 2013)]
কিছু প্রোবায়োটিক যেমন Lactobacillus এবং Bifidobacterium ডিপ্রেশন ও স্ট্রেস কমাতে সাহায্য করে। [(Dinan et al., 2015)]
গাট ডিসবায়োসিস (অর্থাৎ গাট ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট হওয়া) ADHD, ASD, Parkinson's ও Alzheimer's এর মত নিউরোলজিকাল ডিজঅর্ডারে ভূমিকা রাখে। [(Cryan et al., 2019)]
🩺 SPRS Clinical Insight:
আমরা যারা দীর্ঘমেয়াদি স্ট্রেস, ঘুমের সমস্যা, বা ক্রনিক পেইনে ভুগছেন – তাদের অনেক সময় গাট হেলথ ঠিক রাখাও একটি সহায়ক থেরাপি হতে পারে। প্রপার নিউট্রিশন কাউন্সেলিং, ইয়োগা ও মেডিটেশন এবং প্রয়োজন হলে প্রোবায়োটিক সাপ্লিমেন্ট ব্যবহারের পরামর্শ আমরা দিতে পারি।
✅ কি করতে পারেন আপনি?
1. প্রাকৃতিক ফাইবারযুক্ত খাবার খান (Example: ওটস, কলা, দই)।
2. অ্যালকোহল, প্রসেসড ফুড ও অতিরিক্ত অ্যান্টিবায়োটিক এড়িয়ে চলুন।
3. নিয়মিত ব্যায়াম ও মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখুন।
📌 গাট-মস্তিষ্কের এই সম্পর্ক নিয়ে SPRS-এ আমরা নিউরো-রিহ্যাব থেরাপির পাশাপাশি জীবনধারাভিত্তিক সুপারিশ দিচ্ছি।
👉 আপনার সমস্যা বুঝে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ নিতে SPRS-এ আসুন।
References:
1. Foster, J. A., & McVey Neufeld, K. A. (2013). Gut–brain axis: how the microbiome influences anxiety and depression. Trends in Neurosciences, 36(5), 305-312.
2. Dinan, T. G., Stanton, C., & Cryan, J. F. (2015). Psychobiotics: a novel class of psychotropic. Biological Psychiatry, 74(10), 720-726.
3. Cryan, J. F., et al. (2019). The microbiota-gut-brain axis. Physiological Reviews, 99(4), 1877–2013.