সীতাকুণ্ড ব্লাড ব্যাংক

সীতাকুণ্ড ব্লাড ব্যাংক একটি মানবিক স্বেচ্ছাসেবামূলক সংগঠন।

২৭ নভেম্বর বৃহস্পতিবারের নামাজের সময়সূচি"নিশ্চয় সালাত মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরয করা হয়েছে।" সূরা নিসা ১০৩২৭ নভে...
27/11/2025

২৭ নভেম্বর বৃহস্পতিবারের নামাজের সময়সূচি

"নিশ্চয় সালাত মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরয করা হয়েছে।"
সূরা নিসা ১০৩

২৭ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ
০৫ জমাদিউস সানি ১৪৪৭ হিজরি
১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

তাহাজ্জুদ শুরু ১১:০৮ তাহাজ্জুদ
সাহরির শেষ সময় -৫:০২

ফজর শুরু -৫:০২/ফজর শেষ -৬:২০
সূর্যোদয় -৬:২১
ইশরাক/চাশত -০৬:৩৬~১১:৪১
যাওয়াল ওয়াক্ত - ১১:৫১ শেষ ১২:২১
যুহর শুরু -১১:৫১/যুহর শেষ -২:৪৯
আছর শুরু -২:৫০/আছর শেষ -৪:৫৪ (শাফেয়ী)
আছর শুরু -৩:৩৬/আছর শেষ -৪:৫৪ (হানাফি)
সূর্যাস্ত -৫:১১
ইফতার/ মাগরিব শুরু -৫:১১/মাগরিব শেষ -৬:৩০
নফল নামায-মাগরিব থেকে ইশা পর্যন্ত (আওয়াবিন)
ইশা শুরু -৬:৩১/ইশা শেষ -১১:০৭
কঠিন ওজর থাকলে ফজরের আগ পর্যন্ত পরা যাবে✅

❌নামাজের নিষিদ্ধ সময় সমূহ❌
🚫 নিষিদ্ধ সময় -৬:২১~৬:৩৬ (সকাল)
🚫 নিষিদ্ধ সময় -১১:৪২~১১:৫০ (দুপুর)
🚫 নিষিদ্ধ সময় -৪:৫৫~৫:১০ (সন্ধা)

( নিষিদ্ধ সময়ে শুধুমাত্র নামায পড়া যাবে না এছাড়া সব ইবাদাত করা যাবে )

19/11/2025

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৩৯ জন।

বিনামূল্যে ডায়বেটিস ও পেসারের ঔষধ প্রদানসীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্নার (রুম নং-৩৩)  থেকে নিয়মিতভাব...
19/11/2025

বিনামূল্যে ডায়বেটিস ও পেসারের ঔষধ প্রদান

সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্নার (রুম নং-৩৩) থেকে নিয়মিতভাবে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে এবং ঔষধ থাকা সাপেক্ষে রোগীদের নিয়মিতভাবে ওষুধ সরবরাহ করা হচ্ছে। এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কার্যক্রমটি শুরু হয় ২০২১ সালে। কার্যক্রমটি আরও গতিশীল করতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের একটি টিম ধারাবাহিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সহায়তা করে যাচ্ছে।
উক্ত স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের ডিজিটাল সিস্টেমে নিবন্ধিত হতে হবে, যার জন্য জাতীয় পরিচয়পত্র (NID) এবং মোবাইল নম্বর সঙ্গে আনা বাধ্যতামূলক। উল্লেখ্য, একই রোগীর একাধিক বই থাকা দণ্ডনীয়।
রোগীদের প্রতি মাসে নির্ধারিত সময়ে ফলো-আপে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে, যাতে রোগীদের উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব হয় এবং হার্ট অ্যাটাক, স্ট্রোকসহ জীবননাশী জটিলতা প্রতিরোধ করা সম্ভব হয়।
নিয়মিত ওষুধ গ্রহনের পাশাপাশি স্বাস্থ্যকর খাবার খেয়ে হবে, লবণ কম খেতে হবে, ব্যায়াম করতে হবে ও নিয়মিত হাঁটতে হবে এবং ধূমপান থেকে বিরত থাকতে হবে — এগুলো রোগীদের উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস নিয়ন্ত্রনে সাহায্য করবে।

আসুন আমরা সকলে মিলে নীরব ঘাতক উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস রোগ সম্পর্কে সচেতন হই এবং সুস্থ থাকি।

নির্দেশনায়ঃ
ডা. আলতাপ হোসেন
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
সীতাকুণ্ড, চট্টগ্রাম।

সীতাকুণ্ডের গর্ব দুই চিকিৎসকের নতুন সাফল্য!সীতাকুণ্ডের চিকিৎসা অঙ্গনে এসেছে এক আনন্দঘন ও গৌরবময় সুখবর। চট্টগ্রাম মেডিকেল...
17/11/2025

সীতাকুণ্ডের গর্ব দুই চিকিৎসকের নতুন সাফল্য!
সীতাকুণ্ডের চিকিৎসা অঙ্গনে এসেছে এক আনন্দঘন ও গৌরবময় সুখবর। চট্টগ্রাম মেডিকেল কলেজের পোস্টগ্রাজুয়েশন ভর্তি পরীক্ষায় সীতাকুণ্ডের দুই মেধাবী চিকিৎসক নির্বাচিত হয়ে এলাকার মানুষের মাঝে সৃষ্টি করেছেন উচ্ছ্বাস ও গর্বের অনুভূতি।

প্রথমজন—সীতাকুণ্ড সৈয়দপুরের কৃতিসন্তান ও সীতাকুণ্ড জেনারেল হাসপাতালের মানবিক চিকিৎসক ডা. এইচ. এম. নাজিম উদ্দিন। তিনি Masters of Surgery (MS) in Urology প্রোগ্রামে চান্স পেয়েছেন। তিনি মহানগর মীর নুরুল ইসলাম আদর্শ দাখিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র এবং ১নং সৈয়দপুর ইউনিয়নের বগাচতর এলাকার গর্বিত কৃতিসন্তান।

অন্যদিকে, সীতাকুণ্ডের বাঁশবাড়ীয়া এলাকার মেধাবী কন্যা ডা. তানজিলা রেহনুমা রিনভী চট্টগ্রাম মেডিকেল কলেজের MS in Neurosurgery বিভাগে নির্বাচিত হয়ে সীতাকুণ্ডের নাম আরও উজ্জ্বল করেছেন। নারীদের মধ্যে অত্যন্ত প্রতিযোগিতামূলক একটি বিভাগে সুযোগ পাওয়া তার কঠোর পরিশ্রম, মেধা ও গভীর একাগ্রতার উজ্জ্বল স্বাক্ষর।

দুই চিকিৎসকের এই সাফল্যে সীতাকুণ্ডের সর্বস্তরের মানুষের মাঝে নেমে এসেছে আনন্দের বন্যা। এলাকাবাসী এবং শুভাকাঙ্ক্ষীরা তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য এবং মানবসেবায় আরও অটুট থাকার দোয়া করেছেন।
মহান আল্লাহ তায়ালা তাঁদেরকে নেক হায়াত দান করুন এবং মানুষের কল্যাণে কাজ করার তৌফিক অব্যাহত রাখুন—এই দোয়া ও প্রত্যাশা সবার।

29/10/2025
18/10/2025

দেশের সব সরকারি হাসপাতালে ৩০ নভেম্বর পর্যন্ত ফ্রি ডেঙ্গু টেস্ট

চট্টগ্রাম মেডিকেলের ন্যায্যমূল্যের ঔষধ দোকানের অন্যায্য কার্যক্রম সম্পর্কে কিছু লিখতে চাই।স্বাভাবিকভাবে যখন মানুষ বেশি অ...
20/09/2025

চট্টগ্রাম মেডিকেলের ন্যায্যমূল্যের ঔষধ দোকানের অন্যায্য
কার্যক্রম সম্পর্কে কিছু লিখতে চাই।

স্বাভাবিকভাবে যখন মানুষ বেশি অসুস্থ হয় বা রোগ নিয়ন্ত্রণের বাহিরে চলে যায় তখনই কিন্তু মেডিকেলে ভর্তি হওয়া লাগে ,সে ক্ষেত্রে যারা নিম্ন মধ্যবিত্ত বা গরিব তারা বেশি ভাগ সময় সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা সেবার জন্য শরণাপন্ন হয় বা অবস্থার আলোকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করা লাগে কোন রোগী হাসপাতালে ভর্তি হলে স্বাভাবিকভাবে তার স্বজনরা একটু বাড়তি পেরেশানিতে থাকে সেই মানসিক পেরেশানির সুযোগটাকে কাজে লাগিয়ে একশ্রেণীর মধ্যস্বত্বভোগী বিশেষ ফায়দা হাসিল করে নেয়, তার মধ্যে মেডিকেলের সব সিস্টেমের কথা বাদে দিলাম আজকে শুধু আমার সাথে ঘটে যাওয়া চট্টগ্রাম মেডিকেলের স্বপ্না মেডিকেল স্টোর নামের ন্যায্য মূল্যের ওষুধের দোকানের স্বেচ্ছাচারিতা ও জবাব দাহিতার ঊর্ধ্বে থাকা এই ওষুধ ফার্মেসির অনিয়ম আর প্রতারণার ছোট্ট একটা সামারি তুলে ধরলাম।
আমার দুই বছরের ছোট্ট শিশু টাকে যখন মুমূর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি করাই তখন কর্তব্যরত ডাক্তাররা আমার হাতে একটা স্লিপ ধরিয়ে দেয় কি কি ওষুধ ও মেডিকেল এক্সেসরিজ লাগবে সেই স্লিপের মধ্যে উল্লেখ্য আছে, স্লিপটা সম্ভবত ন্যায্য মূল্যের সপ্না নামের ঔষধ দোকান কর্তৃপক্ষ এই স্লিপটা হাসপাতালের ওয়ার্ডগুলোতে সরবরাহ করে। ন্যায্য মূল্যের ওষুধের দোকান কর্তৃপক্ষের পছন্দমত ঔষধ ও মেডিকেল এক্সেসরিজের লিস্টে উল্লেখ্য থাকে যা কতটুকু যৌক্তিক সেটা আপনারাই বিবেচনা করবেন ।

তাদের লিস্টের পছন্দমত ঔষধ ও এক্সেসরিজ গুলো নিতে বাধ্য হলাম, যে ঔষুধ গুলোর গায়ে মূল্য লিখা আছে সেগুলো তারা নির্ধারিত মূল্যেই বিক্রয় করে কিন্তু বাহির থেকে আমদানি করা মেডিকেল একসেসোরিজ যেগুলার তার নিজের ইচ্ছামত মূল্য নিয়ে থাকে যা একজন গরিব অসহায় চিকিৎসা গ্রহণকারী রোগীর জন্য অত্যন্ত ব্যয়বহুল ।
বাংলাদেশী যে কোম্পানিগুলো মেডিকেল একসেসোরিজ উৎপাদন করে তাদের মধ্যে উল্লেখ যোগ্য ।
যেমন :-JMI. incepta. Get Well এই ধরনের কোম্পানির উৎপাদিত পণ্যের মান কোন অংশে খারাপ না দামেও অনেক সাশ্রয় কিন্তু এই পণ্যগুলো দিলে তো তারা গরিবের পকেট কাটতে পারবে না সে কারণে তারা আমদানি করা পণ্যগুলো দিয়ে অধিক মুনাফা লাভ করে রোগীদেরকে ঠকানোর একটা পথ বের করেছে। তারা আমদানি করা যে এক্সেসরিজ গুলো রোগীদের কে দিচ্ছে সেগুলো যে খুব একটা মান ভালো সেটা আমি মনে করি না ।
কারণ আমি যখন কেনোলাগুলা ফিটিং করার পরে ক্যানুলা মুখের চিপি সঠিকভাবে না লাগার কারণে মুখ দিয়ে একটু একটু রক্ত বের হচ্ছে যা দেখে আমার কাছে মনে হয়েছে আমদানি করা এক্সেসরিজের মান তেমন একটা ভালো না। আবার আমি যখন বেঁচে যাওয়া এক্সেসরিজ ফেরত দিতে গিয়েছি তখন তারা ওটার দাম অর্ধেক নির্ণয় করে আমাকে ফেরত দিয়েছে যেটা একজন রোগীর ও তার সজনের সাথে মারাত্মক লেভেলের প্রতারণা ও স্বেচ্ছাচারিতা।

যখন এদের এত প্রতারণার অবস্থা বুঝতে পারলাম তখন মেডিকেলের বিভিন্ন -কর্মচারী ও আশেপাশের ব্যবসায়ীদের থেকে যা বুঝতে পারলাম তাহলো তারা পতিত সরকারের আমলে প্রভাব খাটিয়ে চট্টগ্রাম মেডিকেলে তাদের একচ্ছত্র আধিপত্য বিস্তার করে যা এখনো বজায় রেখেছে ,তারা আইনের উদ্দে এবং কেউ তাদেরকে কিছু করতে পারবে না কারণ সব ধরনের সংস্থা তাদের ম্যানেজ করা আছে এবং ঔষধ প্রশাসন সহ যত ধরনের আইন প্রয়োগকারী সংস্থা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে সবাইকে তারা বিশেষ সুবিধা দিয়ে থাকে অভিযোগ আছে সে কারণে তারা এত বেপরোয়া।

সপ্না মেডিকেল স্টোর থেকে আমি যে ঔষধ ও মেডিকেল এক্সেসরিজ নিয়েছি তার মধ্যে তিনটা মেডিকেলে এক্সেসরিজের মূল্য বাহিরে এবং তাদের সাথে একটা পার্থক্য তুলে ধরবো :একটা টেপ(Niemibon):-১৩০ বাচ্চাদের স্যালাইনের সেট(mlset jms):৩৭৬ দুইটা ক্যানুলা(Troge26) :২২৩ এই তিনটা আইটেমর মোট মূল্য ৭২৯৳ আমার থেকে স্বপ্না মেডিকেল স্টোর নিয়েছে, আমি মেডিকেলের বাহিরে গিয়ে সার্জিক্যাল দোকানগুলোতে বাহির থেকে আমদানি করা তাদের তিনটা আইটেমের মূল্য জানতে চাইলে তারা আমাকে এই তিনটা আইটেমের খুচরা মূল্য ৬১০ টাকা বলে , তারমানে ওরা এই সাধারন তিনটা আইটেমে আমার থেকে ন্যায্য মূল্যের নামে বাড়তি নিল ১২৯ টাকা তারপরে আবার মাল ফেরত দিতে গিয়ে একটা ক্যানুলা দাম অর্ধেক ৫০ টাকা ধরল তারমানে আমার থেকে মোট তারা ১৭৫ টাকা সিস্টেমে বেশি নিল । এভাবে প্রতিদিন হাজার হাজার রোগীরা তাদের থেকে ঔষধ ও বিভিন্ন আইটেমের মেডিকেল পণ্য সামগ্রী নিয়ে থাকে ‌।
তারা যে কি পরিমান রোগী ও রুগীর স্বজনদের সাথে প্রতারণা করে বাড়তি ফায়দা লুটে নিচ্ছে তার কোন হিসেব নেই ।

পরিশেষে বলতে চাই : এই জালেম দুর্বৃত্তদেরকে কি থামানোর কেউ নাই নাকি তারা এভাবে প্রতারণা ও দুর্বৃত্তায়নের জাল বিস্তার করেই যাবে আর গরিব অসহায় রোগীরা ''সর্বশ্রান্ত" হতে থাকবে যুগের পর যুগ?

সংগৃহিত

ছাগলনাইয়ায় ফেলে যাওয়া শিশুটির সেবাযত্ন নিতে একজন মহিলা জরুরি প্রয়োজন।গত ৩১ আগস্ট কন্যা শিশুটিকে ছাগলনাইয়া ইসলামিয়া কামিল...
02/09/2025

ছাগলনাইয়ায় ফেলে যাওয়া শিশুটির সেবাযত্ন নিতে একজন মহিলা জরুরি প্রয়োজন।

গত ৩১ আগস্ট কন্যা শিশুটিকে ছাগলনাইয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার বারান্দায় ফেলে রেখে উধাও হয়ে যায় মা। এরপর স্থানীয় Miraz Hossain শিশুটিকে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তিন দিন চিকিৎসা সেবা প্রদান করার পর আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় শিশুটিকে চট্টগ্রাম ছোটমনি নিবাসে পাঠানো হয়। সেখানে নেয়ার পর শিশুর শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে হাসপাতালে এই শিশুর দেখাশোনা করার জন্য নেই কেউ! এই মুহূর্তে শিশুটির জন্য প্রয়োজন একজন নারী। যদি কেউ এই শিশুর দায়িত্ব নিতে আগ্রহী হয়ে থাকেন (01626768514 মিরাজ) উক্ত নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হলো। উল্লেখ, যে নারী এই শিশুকে দেখাশোনার দায়িত্ব নিবেন তাকে উপযুক্ত সম্মানি প্রদান করা হবে।

🌕✨ পূর্ণগ্রাস চন্দ্র গ্রহণ – ৭ সেপ্টেম্বর ২০২৫ ✨🌕হিন্দু, মুসলিম ধর্মীয় দৃষ্টিভঙ্গি ও বৈজ্ঞানিক তথ্যসহ সম্পূর্ণ পোস্টটি ...
30/08/2025

🌕✨ পূর্ণগ্রাস চন্দ্র গ্রহণ – ৭ সেপ্টেম্বর ২০২৫ ✨🌕

হিন্দু, মুসলিম ধর্মীয় দৃষ্টিভঙ্গি ও বৈজ্ঞানিক তথ্যসহ সম্পূর্ণ পোস্টটি আমরা নিচে দিয়েছি।
👉 অনুরোধ রইলো, পুরো পোস্টটি পড়ে জেনে নিন।

---------------------------
✨🌕 পূর্ণগ্রাস চন্দ্র গ্রহণ 🌕✨
📅 তারিখ: ৭ ও ৮ সেপ্টেম্বর ২০২৫

এই দিন আকাশে ঘটবে এক মহাজাগতিক দৃশ্য — পূর্ণগ্রাস চন্দ্র গ্রহণ। চাঁদ ঢেকে যাবে পৃথিবীর ছায়ায়, আর মানুষজন ভিন্ন ভিন্ন দৃষ্টিতে এই ঘটনা দেখবে।

🔱 হিন্দু ধর্মে বিশ্বাস ও বিধিনিষেধ:

গ্রহণকালে পূজা-পাঠ ও মূর্তি স্পর্শ করা নিষেধ।

খাবার খাওয়া বা রান্না করা এড়িয়ে চলা হয়।

গর্ভবতী মহিলাদের জন্য কিছু নিষেধাজ্ঞা মানা হয় (বাইরে না যাওয়া, ধারালো কিছু ব্যবহার না করা ইত্যাদি)।

গ্রহণ শেষে স্নান ও দান-ধ্যান করার প্রথা আছে।

☪️ ইসলামে বিশ্বাস ও বিধিনিষেধ:

গ্রহণকে কোনো অশুভ শক্তি মনে করা হয় না, বরং আল্লাহর নিদর্শন হিসেবে দেখা হয়।

মুসলিমরা এ সময় নফল সালাতুল কুসূফ (গ্রহণের নামাজ) আদায় করতে পারেন।

দোয়া, জিকির, কুরআন তিলাওয়াত ও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উত্তম কাজ।

খাবার-দাবারে কোনো নিষেধাজ্ঞা নেই।

🔬 বিজ্ঞান কী বলে:

চন্দ্র গ্রহণ সম্পূর্ণ প্রাকৃতিক জ্যোতির্বিদ্যাগত ঘটনা।

পৃথিবী সূর্যের আলো আটকিয়ে চাঁদের উপর ছায়া ফেলে, তাই এ দৃশ্য তৈরি হয়।

মানুষের স্বাস্থ্য বা জীবনে এর কোনো ক্ষতিকর প্রভাব নেই।

নিরাপদে খালি চোখেই দেখা যায় (সূর্য গ্রহণের মতো চোখে ক্ষতি হয় না)।
---------------------

🌌 শেষ কথা:
ধর্মীয় বিশ্বাস যার যেমন আছে, সেই অনুযায়ী পালন করুন। তবে বিজ্ঞান আমাদের শিখায়, এটি একেবারেই প্রাকৃতিক ও মনোমুগ্ধকর মহাজাগতিক ঘটনা।
৭ সেপ্টেম্বর রাতের আকাশে তাকিয়ে প্রকৃতির বিস্ময় উপভোগ করতে ভুলবেন না।
©️

24/06/2025

Address

Https://goo. Gl/maps/S5BXBwbyjLs
Sitakund
4310

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 12:00
14:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801558916953

Alerts

Be the first to know and let us send you an email when সীতাকুণ্ড ব্লাড ব্যাংক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to সীতাকুণ্ড ব্লাড ব্যাংক:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram