Safa Healthcare center-শাফা হেলথ কেয়ার সেন্টার

Safa Healthcare center-শাফা হেলথ কেয়ার সেন্টার A complete primary healthcare center 1. Primary healthcare center- প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র।
2.

All types of medicine sales center - সকল প্রকার ঔষধ বিক্রয় কেন্দ্র।

ছবিতে দেখছেন, চিকিৎসাবিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা, যার নাম ‘এলার্জি স্কিন টেস্ট (Allergy Skin Test)’।আমরা অন...
06/12/2025

ছবিতে দেখছেন, চিকিৎসাবিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা, যার নাম ‘এলার্জি স্কিন টেস্ট (Allergy Skin Test)’।

আমরা অনেকেই বছরের পর বছর সর্দি, কাশি বা পেটের সমস্যায় ভুগি। আমরা ভাবি—“আরে, এই বুঝি ঠান্ডা লাগল” কিংবা "বাইরের খাবার খেয়ে পেট খারাপ হলো"। কিন্তু সব সময় দোষ আবহাওয়া বা জীবাণুর নয়, সমস্যাটা হতে পারে আপনার শরীরের নিজস্ব ‘ডিফেন্স সিস্টেম’ বা এলার্জির!

চিকিৎসা বিজ্ঞান যা বলে:

ডাক্তাররা সন্দেহভাজন কিছু এলার্জেন (যেমন—ধুলো, ফুলের রেণু, কোনো কেমিক্যাল বা খাবারের নির্যাস) চামড়ার ওপর বা সামান্য নিচে প্রয়োগ করেন। এরপর নাম্বারিং করে রাখা হয় দেখার জন্য যে, শরীর কোন উপাদানটিতে রিয়েক্ট করে (লাল হয়ে ফুলে যায় কি না)।

প্রধানত দুই ধরণের স্কিন টেস্ট হয়:

১. প্যাচ টেস্ট (Patch Test):

● এতে কোনো সুঁই ফোটানো হয় না!
● চামড়ার ওপর এলার্জেন লাগিয়ে বিশেষ টেপ দিয়ে
আটকে রাখা হয় (সাধারণত পিঠে)।

● এটি মূলত কন্টাক্ট ডার্মাটাইটিস (Contact
Dermatitis) বা চামড়ার এলার্জি ধরার জন্য করা
হয়। যেমন: হেয়ার ডাই, কসমেটিকস, সাবান বা
গয়নার মেটাল থেকে এলার্জি।
● ফলাফল পেতে ২ থেকে ৪ দিন সময় লাগে।

২. প্রিক টেস্ট (Prick Test):

● এতে খুব সামান্য সুঁইয়ের খোঁচা বা আঁচড় দেওয়া
হয়।
● এটি হাপানি (Asthma), ধুলোবালি বা খাবারের
এলার্জি (Type I Allergy) ধরার জন্য সেরা।
● মজার ব্যাপার হলো, মাত্র ২০ মিনিটের মধ্যেই এর
রেজাল্ট পাওয়া যায়।

©

27/11/2025

যারা বাড়িতে শিশুকে নেবুলাইজ করেন তাদের সতর্কের জন্য একটা ঘটনা শেয়ার করলাম।
ভয় না সতর্কতাই আমাদের লক্ষ্য।

বাড়িতে বেশি ওষুধ দিয়ে নেবুলাইজ করায় শিশুর মৃত্যু 😭😭

আয়ান ছিল তার মায়ের প্রথম সন্তান।
হালকা সর্দি-কাশিতে শিশুর শ্বাস নিতে একটু কষ্ট হচ্ছিল।
চিকিৎসক আগেরবার বলেছিলেন—শ্বাসকষ্ট হলে সালবুটামল নেবুলাইজার দেওয়া যেতে পারে, তবে মাত্রা ও ব্যবধান কঠোরভাবে মেনে চলতে হবে।

কিন্তু সেদিন রাতে শ্বাস একটু বেশি হাঁপাচ্ছিল।

মা ভয়ে ভয়ে ভাবলেন,
“একবার দিলে ভালো হয়… না, হয়তো আরেকবার দিই, তাড়াতাড়ি আরামে আসবে।”

এভাবেই ৩–৪ বার নেবুলাইজ হলো অল্প সময়ের ব্যবধানে।

⚠️ অতিরিক্ত সালবুটামলের অদৃশ্য বিপদ

সালবুটামল বাচ্চার শ্বাসনালী খুলে দেয় ঠিকই—
কিন্তু একই সঙ্গে শরীরের পটাশিয়াম কোষের ভেতরে ঢুকে যায়।

ফলে রক্তে পটাশিয়াম হঠাৎ dangerously কমে যেতে পারে।

বিজ্ঞান এটা খুব পরিষ্কারভাবে বলে—
Hypokalemia (পটাশিয়াম কমে যাওয়া) → হৃদস্পন্দন অস্বাভাবিক → Heart arrhythmia → Cardiac arrest
আয়ানের ক্ষেত্রেও সেটাই ঘটতে শুরু করল।

💔হাঁপ ধরা কমার বদলে
আয়ানের শরীর ঠাণ্ডা ঠাণ্ডা লাগছিল।

হৃদস্পন্দন হচ্ছিল খুব দ্রুত, যেন দৌড়াচ্ছে।
হাত-পা কাঁপছিল।

মা প্রথমে বুঝতেই পারেননি—এগুলো over-nebulization toxicity-র লক্ষণ!

কিছুক্ষণের মধ্যেই আয়ানের শ্বাস অনিয়মিত হয়ে গেল।
তারপর হঠাৎ…

হৃদস্পন্দন থেমে যেতে লাগল।

মা ছুটে হাসপাতালে নিয়ে যান—
ডাক্তাররা চেষ্টা করলেন…
কিন্তু Hypokalemia থেকে হওয়া cardiac arrest খুব দ্রুত ঘটে,
এবং আয়ানকে আর ফিরিয়ে আনা যায়নি।

মায়ের পৃথিবী ভেঙে পড়ল।

সে শুধু বলছিল,

“আমি তো ওকে ভালো করতে চেয়েছিলাম… আমি তো জানতাম না…”😭
শেয়ার করুন, এমন ভুল যেন আর কেউ না করে 🙏।

26/11/2025

আসসালামু আলাইকুম, রক্তদিন জীবন বাচান।
হতেপারে আপনার একটু সহযোগিতায় বেচে যাবে ২টি প্রাণ।

জরুরী ভিত্তিতে একজন সেজারের রোগীর জন্য ১ব্যাগ রক্ত প্রয়োজন।

রক্তের গ্রুপঃ এ_পজেটিভ
রক্তের পরিমানঃ ১ ব্যাগ
স্থানঃ মৃদুলা হাসপাতাল, বেড়া
তারিখঃ ২৬/১১/২৫ আজ
যোগাযোগঃ ০১৭১১ ২৫২৪০৪, ০১৮৮৬ ৮৫৯৮২৫

দিতে না পারলেও শেয়ার করে সহযোগিতা করুন।

এই শীতে আপনার আদরের সন্তানের বাড়তি যত্ন নিন।
26/11/2025

এই শীতে আপনার আদরের সন্তানের বাড়তি যত্ন নিন।

Shout out to my newest followers! Excited to have you onboard! Bacte Hole Jante Hob, Babu Khan, Rafsan Omor
26/11/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Bacte Hole Jante Hob, Babu Khan, Rafsan Omor

21/11/2025

আজ সারাদেশে ভুমিকম্পে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি, আহতদের সুস্থতা কামনা করছি। আজকের ভূমিকম্প আমাদের স্বরণ করিয়ে দিচ্ছে সম্পদের দাপট দেখাইও না, তোমার সম্পদ ধংস করতে আল্লাহর ১সেকেন্ড সময়ও লাগবেনা।

18/11/2025

কয়েকদিন হলো ফুড পয়জনিং এর রোগী বেড়ে গেছে, এর কারণ আমাদের সচেতনকার অভাব বলে মনে করি। তাই, খাবার ভালোভাবে ঢেকে রাখুন

18/11/2025
17/11/2025

আপনার সন্তান বুদ্ধিতে বাড়ুক শক্তিতে বাড়ুক

16/11/2025

সর্দি কাসি ও জ্বরে এবং কৃমিনাশক ঔষধ দেওয়ার সময়

সব ধরনের ভিটামিন ঔষধ সাময়িক বন্ধ রাখা উচিত

02/11/2025

হারফেজ জোসটার, এই রোগ সাধারণত চিকেন পক্স হবার পরে হয়। এ ২টা রোগ একই ভাইরাস দ্বারা আক্রমন করে। জারফেজ জোসটার হলে ভয়ের কিছু নেই, বেশি বেশি তরল খাবার খান, ভিটামিন সি জাতিয় খাবার গ্রহণ করুন। জটিলতা দেখা দিলে নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন

02/11/2025

আপনার শিশুর আয়রনের চাহিদা মিটাতে নিয়মিত কলা খাওয়াতে পারেন।

Address

Bherakhola Boro Bazar, Shahjadpur
Sirajgonj
6772

Alerts

Be the first to know and let us send you an email when Safa Healthcare center-শাফা হেলথ কেয়ার সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Safa Healthcare center-শাফা হেলথ কেয়ার সেন্টার:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram