EPharma Latifpur

EPharma Latifpur First Online Pharmacy in Latifpur providing home delivery service for medicine and other healthcare products.

আমাদের যাত্রা লতিফপুরে শুরু হলেও মাঝে মাঝে চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গা হতে ফোনকল পাচ্ছি আমাদের সার্ভিস তাদের এলাকায় আছ...
16/07/2020

আমাদের যাত্রা লতিফপুরে শুরু হলেও মাঝে মাঝে চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গা হতে ফোনকল পাচ্ছি আমাদের সার্ভিস তাদের এলাকায় আছে কি না জানতে চেয়ে। বাস্তবতা হচ্ছে পুরো চট্টগ্রামে আমাদের সার্ভিস দেয়া সম্ভব নয়।

তবে খুশির খবর হচ্ছে আমাদের হোম ডেলিভারী সার্ভিস এখন হতে তালিকায় দেয়া নতুন এলাকা গুলোতেও পাওয়া যাবে ইনশাআল্লাহ।
১। ফকিরহাট
২। বাংলাবাজার
৩। সিটিগেইট
৪। সিডিএ আবাসিক
৫। কর্নেল হাট

সঠিক মূল্যে বাজারের সবচেয়ে ভাল ব্র্যান্ডগুলোর হ্যান্ড স্যানিটাইজার, হেক্সিসল পাওয়া যাচ্ছে EPharma Latifpur এ। যারা কোয়াল...
15/07/2020

সঠিক মূল্যে বাজারের সবচেয়ে ভাল ব্র্যান্ডগুলোর হ্যান্ড স্যানিটাইজার, হেক্সিসল পাওয়া যাচ্ছে EPharma Latifpur এ। যারা কোয়ালিটির ব্যাপারে ছাড় দিতে নারাজ তারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন আমাদের স্টকে থাকা এই প্রোডাক্টগুলো নিম্নলিখিত মূল্যে:

স্যাভলন হ্যান্ড স্যানিটাইজার (৫০ মিলি) - ৮০ টাকা
হেক্সিসল হ্যান্ড রাব (২৫০ মিলি) – ১৩০টাকা

অর্ডার করুন ইনবক্সে অথবা সরাসরি ওয়েবসাইটে।

12/07/2020

** কিচেন স্পেশাল হ্যান্ড গ্লোভস **

সিলিকনের তৈরী এই হ্যান্ড গ্লোভস দিয়ে সবজি, ফলমূল, তৈলাক্ত থালা-বাসন হাতের ছোঁয়া ছাড়া খুব সহজেই ধুতে পারবেন। ভিতরের দিকে অমসৃণ স্তর থাকায় যেকোন পিচ্ছিল ধরণের জিনিসপত্র ধরা সুবিধাজনক। এটি ব্যবহার করা বেশ আরামদায়ক, আর হাত রাখে সুরক্ষিত সাবান বা ডিটারজেন্ট এর ফেনা থেকে।

প্রতি জোড়ার মূল্য ৩৫০ টাকা। হোম ডেলিভারী সম্পূর্ণ ফ্রি সীমিত সময়ের জন্য!

অর্ডার করুন ইনবক্সে অথবা সরাসরি ওয়েবসাইটে। স্টক ফুরিয়ে যাওয়ার আগেই :)

ব্লাড প্রেশার, পালস রেইট, জ্বর মাপার জন্য বাইরে যাওয়ার দরকার কী যদি আপনার ঘরেই থাকে থাকে  হেলথকেয়ার ডিভাইসগুলো? এখন আমাদ...
08/07/2020

ব্লাড প্রেশার, পালস রেইট, জ্বর মাপার জন্য বাইরে যাওয়ার দরকার কী যদি আপনার ঘরেই থাকে থাকে হেলথকেয়ার ডিভাইসগুলো?

এখন আমাদের শপে পাওয়া যাচ্ছে সাশ্রয়ী দামের মধ্যে ভাল মানের হেলথকেয়ার ডিভাইসগুলো। এর মধ্যে রয়েছে ডিজিটাল ব্লাড প্রেসার মেশিন, নেবুলাইজার, পালস্ অক্সিমিটার সহ আরো বিভিন্ন রকমের ডিভাইস। অর্ডার কনফার্ম করার ২৪-৪৮ ঘন্টার মধ্যেই হোম ডেলিভারী পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি তে।

দাম ও বিস্তারিত জানতে ভিজিট করুন কমেন্ট বক্সে দেয়া ওয়েবসাইট লিংকে।

কিছু নিত্য প্রয়োজনীয় উইমেন কেয়ার প্রোডাক্ট আছে যেগুলো লোকাল শপ বা ফার্মাসি থেকে কেনা অনেকের জন্য বিড়ম্বনার। আর তাই তো আম...
04/07/2020

কিছু নিত্য প্রয়োজনীয় উইমেন কেয়ার প্রোডাক্ট আছে যেগুলো লোকাল শপ বা ফার্মাসি থেকে কেনা অনেকের জন্য বিড়ম্বনার। আর তাই তো আমাদের অনলাইন শপে থাকা এই প্রোডাক্টগুলো আমরা বাসায় পৌঁছে দিচ্ছি সর্বোচ্চ প্রাইভেসি নিশ্চিত করে।

কিনতে গিয়ে আর নয় অযথা বিড়ম্বনা
ঘরে বসেই সেরে ফেলুন আপনার প্রয়োজনীয় কেনা :)

01/07/2020

এত নিখুঁতভাবে নকল করা হচ্ছে যে কোম্পানির লোক ছাড়া অন্যদের বুঝা প্রায় অসম্ভব। সবাইকে কেনার আগে আগে সর্বোচ্চ সাবধানতা করার অনুরোধ করছি। নকল পণ্য কিনে নিজেদের স্বাস্থ্যকে দীর্ঘমেয়াদে ঝুঁকিতে ফেলবেন না।

একদিকে নকল Savlon Liquid দিয়ে বাজার সয়লাব অন্যদিকে আসল Savlon এর জন্য হাহাকার। তাছাড়া অতিরিক্ত মূল্য তো আছেই। কিন্তু এন্...
01/07/2020

একদিকে নকল Savlon Liquid দিয়ে বাজার সয়লাব অন্যদিকে আসল Savlon এর জন্য হাহাকার। তাছাড়া অতিরিক্ত মূল্য তো আছেই। কিন্তু এন্টসেপটিক লিকুইড এর প্রয়োজনীয়তা তো আর কমেনি বরং বেড়েছে।

এসব বিবেচনা করে আমরা আজ নতুন একটি Disinfectant & Multipurpose Cleanser এর সাথে পরিচয় করিয়ে দিতে চাই Savlon এর একটি ভাল অল্টারনেটিভ হিসেবে। Kovlon নামে এই প্রোডাক্টটি বাজারে আনল Kemiko Pharmaceuticals।

এখন EPharma Latifpur এ পাওয়া যাচ্ছে ১ লিটার সাইজের Kovlon লিকুইডটি। হোম ডেলিভারী পেতে অর্ডার করুন ইনবক্স অথবা সরাসরি ওয়েবসাইটে।

সময়ের সাথে সাথে ফেস মাস্ক হয়ে উঠেছে আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস কারণ অন্য অনেককিছু নিয়ে দ্বিমত থাকলেও অন্তত মাস্ক ...
30/06/2020

সময়ের সাথে সাথে ফেস মাস্ক হয়ে উঠেছে আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস কারণ অন্য অনেককিছু নিয়ে দ্বিমত থাকলেও অন্তত মাস্ক ব্যবহারের ক্ষেত্রে সবাই একমত ভাইরাস প্রতিরোধের জন্যে। আর মাস্কের এই গুরুত্বের কথা চিন্তা করে আমাদের গ্রাহকদের জন্য ১৫০ টাকার যেকোন অর্ডারের সাথে দিচ্ছি একটি সার্জিক্যাল মাস্ক ফ্রি।

** এই অফার পাওয়ার জন্য অন্য কোন শর্ত প্রযোজ্য নেই।

বাজারের সবচেয়ে ভাল ব্র্যান্ডগুলোর হ্যান্ড স্যানিটাইজার, হেক্সিসল পাওয়া যাচ্ছে EPharma Latifpur এ। যারা কোয়ালিটির ব্যাপার...
29/06/2020

বাজারের সবচেয়ে ভাল ব্র্যান্ডগুলোর হ্যান্ড স্যানিটাইজার, হেক্সিসল পাওয়া যাচ্ছে EPharma Latifpur এ। যারা কোয়ালিটির ব্যাপারে ছাড় দিতে নারাজ তারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন আমাদের স্টকে থাকা এই প্রোডাক্টগুলো নিম্নলিখিত মূল্যে:
৫০ মিলি - ৮০ টাকা
১০০ মিলি - ১৫০ টাকা

অর্ডার করুন ইনবক্সে অথবা সরাসরি ওয়েবসাইটে।

হেক্সিসল হ্যান্ড রাব (২৫০ মিলি) এখন পাওয়া যাচ্ছে ইফার্মা লতিফপুরে। মূল্য: ১৩০ টাকা মাত্র!হোম ডেলিভারি পেতে আমাদের পেইজে ...
29/06/2020

হেক্সিসল হ্যান্ড রাব (২৫০ মিলি) এখন পাওয়া যাচ্ছে ইফার্মা লতিফপুরে। মূল্য: ১৩০ টাকা মাত্র!
হোম ডেলিভারি পেতে আমাদের পেইজে ইনবক্স করুন।

দূর্ভাগ্যজনক হলেও সত্য মহামারীর এই সময়েও অসাধু ব্যবসায়ীরা তাদের অসাধুতা বন্ধ রাখেনি। যার ফলে প্রতিদিন কোন না কোন জায়গায় ...
26/06/2020

দূর্ভাগ্যজনক হলেও সত্য মহামারীর এই সময়েও অসাধু ব্যবসায়ীরা তাদের অসাধুতা বন্ধ রাখেনি। যার ফলে প্রতিদিন কোন না কোন জায়গায় পাওয়া যাচ্ছে নকল, মানহীন হ্যান্ড স্যানিটাইজার এর মজুদ। EPharma Latifpur শপে আমরা চেষ্টা করছি ব্র্যান্ডের হ্যান্ড স্যানিটাইজারগুলো রাখতে যেগুলো অথেনটিক সোর্স থেকে সংগ্রহ করা হয়েছে।

ঠিক তেমনি হামদর্দ এর এই প্রোডাক্টটি সরাসরি কোম্পানী থেকে সংগৃহীত যেটির মান নিয়ে কোন সন্দেহ নেই এবং আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন।

লতিফপুরে হোম ডেলিভারি পেতে অর্ডার করুন ইনবক্সে অথবা ওয়েবসাইটে।

দূর্ভাগ্যজনক হলেও সত্য মহামারীর এই সময়েও অসাধু ব্যবসায়ীরা তাদের অসাধুতা বন্ধ রাখেনি। যার ফলে প্রতিদিন কোন না কোন জায়গায় ...
25/06/2020

দূর্ভাগ্যজনক হলেও সত্য মহামারীর এই সময়েও অসাধু ব্যবসায়ীরা তাদের অসাধুতা বন্ধ রাখেনি। যার ফলে প্রতিদিন কোন না কোন জায়গায় পাওয়া যাচ্ছে নকল, মানহীন হ্যান্ড স্যানিটাইজার এর মজুদ। আমরা চেষ্টা করছি ব্র্যান্ডের হ্যান্ড স্যানিটাইজারগুলো আমাদের শপে রাখতে যেগুলো অথেনটিক সোর্স থেকে সংগ্রহ করা হয়েছে।

ঠিক তেমনি হামদর্দ এর এই প্রোডাক্টটি সরাসরি কোম্পানী থেকে সংগৃহীত যেটির মান নিয়ে কোন সন্দেহ নেই এবং আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। লতিফপুরে হোম ডেলিভারী পেতে অর্ডার করুন ইনবক্সে অথবা ওয়েবসাইটে।

First Online Pharmacy in Latifpur

Address

Latifpur Road
Sitakund
4317

Alerts

Be the first to know and let us send you an email when EPharma Latifpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to EPharma Latifpur:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram