24/11/2024
বিশেষ দ্রষ্টব্যঃ
গ্ৰুপে কেউ এসে কোনো ডোনার এর নাম্বার সংগ্রহ করবেন না। গ্ৰুপের এডমিন, মডারেটর কে না জানিয়ে বা রোগীর ইনফরমেশন না দিয়ে কেউ রক্ত ডোনেট করবেন না। গ্ৰুপের শৃঙ্খলা মেনে ডোনার এর সাথে যোগাযোগ করতে হবে। অযথা কেউ কারো সাথে যোগাযোগ করবেন না।